Rẫĵu 卝 চৌধুরীヅ

Rẫĵu 卝 চৌধুরীヅ Welcome to Our Rẫĵu 卝 চৌধুরীヅ Official Pages 🥰💙

16/05/2024

🤣🤣

13/05/2024

❤️❤️

06/05/2024

চাইনা মেয়ে তুমি অন্য কারো হও.. ❤️💫

06/05/2024

Heart Touching Love Story | sad song | sad video 🖤

06/05/2024

- Heart Touching Love 🥺❤️

06/05/2024

- Heart Touching Love Story 🥺❤️

06/05/2024

সব যায়গায় ছাএলীগ🙂

05/05/2024

রহমতের বৃষ্টি ❤️🥰

এটাই ভালোবাসা
10/01/2024

এটাই ভালোবাসা

এটাই জীবন
03/09/2023

এটাই জীবন

ফুলের হাতে ফুল
11/05/2023

ফুলের হাতে ফুল

মাইয়া মানুষ বলে কথা
10/05/2023

মাইয়া মানুষ বলে কথা

ভাগ্য ভাল লুঙ্গি খুলেনি
10/05/2023

ভাগ্য ভাল লুঙ্গি খুলেনি

এই স্কিন আবার প্লে হবে হাশরে সবার সম্মুখে!🖤
05/05/2023

এই স্কিন আবার প্লে হবে হাশরে সবার সম্মুখে!🖤

১৯৯০ সালের নাগরদোলা
05/05/2023

১৯৯০ সালের নাগরদোলা

 #ঢাকা_শহরের_বিভিন্ন_স্থানের_নামকরণের_ইতিকথা--★গেন্ডারিয়া  ইংরেজি শব্দ Grand Area  থেকে এসেছে,  এখানে আগেরদিনের অভিজাত ধ...
03/05/2023

#ঢাকা_শহরের_বিভিন্ন_স্থানের_নামকরণের_ইতিকথা--
★গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগেরদিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকতো।
★ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।
★মহাখালীঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।
★ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ ।
★পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো । বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা । বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ ।
★এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল"এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো । সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো । যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে ★"এলিফ্যান্ট রোড" । পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল" ।
★কাকরাইলঃ
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল । নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল" ।
★রমনা পার্কঃ অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির" । মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক । পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক" ।
★গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন । নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন । পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"
★টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো । হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি" ।
★তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে ।
★পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন । পরবর্তীতে আগাখানিরা
এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা ।
★বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-নতুন ঢাকার যোগাযোগ রাস্তার। তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায় । আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে । এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর", এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো । ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয় ।
★ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো । হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল ।
★পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল । সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ ।
পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল, নাম – পাগলা । মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন । অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত । সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল" ।
★ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল । সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।
★শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন । এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী ।
★সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর । এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।

সংগৃহীত

স্বপ্নের পথে অবিচল যাত্রাসিকিউরিটি গার্ড এর মত পরিশ্রমী পেশায় থেকেও তিনি ফ্রিলেন্সার হবার চেষ্টা করে যাচ্ছে, তার জন্য দো...
03/05/2023

স্বপ্নের পথে অবিচল যাত্রা
সিকিউরিটি গার্ড এর মত পরিশ্রমী পেশায় থেকেও তিনি ফ্রিলেন্সার হবার চেষ্টা করে যাচ্ছে, তার জন্য দোয়া করবেন

🟥 স্বামী মারা গেলে স্ত্রীর করণীয়: 1- স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর জন্য শোক প্রকাশ করবেন। আর সেটার সীমা হচ্ছে চার মাস ...
01/05/2023

🟥 স্বামী মারা গেলে স্ত্রীর করণীয়:

1- স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর জন্য শোক প্রকাশ করবেন। আর সেটার সীমা হচ্ছে চার মাস দশ দিন। এটাকে ইদ্দত পালন করা বলে।
2- এ সময়ে তিনি তার স্বামীর বাড়িতে শোক প্রকাশ করার জন্য অবস্থান করবেন।
3- এ সময়ে তিনি নিজ ঘরেই রাত্রি যাপন করবেন। নির্ধারিত একটি ঘরকে বাছাই করে নিবেন। স্বামীর ভাড়া করা বাড়ীও হতে পারে।
4- এ সময়ে তিনি সাজ-সজ্জার পোষাক বর্জন করবেন।
5- এ সময়ে তিনি সব রকমের গহনা বর্জন করবেন।
6- এ সময়ে তিনি যাবতীয় সুগন্ধি ব্যবহার ছেড়ে দিবেন। তবে নিজের পরিচ্ছন্নতার জন্য যা দরকার তা করতে পারবেন।
7- এ সময়ে তিনি একান্ত প্রয়োজনে (খাবার, পানীয়, বাথরুম ঘরে ব্যবস্থা না থাকলে) বাইরে যেতে পারবেন তবে দ্রুত ঘরে ফিরে আসবেন।
8- এ সময়ে কোনো মাহফিল, ওয়াজ, দারস, তালিমের জন্য বাইরে যেতে পারবেন না।
9- এ সময়ে তিনি কোনো খাবারের প্রোগ্রামে অংশগ্রহণ করতে বাইরে যেতে পারবেন না।
10- এ সময়ে তিনি কোনো দাওয়াত খেতে কোথাও যেতে পারবেন না।।
---------‐----------------
11- এ সময়ে তিনি হজ বা উমরার সফরে যেতে পারবেন না।।
12- তেমন কোনো সফরে স্বামী মারা গেলে দ্রুততম সময়ে ইদ্দত পালন শুরু করবেন। যদি বিদেশে সেটা সম্ভব হয় সেখানেও করতে পারবেন, সম্ভব না হলে দেশে এসে পূর্ব বর্ণিত নিয়মে ইদ্দত পালন করবেন।

বাবার পেশা নিয়ে লজ্জিত হবেন না।কারন তোমার কাছে যা অল্প, বাবার কাছ তা রক্ত বেচা গল্প..!আজ আইপিএলে সেঞ্চুরি করা রাজস্থানের...
01/05/2023

বাবার পেশা নিয়ে লজ্জিত হবেন না।
কারন তোমার কাছে যা অল্প, বাবার কাছ তা রক্ত বেচা গল্প..!
আজ আইপিএলে সেঞ্চুরি করা রাজস্থানের ওপেনার জয়সালের বাবা এখনো ফুচকা বিক্রি করে।💓💓

জ্বিন সিনেমা'র পোস্টারলাখ টাকার প্রচারণা
29/04/2023

জ্বিন সিনেমা'র পোস্টার
লাখ টাকার প্রচারণা

সব বৃষ্টি, বিলাসী হয়না!
29/04/2023

সব বৃষ্টি, বিলাসী হয়না!

বাস্তবতা
28/04/2023

বাস্তবতা

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂সেটা আমি জানি।আপনি ভাবছেন,এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরাযেখানে আছে, সেটা তাদের জায়গা ...
28/04/2023

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂
সেটা আমি জানি।
আপনি ভাবছেন,
এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরা
যেখানে আছে, সেটা তাদের জায়গা নয়।
মানে তারা ভুল জায়গায় আছে।
যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো,
আর নাটের সাথে স্ক্রু'টা থাকতো তাহলে মানাতো।
যদি তেমনটা থাকতো তাহলে কি হতো?
শার্পনারটা পেন্সিলকে একটু একটু করে নিঃশেষ করে ফেলতো। আর নাট'টা স্ক্রুটাকে এমনভাবে পেঁচিয়ে রাখতো, নাট'টার জীবন ওখানেই আটকে যেতো। না পারতো সে সামনে যেতে, না পারতো সে পেছনে যেতে।
পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেতো,
স্ক্রু'র জীবনটাও থেমে যেতো।
আসলে মাঝে মধ্যে জীবনে চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপখাবে বলে ভাবি বা গ্রহণ করি, সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়।
মাঝেমধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান ও ক্ষতির কারণ। তাই মাঝেমধ্যে বেমানানের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখুন।🙂❤️🙂

©️

প্রার্থনা🥰
25/04/2023

প্রার্থনা🥰

আপনি যে খাবার নষ্ট করেন সে খাবারের জন্য কেউ দিন-রাত কষ্ট করে
24/04/2023

আপনি যে খাবার নষ্ট করেন
সে খাবারের জন্য কেউ দিন-রাত কষ্ট করে

21/04/2023

অমানুষ দেখি
-মানুষ'ও দেখি
শুধু বুঝি না কে কোনটা

20/04/2023

লিমিটের একটা গরম থাকা উচিৎ🥵

ভালবাসা সুন্দর
19/04/2023

ভালবাসা সুন্দর

বাবা৪৩° ডিগ্রী তাপমাত্রা যার কাছে হার মানে
18/04/2023

বাবা
৪৩° ডিগ্রী তাপমাত্রা যার কাছে হার মানে

Address

Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Rẫĵu 卝 চৌধুরীヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rẫĵu 卝 চৌধুরীヅ:

Videos

Share

Category

Nearby media companies