Md Jahid Hasan Mazy Page

Md Jahid Hasan Mazy Page আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। লেখক জাহিদ হাসান মাজি অফিশিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম।
(2)

22/07/2023

দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ শুয়ে থাকা সুন্নত!
- হযরত মুহাম্মদ (সাঃ)

22/07/2023

কিছু মানুষের মৃত্যু কারো পুরো পৃথিবীকে শূন্য বানিয়ে দিতে যথেষ্ট।

21/07/2023

শুক্রবার মানেই গুনাহ মাপের আরো একটি সুযোগ!

21/07/2023

তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো।

20/07/2023

🔴 Live /আজ শুক্রবার কি করবেন।Md Jahid Hasan Mazy

20/07/2023

জীবনের এই চলার পথে দেখবে কত মানুষ আসবে যাবে কিন্তু খুব কম মানুষই শেষ সময় তোমার পাশে থাকবে।

20/07/2023

১লা মুহাররম, নতুন বছরের শুভেচ্ছা -১৪৪৫ হিজরী।

20/07/2023

ভালোবাসা কাকে বলে জানো ?
আল্লাহকে না দেখেও প্রতিটি সিজদাতে অনুভব করি আমরা,
হ্যাঁ - এটাই হলো ভালোবাসা

19/07/2023

অপরজন যখন আপনাকে বুঝতে চায় না, তখন চুপ থাকাই ভালো।

19/07/2023

জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।

17/07/2023

যখন বান্দার জ্বর হয়,
তখন গুনাহ গুলো ঝড়ে পড়তে থাকে।
- হযরত মুহাম্মদ(সাঃ)

17/07/2023

সেই নারী সবচেয়ে উত্তম, যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে, তার স্বামীর জন্য।

17/07/2023

হযরত মোহাম্মদ (সঃ) একটা সুন্নত পালন করলে।
– ১০০ জন শহিদের সওয়াব।

17/07/2023

যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তালা প্রশংসা করে ছিলেন।
তিনি হলেন হযরত মুহাম্মদ(সা:)

16/07/2023

তিনজনের দোয়া নিঃসন্দেহে কবুল হয়৷
-মজলুমের দোয়া
-মুসাফিরের দোয়া
-সন্তানের জন্যে মা বাবার দোয়া৷
[ইবেন,মাজাহ-৩৮৬২]

15/07/2023

চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজ-প্রসাদে থাকার চেয়ে,
গরীব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়েঘরে থাকা অনেক সুখের!

15/07/2023

একদিন সাদা কাপড় পড়ে,
যেতে হবে অন্ধকার কবরে।
তোমার সব কিছু পড়ে রবে দুনিয়াতে,
একটু ভাবো মরণ কালে তোমার সাথে কি যাবে?
তাই আল্লাহকে ভয় করো।

15/07/2023

শেষ বিচারের দিন।
আমাদের জন্য একমাত্র
সুপারিশকারী।
হযরত মোহাম্মদ (সাঃ)

15/07/2023

দেহের রোগের ঔষধ ফার্মেসিতে থাকলেও।
- মনের রোগের ঔষধ আল কোরআনে আছে।

14/07/2023

আল্লাহ তা’আলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
— আল হাদিস

14/07/2023

আল্লাহ পাকের চারটি রহমত
যা বেশির ভাগ মানুষের পছন্দ নয়ঃ
১.কন্যা সন্তান ।
২.মেহমান ।
৩.বৃষ্টি ।
৪.রোগ বা অসুস্থতা।

বর্তমানে আমাদের সমাজে এই ৪টির একটাও মানুষ পছন্দ করেনা আল্লাহ তায়ালা সবাইকে বুঝার তৌফিক দান করুক,এবং সবাইকে যেন এগুলো মানার তৌফিক দেয়

14/07/2023

ভালো রাখতে শেখো দেখবে অন্যের ভালোতে নিজের সুখ খুঁজে পাবে।

14/07/2023

180 কোটি মানুষের কলিজার টুকরা
আমাদের প্রিয় নবী ।
-হযরত মুহাম্মদ (সাঃ)

14/07/2023

পিতা মাতার হক।জুম্মার আলোচনা।এম আব্দুল্লাহ আল নাঈম।Md Jahid Hasan Mazy

দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন।

14/07/2023

মেকআপ নষ্ট হয়ে যাবে দেখে কেউ ওজু করে না আর কেউ কেউ ওজু করতে হবে দেখে মেকআপ করে না।

13/07/2023

যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না-
(জাহিদ হাসান মাঝি)

13/07/2023

চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না!

13/07/2023

আযান দিলে মসজিদে যাও
হয়তো আল্লাহ তোমাকে শেষ বারের মতো ডাকছে
(জাহিদ হাসান মাঝি)

Md Jahid Hasan Mazy Page
12/07/2023

Md Jahid Hasan Mazy Page

12/07/2023

সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও।
(জাহিদ হাসান মাঝি)

12/07/2023

কীভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কীভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও
(জাহিদ হাসান মাঝি)

11/07/2023

আগামী কালকে ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি সবাই দোয়া করবেন

10/07/2023

শুধু ধৈর্যশীলদেরই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোন হিসাব ছারাই।
-সূরা আয-যুমার, আয়াতঃ ১০

10/07/2023

আমি 139 জন অনুসরণকারী অর্জন করেছি, 86টি পোস্ট তৈরি করেছি এবং এপ্রিল থেকে জুলাই পর্যন্ত 3,756টি প্রতিক্রিয়া পেয়েছি! আপনার অব্যাহত সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমি তোমাকে ছাড়া এটা করতে পারতাম না।

09/07/2023

ওই নারী-পুরুষ উত্তম যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখে
এবং আল্লাহকে ভয় করে

09/07/2023

বাচ্চারা ছোটকালে মসজিদে আসা শিখলে বড়ো হয়েও মসজিদে আসবে।
(জাহিদ হাসান মাঝি)

08/07/2023

দুনিয়ার জীবন হচ্ছে সমুদ্রের পানির মতো। যতই পান করবে ততোই তৃষ্ণার্ত হবে।
-সিয়ারু আলামিন নুবালা ৫/২৬৩

বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হলোঃ১। লজ্জা স্থানের হেফাজত হয়২। বিবাহ চক্ষু নিচু করে৩।  তাড়াতাড়ি ধনি হওয়া যায়।৪।  ইমান প...
07/07/2023

বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হলোঃ

১। লজ্জা স্থানের হেফাজত হয়
২। বিবাহ চক্ষু নিচু করে
৩। তাড়াতাড়ি ধনি হওয়া যায়।
৪। ইমান পরিপূর্ণ হয়
৫। অসুস্থতা দূর হয়।
৬। ইবাদতে মজা পাওয়া যায়।
৭। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮। মানসিক তৃপ্তি পাওয়া যায়।
এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন
যেনা করতে গিয়েও তা পাবেন না।
৯। মেজাজ ঠান্ডা থাকে।মাথা কখনো হট হবেনা।
১০। যৌবনের ক্ষুদা নিবারণ হয়।

★হে আল্লাহ সবাইকে তারাতাড়ি বিয়ে করার তৌফিক দান করুন🤲

লেখক-এম আব্দুল্লাহ আল নাঈম
এডিটর-জাহিদ হাসান মাজি

06/07/2023

মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।
-ইবনে মাজাহঃ ১০৯৮

05/07/2023

-একদিন আমিও বৃষ্টিতে ভিজবো শত শত লাশের মাঝে কোন এক কবরস্থানে-😭-পোস্টটি শেয়ার চাই

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when Md Jahid Hasan Mazy Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Jahid Hasan Mazy Page:

Share

Category

Nearby media companies