Quran Shikhun Media

Quran Shikhun Media অভিজ্ঞতা সম্পন্ন ওস্তাদের কাছে বিশুদ্ধভাবে কুরআন শিখার বিশ্বস্ত প্ল্যাটফর্ম

আলহামদুলিল্লাহ 🌺 বিকল্প এসে গেছে !!🇦🇫 ই|মা!র|তে ইসলামিয়া আফ-গানি-স্তানের স্বনামধন্য পামির গ্রুপের প্রোডাক্ট। এই গ্রুপের...
13/12/2023

আলহামদুলিল্লাহ 🌺 বিকল্প এসে গেছে !!

🇦🇫 ই|মা!র|তে ইসলামিয়া আফ-গানি-স্তানের স্বনামধন্য পামির গ্রুপের প্রোডাক্ট। এই গ্রুপের রয়েছে লোভে পড়ে যাওয়ার মতো অনেকগুলো প্রোডাক্ট। বিশেষ করে তাদের আনার-জুসগুলো দেখলে জিভে জল এসে যায়। এক কথায় "লাজিজুন জিদ্দান 😋

সম্প্রতি জেনারেল মুবিন তাদের ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন। দেখলাম, অসাধারণ উৎপাদন-প্রক্রিয়া। যেখানে নিশ্চিত করা হয় সর্বোচ্চ গুণগতমান। এর পক্ষে একটি প্রমাণই যথেষ্ট, অতি সম্প্রতি তারা তাদের নিয়মিত রপ্তানির অংশ হিসেবে আমেরিকায় ৪৫ টন আনার-জুস পাঠিয়েছে। আল্লাহু আকবার ✊

ই/স/রা/ই/ল হানাদারদের বর্বরতার কারণে যখন বিশ্বব্যাপী পশ্চিমা পণ্য বর্জনের জোয়ার চলছে, তখন বিকল্প পণ্য নির্দেশ করা জরুরি হয়ে পড়েছে। সেজন্যই মূলত আমরা এই প্রচারণায় অংশ নিয়েছি।

পামির গ্রুপের পণ্যগুলো বাংলাদেশে যদি কেউ আমদানি করেন অর্থাৎ, এদেশে কান্ট্রি-এজেন্ট হয়ে পরিবেশনার দায়িত্ব নেন তাহলে আমাদের বিশ্বাস, খুব সহজেই মার্কেট ধরতে পারবেন। যাদের সামর্থ্য আছে ভেবে দেখতে পারেন। আর হ্যাঁ, এই পোস্টটির প্রচার-প্রচারণায় যে-কেউ অংশ নিতে পারেন।

মুসলমানদের পণ্য প্রচারে আপনিও সহযোগী হন।

11/12/2023

হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন। হোক তা পিঁয়াজ অথবা মানুষ।
দেখবেন পঁচে গলে আবার আগের জায়গায় ফিরে আসবে।

কতটুকু সম্ভব?
07/12/2023

কতটুকু সম্ভব?

05/12/2023

৩০ দিনে সূরা মুলক মুখস্থ করার উদ্দেশ্যে প্রতিদিন নিয়মিত এক আয়াত করে পোস্ট করতে চাই।আগ্রহ থাকলে সাড়া দিবেন। এই সূরা পাঠে অনেক ফজিলত।

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এ...
05/12/2023

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?







02/12/2023

ভূমিকম্প হওয়ার পরেও কি আপনারা আল্লাহ পথে চলার চেষ্টা করবেনা।
(সূরাঃ আল-আ'রাফ,আয়াতঃ ৯৭) বলা আছে:
জনপদের লোকেরা কি নিজেদেরকে নিরাপদ মনে করছে যে আমার শাস্তি তাদের উপর পতিত হবে না রাতের বেলা যখন তারা ঘুমিয়ে থাকবে?

26/11/2023

না'মায পড়ে ম'সজিদ থেকে বের হলে নিজেকে বী'রের মতোই লাগে। আর না'মায না পড়ে ম'সজিদের সামনে দিয়ে হাঁটলে নিজেকে চো'র চো'র লাগে।

দুনিয়ায় মানুষের তৈরি একটা জায়গা যদি এত সুন্দর হয়,ভাবুন তো রবের তৈরি জান্নাত কত সুন্দর হতে পারে!
15/11/2023

দুনিয়ায় মানুষের তৈরি একটা জায়গা যদি এত সুন্দর হয়,
ভাবুন তো রবের তৈরি জান্নাত কত সুন্দর হতে পারে!

বিষয়টা দুঃখজনক এবং একইসাথে লজ্জাজনক। কুয়েত আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতার ফাইনালে গতকালকে বাংলাদেশের ভরাডুবি!গতবছর তাকরিম...
10/11/2023

বিষয়টা দুঃখজনক এবং একইসাথে লজ্জাজনক।
কুয়েত আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতার ফাইনালে গতকালকে বাংলাদেশের ভরাডুবি!

গতবছর তাকরিমকে নিয়ে আমরা প্রাউডফিল করছি। ইউটার্ন কইরা দূর্নীতিবাজ এবং টেন্ডারবাজ কিছু লোকেরা এবার ঠিক ঐ সম্মানজনক ধারাটা মাটিতে আছাড় মেরে ফেলে দিলো।

ভাই অন্তত এই সেক্টরটা নিয়া তোরা নিজেদের স্বার্থ হাসিল না করলেই কি পারতি না?
চার বছর পর পর অনুষ্ঠিত হয়! কতোটা আশা নিয়ে অডিয়েন্সরা থাকে। বাংলাদেশ এই জায়গায় স্বভাবতই প্রথম কি দ্বিতীয় হবে একদমই প্রত্যাশিত। বলে রাখা ভালো, "প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় এক মিলিয়ন কুয়েতি রিয়াল যা বাংলাদেশী টাকায় তিন কোটি টাকার উপরে।" আচ্ছা দেশের সম্মানের চেয়ে জাস্ট এসবই তোদের বিবেকের দরজাটা বন্ধ করে দিলো?

প্রতিযোগিতায় যেই ইজি প্রশ্ন করছে তা পারার জন্য তো দেশের সেরা হাফেজও হওয়া লাগে না ভাই। শুধুমাত্র নিজের সন্তানের নাম ফুটানির জন্য দেশের মানকে প্রশ্নবিদ্ধ করার প্রতিদান অবশ্যই দিতে হবে। কিছু বলার নেই আর সত্যি বলতে। এমনিতেই হিফজুল কুরআন প্রতিযোগিতা সেক্টরে দুই নাম্বারি সেই ছোট থেকেই দেখে আসছি। বাট আন্তর্জাতিক অঙ্গনে এই ২৩ সালে এসেও এমন দিন দুপুরে ডাকাতি আর স্বজনপ্রীতি করার বিষয়টা মাথায় ঢুকতেছে না। এই নালায়েক পিচ্চি পোলাটা নিশ্চিত বাপের লোভের কারণে মানুষিক ট্রমায় পড়বে। না আছে তেলাওয়াতের জোর আর না আছে ইয়াদের ছিটেফোঁটা! মনে হয় জাস্ট ধরে পাঠায়া দিছে! নিজের পোলাই তো। কে আর কি বলবে!

এসবের কৈফিয়ত জনসম্মুখে দেয়া উচিত বলে মনে করি।

-১০-১১-২৩

05/11/2023

অন্যের সুখসৌভাগ্য কখনোই আমার জন্য ক্ষতিকর হতে পারে না। অন্যের প্রাচুর্য কখনোই আমার জন্য বরাদ্দ রিজিকে ঘাটতি আনতে পারে না।

আজকের দিনের বেস্ট ছবি।তারা এখান থেকে সেখানে সুখী। আলহামদুলিল্লাহ 💜
20/10/2023

আজকের দিনের বেস্ট ছবি।

তারা এখান থেকে সেখানে সুখী। আলহামদুলিল্লাহ 💜

14/10/2023
21/09/2023

লজ্জার কিছু নেই সত্যি করে বলে যাবেন
"আপনি কি কোর'আন পড়তে পারেন.?
পড়তে পারলে "আলহামদুলিল্লাহ্‌"✔️
না পড়তে পারলে "ইন'শা'আল্লাহ" 🥰

আসসুন্নাহ ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টারের নয়নাভিরাম ডিজাইন, আলহামদুলিল্লাহ। বাইতুল হিকমা কি আবারও উত্থিত...
19/09/2023

আসসুন্নাহ ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টারের নয়নাভিরাম ডিজাইন, আলহামদুলিল্লাহ।

বাইতুল হিকমা কি আবারও উত্থিত হবে উম্মাহর আকাশে?

আধুনিক জ্ঞান বিজ্ঞানের জনক মুসলমানরা হলেও আজ এই সময়ে তারা দিকভ্রান্ত লক্ষ্যচ্যুত।

ইমারাত ও কুওয়াত বিহীন সালাহিয়্যাত এবং সালাহিয়্যাত বিহীন ইমারাত কখনো কখনো ব্যর্থ হয়। কিন্তু আসসুন্নাহ ফাউন্ডেশনে যোগ্যতা দুরদর্শিতা ও ইমারাত ও ইখলাসের সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ এখনো পুরোপুরি সুস্থ নন কিন্তু তার এক্টিভিটি এখনো সচল, ক্ষেত্রবিশেষে কিছুটা বেশিই।

আল্লাহ এই সুন্দর উদ্যোগকে কবুল করুন। আমীন।।

15/09/2023

মসজিদে বিয়ে পড়ানো সুন্নাহ, এ সুন্নাত কেউ পালন করলে শুভকামনা জানানো যায়। কিন্তু,
স্ত্রীর ছবি ফেসবুকে শেয়ার করে জাতিকে দেখানো হারাম।

14/09/2023

বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি হাফেজে কুরআন? কেউ বলতে পারেন?

06/09/2023

#লাইফ_চেঞ্জিং 2টি হাদিস (পর্ব 8)

#যে_বই_থেকে_হাদীস_চর্চা_করি:
রিয়াদুস সালেহীন
#হাদীস_নাম্বার (79,80)

আমরা সাকিব আল হাসান কিংবা সাকিব খান কে চিনি। কারন তারা সুপারস্টার।  আমরা কি কৃষি বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজাকে চিনি? ...
04/09/2023

আমরা সাকিব আল হাসান কিংবা সাকিব খান কে চিনি। কারন তারা সুপারস্টার। আমরা কি কৃষি বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজাকে চিনি? চিনি না। কারন আমাদের মিডিয়া তাকে কখনোই সুপারস্টার হিসেবে পরিচয় করিয়ে দেয় নি। দিবে ই বা কখন? তারা তো পরিমনিদের জ্বরের খবর দিয়েই কুল পায় না।

ড. বদরুদ্দোজা পেয়ারার একটি জাত উদ্ভাবন করেন, যা তার নামানুসারে নামকরণ করা হয়েছে 'কাজী পেয়ারা'।
ধানের বাইরে বাংলাদেশের প্রধান দুটি দানাদার ফসল চাষ শুরুর ক্ষেত্রেও কাজী বদরুদ্দোজা নেতৃত্ব দেন। দেশে আধুনিক জাতের গম উদ্ভাবন ও চাষ শুরু করা আর ভুট্টার বাণিজ্যিক আবাদ তার হাত দিয়ে শুরু। ভুট্টা থেকে তেল উদ্ভাবন এবং তা পোলট্রিশিল্পের খাদ্য হিসেবে ব্যবহার শুরুর ধারণাটিও তার কাছ থেকে আসা। ছত্রাকের গণ 'কাজিবোলেটাস' এর নামকরণও করা তার নাম থেকেই।

আমার চোখে সাকিব আল হাসান, সাকিব খান, মাশরাফি , পরি, মাহি, বিয়াজেরা সুপারস্টার নয়। জাতি গঠনে, দেশ বিনির্মাণে বা মানব কল্যাণে এসব তথাকথিত সুপারস্টারদের নূন্যতম প্রয়োজনীয়তা নেই।
আসল সেলিব্রিটি বা সুপারস্টার হলো
এমন কাজী সাহেবরা ❤

বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, ন্যাশনাল এমিরেটাস সাইন্টিস্ট ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন ৩০ আগস্ট বিকেল ৪ টায়।
কাজী পেয়ারার সাথে উনি বেচেঁ থাকবেন আমাদের হৃদয়ে ..

সুবহানাল্লাহ!ফিলিস্তীনে গাজার দৃশ্য। কী আশ্চর্য গাজার আলোবাতাসও দেখছি কুরআনে হাফেজ হয়ে যাবে। ১৪৭১-জন নারী-পুরুষ, ছেলেবুড়...
28/08/2023

সুবহানাল্লাহ!
ফিলিস্তীনে গাজার দৃশ্য।
কী আশ্চর্য গাজার আলোবাতাসও দেখছি কুরআনে হাফেজ হয়ে যাবে।
১৪৭১-জন নারী-পুরুষ, ছেলেবুড়ো হিফজ শেষ করেছেন।
একবসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়েছেন সবাই।
গড়ে ছয় থেকে আট ঘণ্টা সময় লেগেছে পুরো কুরআন খতম করতে।
মা শা আল্লাহ।
ইয়া আল্লাহ, আমাদেরও পুরো কুরআন আয়নার মতো মুখস্থ করিয়ে দিন। আমীন। আমাদের সন্তানদেরও কুরআনে হাফেজ বানিয়ে দিন। আমীন।

কিছুক্ষণ আগে রামপুরা রোড দিয়ে গাড়ি চালিয়ে কাকরাইলের অফিসে আসছিলাম। মালিবাগের আবুল হোটেলের সিগন্যালে এসে হঠাৎ খেয়াল করলা...
17/08/2023

কিছুক্ষণ আগে রামপুরা রোড দিয়ে গাড়ি চালিয়ে কাকরাইলের অফিসে আসছিলাম। মালিবাগের আবুল হোটেলের সিগন্যালে এসে হঠাৎ খেয়াল করলাম একজন ট্রাফিক পুলিশ (কনস্টেবল) হাসি মুখে আমাকে থামার জন্য হাত তুললেন যাতে অন্য দিকের গাড়ি যেতে পারে। আমি থেমে গেলাম।

ব্যাপারটা এখানেই শেষ নয়। তাঁর মুখের হাসি দেখে আমি তো অবাক। দেখলাম, সব যানবাহন এমন কি রিকশাওয়ালাকে থামানোর সময়ও তিনি হেসে হেসে সংকেত দিচ্ছেন। আমি তাঁর হাসি দেখে বিস্মিত হলাম। তাঁকে ডাকলাম কাছে। আমার পরিচয় দিলাম। সে মহা খুশী। Salute দিল হাসতে হাসতে। আমিও তাঁকে Salute করলাম। আসলে তিনি Salute পাওয়ার যোগ্যই বটে। এমন একজনকে Salute দিতে আমিও রাজি।

আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, "আপনি সব সময় হাসি মুখে ডিউটি করেন ?” জসীম উত্তরে জানালো, "জ্বী স্যার। জনগণকে হাসি মুখে কথা বললে, সিগনাল দিলে তারা আমাকে ভালবাসে, সম্মান করে। সরকারী কর্মচারীরা জনগণের সাথে হাসি মুখে কথা বলতে চায় না। কিন্তু সবাইকে তো একদিন চলেই যেতে হবে।”

আজ মনে হল, জসিম সাহেবের মত লক্ষ মানুষ দরকার যারা সরকারী কর্মচারী হবে। জসিম সাহেবকে বানাতে হবে সেসব নব নিয়োগপ্রাপ্ত সরকারী কর্মচারীদের ১ দিনের প্রশিক্ষক। তিনি শিখাবেন কি করে হেসে হেসে কথা বলতে হয় জনগণের সাথে।
দেশের অনেক আগাছারা শিখুক তাঁর কাছ থেকে।

লিখেছেন : বজলুল কবির ভুঁইয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর কমিশনার।

15/08/2023

বিখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে আমিন

14/08/2023

আহ! দয়াময়। স্বপ্ন দেখতাম কুরআনের ময়দানে আবার ফিরে আসবেন।সেই অনবদ্য সুর লহরী আবার বেজে উঠবে।সেটা আর দেখা হলো না।আপনার প্রতি এতটা মুগ্ধতা ছিল হৃদয় জুড়ে। কষ্টে বুকটা ভেঙে যায়।আল্লাহ তা'য়ালা মাওলানাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন।

14/08/2023

বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ)
কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন 😭
ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন..

12/08/2023

ফজর নামাজ বাকি চার নামাজের চেয়ে আলাদা।
ফজর নামাজের সবকিছুই সুন্দর আর অন্যরকম।
এমনকি যারা ফজরে শরীক হন, তারাও একটু অন্যরকম।

11/08/2023

পার্থিব জ্ঞানবিজ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহণ করলাম, কুরআন শিখলাম না, আমার এই জীবন আল্লাহর কাছে কানাকড়ির মূল্যও থাকবে না।

আমাদের একজন শায়খ Ahmadullah   আছেন ।উম্মার কল্যাণে নিবেদিত প্রাণ ❤️
10/08/2023

আমাদের একজন শায়খ Ahmadullah আছেন ।
উম্মার কল্যাণে নিবেদিত প্রাণ ❤️

02/08/2023

🌹আলহামদুলিল্লাহ🌹
কুরআন শিক্ষার নতুন ফ্রী গ্রুপ শুরু হবে আর অল্প কিছু স্টুডেন্ট হলে।
গ্রুপে যুক্ত হতে দ্রুত ইনবক্সে মেসেজ করুন।
(আসন সীমিত)

কেউই ক্যান্সারে মারা যাবে না মন দিয়ে পড়ুন ও প্রচার করুন।
31/07/2023

কেউই ক্যান্সারে মারা যাবে না
মন দিয়ে পড়ুন ও প্রচার করুন।

27/07/2023

⭕ আজ রাতে সাহরী খেয়ে শুক্র এবং শনিবার মোট দুইদিন আশুরার রোজা রাখতে হবে। তাই ফজিলতপূর্ণ এই রোজা গুলো অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করবেন ইন শা আল্লাহ।

25/07/2023

সুখবর সুখবর সুখবর
নারী পুরুষ আলাদা গ্রুপে কুরআন মাজিদ শিক্ষা করুন ঘরে বসে।
( শিক্ষা সম্পন্ন ফ্রী)

24/07/2023

মনে রেখো, আজ তুমি যে অবস্থানে আছো, সেটা তোমার অতীতের কর্মফল। কাল তুমি কোথায় পৌঁছাবে, সেটা তোমার আজকের কর্মফল।

19/07/2023

⭕ আলহামদুলিল্লাহ পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গিয়েছে। চলতি মাসে আশুরা উপলক্ষ্যে মোট ২ দিন রোজা রাখতে হবে। ৯ এবং ১০ ই মুহাররম [২৮ এবং ২৯ শে জুলাই] অথবা ১০ এবং ১১ ই মুহাররম [২৯ এবং ৩০ শে জুলাই]। ১০ ই মুহাররম শনিবার হচ্ছে পবিত্র আশুরার দিন।

17/07/2023

মাশাআল্লাহ ❤️
#মহাগ্রন্থ ুরআনের #সূরা আহকাফ থেকে তেলাওয়াত করছে আমাদের হিফজ বিভাগ এর ছাত্র #মোহাম্মদ_আবদুশ_শাকুর
আপনারা সকলে তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন আমিন 🤲🤲

৬৮ বছর বয়সেও একজন সফল ফ্রিল্যান্সার। অথচ কত তরুন যুবকরা শুধু আড্ডায় সময় নষ্ট করছে!
16/07/2023

৬৮ বছর বয়সেও একজন সফল ফ্রিল্যান্সার। অথচ কত তরুন যুবকরা শুধু আড্ডায় সময় নষ্ট করছে!

14/07/2023

সুইডিশ ভাষায় এক লক্ষ কুরআনের প্রতিলিপি ছাপা ও বিতরণের উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার। আলহামদুলিল্লাহ।

13/07/2023

#মহাগ্রন্থ আল কুরআনের #সূরা হাজ্ব থেকে তেলাওয়াত করছে আমাদের প্রতিষ্ঠানের ক্ষুদে ছাত্র #মোহাম্মদ_জুবায়েদ

11/07/2023

#লাইফ_চেঞ্জিং 3 টি হাদিস (পর্ব 6) (দ্বিতীয় অংশ)
্যবাদী_বালকের_গল্প
#যে_বই_থেকে_হাদীস_চর্চা_করি:
রিয়াদুস সালেহীন
#হাদীস_নাম্বার 31,32,33

11/07/2023

#লাইফ_চেঞ্জিং 3 টি হাদিস (পর্ব 6) (প্রথমাংশ)
্যবাদী_বালকের_গল্প
#যে_বই_থেকে_হাদীস_চর্চা_করি:
রিয়াদুস সালেহীন
#হাদীস_নাম্বার 31,32,33

 #ব্রেকিং_নিউজ আমেরিকা আত্বিবয়ান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় মুহান্নাদ বিন মুহাম্মাদ উল্লাহ তৃতীয় স্থান অধি...
10/07/2023

#ব্রেকিং_নিউজ
আমেরিকা আত্বিবয়ান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় মুহান্নাদ বিন মুহাম্মাদ উল্লাহ তৃতীয় স্থান অধিকার করছে আলহামদুলিল্লাহ।
বর্তমানে তার সাথে ওই প্রতিযোগিতায় মেহমান হিসেবে আছেন Qari Nur সাহেব।

09/07/2023

#মহাগ্রন্থ #আল কুরআনের সূরা আহকাফ থেকে তেলাওয়াত করছে #মোহাম্মদ_তাহমীদ
আপনারা সকলে তার জন্য দোয়া করবেন
যেন আল্লাহ তাকে বিশ্বমানের আমলদার
হাফেজ মাওলানা হিসাবে কবুল করেন #আমিন

Address

Rupatoli Housing
Barisal

Telephone

+8801890258780

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quran Shikhun Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quran Shikhun Media:

Videos

Share

Category

Nearby media companies



You may also like