T.M Creation

T.M Creation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from T.M Creation, Digital creator, Barishal.
(4)

23/11/2024

মানুষের জীবনের চাওয়া পাওয়াঃ-
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।
❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।
❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করেন।
❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার
বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।
❐ বাড়িওয়ালা চায় আপনি যেন
জীবনে বাড়ি করতে না পারেন।
❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক।
❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন
নিয়ে ঋনগ্রস্থ হোন।
❐ প্রাইভেট টিউটর চায় আপনার
সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।

🎇৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
🎇তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
🎇ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
🎇তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
🎇তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
🎇তিনটি জিনিস
জীবনে রাখতে নেইঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
🎇তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিতঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
🎇তিনটি জিনিস কে আয়ত্বে রাখা উচিতঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
🎇তিনটি জিনিস অভ্যাস করা উচিতঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
🎇তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিতঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
🎇তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিতঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম

নুপুরের দাম হাজার টাকা,,
কিন্তু তার স্থান পায়েই হয়,,
টিপের দাম এক টাকা হলেও ,,
তার স্থান কপালে। "যে নুনের মতো
তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,,
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না,,
আর বাঁকা পথের প্রতি সবারই
আগ্রহ বেশী।
এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, পানি মেশাননি তো?",,
আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই।
আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,,
যে -"তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
কিন্তু সিংহ বললে খুব খুশি হয় !!

🤔মানুষ বড়ই আজব প্রানী🤔

06/08/2024
15/07/2024

আমি কখনোই একটা জিনিস বুঝিনি যে এই চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রীরা কী করেন যে তারা প্রতিটি ছবির জন্য 50 কোটি বা 100 কোটি পান। ?
যে দেশে শীর্ষস্থানীয় বিজ্ঞানী, চিকিৎসবক, প্রকৌশলী, অধ্যাপক, কর্মকর্তা প্রভৃতিরা বছরে ১০ লাখ থেকে ২০ লাখ টাকা পান, সেই দেশে একজন চলচ্চিত্র অভিনেতা বছরে ১০ কোটি থেকে ১০০ কোটি টাকা আয় করেন!
সে সব পারে কি করে? দেশের উন্নয়নে তাদের অবদান কী? সর্বোপরি, তারা কী করে মাত্র এক বছরে এত আয় করতে যে দেশের শীর্ষ বিজ্ঞানীদের 100 বছর লেগে যেতে পারে!
আজ দেশের নতুন প্রজন্মকে যে তিনটি ক্ষেত্রে মুগ্ধ করেছে তা হল সিনেমা, ক্রিকেট ও রাজনীতি।
এই তিনটি ক্ষেত্রের লোকদের উপার্জন এবং প্রতিপত্তি সব সীমার বাইরে।
এই তিনটি ক্ষেত্র আধুনিক তরুণদের আদর্শ, যদিও তাদের বিশ্বাসযোগ্যতা বর্তমানে প্রশ্নবিদ্ধ। তাই দেশ ও সমাজের জন্য তা অকেজো।
বলিউডে মাদক ও পতিতাবৃত্তি, ক্রিকেটে ম্যাচ ফিক্সিং, রাজনীতিতে গুন্ডামি ও দুর্নীতি।

টাকাই এই সবের পিছনে মূল কারণ এবং আমরাই এই টাকা তাদের কাছে নিয়ে এসেছি। আমরা নিজেরাই নিজেদের টাকা পুড়িয়ে নিজেদের ক্ষতি করছি। এটাই বোকামির উচ্চতা।
70-80 বছর আগে পর্যন্ত, বিখ্যাত অভিনেতারা সাধারণ বেতন পেতেন। ৩০-৪০ বছর আগে ক্রিকেটারদের আয়ও বিশেষ ছিল না।
৩০-৪০ বছর আগে রাজনীতিতে এত লুটপাট ছিল না। ধীরে ধীরে তারা আমাদের ডাকাতি শুরু করে এবং আমরা তাদের খুশিতে নিজেদের লুট করতে দিয়েছিলাম।
এসব মাফিয়াদের খপ্পরে পড়ে আমরা আমাদের সন্তান ও দেশের ভবিষ্যৎ ধ্বংস করছি।
50 বছর আগে, সিনেমা এতটা অশ্লীল এবং অশ্লীল তৈরি হত না। ক্রিকেটার ও রাজনীতিবিদরা তেমন অহংকারী ছিলেন না।
আজ তারা আমাদের ঈশ্বর (?) হয়ে উঠেছে। এখন তাদের মাথা থেকে তুলে থাপ্পড় মারার প্রয়োজন আছে যাতে তারা তাদের অবস্থা জানতে পারে।
একবার, যখন ভিয়েতনামের তৎকালীন রাষ্ট্রপতি, হো-চি-মিন, ভারতীয় মন্ত্রীদের সাথে বৈঠকের জন্য ভারতে এসেছিলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন, "আপনারা কি করেন?"
এই লোকেরা বললো- "আমরা রাজনীতি করি।" তিনি এই উত্তরটি বুঝতে পারেননি, তাই তিনি আবার জিজ্ঞাসা করলেন - "মানে, আপনার পেশা কি?"
এই লোকেরা বলেছিল- "রাজনীতি আমাদের পেশা।" হো-চি মিন একটু বিরক্ত হয়ে বললেন- "আপনারা হয়তো আমার মানে বোঝেন না।
আমিও রাজনীতি করি, কিন্তু পেশায় আমি একজন কৃষক এবং আমি কৃষিকাজ করি।
চাষ করেই আমার জীব

15/07/2024

#প্রেক্ষাপট_১
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা। জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।

#প্রেক্ষাপট_২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।

#প্রেক্ষাপট_৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারে ?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!

# এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালি

23/06/2024

If you follow, follow back

03/11/2023

𝗜'𝗺 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄𝗶𝗻𝗴 𝗲𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 ✅🥳

03/11/2023

𝐅𝐨𝐥𝐥𝐨𝐰💞 দিয়ে 𝐃𝐨𝐧𝐞💞লিখুন👈✅
সাথে সাথে 💞𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐁𝐚𝐜𝐤 💞পাবেন👈
ইনশাআল্লাহ 💞

03/11/2023

Let's go!! Sending some love to everyone.
Following back 100%

10/06/2023

🎉🎉Thank you Everyone💥🎉🎇
1k done Let's more

10/06/2023

1k done Let's more

09/06/2023

Para tumaas ang engagement natin, wag feeling famous! Mamansin tayo ng kapwa natin creator 💯

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when T.M Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to T.M Creation:

Videos

Share