21/12/2024
প্রিয় মানুষ হয় সে যাকে দেখলে মনে হবে সবার থেকে আলাদা সবার থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু আজকালকার যুগে এমন কোন নারী নেই যে তোমার শুধু অপেক্ষা করবে। সে চায় তার রুপ সবাই দেখুক সবাই, কিন্তু তখনই ভুল করে, একটা পুরুষই যানে যে একটা নারীকে পুরুষ কি নজরে দেখে তার প্রিয় মানুষটা চায় যাতে কেউ তাকে ওই নজরে না দেখে, তারপর যখন ভুল করে ফেলে তখন পুরুষের দোষ দেয় পুরুষ নারীর ইজ্জত নেয়, নারীর ইজ্জত হানীর কারন নারী নীজেই, তোমার প্রিয় মানুষ ছারা কারো কাছে তুমি গুরুত্বপূর্ণ না, তাই নারীর ইজ্জত সাজীয়ে রাখো কারন একদিন তুমি মা হবা, একটা ভুলে একদিন তোমার ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, তোমার ছেলেমেয়েকে হাসবে দেখো তোমার মা এইটা করছে ওইটা করছে। যে নারী নিজের রুপ লুকেয়ে না রাখতে পারে সে নারী একদিন না একদিন ইজ্জতও দিয়ে দিতে পারবে তাই এই রকম নারী থেকে দূরে থাকুন। 😊