PM Media2.0

PM Media2.0 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PM Media2.0, Digital creator, Barishal.
(2)

মায়ের দোয়া ক্রিকেট দল vs India 🤲🥹NaNarendra ModioNarendra Modi
18/10/2024

মায়ের দোয়া ক্রিকেট দল vs India 🤲🥹

NaNarendra ModioNarendra Modi

সঠিক দেয়ালে সঠিক গ্রাফিটি 🤡Caption in last Photo.📷PMPM Media2.0ePM Media2.0রাজশাহী বিশ্ববিদ্যালয়
18/10/2024

সঠিক দেয়ালে সঠিক গ্রাফিটি 🤡
Caption in last Photo.

📷PMPM Media2.0ePM Media2.0রাজশাহী বিশ্ববিদ্যালয়

তোমার সিভিটা আমাকে দিও, দেখি কি করতে পারি। বেকারত্ব নিয়ে সবচেয়ে বড় মিথ্যে আশ্বাস ও সবচেয়ে বড় উপহাস এটি।"🙂এইভাবে অনেক সিভ...
06/10/2024

তোমার সিভিটা আমাকে দিও, দেখি কি করতে পারি। বেকারত্ব নিয়ে সবচেয়ে বড় মিথ্যে আশ্বাস ও সবচেয়ে বড় উপহাস এটি।"🙂
এইভাবে অনেক সিভি জমা করে, ঝালমুড়ির ঠোঙ্গার জন্য ঝালমুড়িওয়ালার কাছে কেজি দরে বিক্রি করে বেকারদের নিয়ে খেলা করে আশ্বাসদাতারা..!😡

05/08/2024

ছাত্র হিসেবে আমি জিতেছি
কিন্তু হিন্দু হিসেবে দেশে শান্তিতে থাকতে পারবোতো🥹

26/06/2024

হঠাত করে গালস ইস্কুলে কি হলো 😭😭

04/03/2024

আসলেই..!🌸🥲♥️

TODAY YOUR BEST photo
25/01/2024

TODAY YOUR BEST photo

24/01/2024
ব্রাজিলের শহর মানাউস এবং আমাজন জঙ্গলের মধ্যে সীমান্ত।Source:Wikipedia,Google Map. #কি_বিজ্ঞান_খুঁজছেন #বিজ্ঞানের_আলো_ছড়ি...
01/11/2023

ব্রাজিলের শহর মানাউস এবং আমাজন জঙ্গলের মধ্যে সীমান্ত।

Source:Wikipedia,Google Map.

#কি_বিজ্ঞান_খুঁজছেন
#বিজ্ঞানের_আলো_ছড়িয়ে_পড়ুক_সর্বস্তরে

30/10/2023

02/10/2023

ব্রেকিং নিউজ
নতুন নিয়মে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে চালু হয়েছে ছাত্র ছাত্রীদের কাছ থেকে কারেন্ট বিলের চাঁদা আদায়??
বর্তমান সময়ে ছাত্র ছাত্রীদের ইস্কুলের নানা ধরনের চাদার পাশাপাশি সরকারি নিয়মে হয়তো কারেন্ট বিল ও দিয়ে পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পারাশোনার নামে চলে ব্যবসায়। বর্তমান সরকারের মনে হয় রাজকোষ খালি হয়ে জাওয়ার কারনে ছাত্র ছাত্রীদের বেতন,সেশনচার্জ, পরীক্ষার ফি ও ফেয়ারুলের চাঁদা আদায়ের পাশাপাশি কারেন্ট বিল ও ছাএ ছাত্রীদের দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পড়াশোনা করতে হচ্ছে। বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয় গুলোতে এখন পড়াশোনা হচ্ছে না বরং এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো ব্যবসার অন্যতম মাধ্যম হয়ে দারিয়েছে। যার কারনে দরিদ্র পরিবারের সন্তানরা হচ্ছে মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষা থেকে বঞ্চিত।
তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের সাধারণ জনগনের একটাই দাবি এই শিক্ষার নামে ব্যবসা প্রতিষ্ঠান গুলো যেন এমন কিছু করা হয় জাতে সাধারণ পরিবারের ছেলে মেয়েরা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এবং শিক্ষক নামের ব্যবসায়ীদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়।
কাঠালিয়া উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান ইতি মধ্যে শিক্ষার্থীদের কাজ থেকে কারেন্ট বিলের নামে চাঁদা তুলছে।

ইতি,
বরিশাল বিভাগের জনগন।


#বাংলাদেশেরখবর
DipuMoni
Prosenjit Mondol Opu

23/08/2023

-আপনার ব্যাপারে তিনটি বিষয় জেনে নিন.?

তুমি, তুমি, তুমি, তুমি, তুমি, তুমি, তুমি,
তুমি, তুমি, তুমি, তুমি, তুমি, তুমি, তুমি,তুমি, তুমি,
তুমি, তুমি, তুমি, তুমি, তুমি, তুমি, তুমি, তুমি,
তুমি, তুমি, তুমি, তুমি, তুমি,তুমি,
তুমি, তুমি, তুমি, তুমি,
তুমি, তুমি,

(১) আপনি এতটা অলস যে সব কয়টা তুমি পড়তে পারেন নাই।

(২) আপনি খেয়ালই করেন নাই যে এগুলার মধ্যে আমিও ছিল।

(৩) Good এবারের সবগুলা তুমি পড়ে নিলেন। আগে অলসতা না করলেই হতো।
: :

:
অলস কোথাকার

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়...
23/08/2023

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

collected

Address

Barishal
KHATHALIA

Alerts

Be the first to know and let us send you an email when PM Media2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PM Media2.0:

Videos

Share