The Story Of Feelings

The Story Of Feelings The Story Of Feellings.
অনুভূতির গল্প ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম !
, , .

29/05/2022

এইখানে তোর দাদীর কবর, ডালিম গাছের তলে! 😥
৩০ বছর ভিজিয়ে রেখেছি, দুই নয়নের জলে! ❤️

Macro 🥰Redmi Note 10Pic: Swapna Baral
29/05/2022

Macro 🥰
Redmi Note 10
Pic: Swapna Baral

26/05/2022

এক নজরে বরিশাল! 🥰
অপরুপ সৌন্দর্য্য, বাংলার ভেনিস, অসংখ্য গুনিজন নিয়ে গঠিত, প্রাচীন এই চন্দ্রদ্বীপ যা আমাদের আজকের আধুনিক বরিশাল! ❤️
বরিশালের ইতিহাস, সংস্কৃতি, নামকরন, শিক্ষা, শিল্প, দর্শনীয় স্থান, সবই থাকছে এই পর্বে! 🥀✊

লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার সকল বন্ধুদের কাছে! 🥀🌷

26/05/2022

সৃষ্টিকর্তা মানুষকে বললেন, তুমি হবে সৃষ্টির সেরাজীব!
সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান ও বিচক্ষণ! ❤️

24/05/2022

বিজ্ঞাপন যে এত সুন্দর হতে পারে, তা জানা ছিলো না! 😍
আমার দেখা বাংলাদেশের সবথেকে সুন্দর, বিজ্ঞাপন! ❤️

সেরা ইঞ্জিনিয়ার ❤️
20/05/2022

সেরা ইঞ্জিনিয়ার ❤️

19/05/2022

১৬ বছর বয়সে যাকে আপনি ভালবাসতেন! 👩‍❤️‍👨
২০ বছর বয়সে, আপনি তাকে পাত্তা দিবেন না! 💔

15/05/2022

এই পৃথিবীতে প্রতিটি মানুষের কিছু না কিছু দুর্বলতা এবং কিছু শক্তি আছে। যেমন, মাছ জঙ্গলে গিয়ে দৌড়াতে পারবে নাহ আবার সিংহ জলে গিয়ে রাজা হতে পারবে নাহ!
সত্যের রাস্তায় চললে অনেক লাভ আছে। কারণ, এই রাস্তায় ভিড় অনেক কম থাকে।
কখনোই কারোর চেহারা দেখবেন না, তার মনকে দেখুন। কারণ যদি সাদা রং বিশ্বাসের প্রতীক হতো, তাহলে লবণ ক্ষতের ঔষধ হতো!
আপনি নিজেকে জলের মতো তৈরি করুন। যে তার রাস্তা নিজেই তৈরি করবে। পাথরের মতো নয়, যে নিজেতে তো আগাতে পারেই নাহ, অন্যের রাস্তাকেও আটকে দেয়!
খুব কঠিন নয় জীবনের এই সত্যটাকে জানা। যেভাবে আপনি অন্যকে বিচার করেন, একই ভাবে আপনি নিজেকেও বিচার করুন!
কাঁদার মধ্যে পরে গেলে জলের কাছে যেতে হবে কিন্তু জল দেখে কখনো কাঁদার কাছে যাবেন নাহ।
একই ভাবে জীবনে যদি খারাপ সময় আসে তাহলে টাকা কে ব্যবহার করুন। কিন্তু টাকা দেখে কখনো খারাপ রাস্তায় যাবেন নাহ!
আর যে অন্যের খারাপ সময়ে সব সময় পাশে থাকে, দেখবেন তার খারাপ সময়ে কেউ তার পাশে থাকে নাহ। এটা খারাপ শুনালেও এটাই সত্যি!
টাকার বিষয়টা খুব আজব। যার কাছে টাকা নেই, তাকে কেউ সন্মান করে নাহ আবার যার কাছে টাকা আছে, সে কাউকে সন্মান করে নাহ!
আপনার ঘর ছোট হোক বা বড়। যদি আপনার কথার মধ্যে মিষ্টি না থাকে তাহলে মানুষ তো দূরের কথা, পিঁপড়েও আপনার ঘরে আসবে নাহ!
এই পৃথিবীতে খাবারের মতো আর বিচিত্র কিছুই নেই। মানুষ এটা পাবার জন্যও দৌড়ায় আবার এটাকে হজম করার জন্যও দৌড়ায়। আজব আমাদের এই জীবন। যদি আপনি জিতে যান, তাহলে অনেক আপনজন আপনার পিছনে পরে থাকবে। আর যদি আপনি হেরে যান তাহলে আপনার আপন জনেরাই আপনাকে পিছনে ফেলে চলে যাবে!
পৃথিবীতে দুই ধরনের লোক আছে। ১/ যারা সুযোগ আসলে সাধ ছেড়ে চলে যায়। এবং ২/ যারা সাথে থাকার জন্য সুযোগ খোঁজে!
অন্যের পরামর্শে রাজা হওয়ার থেকে ভালো, নিজের ইচ্ছায় ফকির হয়ে থাকা।
কেউ একজন ঠিকই বলেছিলো, সৌন্দর্যের কমতিকে ভালো স্বভাব দিয়ে পূর্ণ করা যায় কিন্তু স্বভাবের কমতিকে সৌন্দর্য দিয়ে পূর্ণ করা যায় নাহ!
কোনো রকম আশা ছাড়াই অন্যের উপকার করুন। কারণ যে হাত ফুল দেয়, তার হাতেও কিন্তু কিছু সুগন্ধী লেগে থাকে!
জীবনের এই রোলটিকে এমন ভাবে প্লে করুন, যাতে পর্দা নামার পরেও লোক তালি বাজায়!
সবাই আমাকে জিজ্ঞেস করে, এই পৃথিবীতে আপনার সব থেকে আপন কে? আমি হেসে বলি, "সময়" !
কারণ, যদি সময় সঠিক থাকে তাহলে সবাই আপন। তা নাহলে কেউ নয়!
সময় এবং জীবন পৃথিবীর সব থেকে ভালো শিক্ষক। জীবন, সময়ের ব্যবহার শেখায় আর সময়, জীবনের মূল্যকে বোঝায়!
চালাক হওয়া খুব ভালো কিন্তু অন্যকে বোকা ভাবা বোকামি। আর সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়। যা কিছুক্ষণ হওয়ার পরেই শেষ হয়ে যাবে। বরং সম্পর্ক হাওয়ার মতো হওয়া দরকার। যে চুপ থাকবে কিন্তু সব সময় পাশে থাকবে!
সব শেষে বলবো,
সম্পর্কের কখনো প্রাকৃতিক ভাবে মৃত্যু হয় নাহ। একে সব সময় মানুষই মেরে ফেলে। ঘৃণা দিয়ে 😭, ইগনোর দিয়ে, যোগাযোগ বন্ধ করে দিয়ে এবং কিছু ভূল ধারণা দিয়ে!

বাংলার কুসংস্কার সমগ্র! 😁জেনে রাখা ভালো, আমরা এখনো কতটা পিছিয়ে। 😒😂🥰শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে। 🥰
13/05/2022

বাংলার কুসংস্কার সমগ্র! 😁
জেনে রাখা ভালো, আমরা এখনো কতটা পিছিয়ে। 😒
😂
🥰

শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে। 🥰

Address

Satla, Wazirpur
Barishal
8242

Telephone

+8801569102320

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Story Of Feelings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Story Of Feelings:

Videos

Share

Category