Entertainment By Sathi

Entertainment By Sathi - অপেক্ষা করো, বিশ্বাস রাখো.!�
- শেষটা সুন্দর হবেই

Never hurt your parents:You may survive fierce storms and gigantic ocean waves at sea, but those small tears you cause o...
27/03/2023

Never hurt your parents:

You may survive fierce storms and gigantic ocean waves at sea, but those small tears you cause on your old parents cheeks will drown you!!

Keeping our parents happy is the key to our success and hurting them is our downfall🖤

27/03/2023

কিয়ামতের ছোট আলামত😥

"এমন একটি রমজান মাস আসবে যার প্রথম রোজা হবে শুক্রবার এবং মাঝামাঝি সময়ের রোজা হবে শুক্রবার মানে ১৫ তারিখের রোজা হবে শুক্রবার।"
সেই কথাটি আজ চাঁদের ভিন্নতা দেখে মনে পড়লো। নিচের লেখাটি পড়ুন আশা করি অনেক কিছু জানতে পারবেন।

ইমাম মাহদি এর আগমনের বছরের লক্ষণ সেই বছরের রমজান মাস থেকেই প্রকাশ পাবে। ফিরোজ দায়লামি(رضى الله تعالى عنه ) বর্ণনা করেন, আল্লাহর রাসুল ﷺ বলেছেন,
“কোন এক রমজানে আওয়াজ আসবে”।

সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুলﷺ! রমজানের শুরুতে? নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে’? নবীজি ﷺ বললেন,

“না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বধির হয়ে যাবে”।

সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল!ﷺ আপনার উম্মতের কারা সেদিন নিরাপদ থাকবে’? নবীজি ﷺ বললেন,
“যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে, সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহু আকবর বলবে। পরে আরও একটি শব্দ আসবে। প্রথম শব্দটি হবে জিব্রাইল এর, দ্বিতীয়টি হবে শয়তানের।

ঘটনার পরম্পরা এরূপঃ শব্দ আসবে রমজানে। ঘোরতর যুদ্ধ সংঘটিত হবে শাওয়ালে। আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকা’দা মাসে। হাজী লুণ্ঠনের ঘটনা ঘটবে জিলহজ্জ মাসে। আর মুহাররমের শুরুটা আমার উম্মতের জন্য বিপদ। শেষটা মুক্তি। সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে, সেটি তার কাছে এক লাখ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে”।

(মাজমাউজ জাওয়ায়েদ, খণ্ড ৭, পৃষ্ঠা ৩১০)

ফুরাত শুকিয়ে গেছে আরব ভূমি সবুজ শ্যামল হয়েছে।

অবশেষে এই চাঁদটা ও একটা আয়াতের কথা মনে করিয়ে দিচ্ছে..
21:1
اِقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُہُمۡ وَ ہُمۡ فِیۡ غَفۡلَۃٍ مُّعۡرِضُوۡنَ ۚ﴿۱﴾

মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।

কিয়ামত অতি সন্নিকটে😥

ইমাম মাহদী (আঃ) প্রকাশের পূর্বে চাঁদের পাশেই জুলফি তারকা প্রকাশ হবে, যা পূর্ণিমার চাঁদের মতই আলো দিবে। (আল ফিতান)
(কপি)
ইসলামিক পোস্ট

Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful
26/03/2023

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful






02/03/2023
21/02/2023

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোনো লোক তার মুসলিম ভাইকে দেখতে যায়, তখন সে না বসা পর্যন্ত যেন জান্নাতে ফল আহরণে বিচরণ করতে থাকে।

অতঃপর যখন সে (রোগীর পাশে) বসে, (আল্লাহ্‌র) রহমত তাকে ঢেকে ফেলে।

সময়টা যদি সকাল বেলা হয় তবে সত্তর হাজার ফেরেশতা তার জন্য ক্ষমা ও কল্যাণের দো‘আ করতে থাকে বিকাল হওয়া পর্যন্ত। আর যতি সময়টা বিকাল বেলা হয় তবে সত্তর হাজার ফেরেশতা তার জন্য রহমতের দো‘আ করতে থাকে সকাল হওয়া পর্যন্ত।”
তিরমিযী, নং ৯৬৯; ইবন মাজাহ্‌, নং ১৪৪২; আহমাদ, নং ৯৭৫। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ্ ১/২৪৪; সহীহুত তিরমিযী,

17/02/2023

𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤'🌻🕋

༅༎🖤࿐🦋 ✿•𝐁𝐞𝐬𝐭 𝐋𝐢𝐧𝐞❥•࿐ 🦋💜
لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"
🌸"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌸
💜
-"𝗔𝗿𝗲 𝘆𝗼𝘂 𝗠𝘂𝘀𝗟𝗶𝗺..💛🌸
-'𝗦𝗮𝘆 𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵"-😊🌻🍂

﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽🍂 🕋🕋🕋
┏━━━━━﷽━━━━━┓
🕋 𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🕋
┗━━━━━﷽━━━━━┛

11/02/2023

দুনিয়াতে পাপীকে বেশি করে নিয়ামত দেওয়া হয়—আখিরাতে তার শাস্তি বৃদ্ধির জন্য।

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

إِذَا رَأَيْتَ اللَّهَ يُعْطِي الْعَبْدَ مِنْ الدُّنْيَا عَلَى مَعَاصِيهِ مَا يُحِبُّ فَإِنَّمَا هُوَ اسْتِدْرَاجٌ ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

‘‘যখন তুমি দেখবে, পাপাচার সত্ত্বেও আল্লাহ কোনো বান্দাকে দুনিয়াতে তার পছন্দের জিনিস দিয়ে দিচ্ছেন, তাহলে বুঝে নিও যে, এটি হলো, তাকে ধীরে ধীরে পাকড়াও করা!’’

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন—

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ

‘‘অতঃপর তারা যখন সেই উপদেশ ভুলে গেলো, যা তাদেরকে দেওয়া হয়েছিলো, তখন আমি তাদের সামনে সব কিছুর (উপভোগের বস্তুর) দ্বার উম্মুক্ত করে দিলাম। এমনকি, যখন তাদেরকে প্রদত্ত সামগ্রীর জন্য তারা খুব গর্বিত হয়ে পড়লো, তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম। তখন তারা হতভম্ব হয়ে গেলো।’’ [সুরা আন‘আম, আয়াত: ৪৪]

[ইমাম আহমাদ, আল-মুসনাদ: ১৬৮৬০; শায়খ আলবানি, সহিহুল জামি’: ৫৬১; হাদিসটি সহিহ]

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন—

سَنَسۡتَدۡرِجُہُمۡ مِّنۡ حَیۡثُ لَا یَعۡلَمُوۡنَ

‘‘অচিরেই আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাব পাকড়|ও করবো যে, তারা জানতেও পারবে না।’’ [সুরা কলম, আয়াত: ৪৪]

সালামাহ ইবনু দিনার (রাহিমাহুল্লাহ) বলেন, ‘পাপাচারে লিপ্ত অবস্থায় আল্লাহর দান (নিয়ামত) বেড়ে গেলে সতর্ক হয়ে যাও। এর মানে হলো, ঘুড়ির সুতোয় টান দেওয়ার সময় ঘনিয়ে এসেছে।’

সুতরাং সাবধান হয়ে যাওয়া জরুরি। কারণ মৃত্যুর ফেরেশতা কখনও সংবাদ দিয়ে আসে না।
আমাদের অপ্রস্তুতি সত্ত্বেও তারা আমাদের রুহ নিয়ে চলে যাবে, একটুও সময় দেবে না।

11/02/2023

হিজরি মাসগুলোর মধ্যে একটি বিশেষ ও মহিমান্বিত মাসের নাম রজব।
এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে।‘রজব’ শব্দের অর্থ সম্মানিত।সুতরাং রজব মাস অত্যন্ত সম্মানিত ও ফজিলতপূর্ণ।
জাহেলিয়ার যুগে আরবরা এ মাসকে অন্য মাসের তুলনায় অধিক সম্মান করতেন। এজন্য তারা এ মাসের নাম রেখেছিল ‘রজব’। ইসলাম আগমনের পর বছরের ১২ মাসের মধ্য থেকে রজবসহ ৪ মাসকে ‘আশহুরে হুরুম’ সম্মানিত মাস ঘোষণা করা হয়। আল কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনায় মাস ১২টি, তার মধ্যে ৪টি (সম্মানিত হওয়ার কারণে) নিষিদ্ধ মাস, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। (সূরা তওবা : আয়াত ৩৬)।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আসমানসমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধান ও গণনায় মাস নিশ্চয়ই বারোটি। সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি অত্যাচার কোরো না।’ (সুরা তাওবা : আয়াত ৩৪)।
যেহেতু এ মাস রমজানের আগমনী বার্তা নিয়ে আসে তাই এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। এ মাসের বড় বৈশিষ্ট্য হলো—এ মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি। রাসুল (সা.) এ মাস সম্পর্কে খুবই গুরুত্ব দিতেন। ফলে রজবের চাঁদ দেখা গেলেই তিনি কিছু বিশেষ আমল শুরু করতেন। হাদিস শরিফে এসেছে, হজরত আনাস (রা.) সূত্রে বর্ণিত, যখন রজব মাস শুরু হতো, নবী করিম (সা.) তখন এ দোয়াটি পড়তেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়াবাল্লিগনা রমাদান।’ অর্থ : ‘হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন।’ (আলমুজামুল আওসাত, হাদিস : ৩৯৩৯)।

রজবের প্রথম রাতের দোয়া কবুল হয় : পবিত্র হাদিস শরিফে রজবের প্রথম রাতে দোয়া কবুল হওয়ার সুসংবাদ এসেছে। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত, তিনি বলেন, ‘পাঁচটি রাত এমন আছে, যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ অবশ্যই কবুল করেন। রাতগুলো হলো—জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের ১৫ তারিখের রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭৯২৭)।

রজব মাসের রোজা : রজব মাসে রোজা রাখার ভিন্ন কোনো ফজিলত নেই। তবে হ্যাঁ, এমনিতেই নফল রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ আমল। প্রখ্যাত মুহাদ্দিস হাকেম ইবনে হাজার (রহ.) লিখেছেন, বিশেষভাবে রজব মাসে রোজার ফজিলত সম্পর্কে সহিহ ও আমলযোগ্য কোনো হাদিস নেই। (তাবইনুল আজার

11/02/2023

""""খুব সুন্দর একটি ঘটনা ১ মিনিট সময় নিয়ে পড়বেন দয়া করে.....!
একদিন ফাতেমা রাঃ হযরত আলী রাঃ কে বলল,স্বামী ঘরে কিছু সুতা কেটেছি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে ক্ষুর্ধাত দু' সন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে আসেন...!
হযরত আলী রাঃ সুতা গুলো নিয়ে বাজারে ৬ দিরহামে বিক্রি করলেন।
এমন সময় এক অসহায় সাহাবা হযরত আলী রাঃ কে বলল আলী কিছু দিরহাম কর্য হবে!
আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে।
একথা শুনে আলী রাঃ নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা ৬ দিরহাম ঐ অসহায় সাহাবাকে দিয়ে দিলেন।
কিছুক্ষণ পর দেখলো বাজারে এক ব্যাক্তি একটি উট নিয়ে হযরত আলীর নিকট এসে বলল, আলী উট নিবে...!
হযরত আলী রাঃ বলল নিব, কিন্তু দিরহাম নাই।
লোকটি বলল নাও, টাকা পরে দিলে চলবে এ বলে লোকটি চলে গেল, কিছুক্ষণ পর আর একটি লোক এসে আলীকে বলল, আলী তোমার উটটি বিক্রি করবে কি?
নগদ ৩০০ দিরহাম দিব।
হযরত আলী রাঃ ৩০০ দিরহাম দিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিক কে খুঁজতে লাগল।
কিন্তু পুরো বাজারে উটের আসল মালিককে খুঁজে না পেয়ে ঘরে চলে আসলো।
ঘরে এসে দেখল, নবীজি সাঃ মা ফাতেমার সাথে বসে আছেন।
নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, আলী উটের ঘটনা আমি বলব, না কি তুমি বলবে!
হযরত আলী রাঃ হয়রান হয়ে বললেন ইয়া রাসুলুল্লাহ সাঃ আপনি বলুন!
নবীজি সাঃ বললেন, আলী প্রথমে যে তোমাকে উট বাকিতে দিয়েছিল সে হচ্ছে হযরত জিবরাঈল আঃ নআর পরে ৩০০ দিরহাম দিয়ে যে উটটি কিনে ছিল, সে হযরত ইসমাইল আঃ উট ছিল জান্নাতের মা ফাতেমার যা দিয়ে জান্নাতে মা ফাতেমার সওয়র হবেন।
তুমি যে অসহায় সাহাবা কে সুতা বেচাঁ ৬ দিরহাম কর্য দিয়েছিল তাহা আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে ।
আর তাহার বদলা আল্লাহ দুনিয়াতেই তোমাকে কিছু দিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন

C

09/02/2023

"কেয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে।"

- সুনান ইবনু মাজাহ ৪০৩৬

08/02/2023

আজকে ৮ফেব্রুয়ারী🌸
এই দিনে কি হয়েছিল মনে করো🌸
মনে আছে কি আপনার,,,, এই দিনই কর্নাটকের কলেজে....!!!
মুসকান আপুর সেই বিশ্ব কাপানো তাকবীর এর কথা,,, 🖤✨🌺
- "লিল্লাহি' 'তাকবির; "আল্লাহু 'আকবার"আল্লাহু 'আকবার"আল্লাহু 'আকবার'..! 🖤🌸

08/02/2023

ডিপ্রেশনে আছেন ?ইস্তেগফার করূন !পেরেশানিতে আছেন?ইস্তেগফার করূন! রিজিকের অভাবে আছেন ইস্তেগফার করূন!দোয়া কবুল হচ্ছে না ইস্তেগফার করূন!ইস্তেগফার কে গলার মালা বানিয়ে ফেলুন! আপনার কল্পনা থাকা অসম্ভব দুয়া গুলো কবুল করার দ্বায়িত্ব স্বয়ং আল্লাহর! বেশি বেশি ইস্তেগফার করূন ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে!

07/02/2023

আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, এই বিশ্বাস রাখুন, আপনার দৃষ্টিতে সমস্ত পথ রুদ্ধ হলেও, আপনার আকাঙ্খিত বস্তুর নাগাল পাওয়া একেবারে অসম্ভব হলেও, তিনি সেই বস্তকেও আপনার সামনে হাজির করতে সক্ষম।

“অসম্ভব” বলে যার অভিধানে কিছু নেই, কঠিন বলে যেখানে কোন শব্দ নেই। তার কেবল কুন (হও) বলার দ্বারা এমন অনেক কিছু'ই ঘটে যায়, যা আমাদের দৃষ্টিতে “মিরাকেল” এর চেয়েও বেশি কিছু।

তিনি ভালবাসেন, যে তাঁর কাছে চায়। বাচ্চা শিশুর মত বায়না ধরে। কাঁদতে কাঁদতে..... যে বিশ্বাস নিয়ে চায়, তাকে তিনি মাহরুম করেন না। তার জন্য সবচেয়ে উত্তম ফায়সালাই হয়।

আল্লাহর রাসুলের এই হাদিসটি শোনার পর নিরাশার আর কিছু কি বাকি থাকে? -

“নিশ্চয়ই আল্লাহর কোন বান্দা যখন তার কাছে চাওয়ার জন্য দুই হাত উত্তোলন করে, তিনি সেই হাত দুটিকে ব্যর্থ ও খালি ফেরত দিতে লজ্জা বোধ করেন।” (সহিহ মুসলিম)

সংগৃহীত

07/02/2023

~ একদিন মুসা নবি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যখন খুশি হও তখন কি করো ??😐

আল্লাহ বললেন : বৃষ্টি দেই 😘!!

মুসা নবী বললেন : বেশি খুশি হলে ?? 😐
আল্লাহ বললেন : বান্দার বাসায় আত্মীয় পাঠাই !! 🥰

মুসা নবী বললেন : এর থেকে বেশি খুশি হলে ?? 😐
আল্লাহ বললেন : বান্দার ঘরে কন্যা সন্তান দেই!! 😘🥰🤍💙💖💞

~ সুবহানআল্লাহ !! 🤍

06/02/2023

তুরস্কে ৭.৮ থেকে ৮.০ মাত্রার ভূমিকম্প হয়েছে যা স্বরণকালের সবচেয়ে ভয়াবহ ভুমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১০০০+ কিন্তু হাজার হাজার বাড়ি ঘরের নিচে কত মানুষ চাঁপা পরেছে তার কোনো হিসাব এই মুহুর্তে নেই। মৃতের সংখ্যা ১০.০০০+ ছাড়িয়ে যেতে পারে।

সকলেই তাদের জন্য দোয়া করুন, যেন মৃতদেরকে আল্লাহ তায়ালা মাফ করে দেন।

হে আল্লাহ! মুসলমানদের হেফাজত করুন, আমাদের হেফাজত করুন।

05/02/2023

প্রতিদিন অন্তত অন্য একজনের জন্য দুআ করার অভ্যাস করুন। কারণ আপনি যখন অন্যদের জন্য দুআ করেন তখন ফেরেশতারাও আপনার জন্য একই দুআ করেন।

04/02/2023

ইসলামিক পোস্ট দেখে যদি ইগনোর না করেন, আপনার ভিতরে ভালো লাগা কাজ করে, আমল করতে ইচ্ছে করে, তাহলে আ'প'নি নিশ্চিত থাকুন! আপনার অন্তর এখনো শয়তান পুরোপুরি দখলে নিতে পারেনি।😞

আলহামদুলিল্লাহ!❤️

03/02/2023

আগামী ১৮ই ফেব্রুয়ারী পবিত্র শবে মেরাজ.!😊

আলহামদুলিল্লাহ 🌸🖤

31/01/2023

নাস্তিক: তোরা যে বলিস কুরআনে সব লেখা আছে, তা আমারে কুরআন থেকে দেখা তো, আজকে বাজারে আলু পটলের কেজি কতো করে বিক্রি হচ্ছে!

বিশ্বাসী: একটু অপেক্ষা কর! (পকেট থেকে মোবাইল বের করে কল দিয়ে) "মামা, আজ আলু পটলের কেজি কতো?" (কল কেটে দিয়ে) আলুর কেজি ১৫, আর পটলের কেজি ২৫ টাকা।

নাস্তিক: এইটা কি হইলো? আমি কইলাম কুরআন থেকে দেখাইতে, তুই ফোন দিয়া জিগাইলি!

বিশ্বাসী: কারণ কুরআনে আছে, 'তোমরা যদি না জান, তবে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা কর!'[সূরা নাহল, ৪৩]

সংগৃহীত

30/01/2023

রাতের আমল
▬▬▬◄◉►▬▬▬
ঘুমানোর আগে আল্লাহর রাসূল ﷺ যা করতে বলেছেন:-

◉ খাবার পাত্র, পানির পাত্র সবকিছুই উত্তমভাবে ঢেকে রাখা, পানির পাত্রের মুখ বন্ধ করে রাখা। (তিরমিজি:১৮১২)

◉ ঘুমাবার আগে ঘরের বাতি নিভিয়ে দেয়া এবং দরজা বন্ধ করা। (আদাবুল মুফরাদ:১২৩৩)

◉ বিছানা ঝেড়ে নেয়া। (মিশকাত:২৩৮৪)

◉ ওযূ করা। (সহীহ তারগীব ৫৯৪, ৫৯৫)

◉ কুরআনের আয়াত (দেখে হোক বা মুখস্থ হোক) তিলাওয়াত করা। রাসূলুল্লাহ ﷺ কিছু সূরা পড়তেন এবং উম্মতকেও পড়ার উৎসাহ দিয়েছেন; যেমনঃ সূরা সাজদাহ, সূরা মুলক। এছাড়াও প্রতিরাতে একশত আয়াত পড়ার ব্যাপারেও উৎসাহ দেয়া হয়েছে। (মিশকাত:১২০১ ও ২১৫৫)

◉ আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ ২ আয়াত, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক্ব, সূরা নাস পড়া। (বুখারি:২৩১১, ৪০০৮, ৫০১৭)

◉ ৩৩বার সুবহানাল্লাহ, ৩৩বার আলহামদুলিল্লাহ, ৩৪বার আল্লাহু আকবার পড়া। (বুখারী:৩৭০৫)

◉ ডান কাত হয়ে শোয়া।

◉ রাসূলুল্লাহ ﷺ যখন শয্যা গ্রহণ করতেন তখন ডান হাত ডান গালের নিচে রাখতেন এবং বলতেনঃ
رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
“রাব্বি কিনী আযাবাকা ইয়াওমা তাব’আসু ইবা-দাক”
অর্থাৎ হে আমার প্রতিপালক! আপনি আমাকে বাঁচিয়ে দিন সে দিনের আযাব থেকে যেদিন আপনার বান্দাদের পুনরুথিত করা হবে। (তিরমিজি:৩৩৯৮)

◉ ঘুমানোর পূর্বে এই দোয়া পড়া-
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
“আল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়া”
অর্থ্যাৎ হে আল্লাহ! তোমার নামেই মৃত্যুলাভ (নিদ্রা) করছি এবং তোমার নামেই জীবিত (জাগ্রত) হব। (বুখারি:৬৩২৪)

◉ ঘুম হতে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانًا بَعْدَمَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
“আলহামদু লিল্লা-হিল্লাযী আহইয়ানা-বা’দা মা-আমা-তানা-ওয়া ইলায়হিন নুশূর”
অর্থ্যাৎ সকল প্রশংসা আল্লাহর! যিনি মৃত্যুর পর জীবন দিয়েছেন আর তাঁরই দিকে প্রত্যাবর্তন করতে হবে। (মুসলিমঃ৬৭৮০)

▌উপরিউক্ত আমলগুলো করলে শুধু সুন্নাহ অনুসরণ হবে তা নয়, বরং সোওয়াব তো হবেই পাশাপাশি বিভিন্ন অনিষ্ট থেকে আল্লাহ তা'য়ালা নিরাপদ রাখবেন। (বিভিন্ন অনিষ্ট মানে জ্বীনের আছর, বদনযর, তাবিজ সংক্রান্ত বিষয়াদি, আকস্মিক দুর্ঘটনা)
আল্লাহ আমল করার তাওফিক দিন।

30/01/2023

নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।

-[ড. বিলাল ফিলিপ্স]

কলরব  শিশু শিল্পী হুজায়ফা জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছ আলহামদুলিল্লাহ।
30/01/2023

কলরব শিশু শিল্পী হুজায়ফা জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছ আলহামদুলিল্লাহ।

Amin🤲😌🖤
30/01/2023

Amin🤲😌🖤

30/01/2023

নফসের তৃপ্তি আর আল্লাহর সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টিটাকে বেছে নেওয়ার নামই তাকওয়া।💚

আরিফ আজাদ

29/01/2023

ব্রিটিশ মিউজিয়ামে এখনও লেখা আছে,!

𝗦𝘂𝗽𝗽𝗲𝗿𝗺𝗮𝗻 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘄𝗼𝗿𝗹𝗱 হযরত মুহাম্মদ (সা.)🖤🌸

وَحَدَّثَنَا قُتَيْبَةُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تَق...
26/01/2023

وَحَدَّثَنَا قُتَيْبَةُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْمَالُ وَيَفِيضَ حَتَّى يَخْرُجَ الرَّجُلُ بِزَكَاةِ مَالِهِ فَلاَ يَجِدُ أَحَدًا يَقْبَلُهَا مِنْهُ وَحَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا ‏"‏ ‏.

দিন দিন আরো সবুজ শ্যামল হচ্ছে সৌদিআরব!
মক্কা শরীফের উত্তরে হুদা আল-শাম পাহাড় থেকে তোলা ছবি!
আবূ হূরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ:

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ক্বিয়ামাত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোন ব্যক্তি সম্পদের যাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মত লোক পাবে না। আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী-নালায় পরিনত হবে। (ই.ফা. ২২০৮, ই.সে.২২০৯)

সহিহ মুসলিম, হাদিস নং ২২২৯
হাদিসের মান: সহিহ হাদিস

26/01/2023

যা পাওয়ার কথা ছিল,
তা পেলাম না" - এভাবে ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি, তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, সবই আল্লাহর একান্ত অনুগ্রহ ও নেয়ামত। ফলে, যা পেয়েছি তাতে আনন্দের শেষ নেই।

আলহামদুলিল্লাহ!

25/01/2023

"রাসুলুল্লাহ (সাঃ) বলেন-
তোমরা সময়কে গালি-গালাজ করো না। কারণ, আল্লাহ সময়ের পরিবর্তনকারী।"

➤সহিহ মুসলিম-৫৭৫৯।

মরুভূমিতে ঘাস🥺💔
25/01/2023

মরুভূমিতে ঘাস🥺💔

22/01/2023



-𝗬𝗮a الله আমাদের'কে মাফ করুন'!🤲

21/01/2023

T চিহ্নটা বাদ দিলে কালেমা চলে আসবে..
ইনশাআল্লাহ্

[101112375906728:0]

18/01/2023

মাটির দেহ নিয়ে বরাই করে লাভ নেই কারণ দুচোখ বন্ধ হলে দেখবেন পাশে কেউ নাই। যাকে আপনি আপন ভাবেন সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।😞

17/01/2023

সুযোগ পেলে কোথায় যাবেন?

Mokka | London
❤ 😢

16/01/2023

কুরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত 'কমলা লেবুর ন্যায়',যার গন্ধ ভালো এবং স্বাদও উত্তম।❤️

14/01/2023



𝐐𝐮𝐫𝐚𝐧 𝐈𝐬 𝐓𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 𝐃𝐞𝐩𝐫𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 𝐊𝐢𝐥𝐥𝐞𝐫" ❤✨🌻

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment By Sathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category



You may also like