07/08/2023
Ai তো কয়দিন ধরে মোটামুটি নেট দুনিয়ায় আলোড়ন তুলছে। একটু ভাবুন তো আমাদের মস্তিষ্ক সেই কবেই যান্ত্রিক হয়ে গিয়েছে। আমাদের চিন্তাশক্তি কতোটা বিচারহীন হয়ে গেছে মনে করে দেখুন তো। আজ বাদে কাল আমাদের মা বোনের যদি এমন কোন সমস্যার মুখোমুখি হতে হয় ঠিক তখনও দেখবেন কোন না কোন মায়ের সন্তান, কোন না কোন বোনের ভাইটিও লিংক চেয়ে বসবে। জাতিগত দিক দিয়ে মনুষ্যত্বের সর্বনিম্ন স্তরে অবস্থান করছি আমরা। ভিউ আর নিজের মনের বিচারহীন কথা বলছি আমরা কোন কিছু না ভেবেই। আমরা শিক্ষিত হলাম ঠিকই তবে মানুষ হতে হয়তো আরও কয়েক যুগ লেগে যাবে। আমিও বাঙালী তবে বাঙালী হয়েও এটা বলছি আমরা ভীষন আবেগী আর বিবেকহীন জাত হতে চলেছি ভবিষ্যতে