18/08/2022
বরিশাল শিশু (প্লানেট)পার্ক
(Planet Word Park)
বরিশাল বান্দরোড পাসে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্নে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্ক অবস্থিত।
খোলা সময় ঃসকাল ৯ টা খেকে রাত ৮ টা পর্যন্ত।
প্রবেশ মূল্য ঃ ২০ টাকা
প্লানেট ওয়ার্ল্ড শিসু পার্ক মুলত শিশু,কিশোরদের বিনোদনের স্থান।এখানে শিশু, কিশোরেরা আনন্দ বিনোদনে মেতে ওঠে। মোট কথায় প্লানেট ওয়ার্ল্ড শিশু কিশোরদের একটি অন্যতম পছন্দের স্থান হিসেবে পরিচিত।
এখানে আগে পশু পাখির চিড়িয়াখানা ছিলো, এখন সে গুলো বিলুপ্তির পথে। তবে এখানে নতুন কিছু রাইড চালু করা হয়েছে।
তবে একটা বিভাগীয় শহরে আরো একটু উন্নত মানের পার্কের প্রয়োজন ছিলো।