02/10/2024
স্বাশুড়ি কখনো মা হয়না!🚫
এই কথাটা কেমন জানি আমার মস্তিষ্কে গিয়ে বাড়ি খায়! কেন স্বাশুড়িকে মায়ের মতোই হতে হবে?! সে কি আপনাকে জন্ম দিয়েছে? আপনাকে বুকে ধরে বড় করেছে? ছোটবেলাতে আপনি অসুস্থ হলে রাত জেগে নামাজ পড়ে অঝড়ে কেঁদেছে? তার সাথে কি আপনার নাড়ীর কোন টান আছে? অথবা রক্তের টান আছে?! তাহলে কেন সে আপনার মা হবে? কিভাবে হবে? মা শব্দের মানে বোঝেন?! সবাই মা হয়না! সবাইকে মা বানাতে যাবেন না প্লিজ!
স্বাশুড়ির সাথে আপনার দুষ্টু মিষ্টি একটা বন্ধুত্বের সম্পর্ক হবে! সে হতে পারে আপনার বান্ধবী অথবা আরো ঘনিষ্ঠ! তার সাথে আপনার একটা সম্মানের সম্পর্ক থাকবে! বৌ স্বাশুড়ির সম্পর্ক যেমন হওয়া উচিৎ আর কি!🤧
আর কিছু কিছু স্বাশুড়ির অভিযোগ থাকে ছেলের বৌ কখনো মেয়ে হয়না! আপনাদের বলছি একটা মেয়ের আসল রুপ 95% প্রকাশ পায় তার মায়ের কাছে! তার 1% আপনার সামনে প্রকাশ পেলে আপনি ভাবতে শুরু করবেন ঘরে খুশি না রাক্ষ*সী এসেছে! আর একদিন যদি গোসলের পর জামা কাপড় বাথরুমে ফেলে আসে এই ভেবে যে আপনি মা আপনি ধুয়ে দিবেন(মেয়েরা মায়ের সাথে যেমন হয় আরকি😑) তাহলেই আপনার টনক নড়ে যাবে🥴! তাই বলছি পুএবধুকে ভালোবাসুন তার যায়গা থেকেই! সে আপনার ছেলের বৌ সে সুখি তো আপনার ছেলে সুখি আপনার ঘর সুখি! কাউকে ভালোবাসলে সম্পর্ক বদলে ভালোবাসা লাগে না! যার সাথে যেই সম্পর্ক তাকে সেই জায়গা থেকেই ভালোবাসা যায়!🫰
বিদ্র: আমার সাথে আমার স্বাশুড়ির সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ! তা আমার কাছের মানুষরা জানে! সে আমাকে খুবই আদর করে আর আমিও তাকে অনেককক ভালোবাসি!❤️
একটা আপুর পোষ্ট দেখে বিষয়টা নিয়ে লিখতে ইচ্ছে করলো তাই লিখলাম!