Pathak Poribar

Pathak Poribar Book Club

শুভ জন্মদিন মহাত্মা ছফা...
30/06/2024

শুভ জন্মদিন মহাত্মা ছফা...

16/12/2023

বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশ।

প্রিয় পাঠক,গত ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং পাঠক পরিবার ৫ম বর্ষে পদার্পণ করেছে। গত পাঁচ বছরে পাঠক পরিবার বই নিয়ে অনেকগুলো অনল...
30/11/2023

প্রিয় পাঠক,
গত ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং পাঠক পরিবার ৫ম বর্ষে পদার্পণ করেছে। গত পাঁচ বছরে পাঠক পরিবার বই নিয়ে অনেকগুলো অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় পাঠক পরিবারের ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে একটি অনলাইন প্রতিযোগিতা। আগামী ১লা নভেম্বর, ২০২৩ইং থেকে শুরু হতে যাচ্ছে "পাঠক পরিবার-এর ৫ম বর্ষপূর্তী উদযাপন উপলক্ষে অনলাইন প্রতিযোগিতা ২০২৩"। সকল বইপ্রেমী বন্ধুদের প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করার অনুরোধ করা হলো।

বিস্তারিত :
১. বুক রিভিউ :
প্রত্যেক প্রতিযোগি যেকোনো তিনটি বইয়ের উপরে সর্বোচ্চ ৬০০ শব্দের মধ্যে বুক রিভিউ লিখে পোস্ট করতে হবে।
২. বুক ফটোগ্রাফি :
প্রত্যেক প্রতিযোগি যেকোনো তিনটি বইয়ের ছবি তুলে পোস্ট করতে হবে।
৩. আবৃত্তি : প্রত্যেক প্রতিযোগি যেকোনো একটি কবিতা/কাব্যাংশ mp4 ফাইল আকারে পোস্ট করতে হবে।
৪. পোস্টের ক্যাপশনে এই হ্যাশট্যাগটি ব্যবহার করা বাধ্যতামূলক।
৫. পাঠক পরিবারের অফিসিয়াল গ্রুপে পোস্ট করতে হবে।
৬. নিম্নোক্ত Google Form টি Fill up করে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে হবে।
https://forms.gle/eSduWdXNNWd29R9NA
৭. পোস্টে আপনার ৫জন বন্ধুকে মেনশন করতে হবে।

যা করলে আপনার অংশগ্রহণটি বাতিল করা হবেঃ-
১) অসৎ উপায় অবলম্বন করে অন্যের লেখা নিজের নামে চালয়ে দিলে।
২) কোনো নিষিদ্ধ বই বা সাহিত্যের রিভিউ দিলে।
৩) আয়োজক কমিটির কাছে কন্টেন্টটি অশালীন মনে হলে।

এই প্রতিযোগিতাটি ১৫ই ডিসেম্বর, ২০২৩ইং তারিখ পর্যন্ত চলবে।

প্রতিটি বিভাগেই সেরা তিনজনকে পাঠক পরিবার এবং বাংলার প্রকাশন-এর পক্ষ থেকে পুরস্কার হিসেবে দেয়া হবে আকর্ষণীয় বই।

প্রিয় পাঠক,গত ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং পাঠক পরিবার ৫ম বর্ষে পদার্পণ করেছে। গত পাঁচ বছরে পাঠক পরিবার বই নিয়ে অনেকগুলো অনল...
01/11/2023

প্রিয় পাঠক,
গত ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং পাঠক পরিবার ৫ম বর্ষে পদার্পণ করেছে। গত পাঁচ বছরে পাঠক পরিবার বই নিয়ে অনেকগুলো অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় পাঠক পরিবারের ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে একটি অনলাইন প্রতিযোগিতা। আগামী ১লা নভেম্বর, ২০২৩ইং থেকে শুরু হতে যাচ্ছে "পাঠক পরিবার-এর ৫ম বর্ষপূর্তী উদযাপন উপলক্ষে অনলাইন প্রতিযোগিতা ২০২৩"। সকল বইপ্রেমী বন্ধুদের প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করার অনুরোধ করা হলো।

বিস্তারিত :
১. বুক রিভিউ :
প্রত্যেক প্রতিযোগি যেকোনো তিনটি বইয়ের উপরে সর্বোচ্চ ৬০০ শব্দের মধ্যে বুক রিভিউ লিখে পোস্ট করতে হবে।

২. বুক ফটোগ্রাফি :
প্রত্যেক প্রতিযোগি যেকোনো তিনটি বইয়ের ছবি তুলে পোস্ট করতে হবে।

৩. আবৃত্তি : প্রত্যেক প্রতিযোগি যেকোনো একটি কবিতা/কাব্যাংশ mp4 ফাইল আকারে পোস্ট করতে হবে

৪. পোস্টের ক্যাপশনে এই হ্যাশট্যাগটি ব্যবহার করা বাধ্যতামূলক।

৫. পাঠক পরিবারের অফিসিয়াল গ্রুপে পোস্ট করতে হবে।

৬. নিম্নোক্ত Google Form টি Fill up করে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে হবে।

৭. পোস্টে আপনার ৫জন বন্ধুকে মেনশন করতে হবে।

এই প্রতিযোগিতাটি ৩০শে নভেম্বর, ২০২৩ইং তারিখ পর্যন্ত চলবে।

প্রতিটি বিভাগেই সেরা তিনজনকে পাঠক পরিবার এবং বাংলার প্রকাশন-এর পক্ষ থেকে পুরস্কার হিসেবে দেয়া হবে আকর্ষণীয় বই।

হিজলতলিশেরেবাংলা নগর থানায় ধরে নিয়ে আসা হয়েছে নুরুজ্জামানকে। অফিসে বসে থাকতে থাকতে কী যেন হয়ে গিয়েছিল তার। ভেঙেচুরে...
23/10/2023

হিজলতলি

শেরেবাংলা নগর থানায় ধরে নিয়ে আসা হয়েছে নুরুজ্জামানকে। অফিসে বসে থাকতে থাকতে কী যেন হয়ে গিয়েছিল তার। ভেঙেচুরে একাকার করেছে সে তার অফিসের ঘর। ফলশ্রুতিতে এখন হাজতবাস। থানায় বসে সে রুনুর কথা ভাবে। তার জীবনযাপনের সঙ্গী, দৈন্যের সঙ্গী রুনু। অনাগত সন্তানকে নিয়ে যে হারিয়ে গিয়েছে কালের গর্ভে ।

এ যেন এক অব্যক্ত সময়ের গল্প। সমাজে, রাষ্ট্রে, প্রতিষ্ঠানে কিংবা ব্যক্তিমানুষের ভেতরে ঘুণপোকার বিনাশী কর্মকাণ্ড ঘটে চলেছে। সকলের চোখের আড়ালে রচিত হয়ে চলেছে অবক্ষয়ের পঙ্ক্তিমালা। তারই কিছু অমোঘ চিহ্ন উঠে এসেছে গল্পকার কিঙ্কর আহ্বানের গল্পগ্রন্থ হিজলতলি-র গল্পগুলোতে। ইতোমধ্যেই গল্পকারের ভাষা ও আঙ্গিকের বহুমুখিতা তাঁকে বিশিষ্ট করে তুলেছে পাঠকের মাঝে। হিজলতলি কিঙ্কর আহ্সানের পাঠকপ্রিয় গ্রন্থসমূহের মাঝে এক নবতর সংযোজন।

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরোন্টোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ...
05/10/2023

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরোন্টোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সূত্র:- দৈনিক যুগান্তর

Once you have made one change to a habit or formed a new one, then you can decide if you wish to step up that habit or m...
29/08/2023

Once you have made one change to a habit or formed a new one, then you can decide if you wish to step up that habit or move on to changing or obtaining a different one, for example if you have meditated every Saturday for a month and found it beneficial, then you could start including more days in your routine or meditating for slightly longer. You should find that this small feeling of success is contagious and will spur you on to achieve even more.
Kaizen - Sarah Harvey

এস এম সুলতান। পুরো নাম-শেখ মোহাম্মদ সুলতান। নড়াইলবাসীর কাছে ‘লাল মিয়া’ হিসেবে সমধিক পরিচিত তিনি। যার রঙ তুলিতে দারিদ্র-ক...
10/08/2023

এস এম সুলতান। পুরো নাম-শেখ মোহাম্মদ সুলতান। নড়াইলবাসীর কাছে ‘লাল মিয়া’ হিসেবে সমধিক পরিচিত তিনি। যার রঙ তুলিতে দারিদ্র-ক্লিষ্ট ও খেটে খাওয়া মানুষগুলো পেশিবহুল। শ্রমজীবী মানুষগুলো হয়েছেন শক্তিশালী ও দৃঢ় মনোবলের অধিকারী তিনি বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান।

খ্যাতিমান এই চিত্রশিল্পীর ১০০তম জন্মদিন আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান। তার চিত্রকর্মের স্বকীতায় ‘লাল মিয়া’ থেকে হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। তিনি মাটি ও মানুষের শিল্পী হিসেবেও পরিচিতি।

Address

Barishal Sadar
Barishal
8800

Telephone

+8801712418893

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pathak Poribar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pathak Poribar:

Videos

Share

Nearby media companies