ইসলামিক মটিভেশন

ইসলামিক মটিভেশন
উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মুমিনদের

উপকারে আসে। - সূরা আয-যারিয়াত ৫১:৫৫ ❞




শুধুমাত্র ইসলামিক পোস্ট করা ।
(2)

26/01/2025

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন

11/01/2025

ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথা যে এনে দিতে পারবেন তাকে ১০লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিলো কথিত এক সুন্নী বক্তা।
লিংক কমেন্ট।

😭😭😭😭
30/12/2024

😭😭😭😭

30/12/2024

😭😭

゚viralシ ゚viralシ

27/12/2024
26/12/2024

🔹🔹স্মরনশক্তি বৃদ্ধিতে করণীয়

☘️রাসুল (সা.)-এর কাছে জিবরাইল (আ.) ওহি নিয়ে আসতেন। তিনি তার সঙ্গে ওহি পড়া ও মুখস্ত করার চেষ্টা করতেন, যা তার জন্য অনেক ক্ষেত্রে কষ্টকর ছিল। তখন এ আয়াত নাজিল হয় এবং রাসুল (সা.)-এর কষ্টও কিছুটা লাঘব হয়। তিনি ওহি আয়ত্ত করতে প্রশান্তি লাভ করেন।

আল্লাহ বলেন- فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا -
অর্থাৎ সত্যিকার মালিক আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না এবং বলুন, হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা ত্বাহা, আয়াত ১১৪)

☘️দোয়া
رَبِّ زِدْنِي عِلْمًا

🌸উচ্চারণ- রাব্বি জিদনি ইলমা।
🌸অর্থ— হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন।

এই দোয়া নিয়মিত পাঠ করলে স্মরণশক্তি বৃদ্ধি লাভ করে।

☘️এ ছাড়া স্মরণশক্তি বৃদ্ধির কয়েকটি উপকারী আমল হলো—

১. সব ধরনের গুনাহ থেকে পরিপূর্ণ বেঁচে থাকা। কারণ গু'না'হর কারণে মুখস্থশক্তিতে দুর্বলতা আসে।

২. অধিক হারে আল্লাহর জিকির করা। যেমন— সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পড়া।
আল্লাহতায়ালা বলেন— واذكر ربك إذا نسيت“যখন ভুলে যান তখন আল্লাহর জিকির করুন”। (সুরা কাহাফ: ২৪)

৩. কোন কোন আলেম এমন কিছু খাবারের কথা উল্লেখ করেছেন যেগুলো মুখস্থশক্তি বৃদ্ধি করে। যেমন- মধু ও কিসমিস খাওয়া ইমাম যুহরী বলেন: তুমি মধু খাবে; কারণ এটি স্মৃতিশক্তির জন্য ভালো। তিনি আরও বলেন: যে হাদিস মুখস্ত করতে চায় সে যেন কিসমিস খায়। (খতিব আল-বাগদাদির ‘আল-জামে’ ২/৩৯৪)

৪. মুখস্থশক্তি বৃদ্ধি ও ভুলে যাওয়ার সমস্যা প্রতিরোধে আরও যে জিনিসটি সাহায্য করে, সেটি হচ্ছে— মাথায় শি'ঙ্গা লাগানো। এটিও পরীক্ষিত।

☘️নিয়মিত যিকিরের অভ্যাস করবো, রমাদান আসছে,তাই এ অভ্যাস অত্যন্ত গুরত্বপূর্ণ।
©️Hope

25/12/2024

পারলে ভুল ধরে দেখান।
ا ب ت ث ج ح خ د ذ ر ز

س ش ص ض ط ظ ع غ ف

ق ك ل م ن و ه ء ي

জানি ভুল ধরতে পারেননি। কেন লেখলাম জানেন।
নেকির আশায়। প্রতিটা হরফে ১০ নেকি ।
তাহলে 10×29=290 নেকি। আলহামদুলিল্লাহ।

25/12/2024

বড়দিন পালন বা শুভেচ্ছা জানানোর অর্থ হলো — আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তা'আলা এই দিনে পুত্র সন্তান জন্ম দিয়েছে!

নাউজুবিল্লাহ।

24/12/2024

আপনি যদি এই পোস্টটি দেখে থাকেন, তাহলে আপনি আমাদের এই পেইজের একজন সম্মানিত এ'ক্টি'ভ মে'ম্বা'র। জানতে পারি আপনি কোথায় থেকে যুক্ত আছেন আমাদের সাথে!🤍🌸

                     ゚viralシ  ゚viralシ
24/12/2024

゚viralシ ゚viralシ

23/12/2024

ইনশাআল্লাহ

23/12/2024

_আল্লাহ যেই অবস্থায় রেখেছে, বলেন "আলহামদুলিল্লাহ" 🤲💙b

_আল্লাহ যেই অবস্থায় রেখেছে, বলেন "আলহামদুলিল্লাহ" 🤲💙
23/12/2024

_আল্লাহ যেই অবস্থায় রেখেছে, বলেন "আলহামদুলিল্লাহ" 🤲💙

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক মটিভেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category