24/11/2024
২৮ ও ২৯ শে নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘুর্নিঝড় সৃষ্টির আশংকা করা যাচ্ছে এই সপ্তাহে যা ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলংকার উত্তর-পূর্ব দিকে আঘাত করার আশংকা করা যাচ্ছে আগামী ২৬/২৭ শে নভেম্বর। এই ঘুর্নিঝড়ের প্রভাবে ২৮ ও ২৯ শে নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে।
আগামী বছর এপ্রিল মাসের পূর্বে উত্তর বঙ্গোপসাগরে বিশেষ করে বাংলাদেশের উপকূলে আর কোন ঘুর্নিঝড় আঘাতে কোন সম্ভাবনা নাই বলেই চলে।
নভেম্বর মাসে দেশের কোন বিভাগের উপর দিয়ে শৈত্য প্রবাহ অতিক্রমের কোন আশংকা করা যাচ্ছে না।