মুহাম্মদ মাহমুদ গাজি

মুহাম্মদ মাহমুদ গাজি MR. Invisible...

19/10/2024

ইনসাফ হলো বড় বিষয়

যেসব বোন ফেসবুকে ছবি আপলোড করেন, তাদেরকে অনুরোধ করবো AI কতদূর এগিয়েছে সেই ব্যাপারে কয়েকটা আর্টিকেল পড়েন। এরপর মন চাইলে ছ...
17/02/2024

যেসব বোন ফেসবুকে ছবি আপলোড করেন, তাদেরকে অনুরোধ করবো AI কতদূর এগিয়েছে সেই ব্যাপারে কয়েকটা আর্টিকেল পড়েন। এরপর মন চাইলে ছবি আপলোড দিতে পারেন।

রেডিটের একটা ফোরামে একজন মহিলা ছবির এই ঘটনাটা পোস্ট করেন। তিনি যখন দেখলেন ইন্টারনেটে তার নগ্ন ছবি ছড়িয়ে গেছে তখন উপায় না পেয়ে পুলিশের কাছে ফোন দেন। নন-ইমার্জেন্সি লাইনে ফোন করে এই সমস্যার কথা বলার পরেও এক মিনিটের মাথায় কল কেটে দেয়া হয়। তার নামটা পর্যন্ত জিজ্ঞাসা করা হয়না।

AI দিয়ে এখন রিয়েলিস্টিক ছবি জেনারেট করা যায়, আপনার চেহারার ছবি থাকলেই বাকি শরীর প্রয়োজনমতো জেনারেট করে নেয়া যায়। এই ভুক্তভোগী মহিলা বিচার নিয়ে গিয়েও কোনো বিচার পায়নি বরং সমাধান হিসেবে ওই দেশের পুলিশ বললো ওদের একাউন্ট ব্লক করে দিন। নিজেকে একবার এই পরিস্থিতিতে চিন্তা করে দেখুন। আপনার ছবি নিয়ে একেবারে রিয়েলিস্টিকভাবে আপনার শরীর জেনারেট করা হলে (যেখানে পার্থক্য করা যায় না এটা আসল নাকি নকল) আপনি সমাজে কীভাবে মুখ দেখাবেন?

কাউকে কীভাবে বিশ্বাস করাবেন এটা আপনি না? আপনার আশেপাশের মানুষ ছিঃ ছিঃ করবে, যাকে বিশ্বাস করতেন সে নিজেও আপনার এই ছবি স্প্রেড করে আপনার চরিত্র নিয়ে কথা বলবে। এসব ধাক্কা খাওয়ার মতো মানসিক শক্তি থাকলে নিজের ছবি আপলোড দিতে পারেন। নাহয় আরেকবার ভেবে দেখুন, অপ্রয়োজনীয় একটা কাজ করে নিজের বিপদ ডেকে আনছেন না তো? নয়মাস আগে প্রযুক্তি এই পর্যায়ে থাকলে এখন কতদূর এগিয়েছে ভেবে দেখুন তো!

এটা নিয়ে লিখতাম, এআই ইমেজ ক্রিয়েশন এখন আরো পারফেক্ট এবং নিখুঁত। প*&র্ণ ইন্ডাস্ট্রি দ্রুত পরিবর্তন হচ্ছে, ডিজিটাল অশ্লীলতা নতুন মাত্রা নিচ্ছে। নিখুত মানুষের ছবি এখন বেশ এভেল এভল। অন্য আরেকদিন বিস্তারিত লিখব ইন শা আল্লাহ।

যত বেশি পারেন এই পোস্টটি শেয়ার করুন🌐🌐🌐

প্রেম রোগ বড় রোগ সমাধান বিয়ে হোক?_____________________________~~~~~~~~~~~~~~~~~~~~~~~_____________________________ আজকে ...
08/02/2024

প্রেম রোগ বড় রোগ
সমাধান বিয়ে হোক?
_____________________________
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
_____________________________
আজকে ফেসবুকে স্ক্রল করতেছিলাম। হঠাৎ দেখি বন্ধু একটা ইসলামিক পেইজের লম্বা ফেসবুক পোস্ট শেয়ার দিয়েছে।
অনেক হাদিস কুরআনের রেফারেন্স দেয়ার পর পোস্টের সারমর্ম এই যে
" প্রেম রোগের একটাই সমাধান,, বিয়ে "
যদিও মাঝখানে সুন্দর কিছু কথা আছে। কিন্তু পাঠক হৃদয়ে শেষ লাইনটা বা সারমর্ম দক্ষ তীরন্দাজের তীরের মতো আঘাত করে...
এবার আসুন কিছু পয়েন্ট নিয়ে কথা বলি
১। বলা হয়েছে ১৫-৩০ এটা যৌবন কাল,এ বয়সটা ম্যাক্সিমামের ক্ষেত্রে ধরে রাখা সম্ভব নয়।
আমার অভিমত
১।যৌবন হলো পরীক্ষার সময়,আল্লাহ এই সময়ই পরীক্ষা নেন,কে কত ইমানদার।
যে এখন নিজেকে ধরে রাখতে পারবে না,সে পরেও পারবে না।কিছু ব্যতিক্রম হয়।
২।মোস্ট ইম্পর্ট্যান্ট এবং শেষ লাইন
বাবা-মায়ের উচিত প্রেমাসক্ত সন্তানকে বিয়ে দিয়ে দেয়া
নাহলে...
সন্তানের নিজ দায়িত্বে বিয়ে করে নেয়া..
না হলে সন্তানেরতো গুনাহ হবেই সাথে বাবা-মা এর ও গুনাহ্ হবে
সারমর্ম
বিয়ে প্রেম(সেটা হোক জিনা) কিংবা জিনা ছাড়া যৌবন কালের যৌবনকে কন্ট্রোল করা যায় না
আহ্ আপসোস আহ্
এই লাইনই যে কত যুবক-যুবতীদের জিনার দিকে ঠেলে দিবে।
এই পয়েন্টের উপর ভিত্তি করে ইসলামকে না জানা যুবক ইসলামের দোহাই দিয়ে বলবে আমিতো বিয়ে করবোই, তো আগে শারীরিক সম্পর্ক করলে অসুবিধা কি?
কিংবা আমার বাবা-মা বিয়ে করাবে না, তাই নিজেকে কন্ট্রোল করতে পারছি না তাই প্রেম করছি।
অথবা আমার এক বিপরীত লিঙ্গের সঙ্গী লাগবেই, তাই প্রেম করা লাগবে।
প্রশ্ন হলো,যদিও বিয়ে করবে তাহলে কি এই জিনার পাপ মোচন হয়ে যাবে??
কিংবা বাবা-মায়ের মনে কষ্ট দিয়ে বিয়ে করে জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করবেন?
কিংবা যেই ছেলে বিয়ে করতে চায় তার কাছে মেয়ের বাবা কি দেখে মেয়ে দিবেন, ছেলের কি যোগ্যতা আছে, মেয়েকে কি খাওয়াবে?
মুসলিমেরা কি এতই যৌনপ্রবন?
বিয়েই একমাত্র মাজসাদ?
আল্লাহ কি শুধু বিয়ে কে-ই ফোকাস দিয়েছেন?
বাবা মায়ের অমতে বিয়ে করে অর্ধেক দীন পূর্ণ করবেন, বাকি অর্ধেক সিগারেটের ধোয়ায় কিংবা তামিল মুভিতে মিসে খিচুড়ি...
মুসলিমতো যৌনপ্রবন নয়!তার মাখসাদতো রবের গোলামি করা...
শয়তানের জালকে চূর্ণ করা....
আহ্ আপসোস....
আমাদের পূর্ব পুরুষরাতো থাকতেন ইসলামকে ছড়িয়ে দেয়ার নেশায়...
তারাতো যৌনতাকে প্রশ্রয় দিতেন না
বরং যারাই আসল উদ্দেশ্য ছেড়ে যৌনতাকে প্রশ্রয় দিয়েছিলেন (হোক মুসলিম কিংবা অমুসলিম) তারাই ধ্বংস হয়েছে।
হ্যা বিয়ে করলে দিন অর্ধেক পূর্ণ হয়।কিন্তু ওই লেখায় যে সারমর্ম হয় তাতে আজকের যুগে যৌনতা কিংবা তথাকথিত প্রেমকেই ফোকাসে অনা হয়েছে।
সচেতনতা
১।অবিভাবকদের উচিত আপনার সন্তান যোগ্য হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিন, কারন এখন সমকামিতার ছড়াছড়ি।
২। বিয়ে শুধু শারীরিক সম্পর্ক নয়।এটা মনের সম্পর্ক। দুটো পরিবারের জনম জনমের সম্পর্ক। এটা আত্মার সম্পর্ক। যদি শাররীক সম্পর্ককে প্রধান্য দেয়া হয় তবেই শুরু হবে পরোকিয়।
"প্রেম শুধু ২টা মানুষের শারীরিক সম্পর্কই না,বরং হৃদয়ের সম্পর্ক, প্রেম হলো দুটি হৃদয়ের একসাথে স্পন্দনের নাম, তারা পৃথিবীর যেখানেই থাকুক"
৩।বিয়ে করতে হলে নিজে যোগ্য হন।
ইনকাম করুন।যদি বিয়ের পিনিক থাকেই তবে, আগে বিয়ে নিয়ে হাইপ না তুলে,যোগ্য হওয়ার জন্য হাইপ তুলুন। মানে পরিবারকে বলুন, 'আমি ব্যবসা করব'।কারন লেখাপড়া শেষ করে বিয়ে করতে অনেক সময় লাগে।

#মুহাম্মদ_গাজি

23/01/2024













ঈমানের চার্জ শেষ.... ব্যাটারি ড্যামেজ....সবজায়গায় আপনার জন্য ফাঁদ পাতা,প্রতি কদম আপনাকে খুব খুব খুবই সতর্কতার সহিত দিত...
10/01/2024

ঈমানের চার্জ শেষ....
ব্যাটারি ড্যামেজ....
সবজায়গায় আপনার জন্য ফাঁদ পাতা,প্রতি কদম আপনাকে খুব খুব খুবই সতর্কতার সহিত দিতে হচ্ছে।
আপনি নিশ্চয়ই কোল্ড-ওয়ার স্লো-পয়োজন কিংবা কোল্ডব্লাডেড-মার্ডারার এই টার্ম গুলো কোথাও না কোথাও শুনে থাকবেন।
এখন আপনার ঈমান নষ্ট করার জন্য একটা জিনিস চারদিকে ছড়িয়ে আছে যেটির সাথে এই টার্ম গুলো যায়।
আচ্ছা, ধারণা করেন তো জিনিসটা কি?
যৌনতা কিংবা বেহায়াপনা ।
আপনাকে যৌন শুরশুরি দেয়ার জন্য চারদিকে হিরিক পড়ে আছে। খবের পাতা উল্টোচ্ছেন,কিংবা টিভিতে খবর দেখছেন কিংবা মোবাইলে স্ক্রলিং করছেন বিলবোর্ড, ব্যানার,বিজ্ঞাপন।

আপনাকে তাই সব জায়গায় সতর্ক থাকতে হবে।

এই যৌনতার নোংরা খেলা শুরু হয় পরপর কয়েকটা ক্রুসেড হারার পর যখন বুঝতে পারে যে মুসলিম বিজয় প্রধান কারণ তাদের ঈমানী শক্তি। তাই তাদেরকে দুর্বল করতে হলে তাদের ঈমান নষ্ট করতে হবে।তোদের ঈমান নষ্ট করার জন্য ধীরে ধীরে স্লো- পয়োজনের মত তাদের মধ্যে যৌনতার ছরিয়ে দেওয়া হয়।
আপসোস, মুসলিম আজ লোভের পিছনে ছুটছে।

শুধু মুসলিম ট্যাগটাই যা আছে।

মুহাম্মদ মাহমুদ গাজি

35 Followers, 7 Following, 2 Posts - See Instagram photos and videos from MS ZReis ()

শুকনো মস্তিষ্কের এক খন্ড....ওমুক ছেলের তুখোড় মেধা!!ওমুকের ব্রেন ভালো!! ওমুকের মেয়ে খুব ব্রিলিয়ান্ট!!!  ওমুকের একবার পড়লে...
23/12/2023

শুকনো মস্তিষ্কের এক খন্ড....
ওমুক ছেলের তুখোড় মেধা!!ওমুকের ব্রেন ভালো!! ওমুকের মেয়ে খুব ব্রিলিয়ান্ট!!! ওমুকের একবার পড়লেই হয়ে যায়!!!!
তমুকের মাথা কাঁচা!!! তমুকের ব্রেন ভালো না!!! তমুকের সারাদিন পড়ে পড়া মুখস্থ করা লাগে,তাও হয় না!!! তমুকের ছেলের মাথায় গোবর!!!! তমুকেরে দিয়া কিছু হবে না!!!তমুক এত পড়ে তাও ভালো কিছু করতে পারে না!!!
আমার প্রশ্ন," তোমাগো ক্ষমতা থাকলে বানিয়ে দেখাও,যাকে তাচ্ছিল্য করছো তার মত মেধা হীন মানুষ,আল্লাহর সৃষ্টি নিয়ে তাচ্ছিল্য করার তুমি কে?তোমাকে সেই অধিকার কে দিয়েছে? "
আল্লাহ তায়ালা বলেন," "আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।" (সূরা আদ দূহা:৫)
আল্লাহ তায়ালা নিশ্চয়ই প্রত্যেককে কিছু না কিছু স্পেশালিটি দিয়েছেন। আর সব থেকে বড় স্পেশালিটি হলো ভালো মানুষ হওয়া।
আপনার সন্তান যদি তুখোড় মেধাবী হয় কিন্তু মানবিক না,বেপরোয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করে না কিংবা নেশা পানি করে।তাহলে কি আপনি নিজেকে সার্থক মনে করবেন?
আপনি আসলে ব্যর্থ।
আপনার সন্তান যদি কম মেধাবী হয়, কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনাকে মান্য করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে।
সেটাই আপনার সার্থকতা।
আসলে আল্লহতায়া ওই কম মেধাবী মানুষটাকে কিছু দিবেন, সুধু সময়ের ব্যাপার।
স্কুল, কলেজে প্রথম হওয়া কিন্তু মেডিকেল, ইঞ্জিনিয়ারিং,ভার্সিটিতে চান্স পাওয়াই সাফল্য না।
ওর জন্যও ভালো কিছু আছে, শুধু ওর জন্য দোয়া করবেন, আর অপেক্ষা করুন।
বলবেন, "অনেক ভালো মানুষ দেখেছি যারা সফল হতে পারে নি!"
আসলে আপনার কাছে সাফল্যের যা মাপকাঠি তার কাছে তা নয়।আপনার কাছে টাকাই সব,কিন্তু তার কাছে টাকা বড় বিষয় না।কিংবা...
আপনি কি জানেন সব থেকে বড় প্রফিট / পুরস্কার / সাফল্য দেয়া হবে কোথায়?
সেটা হবে হাশরের দিন,আর পুরস্কার হবে জান্নাত।
কিংবা.... আল্লাহ তায়ালা তার এই কম মেধাবী প্রিয় বান্দাকে পরকালে জান্নাত দান করবেন, তখনতো সেই সবথেকে সফল,তাই নয় কি???
কখনো আপনার ছেলে/ মেয়েকে কারো সাথে তুলনা করবেন না।
এই তুলনাই তাকে অপরাধের দিকে ধাবিত করবে...
হয়ে উঠবে চোখের কাটা....
ওকে সাহস দিন,সৎ পথে থাকার আর ধৈর্য ধরার। ইনশাআল্লাহ ওই দিন শেষে সফল থাকবে।থাকবে সবার উপরে।

Address

Barishal
8200

Website

https://whatsapp.com/channel/0029VaGWOoKJkK7Hxx0tAj1U, https://www.youtube.com/channel/UCel4r

Alerts

Be the first to know and let us send you an email when মুহাম্মদ মাহমুদ গাজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share