Bor Meya-বর মেয়া ツ

Bor Meya-বর মেয়া ツ ✎ কোরআন এমন একটি জানালা, যা দ্বারা আমর?

08/10/2024

এগুলা কি বলছে সাদ্দাম মাল?




06/10/2024

টাইমলাইনে রেখে দিন 🖤



Congratulations  Tigers 🇧🇩Well done✌️
21/10/2021

Congratulations Tigers 🇧🇩
Well done✌️

অভিনন্দন টিম বাংলাদেশ🖤✌️ওমান কে উড়িয়ে দিয়ে আমাদের আশার আলো দেখানোর জন্য।
19/10/2021

অভিনন্দন টিম বাংলাদেশ🖤✌️
ওমান কে উড়িয়ে দিয়ে আমাদের আশার আলো দেখানোর জন্য।

 #আলহামদুলিল্লাহ মুসলিম বিশ্ব এক হয়ে  প্রতিবাদ করে যাচ্ছেন।        ❤️ ❤️ ❤️   #ফ্রান্স_পন্য_বর্জন_করুন  ❤
27/10/2020

#আলহামদুলিল্লাহ মুসলিম বিশ্ব এক হয়ে প্রতিবাদ করে যাচ্ছেন।




❤️
❤️
❤️


#ফ্রান্স_পন্য_বর্জন_করুন


পরিবারে স্বামী ও স্ত্রী হিসেবে কী কী করণীয়ঃ❤️💞 #স্বামী_হিসেবে_করণীয়♥️♥️♥️♥️♥️♥️কোথাও থেকে আসলে,প্রথমএ স্ত্রী কে সালাম দে...
19/10/2020

পরিবারে স্বামী ও স্ত্রী হিসেবে কী কী করণীয়ঃ❤️💞

#স্বামী_হিসেবে_করণীয়♥️♥️♥️♥️♥️

♥️কোথাও থেকে আসলে,প্রথমএ স্ত্রী কে সালাম দেয়া

♥️ পরিবারের দায়িত্ব পালনকে ইবাদত মনে করা।

♥️ স্বামী হিসেবে নিজেকে পরিবারের প্রধান দায়িত্বশীল মনে করা।

♥️ স্ত্রীকে বান্ধবী, জীবনসঙ্গিনী ও ঘরের অধিনস্তদের প্রধান হিসেবে বিবেচনা করা।

♥️ পারিবারিক প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে স্ত্রীর সাথে পরামর্শ করা।

♥️ স্ত্রীর ভাল কাজ, অবদান ও কৃতিত্বের প্রশংসা করা।

♥️ স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকা এবং ভালোবাসা ও অনুরাগ, কথা ও আচরণের মাধ্যমে প্রকাশ করা।

♥️ কর্মস্থলের বা বাইরের রাগ, ক্ষোভ, ঘরের স্ত্রী-সন্তান বা গৃহকর্মীর উপর প্রকাশ একদমই না করা।

♥️ নিজের ভুল নিঃসঙ্কোচে স্ত্রীর নিকট স্বীকার করা। অন্যায় করলে মাফ চেয়ে নেয়া।

♥️আয় অনুসারে স্ত্রীর প্রয়োজন পূরণ, ছোটখাট উপহার দেয়া ও হাতখরচা প্রদান করা এবং হাতখরচা ব্যয়ের ব্যাপারে জিজ্ঞেস না করা।

♥️পিতা কিংবা স্বামী হতে অর্জিত অর্থ ও সম্পদ ব্যয়ে স্ত্রীকে স্বাধীনতা প্রদান করা।

♥️ স্ত্রীর যুক্তি সঙ্গত আবদার পূরণ করা।

♥️নিজের আয় সম্পর্কে প্রথম থেকেই স্ত্রীকে সুস্পষ্ট ধারণা দেয়া ও অবৈধ পন্থায় অর্থোপার্জন না করা।

♥️ পেশাগত বা পারিবারিক সংকট দেখা দিলে স্ত্রীর সাথে তা খোলামেলা আলোচনা করা।

♥️ আত্মীয়-স্বজনকে উপহার বা সাহায্য করার ব্যাপারে স্ত্রীকে অযৌক্তিক বাধা না দেয়া।

♥️ স্ত্রীর আত্মীয়দের নিয়ে তাকে কথা না শোনানো।

♥️স্ত্রীর মা-বাবাকে নিজের মা-বাবার মত শ্রদ্ধা করা।

♥️ ঘরের খুঁটিনাটি ব্যাপারে হস্তক্ষেপ না করা। ঘরের কাজে স্ত্রী কে সাধ্যমত সাহায্য করা।

♥️স্ত্রীর ভুল-ত্রুটি নিয়ে সন্তানদের সামনে ভর্ৎসনা না করা।

♥️ সপ্তাহে একদিন পুরোপুরি স্ত্রী-কে নিয়ে কাটানো।

♥️ ঘরের প্রতিটি কাজ এমনি রান্নাবান্নায়ও পিকনিকের মতো অংশ নেয়া।

♥️স্ত্রীর যে কোন ভুল-ত্রুটিকে সহানুভূতির সাথে বিবেচনা করা।

♥️অন্যের কাছে স্ত্রীর বদনাম না করা।

♥️পেশাগত দক্ষতা অর্জনে সদা সচেষ্ট থাকা।

♥️অর্থ অপচয় না করা। আবেগ প্রসূত অত্যধিক কেনাকাটা না করা।

♥️ নিজের দোষ খুঁজে বের করার চেষ্টা করা।

♥️ স্ত্রীর শারীরিক খোঁজখবর নিয়মিত জিজ্ঞেস করা। অসুস্থ হলে নিজে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া।

♥️স্ত্রীর যে কোন অভিযোগ মনোযোগ দিয়ে শোনা। কোন প্রস্তাব বা কথায় প্রথমেই না বলা থেকে বিরত থাকা।

♥️স্ত্রীর সাথে খেলাধুলা করা,কৌতুক করা, তাকে বেশি বেশি সময় দেয়া।

♥️মাঝে মাঝে নিজ হাতে রান্না করে স্ত্রীকে খাওয়ানো।

♥️ বাইরে কাজ আছে বলে ক্লাব বা বন্ধু-বান্ধবদের সাথে ফালতু আড্ডায় সময় নষ্ট না করে পরিবারের আত্মিক ও মানসিক উন্নতির জন্যে সময় ব্যয় করা।

♥️ মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া। অথবা দূরে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া।

♥️ সাধ্য থাকলে প্রতিদিন রাতে বাসায় ফেরার সময় স্ত্রীর জন্য ছোট-খাট উপহার নিয়ে আসা (গোলাপ-চকলেট) ইত্যাদি

♥️স্ত্রীকে নিয়ে একসাথে তাহাজ্জুদ আদায় করা,দু'আ করা।

♥️ স্ত্রীকে নিয়ে অন্তত সপ্তাহে একদিন একান্তে সময় কাটানো। আলাদাভাবে সময় দেয়া।
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

#স্ত্রী_হিসেবে_করণীয়♥️♥️♥️♥️

♥️কোথাও থেকে স্বামী আসলে দরজা খুলে প্রথমে সালাম দেয়া
♥️ সংসারের প্রতিটি কাজকে ইবাদত মনে করা।

♥️ নিজেকে পরিবারের প্রাণ মনে করা।

♥️ স্বামীকে বন্ধু, জীবনসঙ্গী, দিশারী ও পারিবারিক প্রধান হিসেবে বিবেচনা করা।

♥️স্বামীকে লুকিয়ে কোন কাজ না করা। (সারপ্রাইজ দেয়া,এগুলো ভিন্ন)

♥️ স্বামীর ভালো কাজ, অবদান ও কৃতিত্বের জন্যে গর্ববোধ করা।

♥️স্বামীর প্রতি সর্বাবস্থায় বিশ্বস্ত থাকা এবং ভালোবাসা ও অনুরাগ কথা ও আচরণে প্রকাশ করা।

♥️ স্বামী-সন্তান বাইরে থেকে আসার সাথে সাথে কোন সমস্যা বা অভিযোগ না করা।

♥️ কোন ভুল বা অন্যায় হয়ে গেলে নিঃসঙ্কোচে তা স্বীকার করা বা স্বামীর কাছে মাফ চেয়ে নেয়া।

♥️ নিজের হাত খরচা থেকে কখনও কখনও স্বামীর জন্যে ছোটখাট উপহার কেনা।

♥️ প্রয়োজনে নিজের অর্জিত অর্থ স্বামী ও সংসারের জন্যে খরচ করা।

♥️ স্বামীর কাছে কোন অযৌক্তিক আবদার না করা।

♥️ স্বামীর যুক্তিসঙ্গত আয় সম্পর্কে ধারণা রাখা। আয়ের মধ্যেই সংসারের খরচ সীমিত রাখা।

♥️অতিরিক্ত খরচ ও চাপ সৃষ্টি করে স্বামীকে দুর্নীতিপরায়ণ হতে বাধ্য না করা।

♥️যে কোন বিপদে বা সংকটে স্বামীর পাশে অটল পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা।

♥️ স্বামীর অগোচরে কাউকে কিছু না দেয়া। এতে সম্পর্কে অনেক সমস্যা সৃষ্টি হয়।

♥️ স্বামীর আত্মীয়-স্বজন নিয়ে খোঁটা না দেয়া।

♥️ শ্বশুর-শ্বাশুড়ীকে নিজের বাবা-মায়ের মত শ্রদ্ধা করা।

♥️ ঘরের খুঁটিনাটি সমস্যা নিজেই সমাধানে সচেষ্ট থাকা।

♥️ সন্তানের সামনে স্বামীর সাথে ঝগড়া না করা এবং তার ভুল-ত্রুটি নিয়ে সমালোচনা না করা।

♥️ চাকরিজীবী হলেও সন্তান ও সংসারের ব্যাপারে যাতে কোন অবহেলা না হয় সেদিকে খেয়াল রাখা।

♥️ স্বামীর যে কোন অক্ষমতাকে সহানুভূতির সাথে বিবেচনা করা।

♥️ আত্ম উন্নয়ন ও আত্মিক উন্নয়নের কাজে স্বামীকে সহযোগিতা করা। অন্যের কাছে স্বামীকে ছোট না করা।

♥️ মা হিসেবে সন্তানের মাঝে মহৎ মানুষের গুণাবলীকে বিকশিত করার চেষ্টা করা।

♥️ সকল ধরনের অপচয়ের বিরুদ্ধে পরিবারের সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

♥️ রাগ না করা। নিজের কষ্টকে বড় করে না দেখা। অকৃতজ্ঞ না হওয়া।

♥️ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি রাখা।

♥️স্বামীর পছন্দের রান্না করে খাওয়ানো।

♥️ স্বামীর সাথে কখনো কখনো ইচ্ছে করে একটু অভিমান করা।

♥️ সর্বদা স্বামীকে হাসি-খুশি রাখার চেষ্টা করা।

♥️স্বামীর যেকোনো সমস্যায় স্বামীর পাশে থাকা। স্বামীকে সাহস জোগানো।

♥️ দুজনে একসাথে তাহাজ্জুদ আদায় করা। নেক সন্তান কামনা করা।
🤲🤲আল্লাহ যেন আমাদের পরিবার কে তার রহমত ও শান্তি দিয়ে ভরপুর করে দেন,,,🤲🤲
🤲🤲🤲আমিন 🤲🤲🤲🤲🤲

09/10/2020

মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা শুধু বুঝবে এই ভিডিওর মানে😧😧

06/10/2020

এখন আমি কি খামু, গলায় দড়ি দিমু😭😭
।। চোখের পানি ধরে রাখার মত না😭
.tv

15/09/2020

আল্লাহর সৃষ্টি এত সুন্দর ❣️

14/09/2020

সুবাহানাল্লাহ ❣️❣️

🤭🤭🤭
09/09/2020

🤭🤭🤭

08/09/2020

আরে শালিরা 🥵🥵
(Mention হয়ে যাক কার সথে এমন হবে)🤓

জাতীয় সংসদের সামনের রাস্তার পাশে থাকা সারি সারি পাম গাছগুলোতে খুব সকালে পাগল বেশে এক লোক "আল্লাহু" লিখে...দেখতেও বেশ চমৎ...
08/09/2020

জাতীয় সংসদের সামনের রাস্তার পাশে থাকা সারি সারি পাম গাছগুলোতে খুব সকালে পাগল বেশে এক লোক "আল্লাহু" লিখে...

দেখতেও বেশ চমৎকার লাগছে...

= সংগৃহীত =

নারায়ণগঞ্জে মসজিদের দূর্ঘটনা রোগী সংখ্যা ছিলো ৪০ জন বা তার থেকে কিছু কম বেশি।হসপিটালের সামনে সারা রাত অবস্থান নিয়েছিলো ৪...
08/09/2020

নারায়ণগঞ্জে মসজিদের দূর্ঘটনা রোগী সংখ্যা ছিলো ৪০ জন বা তার থেকে কিছু কম বেশি।
হসপিটালের সামনে সারা রাত অবস্থান নিয়েছিলো ৪০০+ সেচ্ছাসেবী এবং ৫০০+ রেডি ব্লাড ডোনার।

এখন আর বাংলাদেশে রক্তের অভাবে কেউ মারা যায়না। অসহায়ত্ব নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়না।

ব্লাড ডোনাররা অপেক্ষায় ছিল কার ব্লাড লাগে। আর আলেম উলামা ব্যাস্ত ছিল রোগী ও অভিভাবকদের ঔষধ, খাবার, প্রয়োজনীয় আসবাব, কাফন, কফিন সরবরাহ ও শোকাহত মানুষগুলোকে সমবেদনা জ্ঞাপনে।

এর নামই ইসলাম।
এর নামই মুসলমান।
এর নামই বাংলাদেশ।

সকল সেচ্ছাসেবী রক্তদাতা ভাইদের জানাই
সালাম ও স্যালুট 💗

 #জাহান্নামী_৬_নারীর_সাথে_আপনার_মিলআছে কিনা দেখে নিন,,,,,👇👇যদি মিল থাকে তবে পরিহার করুন,,,,,,তওবা করুণ ফিরে আসুন ইসলামের...
07/09/2020

#জাহান্নামী_৬_নারীর_সাথে_আপনার_মিল
আছে কিনা দেখে নিন,,,,,👇👇

যদি মিল থাকে তবে পরিহার করুন,,,,,,
তওবা করুণ ফিরে আসুন ইসলামের,,,,
ছায়া তলে,,,,,
একবার তওবার দরজা বন্ধ হয়ে গেলে,
সেই সুযোগও আর থাকবে না,,,,,

আসল জীবন পরকাল তাই আসুন,,,,,,,
পরকাল মুখি হই,,,,,

একবার আলী রাদিয়াল্লাহু আনহু ও,, ,,,
ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজী,,,,,,,
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর,,,,,
সাথে দেখা করতে আসেন এবং এসে,,,,
দেখেন যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি,,,
ওয়া সাল্লাম একাকী বসে কাঁদছেন,,,,,,!

আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ঃ-
,,,,,,,,,,,,,,,,,,,,,, ইয়া রাসূলুল্লাহ
আমার পিতামাতা আপনার জন্য,,,,,,,,,
কোরবান হোক,,,,,,
আপনি কাঁদছেন কেনো,,,,,,?
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
তখন জানালেন যে,,,,মিরাজের রাত্রিতে
আমি আমার উম্মতের নারীদেরকে,,,,,,,
জাহান্নামের ভয়ানক আজাবে গ্রেফতার
দেখতে পেয়েছি,,,,তারপর নবীজী (সাঃ)
নারীদের শাস্তির বর্ণনা করলেন ঃ-
লম্বা হাদিস,,,,,,
ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাদের,,,,,,,
গোনাহ সম্পর্কে জানতে চাইলে নবীজী,
(সাঃ) বলেন ঃ-
তারা হলো ঃ-

১★ঐ নারী যে মাথার চুল খুলে বেপর্দা
হয়ে ঘর থেকে বের হয়,,,,,
জাহান্নামে এরা নিজের
মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে
এবং ঐ সময় তার মাথার মগজ ফুটন্ত,
পানির ন্যায় টগবগ করে ফুটবে,,,,,!

২★ ঐ নারী যে তার স্বামীকে কটুকথার
মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান,,,
করেনা,,,,,
এরা স্বীয় জিহ্বায় ঝুলন্ত
অবস্থায় থাকবে অর্থাৎ মুখ গহবর থেকে
জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের,,,,,,
ওজন জিহ্বার উপর ছেড়ে দেয়া হবে,,,,,!

৩★ঐ নারী যে বিবাহিত হয়েও পর,,,,,,,,,
পুরুষের সাথে সম্পর্ক রাখে,,,,,
জাহান্নামে এরা স্বীয় স্তনে
ঝুলন্ত অবস্থায় থাকবে,,,,,,,,অর্থাৎ সমস্ত
শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেয়া,,
হবে,,,,,

৪★ ঐ নারী যে অপবিত্র হওয়ার পর,,,,,,
পবিত্রতা অর্জনে অলসতা করে এবং,,,,,,
নামাজের অমনোযোগী হয়,,,,,, এরা নিজ

পদযুগল বক্ষে এবং হস্তদয় ললাটে,,,,,,,,,,
আবদ্ধাবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ,,,,,,,,
করবে,,,,,,!

৫★ ঐ নারী যে মিথ্যা কথা বলে এবং,,,,,
গীবত করে,,,,,
জাহান্নামে এদের চেহারা
শুকরের মতো ও শরীর গাধার মতো হবে
অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে।
৬★ঐ নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে
এবং উপকার করে খোঁটা দেয়।

#আল্লাহ_আপনি_আমাদের_মুসলিম
নারীদের হেফাজত করুন!
আপনার এবং রাসূল (সাঃ) এর
দেখানো পথে চলার তওফিক দিন।
#আমীন।

Address

Barguna
Barishal
8700

Telephone

+8801717976762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bor Meya-বর মেয়া ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bor Meya-বর মেয়া ツ:

Videos

Share