09/11/2024
বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ প্রকাশ
বয়স: ১৭ বছরের কম এবং ২৫ বছর (১৬/০৩/২০০০ সাল থেকে ১৬/০৩/২০০৮ সালে মধ্যে যাদের জন্ম)
শিক্ষাগত যোগ্যতা।
(১) সাধারণ ট্রেড (GD)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ।
(২) করণিক ট্রেড (CLK)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
(৩) আর্মোরার ট্রেড (ARMR)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।
উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উদাহ ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
বুকের মাপ: স্বাভাবিকঃ ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।
সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক (নূন্যতম ৫০ মিটার)।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন: কিশোরগঞ্জ, গাজীপুর, ভোলা, কুমিলা, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর,হবিগঞ্জ, চুয়াডাংগা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, খুলনা, চট্টগ্রাম,সিলেট, মুন্সীগঞ্জ, মাদারীপুর, বরিশাল, নরসিংদী, ফরিদপুর, যশোর, চাঁদপুর, শরীয়তপুর, নওগাঁ, নারায়নগঞ্জ, লক্ষীপুর, রংপুর, কুড়িগ্রাম, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা, রাঙ্গামাটি, কক্সবাজার, নোয়াখালী, খাগড়াছড়ি, বগুড়া, পাবনা, পঞ্চগড়, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ,পটুয়াখালী, বরগুনা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়ীয়া,
যোগ্য প্রার্থীরা: ২৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে আবেদন করতে পারবেন
সকল আপডেট পেতে আমাদের পেজ ফলো করুন