26/01/2025
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রক্টর অফিসে ৮ ঘন্টা আটকে নির্যাতনের অভিযোগ।
নিজেস্ব প্রতিবেদক।। বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ২০২২-২৩ সেশনের আইন বিভাগের ছাত্র মোঃ জুবায়ের কে ছাত্রলীগের তকমা লাগিয়ে দিনভর নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে রাত ১১ টার দিকে স্ট্রোক করার ফলে তাকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শিক্ষার্থীরা।
জানাযায় পুরো ঘটনা টি ঘটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম এর কার্যালয়ে তবে এ বিষয়ে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে জুবায়ের এর সহপাঠীরা জানায় জানায় মুলত গত ২৪ জানুয়ারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩নং গেইটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের উপর হামলা চালানো তালিকাভূক্ত শাহরিয়ার সানকে সাধারণ শিক্ষার্থীরা আটক করে। পরর্বতীতে কে বা কারা হামলা চালায় এবং বিশ্ববিদ্যালয়ের আনসার রুমের দরজা ভেঙ্গে সানকে নিয়ে যায়।
তার জেরেই মুলত জুবায়ের কে ছাত্রলীগের তকমা লাগিয়ে নির্যাতন করে প্রক্টারিয়াল বডির কাছে হস্তান্তর করে মোজাম্মেল শেখ, মিজানুর রহমান, মাসুম, আরিফ ও মিনহাজুল নামের ববি শিক্ষার্থীরা।