See unseen

See unseen see unseen

22/09/2023

#মিরপুরে #বৃষ্টির #পানিতে #সড়কে #বিদ্যুতের তারে জড়িয়ে নি 'হ 'ত ৪

01/07/2022

#রথযাত্রা

21/10/2020
দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নং স্থানীয় সতর্কসংকেত

আবহাওয়ার বিশেষ সতর্কতা--

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আজ দুপুর নাগাত সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে চলেছে।

এর প্রভাবে ইতমধ্যেই- কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘন্টায় ১৮ কিঃমিঃ বেগে বাতাস বইতে শুরু করেছে।

এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নং স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে।

20/10/2020
নিজের প্রতিবন্ধী কণ্যাকে কোপাতে বাধা দেয়ায় প্রতিবেশি বাপ ছেলেকে কুপিয়ে যখম

নিজের প্রতিবন্ধী শিশু কণ্যাকে কোপাতে বাধা দেয়ায় প্রতিবেশি বাপ ছেলেকে কুপিয়ে যখম করে বিয়ে পাগল বাবা সোবাহান (৫৫)। ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলায়। স্থানীয়রা জানান, সোবাহান এ পর্যন্ত ৪০টি বিবাহ করেছেন এবং তিনি মানসিক ভাবে অনেকটা ভারসাম্যহীন।

17/10/2020

করোনায় আক্রান্ত হয়ে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৮টায় বিএনপি নেতা সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ. কে. এম. মোশাররফ হোসেন (৮৩) মারা গেছেন।

17/10/2020

২য় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেল লালমনিরহাটে
লালমনিরহাট এয়ারপোর্ট থেকে পাঁচ কিলোমিটার দূরবর্তী এক কৃষিজমির নিচে খুঁজে পাওয়া গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এক যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ।

এখন পর্যন্ত বিমানটির মেইন প্রপেলার, দুটো ল্যান্ডিং গিয়ার, অয়েল বার্নিং এগজস্ট, গুলি, পাঁচটি বন্দুক, এবং আরও বিভিন্ন অংশ পাওয়া গিয়েছে। তবে ককপিট ও পাইলটের দেহাবশেষের খোঁজে এখনও অনুসন্ধান চলছে।

১৯৩১ সালে এই বিমানঘাঁটি তৈরি করে তৎকালীন ব্রিটিশ সরকার। বিশ্বযুদ্ধ চলাকালে মিত্রবাহিনী এটি ব্যবহারও করে। যুদ্ধ শেষে এটি অব্যবহৃত ছিল দীর্ঘ দিন।

17/10/2020

চন্দনসা ত্রিপুরা ওরফে ওসমান গনি নামের এক ভুয়া পুলিশের এসআই গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

শুক্রবার রাতে পৌর শহরের বাঁধঘাট হোটেল ডিলাক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় প্রতারনার মামলা হয়েছে। পুলিশ শনিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে।

আদালতের বিচারক সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

17/10/2020
ফেনীতে ধর্ষন বিরোধী লংমার্চে হামলা, ৩ সাংবাদিকসহ আহত ১৫

ফেনীতে ধর্ষণ ও নিপীড়নবিরোধী লংমার্চে হামলায় ১৫ জন আহত হয়েছেন৷ হামলাকারীরা ছয়টি গাড়িও ভাঙচুর করেছে৷ হামলাকারীরা আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মী বলে লংমার্চকারীদের অভিযোগ৷ তারা আরও বলছেন, হামলার সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল৷

16/10/2020
ওরে ইয়াবা!

ওরে ইয়াবা!
কাকারে নোবেল দেওয়া উচিত।

ভিডিও কার্টেসি : মোহাম্মদ মহসিন পিপিএম স্যার

15/10/2020

গুগল বরাবরের মত আজকেও ডুডলের মাধ্যমে স্মরন করিয়ে দিল কিংবদন্তী তূল্য চিকিৎসক জোহরা বেগম কাজীর কথা।

তিনি ছিলেন উপমহাদেশের প্রথম বাংগালী মুসলিম নারী চিকিৎসক।

দেশ বিভাগের পর ঢাকা মেডিকেল কলেজে প্রসূতি ও ধাত্রীবিদ্যা বিভাগের প্রধান হিসেবে অধ্যাপনা শুরু করেন ডাক্তার জোহরা কাজী। এছাড়াও তিনি মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে গাইনোকোলজি বিভাগের প্রধান ও অনারারি প্রফেসর ছিলেন।

ডাঃ জোহরা কাজীর ঐকান্তিক চেষ্টার ফলে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং পরে মিটফোর্ড হাসপাতালে স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগ খোলা হয়।

আজ তার ১০৮ তম জন্মবার্ষিকী।

13/10/2020
নারীদের শেকল ভাঙার পদযাত্রা

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে শাহবাগ থেকে সংসদ পর্যন্ত মশাল মিছিল করছে শেকল ভাঙার পদযাত্রার ব্যানারে বিভিন্ন নারী সংগঠন

08/10/2020
নদীতে ডুবিয়ে শিশু হত্যা, ধরা পড়েছে দুলাভাই

বরগুনায় আপন দুই সহোদর শিশুকে নদীতে ফেলে হত্যার সময় জনতার হাতে ধরা পরেছে আপন দুলাভাই।

দেড় বছরের এক ভাইকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোজ রয়েছে ৮ বছরের অপর ভাই।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের ডালভঙ্গা গ্রামে।

06/10/2020

সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের বিচার দাবিতে মঙ্গলবার (৬ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার ব্যানারে কালো পতাকা মিছিল করা হয়েছে। মিছিলটি রাজধানীর শাহাবাগ জাদুঘর থেকে শুরু করে টিএসসি ঘুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। ছবি : আব্দুল গনি।

06/10/2020

সারাদেশে ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে। ৬ অক্টোবর, মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতা'র। 'ধর্ষণ ও নিপীড়নবিরোধী কালো পতাকা মিছিল শাহাবাগ জাদুঘরে থেকে শুরু করে টি এস সি ঘুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে। ছবি: আব্দুল গনি

04/10/2020
এই নরপশুদের কঠিন বিচার হোক

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন, আটক ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করেছে স্থানীয় একদল যুবক। ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তারা। গত ২ সেপ্টেম্বর উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার ৩২ দিন পর রোববার (৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে। এদিন সকাল থেকে ভিডিওটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনার সাথে জড়িত রহিম নামে এক যুবককে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে ভুক্তভোগী গৃহবধূর বিয়ে হয়। স্বামী তাকে রেখে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করতে থাকেন। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। গত ২ সেপ্টেম্বর রাতে স্বামী তার সঙ্গে দেখা করতে আসেন। মাদক ব্যবসায়ী স্থানীয় দেলোয়ার বিষয়টি জানতে পেরে তার নেতৃত্বে এলাকার, রহিম, বাদল, কালাম ও তাদের সহযোগীরা স্বামীসহ ওই গৃহবধূঁকে অনৈতিক কাজ করেছে বলে অভিযোগ এনে নির্যাতন চালায়। একপর্যায়ে ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তারা।

ঘটনার ৩২ দিন পর রোববার (৪ অক্টোবর) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এক মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজ দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধিক্কার জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

ভুক্তভোগী গৃহবধূর বাবা জানান, আমি নিরীহ লোক। সন্ত্রাসীদের ভয়ে কোনো কথা বলার সাহস পাই না। আমি শুধু আল্লাহর কাছে বিচার চাই।

এ জঘন্য ঘটনার সাথে জড়িতদের রাতের মধ্যে গ্রেফতারের দাবি জানান একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ আলম ভুঁইয়া।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। অভিযুক্তদের গ্রেফতারে এবং নির্যাতিতা পরিবারকে আইনি সহযোগিতা দিতে জেলা পুলিশের ৫টি ইউনিট মাঠে কাজ করছে।এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

02/10/2020
22/09/2020
পানিতে স্কিইং করছে ছ’মাসের বাচ্চা!

পানিতে স্কিইং করছে ছ’মাসের বাচ্চা!

পানিতে স্কিইং করছে ছ’মাসের বাচ্চা! এরকম একটি ভিডিও ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে আমেরিকার উটার পাওয়েল লেকে। বাচ্চাটির বয়স ছ’মাস পূর্ণ হওয়া উপলক্ষে তার বাবা-মা গিয়েছিলেন লেকে। সেখানেই স্কিই‌ং করেছে।

বাচ্চাটির বাবা-মা ক্যাসে ও মিন্ডি হামফ্রে নিজেদের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ছ’মাসের বাচ্চাটি একটি কাঠের পাটাতনের উপর দাঁড়িয়ে। পাশে নৌকায় রয়েছেন তার বাবা। কাঠের পাটাতন ধরে থাকা বাচ্চাটি তীব্র গতিতে জল কেটে এগিয়ে যাচ্ছে। অবশ্য এই কাজে তার চোখে-মুখে তেমন উত্তেজনা ধরা পড়ছে না। সে ভাল করে বুঝতেই পারছে না, ব্যাপারটা কী হচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই বাচ্চাটির বাবা-মায়ের উদ্দেশ্যে তোপ দেগেছেন নেটদুনিয়া। পানিতে স্কিইং করতে গিয়ে শিশুটির বিপদ হতে পারত বলে মত তাদের। তার এখন স্কিইং করার মতো বয়স হয়নি বলেও জানিয়েছেন কেউ কেউ। তবে অনেকে আবার বলছেন নিরাপত্তার দিকটি বজায় রেখেই এই স্কিইং করা হয়েছিল। খবর- আনন্দবাজার পত্রিকা।

19/09/2020

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের শীর্ষ কওমী আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

এর আগে শনিবার দুপুর ২টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানি।

দেশের শীর্ষ এই আলেমকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা অভিমুখে।

শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ভক্ত-অনুসারীরা।

জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। তাই জানাজায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী বাস স্টেশন থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে আল্লামা শফীর মরদেহ পৌঁছায় তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায়।এরপর তার লাশ জনসাধারণের দেখার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশ বরেণ্য এই আলেম। শতবর্ষী আল্লামা শফী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত জটিলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

17/09/2020

আজ মহান শিক্ষা দিবস

আজ ১৭ সেপ্টেম্বর, ‘মহান শিক্ষা দিবস’। তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সঙ্কোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত দিন।

১৯৬২ সালের আজকের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না-জানা অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।

প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সারাদেশে দিবসটি পালিত হয়। দিবসের শহীদদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসাবে শিক্ষা অধিকার চত্বরে শিক্ষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন।

স্বৈরশাসক আইয়ুুব খান ক্ষমতা দখলের মাত্র ২ মাস পর ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর একটি শিক্ষা কমিশন গঠন করেন। শরীফ কমিশন নামে খ্যাত এসএম শরীফের নেতৃত্বে গঠিত এই কমিশন ১৯৫৯ সালের ২৬ আগস্ট তাদের প্রতিবেদন পেশ করে। এতে শিক্ষা বিষয়ে যেসব প্রস্তাববনা ছিল তা প্রকারান্তরে শিক্ষা সংকোচনের পক্ষে গিয়েছিল।

প্রস্তাবিত প্রতিবেদনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে ছাত্র বেতন বর্ধিত করার প্রস্তাব ছিল। ২৭ অধ্যায়ে বিভক্ত শরীফ কমিশনের ওই প্রতিবেদনে প্রাথমিক স্তর থেকে উচ্চতর স্তর পর্যন্ত সাধারণ, পেশামূলক শিক্ষা, শিক্ষক প্রসঙ্গ, শিক্ষার মাধ্যম, পাঠ্যপুস্তক, হরফ সমস্যা, প্রশাসন, অর্থবরাদ্দ, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত সুপারিশ উপস্থাপন করা হয়।

আইয়ুব সরকার এই রিপোটের সুপারিশ গ্রহণ এবং তা ১৯৬২ সাল থেকে বাস্তবায়ন করতে শুরু করে। শরীফ কমিশনের শিক্ষা সংকোচন নীতি কাঠামোতে শিক্ষাকে তিন স্তরে ভাগ করা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর। ৫ বছরে প্রাথমিক, মাধ্যমিক ও ৩ বছরে উচ্চতর ডিগ্রি কোর্স এবং ২ বছরের স্নাতকোত্তর কোর্সের ব্যবস্থা থাকবে বলে প্রস্তাব করা হয়।

উচ্চশিক্ষা ধনিকশ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এজন্য পাস নম্বর ধরা হয় শতকরা ৫০, দ্বিতীয় বিভাগ শতকরা ৬০ এবং প্রথম বিভাগ শতকরা ৭০ নম্বর। এই কমিশন বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিবর্তে পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয় কলেজে রাজনীতি নিষিদ্ধ করা, ছাত্র-শিক্ষকদের কার্যকলাপের ওপর তীক্ষ্ণ নজর রাখার প্রস্তাব করে। শিক্ষকদের কঠোর পরিশ্রম করাতে ১৫ ঘণ্টা কাজের বিধান রাখা হয়েছিল।

রিপোর্টের শেষ পর্যায়ে বর্ণমালা সংস্কারেরও প্রস্তাব ছিল। বিভিন্ন ছাত্র সংগঠন আইয়ুবের এই শিক্ষানীতির বিরুদ্ধে অবস্থান নেয়। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব দাবির ভিত্তিতে জুলাই-আগস্ট মাস জুড় আন্দোলন চলতে থাকে। এ আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতায় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে ১৭ সেপ্টেম্বর দেশব্যাপী হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

এ দিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মানুষ সমাবেশে উপস্থিত হন। সমাবেশ শেষে মিছিল বের হয়। জগন্নাথ কলেজে গুলি হয়েছে- এ গুজব শুনে মিছিল দ্রুত নবাবপুরের দিকে যাত্রা শুরু করে। কিন্তু হাইকোর্টের সামনে পুলিশ এতে বাধা দেয়। তবে মিছিলকারীরা সংঘাতে না গিয়ে আবদুল গনি রোডে অগ্রসর হয়। তখন পুলিশ মিছিলের পেছন থেকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও গুলিবর্ষণ করে। এতে তিনজন নিহত হন। ওই দিন সারাদেশে মিছিলে পুলিশ গুলি করে। টঙ্গীতে ছাত্র-শ্রমিক মিছিলে পুলিশের গুলিতে সুন্দর আলী নামে এক শ্রমিকেরও হত্যার খবর পাওয়া যায়। সূত্র : বাসস

16/09/2020

মা-ছেলের ক্রিকেট। ভাইরাল হওয়া ইয়ামিনের সঙ্গে দেখা করে তাকে জার্সি, গ্লাভস ও অটোগ্রাফযুক্ত ব্যাট উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। ♥

15/09/2020
মাতাল স্বামীকে দড়ি দিয়ে বেঁধে শুটিয়ে লাল করে দিলো স্ত্রী

মাতাল স্বামীকে দড়ি দিয়ে বেঁধে শুটিয়ে লাল করে দিলো স্ত্রী (ভিডিও ভাইরাল)

আমাদের দেশে মহিলাদের উপর নানারকম অত্যাচারের কথা হামেশাই শোনা যায়। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় এক মহিলা দ্বারা পুরুষকে ধুনিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হচ্ছে।

এই ভিডিওতে যেই মহিলাকে দেখা যাচ্ছে, তিনি ওই মার খাওয়া পুরুষের স্ত্রী। ভিডিওটি কোথাকার আর কবেকার, সেটা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি যদিও এই ভিডিও শেয়ার করা ব্যাক্তি জানিয়েছেন যে, মহিলাটি তাঁর মাতাল স্বামীকে ধরে ধুনাচ্ছে।এই ভিডিও ট্যুইটারে দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে।

এই ভিডিও যারা যারা দেখছেন, তাঁরা তাঁরা নিজেদের মতন মজার মজার কমেন্ট করছেন। অনেকেই পরামর্শ দিয়ে বলছে, এবার স্বামীর মদ খাওয়া ছেড়ে দেওয়া উচিত। আবার অনেকেই ভিডিওতে কমেন্ট করে বলছে, আমারও যদি এরকম একটা স্ত্রী থাকত। দেখুন সেই ভিডিও …

05/09/2020

‘স্বপ্নের নায়ক’ নেই ২৪ বছর। ১৯৯৬ সালের আজকের দিনে ‘জীবন সংসার’-এর মায়া ত্যাগ করে নায়ক পাড়ি দিয়েছিলেন ‘এই ঘর এই সংসার’ থেকে।

05/09/2020

নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ ফটোসাংবাদিক নাদিম আহমেদ (৪৫) মারা গেছেন।

২৪ ঘণ্টার বেশি সময় ধরে মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার রাত সোয়া ১০টার দিকে জীবন যুদ্ধে হেরে যান নাদিম।

তিনি স্থানীয় একটি পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন।

04/09/2020
কে এই ইউনও ওয়াহিদা খানম?

কে এই ওয়াহিদা খানম? তিনি দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও, মানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহজ করে বললে, তৃণমূলের মানুষদের কাছে ইউএনও-ই হলেন সরকার।

04/09/2020

আজ কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন। শুভ জন্মদিন।

04/09/2020

মৌসুমি, ২০০০ সালে সাপ্তাহিক আনন্দ ভুবনের ফটোসেশান।

04/09/2020

‘আমরা যখন কক্সবাজার শুটিং করতাম, তখন রাতে প্রায়ই সাগরপাড়ে ক্যান্ডেললাইট ডিনার করতাম। আমাদের সেই আড্ডায় দুই পরিবারের সদস্যরা ছাড়াও অন্য সহশিল্পী এবং পরিচালকও থাকতেন। খুব হইচই করতাম আমরা। এটা একেবারে সত্যি কথা, সালমানকে আমি ভাই ছাড়া আর অন্য কোনো চোখে দেখতাম না। সালমানের মৃত্যুর পর কিছু লোক আমাকে জড়িয়ে ব্যবসা করতে চেয়েছে। কিছু সাংবাদিকও আমাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প ছেপেছেন। এটা করে কী লাভ হয়েছে, আমি জানি না। আমি আমার ক্যারিয়ারটা অনেক কষ্ট করে তৈরি করেছি। তিল তিল করে গড়ে তুলেছি। কিছুসংখ্যক লোক গুজব ছড়িয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করেছে।’

- শাবনূর

27/08/2020
কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস

আজ ১২ ভাদ্র, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। বাংলা ১৩৮৩ সালের শরতের এই দিনে অনন্তলোকে যাত্রা করেন তিনি।

নজরুল তাঁর কবিতা-গান-গল্প-নাটক-উপন্যাসে সন্নিবেশ করেছেন সাম্য ও মানবতার চেতনাকে । ১৯৭২ সালে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান কবিকে দেশে ফিরিয়ে আনেন এবং জাতীয় কবির মর্যাদা দেন। নজরুলের চিন্তা-কর্ম কালান্তরে মানুষকে মুক্তির পথ দেখাবে বলে মন্তব্য নজরুল গবেষকদের।

কাজী নজরুল ইসলাম। তাঁর লেখনি ছিন্ন করেছিলো বৃটিশ ঔপনিবেশিক চিন্তা-জালকে। ১৮৯৯ সালে জন্ম নেয়া নজরুলের মানস ও দৃষ্ঠিভঙ্গী গড়ে উঠেছে তার বৈচিত্রময় জীবন থেকে। লেটোগানের দল, নানা শিক্ষাপ্রতিষ্ঠান আর সৈনিকের জীবন তার সাহিত্য ভাবনার প্রেক্ষাপট।

26/08/2020

স্মরণীয় ছবিতে মৌসুমি, সালমান শাহ ও সোহানুর রহমান সোহান...

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when See unseen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Barisal media companies

Show All