NFSC - Barishal BookZone

NFSC - Barishal BookZone ‘নট ফর সেল ক্লাব’ অনুমোদিত এই বুকজোনটিতে ক্লাব কর্তৃক পরিবেশিত বা প্রকাশিত বইসমূহ পাওয়া যায়।

31/12/2021

কিডনী সংস্করণ…

*

২০২১ বছর নয়, পৃৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর; তাই ২০২২ নয়, গল্প জানা উচিত ৪৬০ কোটি বছরের! নট ফর সেল ক্লাব সেই গল্পই তুলে দিতে চায় সহযোদ্ধাদের হাতে!

৪৬০ পৃষ্ঠার মধ্যে এমন একটি ঐতিহাসিক বই, যার সমকক্ষ গুনমানের প্রকাশনা বাংলা ভাষার ইতিহাসে সম্ভবত আজ পর্যন্ত নির্মিত হয়নি!

সদস্যগণ প্রস্তত থাকুন আপনার “ডিরেক্টর’স ও কালেক্টর’স (কিডনী) এডিশন”-এর জন্য! আপনার ক্লাব বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব (Collaboration Book) বইয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছে, এবং এই বইটি বাংলা সৃজনশীল প্রকাশনা জগতের একটি অমোচনীয় মাইলফলক হিসাবে বিবেচিত হবে!

সিদ্ধান্ত এবার আপনার, একটা কিডনীর বিনিময়ে হলেও এই ৪৬০ কোটি বছরের ইতিহাসে আপনার নাম তালিকাভুক্ত থাকবে কি না?!

নট ফর সেল ক্লাব: কিডনী বিক্রয়যোগ্য নয়!

13/05/2021

বিশ্বাস করুন
অথবা না করুন!

*

NFSC যে বইতে হাত দেবে,
তার বিস্তার সংখ্যা হবে
নূণ্যতম ১ লাখ কপি;
কারণ,
প্রতিটি পাঠক তাঁর নিজের বই
নিজেই নির্মাণ করবেন!

আপনি ক্রেতা হলে,
দূরে থাকুন;
আপনি পাঠক হলে,
বিপ্লবে স্বাগতম!

12/05/2021

UPL নোটিশ প্রসঙ্গে……

*

“নট ফর সেল ক্লাব” কোনো বই প্রকাশনা বা বিপনন প্রতিষ্ঠান নয়! আমরা বাংলাদেশের প্রণিত ২০০০ সালের ২৮নং কপিরাইট আইনের ১৩ অধ্যায়ের ৭২ ধারার “১” “ক” এবং “অ” শর্তের বৃত্তে আমাদের কার্যাদি পরিচালনা করে কেবলমাত্র ছাপার খরচে ব্যক্তিগত সংগ্রহ ও গবেষণার জন্য বই নির্মাণ করি!

প্রসঙ্গত:

এক.
“সেপিয়ন্স“ বইটির একাধিক অনুবাদ বাংলাদেশে আছে, এবং আমাদের প্রকাশিতটি আপনাদের করা অনুবাদের কপি বা পাইরেসী নয়; এটি একটি মৌলিক অনুবাদ!

দুই.
বাজারে এখনও অন্য একটি প্রকাশনীর অনুবাদ অহরহ বিক্রি হচ্ছে, যারা প্রথাগতভাবে বানিজ্যিক কাঠামোয় বই ছাপে!

তিন.
নীলক্ষেতে মূল সেপিয়েন্স-এর ইংরেজী কপি এবং বাংলা অনুবাদের ফটোকপি বই হিসাবে নিয়মিত বিক্রি হয়!

চার.
আমরা আমাদের কোনো বই বিক্রি করি না, কেবলমাত্র বাংলাদেশের কপিরাইট আইন মেনেই সদস্যদের অংশীদারিত্বে ছাপার মূল্যে সংগ্রহ করি!

পাঁচ.
আমাদের এই জ্ঞানের বিপ্লবে সহযোগী না হতে পারলেও আপনাদের নিরব সমর্থন দরকার!

ছয়.
এরপরেও বিষয়টি আইন আদালত পর্যায় পর্যন্ত পৌছালে; আমাদের আইনজীবিও আপনার ভাষান্তর প্রকাশনাসহ বাংলাদেশের প্রতিটি প্রকাশনার প্রতিটি অনুবাদ বইয়ের মূল লেখক এবং মূল প্রকাশক কতৃক অনুবাদসত্ত্ব থাকার প্রমাণ দেখার আবেদন আদালতের কাছে জানাবে!

সাত.
আমরা জ্ঞানের বিপ্লবে নেমেছি; বানিজ্য করতে নামলে ভয় পেতাম; তবে কথায় বলে, প্রতিটি বিপ্লবী জন্মসূত্রে পাগল, আর পাগলদের পাগলামী থাকে আমৃত্যু!

শেষ অনুরোধ.
আমরা আপনার মতো বাংলাদেশের নামকরা প্রকশনা সংস্থার সাথে এমন কোনো আইনী লড়াই-এ যেতে চাই না, যা কারও জন্যও মঙ্গল বয়ে আনবে না!

ধন্যবাদসহ
NFSC

05/05/2021

প্রজেক্ট ২০২৩..

*

ভিক্ষা না নিয়ে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ সরকারকে বলুন: NFSC-কে একবারে ১ হাজার কোটি টাকা লোন দিতে!

বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ সরকারকে পাঁচ বছরে তিন হাজার কোটি টাকা ফেরত দেবো; সেইসাথে আপনাদের এত কাজ দেবো…… কাজ করতে করতে নাওয়া-খাওয়া, মল-মুত্র ত্যাগের সময়ও পাবেন না!

আপনাদের মাথার ওপরে যতসব অর্থবের দল নিয়ন্ত্রণ করছে চলচ্চিত্র জগত! এদের দিয়ে আগামী ৫০ বছরেও কিছু হবে না! বিপ্লবে আসুন অথবা আমৃত্যু ভিখারী থাকুন; সিদ্ধান্ত আপনাদের…!!!

Address

Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Barishal BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share