Rang Danu

Rang Danu শিক্ষা ও বিনোদন

11/07/2023

Beauty Of Barguna

23/06/2023

মিরপুর চিড়িয়াখানার গন্ডার

13/06/2023

বরগুনা মডেল স্কুল এন্ড কলেজে এর সপ্তম শ্রেণির ছাত্রদের বিজ্ঞানাগারে বাবহারিক ক্লাশ করাচ্ছেন আব্দুল্লাহ আল নোমান স্যার

08/06/2023

বরগুনা নাথপট্টি লেকে মাছের সমাহার।

05/06/2023

বরগুনা সার্কিট হাউজ মাঠে মেয়েদের মারামারি

15/03/2023

গান বুঝতে পারলে জানাবেন

07/02/2023

ভারতের দীঘা ট্রেনে যাওয়ার দৃশ্য

21/01/2023

যে ছেলে পরিবারের হাল ধরেছে

18/12/2022

বরগুনা মডেল স্কুল এন্ড কলেজ (সাবেক প্রি ক্যাডেট) ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।
নূর মঞ্জিল কলেজের পশ্চিম মাথায়। 01777330054

08/12/2022

রাতের পদ্মা সেতু।

08/11/2022

ফগার মেশিন দিয়ে মশা নিধন।

29/10/2022

কুয়াকাটা সূর্যাস্তের দৃশ্য

29/10/2022

সূর্য উদয় হওয়ার দৃশ্য, কুয়াকাটা।

28/10/2022

শোন মোমিন মুসলমান।

27/10/2022

কুকুরের মিছিল

25/10/2022

বরগুনায় ছেলের হাতে বাবা লাঞ্ছিত।

বরিশালে শুরু হবে বিকেল ৪:৫০:৩৬ সেকেন্ড আর শেষ হবে ৫:২৫:১৮ সেকেন্ডে।সূর্য ও চন্দ্র যখন গ্রহনের সময় হয় তখন আমাদের নবীর (...
25/10/2022

বরিশালে শুরু হবে বিকেল ৪:৫০:৩৬ সেকেন্ড আর শেষ হবে ৫:২৫:১৮ সেকেন্ডে।

সূর্য ও চন্দ্র যখন গ্রহনের সময় হয় তখন আমাদের নবীর (সা.) চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেতো। তখন তিনি সাহাবীদের নিয়ে জামাতে নামাজ পড়তেন। কান্নাকাটি করতেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন।

আরবীতে সূর্যগ্রহণকে ‘কুসূফ’ বলা হয়। আর সূর্যগ্রহণের নামাজকে ‘নামাজে কুসূফ’ বলা হয়।

দশম হিজরীতে যখন পবিত্র মদীনায় সূর্যগ্রহণ হয়, রাসূল (সা.) ঘোষণা দিয়ে লোকদেরকে নামাজের জন্য সমবেত করেছিলেন। তারপর সম্ভবত তার জীবনের সর্বাধিক দীর্ঘ নামাজের জামাতের ইমামতি করেছিলেন। সেই নামাজের কিয়াম, রুকু, সিজদাহ মোটকথা, প্রত্যেকটি রুকন সাধারণ অভ্যাসের চেয়ে অনেক দীর্ঘ ছিলো।

অবিশ্বাসী বিজ্ঞানীরা প্রথমে যখন মহানবীর (সা.) এ আমল সম্পর্কে জানতে পারলো, তখন তারা এটা নিয়ে বিদ্রুপ করলো (নাউযুবিল্লাহ)। তারা বললো, এ সময় এটা করার কি যৌক্তিকতা আছে?

সূর্যগ্রহণের সময় চন্দ্রটি পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে বলে সূর্যগ্রহণ হয়। ব্যাস এতটুকুই! এখানে কান্নাকাটি করার কি আছে? মজার বিষয় হল,বিংশ শতাব্দীর গোড়ায় যখন এ বিষয় নিয়ে গবেষণা শুরু হলো, তখন মহানবীর (সা.) এই আমলের তাৎপর্য বেরিয়ে আসলো।

আধুনিক সৌর বিজ্ঞানীদের মতে, মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দু’টি কক্ষপথের মধ্যবলয়ে রয়েছে এস্টিরয়ে(Asteroid), মিটিওরিট (Meteorite) ও উল্কাপিন্ড প্রভৃতি ভাসমান পাথরের এক সুবিশাল বেল্ট, এগুলোকে এককথায় গ্রহানুপুঞ্জ বলা হয়।

গ্রহানুপুঞ্জের এইবেল্ট (Belt) আবিষ্কৃত হয় ১৮০১ সালে। এক একটা ঝুলন্ত পাথরের ব্যাস ১২০ মাইল থেকে ৪৫০ মাইল। বিজ্ঞানীরা আজ পাথরের এই ঝুলন্ত বেল্ট নিয়ে শঙ্কিত। কখন জানি এ বেল্ট থেকে কোন পাথর নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর বুকে আঘাত হানে, যা পৃথিবীর জন্য ধ্বংসের কারণ হয় কিনা?

গ্রহানুপুঞ্জের পাথর খন্ডগুলোর মাঝে সংঘর্ষের ফলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাথরখন্ড প্রতিনিয়তই পৃথিবীর দিকে ধেয়ে আসে। কিন্তু সেগুলো পৃথিবীর বায়ুমন্ডলে এসে জ্বলে ভস্ম হয়ে যায়। কিন্তু বৃহদাকার পাথর খন্ডগুলো যদি পৃথিবীতে আঘাত করে তাহলে কি হবে?

প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে পৃথিবীতে এমনই একটি পাথর আঘাত হেনেছিলো। এতে ডাইনোসরসহ পৃথিবীর তাবৎ উদ্ভিদ লতা গুল্ম সব ধ্বংস হয়ে গিয়েছিলো। আপনজনের (Arizon) এ যে উল্কাপিন্ড এসে পড়েছিলো তার কারণে পৃথিবীতে যে গর্ত হয়েছিলো তার গভীরতা ৬০০ ফুট এবং প্রস্থ ৩৮০০ ফুট।

বিজ্ঞানীরা বলেন, সূর্য অথবা চন্দ্রগ্রহণের সময় ঝুলন্ত পাথরগুলো পৃথিবীতে ছুটে এসে আঘাত হানার আশংকা বেশী থাকে। কারণ হচ্ছে,এসময় সূর্য,চন্দ্র ও পৃথিবী একই সমান্তরালে,একই অক্ষ বরাবর থাকে ।ফলে তিনটির মধ্যাকর্ষণ শক্তি একত্রিত হয়ে ত্রিশক্তিতে রুপান্তরিত হয়।

এমনি মুহূর্তে যদি কোন পাথর বেল্ট থেকে নিক্ষিপ্ত হয় তখন এই ত্রিশক্তির আকর্ষণের ফলে সেই পাথর প্রচন্ড শক্তিতে, প্রবল বেগে পৃথিবীর দিকে আসবে,এ প্রচন্ড শক্তি নিয়ে আসা পাথরটিকে প্রতিহত করা তখন পৃথিবীর বায়ুমন্ডলের পক্ষে অসম্ভব হয়ে দাড়াবে।

ফলে পৃথিবীর একমাত্র পরিণতি হবে ধ্বংস। একজন বিবেকবান মানুষ যদি মহাশূন্যের এ তত্ব জানে, তাহলে তার শঙ্কিত হবারই কথা।

এই দৃষ্টিকোন থেকে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় মহানবীর (সা.) সেজদারত হওয়া এবং সৃষ্টিকূলের জন্য পানাহ চাওয়ার মধ্যে আমরা একটি নিখুঁত বাস্তবতার সম্পর্ক খুঁজে পাই। মহানবীর (সা.) এ আমলটি ছিলো যুক্তিসঙ্গত ও একান্ত বিজ্ঞানসম্মত। তাই এটিকে উৎসব না বানিয়ে আল্লাহকে ভয় করুন। সালাত আদায় করুন।

24/10/2022

&নোটিশ&

এতদ্বারা বরগুনা মডেল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘূর্নিঝড় সিত্রাং এর জন্য আগামীকাল ২৫/১০/২০২২ ইং তারিখ রোজ মঙ্গল বার বিদ্যালয় বন্ধ থাকবে।

এছাড়া এস.এস.সি ২০২৩ পরিক্ষার্থী/ বর্তমান ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫/১০/ ২০২২ তারিখের নির্বাচনী পরিক্ষা স্থগিত করা হলো। উক্ত স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

মোঃ শামসুল হক
অধ্যক্ষ
বরগুনা মডেল স্কুল এন্ড কলেজ
বরগুনা সদর,বরগুনা।

24/10/2022
Join pls
14/10/2022

Join pls

07/10/2022

মহাকাশ ক্যাম্প বরগুনা আসলে এভাবে কাছ থেকে চাঁদ দেখতে পারবে।

06/10/2022

বরগুনার রাতের দৃশ্য

06/10/2022

মহাকাশ ক্যাম্প

06/10/2022

মিজান টাওয়ারের হেলিপ্যাড থেকে বরগুনা শহর।

06/10/2022

Space Camp, Barguna. মহাকাশ ক্যাম্প.

06/10/2022

সাহস করে সামনে দাড়ালেই হই।

03/10/2022

মোবাইলে আসক্ত শিশু ঘুমের মধ্যে কি করে!

01/10/2022

ছোটবেলার স্মৃতি

কয়টি ভুল আছে বের করুন।
01/10/2022

কয়টি ভুল আছে বের করুন।

18/09/2022

পানির ঘোল

15/09/2022

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেয়ার অনুভূতি

13/09/2022

বরগুনা কলেজ রোড বৃষ্টির পানিতে প্লাবিত

04/09/2022

নুরুল ইসলাম মনির উপর হামলার প্রতিবাদে বরগুনা জেলা বিএনপির সংবাদ সম্মেলন।

02/09/2022

বরগুনা মডেল স্কুল এন্ড কলেজে ছাত্র ছাত্রীদের উদেশ্যে কথা বলেন রাইমু জামান, সভাপতি এনসিটিএফ, বরগুনা।

Address

South Khajurtala, 2 No Gowrichanna Union, 2 No Ward, Faraji Store, Barguna Sador Barguna
Barguna
8700

Alerts

Be the first to know and let us send you an email when Rang Danu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rang Danu:

Videos

Share


Other Digital creator in Barguna

Show All