foysal_mahamud_farhan_

foysal_mahamud_farhan_ আমি আমার মতো হয়তো কারো মনের মতো না।

21/06/2024
08/06/2024
মধ্যবিত্তদের ঘর থেকে বড় কোন স্বপ্ন দেখা যায় না, যা দেখা যায় তা হল ভবিষ্যৎ এ বেঁচে  থাকার যুদ্ধ।
03/02/2024

মধ্যবিত্তদের ঘর থেকে বড় কোন স্বপ্ন দেখা যায় না, যা দেখা যায় তা হল ভবিষ্যৎ এ বেঁচে থাকার যুদ্ধ।

আমার দাদা একটা চোর। বৃদ্ধ বয়সে কেউ চুরি করে! করে না নিশ্চয়ই। কিন্তু আমার দাদা চুরি করেন। সবসময় না, চুরি করেন মাসের শেষ স...
04/01/2024

আমার দাদা একটা চোর। বৃদ্ধ বয়সে কেউ চুরি করে! করে না নিশ্চয়ই। কিন্তু আমার দাদা চুরি করেন। সবসময় না, চুরি করেন মাসের শেষ সাপ্তাহের দিনগুলোতে।

আমার আব্বু সহ চাচারা মিলে চার ভাই। সবাই আলাদা সংসার করে, আলাদা খায়। দাদি মারা গিয়েছেন গত পৌষ মাসে। দাদির মৃত্যুর পর দাদা থাকতেন ছোট চাচ্চুর সাথে। গতো দু'মাস আগে ছোট চাচ্চু বিয়ে করেন। দাদার খাওয়ার হিসাব বন্টন করে দেওয়া হয়েছে মাসের চার সাপ্তাহ চার জনের ঘরে।

আমার আম্মু হিংসুটে, মেজু কাকিমা চুপচাপ, সেজু কাকিমা হাই টেম্পারেচার, ছোট কাকিমা বকবক ঝগড়াটে জানোয়ার মহিলা। মাসের শেষ সাপ্তাহে দাদার খাওয়ার তারিখ আসে ছোট চাচ্ছুর ঘরে। ওতে ছোটকাকিমা বিরক্ত, এতো খাই খাই করে কেনো এই বুড়ো মানুষটা! মরে না কেনো? মরলেও তো বাঁচি। বক বক করবে। দাদা উপোস থাকে, ছোট কাকিমা খাবার দেয়না ঠিকঠাক দাদুকে।

কিছুক্ষন আগে দাদা এসেছিলো আমার ঘরে। অমন শুকনো একখান মুখ। আমার মাথায় হাত বুলিয়ে গলার সুর খুব নরম করে দাদা বললো, দাদুভাই তুই ভাত খাইচিস? আমি তো খেয়েছি, তুমি খেয়েছো দাদু? দাদা চোখজোড়া হাতের আড়াল করে মুচলো একবার । মৃধু হাসলো। অমন শুকনো শীতল হাসি, এই হাসির একটা নাম আছে ক্ষুধা, দাদার ঐ ক্ষুধার হাসি দেখে আমার কান্না পেলো খুব। হাতাকাঁটা গেঞ্জি তুলে পেট দেখালো দাদা, পেটে গামছা বেঁধেছে। দাদা আমায় বললো, দাদুভাই তোর মা না থাকলে চুপিচুপি রান্নাঘরে গিয়ে দেখে আয়তো পাতিলে ভাত আছে কি না। ভাত নেই। আমার খাওয়া শেষে বাকি যে টুকুন ভাত ছিল পাতিলে ঐ টুকুন ভাত মা বাটিতে তুলে কুকুরের সামনে দিয়ে গোসল করতে গিয়েছে।

মা গোসল শেষ করে এসে চিৎকার চেচামেচি শুরু করেছে কারণ মায়ের বাটিটা চুরি হয়েছে। অত বড় একটা বাটি কোথায় পাবে মা, আগামীকাল কিসে তুলে ভাত দিবে কুকুরকে। আমি জানি মায়ের বাটিটা কে চুরি করেছে। দাদা। দাদা কুকুরের খাওয়া অর্ধেক ভাত সহ ঐবাটি চুরি করেছে আমি দেখেছি, আমার চোখ সাক্ষী।

আমি এখন মা'কে গিয়ে বলবো, মা আমার দাদা একটা চোর।বেহায়া চোর, ভাত চোর।🥹🥹😪😪
বাস্তব সমাজের কিছু চিত্র।

#কালেক্টেড

23/12/2023
তিনিই প্রকৃত সুখি, যিনি প্রয়োজনের তুলনায়  বেশি আশা করে না।❤️❤️❤️শুভ সকাল❤️❤️❤️
17/12/2023

তিনিই প্রকৃত সুখি, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না।

❤️❤️❤️শুভ সকাল❤️❤️❤️

হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। কারণ সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাসে।
16/12/2023

হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। কারণ সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাসে।

14/12/2023

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Md Bakhtiar Sarder

কথা কিন্তু সত্য 🙃
13/12/2023

কথা কিন্তু সত্য 🙃

ফেইসবুকের নতুন চমক,,,কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুন, যদি highlight লিখা আসে, তাহলে সেটা কমেন্ট করুন। যদি  লেখাটি নীল হয়,তাহ...
10/12/2023

ফেইসবুকের নতুন চমক,,,

কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুন, যদি highlight লিখা আসে, তাহলে সেটা কমেন্ট করুন। যদি লেখাটি নীল হয়,
তাহলে বুঝবেন আপনার আইডি মজবুত আছে এবংসহজে কেউ হ্যাক করতে পারবে না

যুগের সাথে নয়, দ্বীনের সাথে তাল মিলিয়ে চলুন, শান্তি ও সুখ দু'টাই পাবেন...!  #ইনশাআল্লাহ
08/12/2023

যুগের সাথে নয়,
দ্বীনের সাথে তাল মিলিয়ে চলুন,
শান্তি ও সুখ দু'টাই পাবেন...!
#ইনশাআল্লাহ

07/12/2023

আমি কিছুই পাওয়ার যোগ্য নয়,
তবুও আমার রব আমাকে কত নেয়ামত দিয়েছেন"
আলহামদুলিল্লাহ

পুরুষ মানুষের কাছে অর্থ অক্সিজেনের মত প্রাণ বাঁচিয়ে রাখে!
24/10/2023

পুরুষ মানুষের কাছে অর্থ অক্সিজেনের মত প্রাণ বাঁচিয়ে রাখে!

হাজারও হতাশার মাঝে একটাই ভরসা    #আল্লাহ যা করেন ভালোই জন্যই করেন।
28/08/2023

হাজারও হতাশার মাঝে একটাই ভরসা

#আল্লাহ যা করেন ভালোই জন্যই করেন।

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল ।পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও ...
16/08/2023

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল ।
পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে
সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত
কিন্তু সে লাফ দেয় না, সে সহ্য করতে থাকে।

আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়
তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার
কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না,
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায় ।

এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??

তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে।
কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।

ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু
আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও
আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত অর্থাৎ

সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া উচিত ।

আবেগ ভালবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া উচিত না ।
কপি পোস্ট

একজন কিংবদন্তির বিদায়!একজন আল্লামার বিদায়!কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ...
15/08/2023

একজন কিংবদন্তির বিদায়!
একজন আল্লামার বিদায়!

কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তাআলা তাঁর দ্বীনের একনিষ্ঠ এ খাদেমকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন।

পুরুষ তার সখের নারী ধরে রাখার জন্য, ধৈর্যের শেষ অব্দি অপেক্ষা করে যায়..।
11/08/2023

পুরুষ তার সখের নারী ধরে রাখার জন্য,
ধৈর্যের শেষ অব্দি অপেক্ষা করে যায়..।

প্রচুর সঞ্চয় করেছি......   তবে টাকা পয়সা নয়.....    বাস্তবতা আর অভিজ্ঞতা 😊
05/08/2023

প্রচুর সঞ্চয় করেছি......
তবে টাকা পয়সা নয়.....
বাস্তবতা আর অভিজ্ঞতা 😊

মানুষ সব কিছু বদলাতে পারে, তবে একটি জিনিস বদলাতে পারে না তা হলো নিয়তি।
29/07/2023

মানুষ সব কিছু বদলাতে পারে, তবে একটি জিনিস বদলাতে পারে না তা হলো নিয়তি।

নিজেকে এমনভাবে গড়ে তুলুন, আজ যারা আপনাকে অপছন্দ বা ঘৃণা করছে, তারা যেন একটা সময়ে গিয়ে আপনার মতো হতে চায়।
25/07/2023

নিজেকে এমনভাবে গড়ে তুলুন, আজ যারা আপনাকে অপছন্দ বা ঘৃণা করছে, তারা যেন একটা সময়ে গিয়ে আপনার মতো হতে চায়।

Address

Barishal

Telephone

+8801944011361

Website

Alerts

Be the first to know and let us send you an email when foysal_mahamud_farhan_ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to foysal_mahamud_farhan_:

Videos

Share

Category

Nearby media companies



You may also like