YouTube Banaripara

YouTube Banaripara 01912165902 এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে কেউ বিকাশ করবেন না

ঢাকা থেকে বরগুনা-সুবিদখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হানিফ এন্টারপ্রাইজ (১৪-৪৪৩৪) বাসটি মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্র...
23/02/2024

ঢাকা থেকে বরগুনা-সুবিদখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হানিফ এন্টারপ্রাইজ (১৪-৪৪৩৪) বাসটি মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সূর্যনগর নামক জায়গায় এক্সিডেন্ট করেছে। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের ফলে বহু লোক হতাহত হয়। মির্জাগন্জের কেউ থাকলে পাচ্চর রয়েল হাসপাতাল ও শিবচর থানায় যোগাযোগ করার অনুরোধ করা গেলো। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

আহত ২০+।
নিহত ৪ জন।
বিঃ দ্রঃ পোস্টটি দেখা মাত্র শেয়ার করে দিবেন, কারো আত্মীয়-স্বজন থাকলে তারা যেন খবরটি পায়।

মাদারীপুরের শিবচরের সূর্যনগরে আজ সড়ক দূর্ঘটনায় আহত এই শিশুটি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। শিশুটির...
23/02/2024

মাদারীপুরের শিবচরের সূর্যনগরে আজ সড়ক দূর্ঘটনায় আহত এই শিশুটি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। শিশুটির পরিচয় মিলেনি এখনো।
শিশুটির পরিচিত কেউ থাকলে শিবচর উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। দুর্ঘটনা কবলিত বাসটির অধিকাংশ যাত্রী ছিল বরিশালের। সকলের নিকট অনুরোধ বিষয়টি বেশি বেশি শেয়ার করুন৷

13/02/2024
বাবরি মসজিদের স্মৃতি রেখে দিলাম ,আমার ফেসবুক আইডি টিকে থাকলে পরবর্তী প্রজন্ম দেখবে।
27/01/2024

বাবরি মসজিদের স্মৃতি রেখে দিলাম ,আমার ফেসবুক আইডি টিকে থাকলে পরবর্তী প্রজন্ম দেখবে।

24/01/2024

আজকে 6 ডিগ্রি তাপমাত্রা !
একটা না,
প্রত্যেক পুরুষের দুইটা করে বউ দরকার!
একটা বামদিকে, একটা ডান দিকে!

22/01/2024

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।
কপি

21/01/2024

এই হাদিসটি আমি আগে কখনই পড়িনি!

ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই দুই মাস পর্যন্ত প্রতিদিন ১ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী দারুণ তাই না? আরো ইন্টারেস্টিং ব্যাপার হল, দুইমাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন, যাও! আরো কিছুদিন সময় দিলাম। যখন সামর্থ হয় ফেরত দিও। তাহলে দুই মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন ২ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী অবাক হলেন?

আসুন এবার হাদিসখানা একটু পড়ে নিই।

عَنْ بريدة، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
হযরত বুরায়দা রা. থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি আল্লাহর রাসুল থেকে বলতে শুনেছি....
" مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ ".
যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে...
قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
হযরত বুরায়দা রা. বলেন, অতঃপর আমি আল্লাহর রাসুলকে [আবার] বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে... قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللَّهِ تَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ "، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। [এর ব্যাখ্যা কী?]
قَالَ لَهُ : " بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ".
তখন আল্লাহর রাসুল বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সাওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে—কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে—তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সাওয়াব হবে।

[মুসনাদে আহমাদ: ২৩০৪৬]

©

প্রতিটা শীতের রাতই 🙄বিবাহিত পুরুষদের জন্য ভয়ংকর😿😿
17/01/2024

প্রতিটা শীতের রাতই 🙄
বিবাহিত পুরুষদের জন্য ভয়ংকর😿😿

17/01/2024

যার ঘরে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে তার নতুন করে বিষ খেতে হয় না,
এরকম পিতামাতার কষ্ট
আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ তা উপলব্ধি করতে পারবে না...
২০২৪ সালে যারা বাচ্চা নিবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা,

১: গর্ভাবস্থায় সব সময় স্ত্রীকে হাসি -খুশি রাখার চেষ্টা করবেন,
২: বেশি পরিমানে ফলমূল ও পুষ্টিকর খাবার খাওয়াবেন,
৩: যেসব খাবার শিশুর ক্ষতি করে সেসব খাবার স্ত্রীকে খাওয়াবেন না,
৪: নিয়মিত ব্লাড সুগার ও প্রেসার চেক করবেন,
৫: বয়সের সাথে সাথে শিশুর ওজন মায়ের গর্ভে বাড়ছে কি না সেটাও চেক করে দেখবেন,
৬: মায়ের গর্ভে শিশুর হার্ট , হার্ট বীট , হাড় , মেরুদন্ড ও অন্যান্য অঙ্গ ঠিকমত হচ্চে কি না সেটাও খেয়াল রাখবেন,
৭: নিয়মিত ডাক্তারের কাছে যেয়ে চেকআপ করবেন।

মনে রাখবেন , একটা সুস্থ সন্তান একটা সম্পদ।

কপি পোস্ট

আমেরিকা একটি বিশাল দেশ। নিউ ইয়র্ক' মানেই " USA" না। শুধুমাত্র "নিউইয়র্ক" দিয়ে USA কে বিচার করবেন না, নতুন যারা USA আসছেন...
16/01/2024

আমেরিকা একটি বিশাল দেশ। নিউ ইয়র্ক' মানেই " USA" না। শুধুমাত্র "নিউইয়র্ক" দিয়ে USA কে বিচার করবেন না, নতুন যারা USA আসছেন, দয়া করে New York এ স্হায়ী বসবাসের চিন্তা করবেন না। জীবনে অনেক পিছিয়ে যাবেন। সেজন্যই বলছি, সবকিছুর আগে Driving শিখুন, learn how to do parallel parking. সম্ভব বলে বাংলাদেশ থেকেই driving শিখে আসুন। driving শুধু ১ জনের শিখলে হবে না। ১৮ বৎসর বা তার উপরের পরিবারের প্রতিটি (each and everyone) সদস্যকেও গাড়ী চালানো শিখতে হবে।আমেরিকাতে যতটি মাথা, তার চেয়ে গাড়ীর সংখ্যা আরও বেশী। কারণ প্রতিটি লোকের অন্তত ১টি করে গাড়ী আছে, কারো কারো প্রতিজনের ৩/৪টি বা তারও বেশী গাড়ী রয়েছে। এখন আন্দাজ করুন গাড়ীর সংখ্যাটি কত হতে পারে। New York ছাড়া অন্য stateগুলোতে স্হায়ী বসবাসের চিন্তা করুন। আমেরিকাকে ভালভাবে চিনতে হলে New York থেকে বের হয়ে আসুন।

আরেকটি জিনিস মনে রাখবেন ঢাকা যেমন বাংলাদেশের সবচেয়ে বড় শহর এবং ঢাকাকে কেন্দ্র করেই বাংলাদেশের সবকিছু। কিন্তু আমেরিকাতে এরকম নয়। New York আমেরিকার সবচেয়ে বড় শহর, এটা সত্য কিন্তু আমেরিকার সবকিছু New York কেন্দ্রিক নয়। New York এ যেসব সুযোগ সুবিধা, আমেরিকার সব stateএই এগুলো রয়েছে (শুধুমাত্র পরিবহন ব্যবস্হা ছাড়া)। যেমন আমেরিকার ৫০টি stateএই বিশ্বমানের হাসপাতাল থেকে শুরু করে, বিশ্বমানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালযসহ সবকিছুই রয়েছে। তাই আমেরিকার যে কেন stateএ নির্ভয়ে থাকতে পারেন। সব state এর নিরাপত্তা ব্যবস্হা একই রকম। বাংলাদেশে যেমন ভাল চিকিৎসা এবং ভাল পড়াশুনাসহ সবকিছুর জন্য ঢাকা আসতে হয়, আমেরিকাতে এগুলোর জন্য New York আসতে হবে না।সুতরাং feel free to stay anywhere in USA.

সস্তা বাড়ীঘরের জন্যঃ Ohio, Indiana, Texas, Georgia, Buffalo (New York), Minnesota, Wisconsin

মোটামুটি সস্তা বাড়ীঘরের জন্যঃ Arizona, Oregon, Michigan, North Carolina, South Carolina, Florida, Tennessee.

দামী বাড়ীঘরের জন্যঃ New York City, New Jersey, California, Seattle (Washington), Maryland, Virginia, Massachusetts, Connecticut. Total eastern side of America are expensive.

Lot of Bangladeshi people lives: New York City, Michigan, Texas, Maryland, Virginia, Florida, California,

Asheville (North Carolina) is a beautiful city but you can rarely find any Bangladeshi there. It’s scenic beauty is wonderful.

The states where only few Bangladeshis but these states are beautiful and living costs could be low:
Utah, Iowa, Montana, Idaho, Kansas, Kentucky, Arkansas, Oklahoma, North Dakota and South Dakota.

গরম আবহাওয়ার জন্যঃ Florida, Arizona, Georgia, Tennessee, Alabama, Texas, Arkansas.

ঠান্ডা আবহাওয়ার জন্যঃ Buffalo( New York), Michigan, Minnesota, New York City, New Jersey and entire eastern side of America, Chicago, Ohio, Indiana, Pennsylvania, Wisconsin.

For job: Almost all states have jobs available but I live in Michigan and I know Michigan has a lot of jobs available. But I don’t have any clear idea about the jobs in other states. But no states are bad about jobs.

আমেরিকা খুব একটি সুন্দর দেশ, মানবাধিকারের দেশ, আইনের শাসনের দেশ, সুচিকিৎসার দেশ, ভালোমানের পড়াশুনা পরিষ্কার পরিচ্ছন্নতার দেশ, সত্য কথা বলার দেশ, প্রচুর চাকুরী পাবার দেশএবং কঠোর পরিশ্রমের দেশ।আপনি যদি সৎ থাকেন, পুরো আমেরিকা আপনার জন্য। অসৎ, অলস এবং আরামপ্রিয়দের জন্য আমেরিকাতে না আসাই ভাল। আরামপ্রিয়দের জন্য সর্বোত্তম স্হান হলো বাংলাদেশ। তবে আমেরিকাতেও কিছু দুর্নীতি আছে কিন্তু কোন রকম দুর্নীতির জন্য যদি একবার ধরা পড়েন, তাহলে জীবন শেষ।

এসব তথ্য আপনাদের উপকারে আসলে আমার লেখাটি ধন্য হবে। ছোটখাট কিছু ভুল হতে পারে, সেজন্য ক্ষমাপ্রার্থী।

ধন্যবাদ।

Copy post😊
🇺🇸🇧🇩

ছোটকালে এই স্বপ্নটাই সবার সত্যি হতো 😁
15/01/2024

ছোটকালে এই স্বপ্নটাই সবার সত্যি হতো 😁

11/01/2024

ভিলেজ পলিটিক্স কি?
নামাজ না পড়ে মসজিদের সভাপতি হওয়া।

10/01/2024

বউ হতে হবে জাতীয় পার্টির মতো, অভিমান করবে আবার পরক্ষণেই আদর নিতে কাছে আসবে।

01/01/2024

বছরের প্রথমদিন এমন কিছু করা উচিত যাতে সারাবছর আপনার শান্তিতে কাটে।
এজন্য আসুন যতই কস্ট হোক বছরের প্রথমদিন আমরা নিজ নিজ স্ত্রীর প্রশংসা করি।

দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না।
27/12/2023

দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না।

24/12/2023

যুবক বয়সে পাপন সাহেব যেমন ছিলেন,
পাপন সাহেবের ক্রিকেট ইতিহাস,
---পাপন সাহেব ওয়ানডে ম্যাচ খেলেছেন ৯৬ টা,
সেঞ্চুরি করেছেন ৯৯ টা,
---পাপন সাহেব টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৭৬ টা,
সেঞ্চুরি করেছেন ৮১ টা
---পাপন সাহেব টেস্ট খেলেছেন ৫৫ টা,
সেঞ্চুরি করেছেন ২১২টা,
---৩ ফর্মেটে মোট রান করেছেন ৪১ হাজার,
এর মধ্য মোট হাফ সেঞ্চুরি করেছেন ৮৮ হাজার
( তিনি নিঃসন্দেহে বাংলাদেশের একজন সেরা ব্যাটা ছিলেন)

Copy

একজন গুণী অভিনেতা 🥴🥴🥴যারা হাহাহা রিয়েক্ট দিবে,তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক 🤣🤣🤣🤣
15/12/2023

একজন গুণী অভিনেতা 🥴🥴🥴
যারা হাহাহা রিয়েক্ট দিবে,তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক 🤣🤣🤣🤣

13/12/2023

দারিদ্রতা আসার ১৫টি কারনঃ
১।কবরস্থানে হাসাহাসি করা।
২।ঘরবাড়ি অপরিষ্কার রাখা।
৩।পুরুষ মানুষ পেটের উপর ভর দিয়ে ঘুমানো।
৪।মেহমান বাড়িতে আসলে দুঃখিত হওয়া।
৫।দান করে খোটা দেওয়া।
৬।বাড়িতে কোরআন তেলাওয়াত না করা।
৭।মানুষ চলাচলেররাস্তায় পেশাবঅথবা পায়খানা করা।
৮।পেশাব বা পায়খানার সময় কথা বলা।
৯।এশা এবং মাগরিবের সময়ের মাঝখানে ঘুমানো।
১০।গোসল করারজায়গায় প্রশাব করা।
১১।হাত না ধুয়ে খাবার খাওয়া।
১২।আয়ের চেয়ে ব্যয় বেশী করা।
১৩।বিসমিল্লাহ ছাড়া খাবার খাওয়া।
১৪।সকালে সূর্য ওঠার পর বিছানায় শোয়া।
১৫।পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করা।
হে আল্লাহ, এ সমস্ত কারণ থেকে দূরে থাকার তাওফিক দিন। (আমিন)।

পেঁয়াজ পচনশীল। ধৈর্য ধরে ১ কেজি করে কিনুন , প্রয়োজনে ৫০০ গ্রাম কিনুন,প্রয়োজনের তুলনায় বেশি কিনবেন না দেখবেন মাত্র কয়...
11/12/2023

পেঁয়াজ পচনশীল। ধৈর্য ধরে ১ কেজি করে কিনুন , প্রয়োজনে ৫০০ গ্রাম কিনুন,প্রয়োজনের তুলনায় বেশি কিনবেন না দেখবেন মাত্র কয়েক দিনে ৬০ টাকায় চলে আসবে। তাছাড়া বর্তমানে সবজির মৌছুম, কয়েক দিন পেঁয়াজের পাতাও ব্যাবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।

10/12/2023

আগের দামে কেনা হাজার হাজার টন পিঁয়াজ থাকার পরেও ২৪ ঘন্টার ব্যবধানে যারা ১০০ টাকা দাম বাড়িয়েছেন- সেই সব ব্যবসায়ীরা এবং এগুলো নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব তারা কি গত ২৪ ঘন্টায় নামাজ আদায় করেছেন? নিজেদের মুসলিম বা যিনি যে ধর্মে বিশ্বাসী সেটা- এখনো দাবী করছেন?

আপনারা বলুন কমেন্টস এ
10/12/2023

আপনারা বলুন কমেন্টস এ

মাত্র ১ সপ্তাহ পেঁয়াজ ক্রয় বন্ধ রাখুন,প্রয়োজনে ১ কেজি বা আধা কেজি ক্রয় করুন,পেয়াজ পচঁনশীল পন্য, সিন্ডিকেট ভেঙে যাবে 👎
10/12/2023

মাত্র ১ সপ্তাহ পেঁয়াজ ক্রয় বন্ধ রাখুন,

প্রয়োজনে ১ কেজি বা আধা কেজি ক্রয় করুন,

পেয়াজ পচঁনশীল পন্য, সিন্ডিকেট ভেঙে যাবে 👎

যে ব্যাক্তি চা খায় না, সে ব্যাক্তি নিসন্দেহে রসকষহীন পাষান মনের মানুষ 😁😉🤭
10/12/2023

যে ব্যাক্তি চা খায় না, সে ব্যাক্তি নিসন্দেহে রসকষহীন পাষান মনের মানুষ 😁😉🤭

07/12/2023

সন্ধ্যা লাগলে হাত মুখ ধুয়ে পড়তে বসা আমাদের সেই সোনালী দিনগুলো চুরি হয়ে গেছে।

Address

Barishal
8530

Website

Alerts

Be the first to know and let us send you an email when YouTube Banaripara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies