15/04/2024
জুনের মধ্যে অর্থনৈতিক সংকট সমাধান হবে - সাংসদ মেনন
এম. হৃদয় আহম্মেদ ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্থিশুন্ড মোড়াকাঠী(এইচ এম) মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি, উজিরপুর - বানারীপাড়া (বরিশাল -২) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন তিনি বলেন বৈশ্বিক মহামারী করোনা, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে দেশ ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়ে,এতে বড় বড় মেগা প্রকল্প বন্ধ হয়ে যায়,ফলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সড়ক মহাসড়ক, সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
আশা করি আগামী জুনের মধ্যে সকল অর্থনৈতিক সংকট সমাধান হবে। ১৫ এপ্রিল সকাল দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আবু বকর আকন এর পৃষ্ঠপোষকতায়,ফ্রি ক্যাম্প উদ্বোধনীয় অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোঃ মামুন অর রশিদ তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আফরোজ রোজি, উজিরপুর আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান ইউছুব হাওলাদার, ইউপি সদস্য মাইনুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উজিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানি শীল, ওয়ার্কাস পার্টির বরিশাল জেলা নেতা,জহিরুল ইসলাম টুটুল,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালী ফারাহীন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সালাম সরদার।ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ আসাদুল্লাহ গালিব।