AhnaF Mohsin ツ

  • Home
  • AhnaF Mohsin ツ

AhnaF Mohsin ツ Like to be Travel photographer & Filmmaker

চির সবুজের মিলন মেলায় বংলার সুইজারল্যান্ড খ্যাত একটি লেক,যা ইন্ডিয়া ও বাংলাদেশের সীমান্ত রেখা।📍নীলাদ্রি লেক, তাহিরপুর, স...
18/09/2023

চির সবুজের মিলন মেলায় বংলার সুইজারল্যান্ড খ্যাত একটি লেক,যা ইন্ডিয়া ও বাংলাদেশের সীমান্ত রেখা।

📍নীলাদ্রি লেক, তাহিরপুর, সুনামগঞ্জ।

Lost in the beauty of Tanguar Haor🏞️📍টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।
14/09/2023

Lost in the beauty of Tanguar Haor🏞️

📍টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।

A place of relaxation, rest, and tranquility.. 🌿📍বারেকটিলা,তাহেরপুর,সুনামগঞ্জ।
09/09/2023

A place of relaxation, rest, and tranquility.. 🌿

📍বারেকটিলা,তাহেরপুর,সুনামগঞ্জ।

06/09/2023

মানুষ কিসের জন্য বাঁচে আমার জানা নেই।প্রতিটা মানুষের ভিন্ন ভিন্ন গন্তব্য ভিন্ন ভিন্ন লক্ষ্য।
আমি শুধু জানি আমি এসব দেখার জন্য বাঁচি আর বাঁচতে চাই। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর।

তাহেরপুর, সুনামগঞ্জ। 📌

30/08/2023

Serenity of Tanguar Haor🏞️

📍টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।

03/05/2023

-Only Travel can Remove Your Depression 🌼🥀

11/04/2023

📍 Somewhere in Bishkhali river 🏝️

- যদি প্রশান্তি চাও, প্রকৃতিতে হারিয়ে যাও 🌸✨
07/04/2023

- যদি প্রশান্তি চাও, প্রকৃতিতে হারিয়ে যাও 🌸✨

04/04/2023

আমার একটু সমুদ্র দেখতে যাওয়া দরকার 🌊🏝️

কোলাহল থেকে কিছুটা দূরে,  শান্তির খোঁজে 🌼📍ছোট বালিয়াতলি,বরগুনা,বরিশাল।
02/04/2023

কোলাহল থেকে কিছুটা দূরে, শান্তির খোঁজে 🌼

📍ছোট বালিয়াতলি,বরগুনা,বরিশাল।

প্রেম হোক পাহাড়ের সাথে ,     বন্ধুত্ব হোক প্রকৃতির সাথে।🌿🌼📌 চন্দ্রনাথ পাহাড়,  সীতাকুণ্ড,চট্টগ্রাম।
01/04/2023

প্রেম হোক পাহাড়ের সাথে ,
বন্ধুত্ব হোক প্রকৃতির সাথে।🌿🌼


📌 চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড,চট্টগ্রাম।

31/03/2023

যেখানে নদী এসে থেমে গেছে 🏝️

📍সমুদ্র কন্যা কুয়াকাটা

15/03/2023

বুচ্ছো নি তুমি..!

25/12/2022

📍 গুলিয়াখালি সী-বিচ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

06/12/2022

ঠিক ঠিকানা 🕊️

[০২ ডিসেম্বর, ২০২২]
ঢাকা, বাংলাদেশ।

21/10/2022

🕊️ যাও পাখি বলো তারে-

08/10/2022

এ শহর তোমার আমার 🌼

20/09/2022

বৃষ্টি ভেজা শহর বরগুনা 🌧️🌼

19/09/2022

এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল...🌼

17/09/2022

গুড ফুডে গিয়ে এভাবে ছবি তোলার জন্য হলেও একজন থাকা দরকার 🙂🥀

05/05/2020

কেউ জানে না' কি অবস্থার মধ্যে আছি আমরা। 🙄

পরিবহন চলাচল বন্ধ হয়—সেটা বিজিএমইএ জানে না।
বিজিএমইএর নির্দেশে গার্মেন্ট ফ্যাক্টরি খোলে—সরকারি কর্তৃপক্ষ জানে না।

পরিবহন চলাচল কেন বন্ধ, গার্মেন্ট ফ্যাক্টরি কেন খোলা—সেটা আবার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় জানে না।

করোনা মোকাবেলা সমন্বয় কমিটির সভাপতি হয়েও স্বাস্থ্যমন্ত্রী কেন এসব জানেন না—সেটা আবার জনগণ জানে না।

মসজিদে নামাজের জামাতে ১২ জনের বেশি জমায়েত না হওয়ার নির্দেশ দিয়ে জিলাপির দোকান কেন খোলা হয়—সেটা কেউ জানে না।

সংসদ টেলিভিশনে প্রচারিত তৃতীয় শ্রেণীর গণিতের যোগফল শিক্ষক জানে না।

ঢাকার ছেলে হয়েও Extraction-এর অভিনেতারা দেশীয় উচ্চারণে বাংলা বলাটা জানে না।

ইরফান খান যে তার আগে চলচ্চিত্রে অভিনয় করেছেন—সেটা আবার ওমর সানি জানে না।

করোনা মহামারীর মধ্যে যে ডেঙ্গু মশার ভয়ঙ্কর উপদ্রব বেড়েছে—ঢাকার দুই মেয়র সেটা জানে না‌।

ওদিকে, ঢাকার দুই মেয়র কোথায় লুকিয়ে আছেন—সেটা আবার নগরবাসী জানে না।

বেগম খালেদা জিয়া এখন কেমন আছেন—বিএনপি-কর্মীরা জানে না।

ধান কাঁচা না পাকা অবস্থায় কাটতে হয়—ফটোসেশনের লোভে ফুরুৎ করে জমিতে নেমে পড়া নেতারা সেটা জানে না।

গাজীপুরের মেয়র মসজিদে নামাজ পড়া উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন—সেটা অাবার ধর্মমন্ত্রণালয় জানে না!

পরবর্তীতে আবার তিনি সে ঘোষণা ফিরিয়ে নিয়েছেন—সেটা অনেক মুসল্লি জানে না।

এই দুঃসময় কবে শেষ হবে—সেটা কেউ জানে না।

এত না জানা বিষয় নিয়ে 'খাইরুল বাবুই' কেনো স্ট্যাটাস লিখেছেন তা তিনি নিজেই জানেন না!

25/04/2020

সারাদিনের ক্লান্তি ঝেড়ে ইফতারের পর বাসার কাছেই একটা চায়ের দোকানে বসে ফেইজবুকে গুতাগুতি করছিলাম।

কিছুক্ষণ পর এলাকার এক ভদ্র মুরুব্বি আমার পাশে এসে বসে একটি চায়ের অর্ডার দিলেন।

আমি তাকে দেখে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন চাচা?

-জ্বী ভালো।তুমি কেমন আছো?

-আলহামদুলিল্লাহ্‌ ভালো।

অতঃপর আর কথা না বাড়িয়ে আবার মোবাইল টিপায় মন দিলাম।

কিছুক্ষণ বাদে সে চা খেতে খেতে আমায় জিজ্ঞেস করলো
-তো বাবা কোন ক্লাসে পড়?

-এই তো চাচা এবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চতুর্থ সেমিষ্টারে পড়তেছি।

-ওহ ভালো।

অতঃপর আমি একটা আবুল মার্কা হাসি দিয়ে আবার মোবাইলে মন দিলাম।

সে চায়ে চুমুক দিতে দিতে আবার বলল
-তো বাবা তুমি কি আর্সে এ পড়ো?

এবার তার পশ্নে আমি থতমত হয়ে গেলাম আমি কোন ক্লাসে পরি সেটা শোনার পর যখন সে বলল ওহ ভালো আমি মনে করেছিলাম সে হয়তো বুঝতে পারছে।
কিন্তু এখন বুঝলাম সে ডিপ্লোমার (ড) ও বুঝে না।
আমি তাকে বললাম

- না চাচা ডিপ্লোমায় তো সায়েন্স, আর্স বা কমার্স থাকে না। আমি সিভিল টেকনোলজিতে পড়ি।

এবার সে মাথা নাড়িয়ে বলল ওহ।
ভেবেছিলাম হয়তো এখন বুঝতে পারছে আমি কিসে পড়ি।

কিন্তু নাহ এরপর সে যা বলল তা শোনার পার আমার আর মোবাইল টিপা হলো না।
চাচায় বলতেছে
-তুমি মনে হয় পড়া লেখা ভালো পারো না তাই এখনো সিভিলে পড়।
আমার নাতনী তোমার চেয়ে ছোট হয়েও বড় ক্লাসে পরে দশ ক্লাসে তাও আবার আর্সে।

না এতো বড় অপমান সহ্য করা যায় না। আমি মোবাইটা আমার পশ্চাৎ দেশের নিচে রেখে চাচারে প্রায় আধঘন্টা ধরে বুঝাইলাম ডিপ্লোমা কি এটার নাড়িভুঁড়ি সব বুঝাইয়া বলাম।

সে শুধু প্রতি কথার হু হ্যা হুম করছিল।তাকে বুঝানো শেষে এখন নিজের মধ্যে একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ভাব চলে আসছে। সেই ভাব নিয়ে চাচাকে বলাম

-চাচা এখন বুঝছেন আমি কিসে পড়ি?

-হুম বুঝলাম কিন্তু...

-কিন্তু কি চাচা?

-তুমি সিভিলে পড় ভাল কথা। এখনো তো ম্যাট্রিক পাশ করো নাই।
ভালো কইরা পড়া লেখা কইরা দেখো ম্যাট্রিক পাশ করতে পারো কি না। মনে হয় না পারবা যেভাবে পড়া লেখা বাদ দিয়া মোবাইল টিপো! আমাগো সময় আমি তোমার চাইতে ভালো ছাত্র ছিলাম আমি চার চার বার মেট্রিক পরিক্ষা দিছি।আর তোমরা তো একবার দিয়াই আর দিতে পারো না। আমি দুয়া করি তুমি যেন বড় হইয়া একজন ডাক্তার হতে পারো।

কথা গুলো বলা শেষ করে চাচা তার বাড়ির দিকে হাটা শুরু করল।

আর আমি একবার আমার মোবাইলের দিকে তাকাচ্ছি আর তার যাওয়ার দিকে তাকাচ্ছি।

এইবার বুঝতে পারছি কেন চাচা চার বার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন।

(রিপোষ্ট)
লেখা:- Ahnaf Bin Mohsin

23/04/2020

Favourite song...

♥️♥️ তুমি হৃদয়ের আয়না ♥️♥️

21/04/2020

Tomake Chai♥️♥️

19/04/2020

সিমাহীন ভালোবাসা লালন করে
যে এগিয়ে চলছে প্রতিবার,
অসংখ্য অপূর্ণতা আর অতৃপ্তি নিয়ে
আবেশে পূর্ণতার'ই সমাচার।

দিব্বি বলে দিচ্ছে আমি ভালো আছি,
মৃত্যু পথচারীকেও সাহস দিচ্ছে,
অথচ মিথ্যে বলছে ওরা
মোটেও ভালো নেই, তবু অন্যকে দিচ্ছে সান্তনা!

অথচ ওরা একটু ভালো থাকা ছাড়া আর কিছু চায় কি?
লুকায়িত মনমোহরে যে তৃপ্তিটুকু পায়
প্রকাশিত ভূবনে এতটুকু পায় কি ?

18/04/2020

আবেগ-প্রবন মানুষগুলোর মাঝে উল্লেখযোগ্য একটি সমস্যা হলো তারা অনেক বোকা।এদেরকে যদি কেউ একটু ইনিয়ে বিনিয়ে মিষ্টি করে কথা বলে তাকে সে আপনজন ভাবতে শুরু করে।

তবে হ্যাঁ এই সমস্ত আবেগ- প্রবন মানুষগুলোর মাঝে খুব সহজেই মানুষকে
আপন করে নেওয়ার যেমন আলাদা একটা ক্ষমতা থাকে...ঠিক তেমনি
এরা শত কষ্টের মাঝেও প্রিয় মানুষটিকে হুট করে ছাড়তে পারেনা।
সম্পর্কের শুরুতে এদেরকে আপনি যাই
বলেন না কেনো সেটাই বিশ্বাস করে মনে মনে বাস্তবতার বীজ বপন
করে। এটা মূলত হয় তার সাবকাস মাইন্ড
থেকে..মানুষটি নিজেও টের পায়না সে আপনাকে নিয়ে কতোটা কল্পনাবিলাসী।

তাই দয়া করে এই মানুষগুলোর আবেগ
নিয়ে কখনো খেলতে যাবেন না। খেলার
যদি খুব ইচ্ছা হয় বাজার থেকে খেলনা কিনে ইচ্ছে মত খেলুন
তবুও মানুষের মন নিয়ে নয়।
যদি কোনো মানুষকে প্রচন্ড রকমের
ভালবাসেন তাহলে তাকে নিয়ে আগে কিছুক্ষন ভাবুন...হুম
তার হাতটি ধরার আগে চিন্তা করে নেন সারাটি জীবন মানুষটার হাত
ধরে রাখতে পারবেন কিনা। যদি না পারেন তাহলে ক্ষনিকের জন্য হাতটি ধরে মিথ্যে আশ্বাস দিবেন না।

সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যাটা বেশি হয় তা হল-
ফ্যামিলি প্রব্লেম...বাবা-মা মানছে
না..বাবা মেয়ে ঠিক করে রেখেছে...কিংবা তুমি দেখতে কালো..কম শিক্ষিত...তোমার ফ্যামিলির অবস্থা আমাদের থেকে
খারাপ...তোমাদের এটা নেই কেন...ওটা
কম কেন...ব্লা..ব্লা আরো অনেক কিছু।

আরে ভাই এটা তো শুধু একটা কমন প্রব্লেম...!!
সব সম্পর্কেই এমন দু একটা বাঁধা
আসবেই...আর সেটা যদি আপনি সমাধানে অক্ষম হন তাহলে মানুষটির হাত ধরার দরকার নেই...ভদ্র ছেলে-মেয়ের মত চুপ চাপ ঘরে বসে থাকেন...
অযথা কোনো মানুষের জীবনে আলোর প্রদিপ হয়ে গিয়ে টুপ করে নিভে যাওয়ার
কোনো মানে হয়না।

অাবার অনেকেই আছে এই পরিস্থিতিতে
পড়ে কমন যে সব
ডাইলোগ দেয় তা হল-
"জান আমি কিন্তু সত্যিই তোমাকে
ভালবাসি তবে......
এখানেই ফুলষ্টপ হয়ে যায়...এই "তবে"
আর শেষ হয়না। একটি সম্পর্কের ইতি
টানতে এই তবে" টাই অনেক কিছু।
যদি এমন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে
প্লিজ মানুষটির হাতটি ধরে মিথ্যে স্বপ্ন দেখাবেন না।
আপনি হয়তো পরিস্থিতিতে পরে দৃঢ মনে মানুষটিকে এই শান্তনার বানী শুনিয়ে দিলেন কিন্তু কখনো কি মানুষটির
জায়গায় থেকে আবেগ বোঝার চেষ্টা করেছেন.?
নাহ করেন নি...!!
এ হলো সেই মানুষ যে আপনার সাথে রাতের পর রাত জেগে কথা বলে বলেছে আর আপনার প্রতিটা কথায় সে
হারিয়ে গেছে কল্পনাপুরীতে।
আপনি যখন বলেছেন চাঁদের দেশে
আমাদের একটা ছোট্র কুঁড়েঘর হবে...আর সে তখন চট করে বলেছে সেই
কুঁড়েঘরে আমি তুমি আর আমাদের সুন্দর
একটা মেয়ে থাকবে...
চিন্তা করতে পারবেন আপনি-
যে মেয়েটার এখনও বিয়ে হয়নি সে আপনাকে নিয়ে কতোটা গভীর
চিন্তা করলেএমন স্বপ্ন দেখতে পারে...হু
সত্যিই এইবমানুষগুলো আবেগপ্রবন...
এরা খুব সহজেই সব কিছু বিশ্বাস করে নেয়।
আপনি খেয়াল করে দেখবেন প্রেমের
প্রথম স্টেজে আপনি যে কথাগুলো মানুষটিকে বলেছিলেন এখনো সে
এগুলো মনে রেখেছে...শুধু মনেই রাখেনি
এগুলো নিয়ে স্বপ্নও দেখেছে অনেক।তাই এই মানুষগুলোকে কখনো খেলনা ভেবে তাদের ছোট্ট-ছোট্র আবেগ নিয়ে
খেলবেন না দয়া করে।
আবার অনেকেই আছে পরিস্থিতির কথা
মুখ ফুটে বলতে না পেরে মানুষটাকে এভোয়েট করা শুরু করে কিংবা
সামান্য কথায় প্রচন্ড পরিমান রেগে
যায়।
হঠাৎ করে বদলে যাওয়া এই মানুষটাকে নিয়ে তখন অপর জনের খটকা লাগে। দিনের পর দিন কষ্ট পেতে থাকে...
দরজার ছিটকেনি লাগিয়ে স্যাড ইমোশনের গানগুলো বার বার শুনে আর চোখের জলে বালিশ ভেজায়।
বাহিরে থেকে এসব আবেগ প্রবন মানুষগুলোকে এমন দেখলেও তাদের
ভেতরের সুপ্ত অভিমানটা যদি কখনও
জেগে ওঠে তখন তারা নিশ্চুপে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে..!! .
এই সব মানুষগুলোকে সান্তনা দেওয়ার
ভাষা আমার জানা নেই...ধরুন আজকে রাতে আপনারববাবা হার্ট-
এটাকে মারা গেছে..এখন যদি আমি
আপনাকে গিয়ে বলি-দেখো মানুষ মাত্রই
মরনশীল...আমাকে তোমাকে
সবাইকে এভাবে মরতে হবে..এই কথাটি
শুনে কি আপনার কান্না বন্ধ হবে.? হবেনা...কারন আমরা সবাই মরে
যাবোবকথাটি আপনি নিজে জানলেও আবেগ ধরে রাখতে পারেন না। কান্নার মাধ্যমে তা প্রকাশ করেন।
তাই এই সব মানুষদের প্রতি আমার একটাই অনুরোধ
ছোট্ট ছোট্ট রাগ অভিমান গুলো কখনো জমিয়ে রাখবেন না...
কান্নার মাধ্যমে সাথে সাথে তা নিঃশ্বেস করে দিন...কিছুদিন আগে মেঘলা নামে একবআপু আমাকে
বলেছিল-"ভাইয়া আমার ভালবাসার
মানুষটা না অনেক চেঞ্জ হয়ে গেছে...
আমার মনে হয় ওর বাসা থেকে ওর
বিয়ে ঠিক হইছে..তাই ও আমাকে এড়িয়ে
যাচ্ছে। এখন আমি কি করবো..ওকে না পেলে তো আমি বাঁচবোনা। .
চুপটি করে কথাগুলো শুনে শুধু বলেছিলাম অনেক বেশি
কান্না করো...দেখবে মনটা হালকা
লাগবে...শুধু এবটুকুই...কারন আমি জানি তাকে যদি এইবমুহুর্তে কিছু
জ্ঞান দিতে যাই তাহলে তার কাছে তা
করলার রসের থেকেও বিষাদময় মনে হবে।
তাই সর্বদা পাশে থাকুন ভালবাসার
মানুষগুলির...আর প্রান খুলে ভালবাসুন।

লেখা:-Ahnaf Bin Mohsin

12/04/2020

"তোমার কাছে আমি গল্পের মতো
একবার পড়ে ফেলেছ,
তাই কৌতুহল,চাওয়া পাওয়ার আশা মিটে গেছে।
এখন তুমি উপন্যাস খুঁজতে ব্যস্ত
যে উপন্যাস আমার মতো ছোট গল্পের থেকে অনেক গুণ ভালো।
যে উপন্যাস তোমাকে শুধু হাসাবে,
ভালবাসাবে না"...

~ Ahnaf Bin Mohsin

10/04/2020

"গল্পটা তার লেখা। আমি তার গল্পের ক্ষণিকের একটি চরিত্র মাত্র।
যে তার গল্পকে অধিক রঞ্জিত করেছে।
তার গল্পকে বড় করার জন্য এই চরিত্র আর প্রয়োজন হয় না।এখন সে অন্য চরিত্র নিয়ে ব্যাস্ত।কিন্তু এই চলার পথে তার কি এই ক্ষণিকের চরিত্রের কথা একবারও মনে পরে না???"

~ Ahnaf Bin Mohsin

08/04/2020

নিঃসঙ্গ জীবন ঢের ভালো কাছের মানুষ পাশে থাকার পরেও নিজেকে একলা লাগার চেয়ে।

সারাক্ষন যে মানুষটাকে ভেবে তোমার সকাল সন্ধ্যা গড়ায় সে মানুষটা থাকা স্বত্তেও যদি জমানো কথা গুলো তোমায় গিলে ফেলতে হয় একাকীত্বের যন্ত্রনা তার চেয়ে ঢের ভালো।

প্রতিটা মেসেজ টোনে চমকে উঠে যদি বার বার তোমায় হতাশ হতে হয় তবে মেসেজ করার মত বিশেষ কেউ না থাকাটাই তার চেয়ে ঢের ভালো।

একা একা বাঁচা যতটা কঠিন তার চেয়ে ঢের কঠিন ভুল মানুষটাকে আকরে ধরে বাঁচা!!

জীবনে কোনো বসন্ত না আসা মানুষটাও কোনো এক বসন্তের অপেক্ষায় বাঁচে, কিন্তু সে বসন্তের কোকিল যখন কারো জীবনে এসে কলিজা ঠুকরে খায় সে মানুষটা তখন বেঁচে থাকে মৃত্যুর অপেক্ষায়!!

মানুষ সব চেয়ে বড় প্রতারনটা করে নিজের সাথে সব কিছু বুঝে যাবার পরেও ভুল মানুষটাকে সঠিক ভেবে বেঁচে থাকতে চায়। হায় সে জানেনা ভুল পাজেলের টুকরো নিয়ে ছবি মেলানো যায়না। যে মানুষটা তোমার মত না সারাজীবনেও তুমি তাকে তোমার মত করতে পারবেনা। এ পৃথিবীতে কেউ কারো জন্য বদলায় না। কিন্তু সবাই চায় অপর প্রান্তের মানুষটা তার মত নিজেকে বদলাক।

07/04/2020

একদিন হুট করেই নীল সাদার এই ভারচুয়াল জগতের নামের পাশে সবুজ বাতিটা একেবারে নিবে যাবে।
থেমে যাবে দিনের পর দিন ঘন ঘন স্ট্যাটাস দেওয়া।
রয়ে যাবে প্রিয় মানুষগুলোর সাথে ইনবক্স মাতানো অজস্র সৃতি।
টাইমলাইন জুড়ে থাকবে পরিচিত মানুষদের আহাজারি।
মনের অন্তরালে নানা অনুভূতির সাক্ষি হয়ে থাকবে আমার স্ট্যাটাস গুলি।
হয়তো আমার কোন বন্ধু বা পরিচিত মানুষ আমার আইডিতে ট্যাগ করে জানান দিবে এই প্রফাইলের মানুষটি এই সুন্দর পৃথিবী ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।

আমার মৃত্যুর সংবাদ ফ্রেন্ড লিষ্টের কিছু মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে কিছুক্ষণের জন্যে।
কেউ কেউ টাইমলাইন ঘুরতে আসবে শেষ বারের মতো আমার ফেলে যাওয়া সৃতিগুলি দেখার জন্য।কেউ কেউ আনফ্রেন্ড করে দিবে তার লিষ্টে মৃত ব্যক্তির দখল করা যায়গায়টা খালি করার জন্য।
কেউ বা পুরনো কনভার্সন গুলো বার বার পড়বে আমার অস্তিত্ব অনুভব করার জন্য।
পরক্ষণে সবাই আবার আগের মতো ব্যস্ত হয়ে যাবে।যাদের সাথে ঘন্টার পর ঘন্টা ইনবক্সে সময় কাটাতাম তারাও ব্যস্ত হয়ে পরবে অন্য কারো ইনবক্স ভরাতে।
ক্ষণিকের এই জীবনে কোন কিছুই চিরন্তর নয়। আযান বিহীন এক নামাজের মধ্যদিয়ে শেষ হবে আমার জীবনের পরিসমাপ্তি।
দিনশেষে সবাই ভুলে যাবে আমার কথা। হাজার হাজার আইডির ভিড়ে চাপা পরে যাবে এই আইডিটা।আমার জীবনের বাতির সাথে এই সাজানো গোছানো আইডির সবুজ বাতিটাও নিভে যাবে অনন্তকালের জন্য...!

~Ahnaf Bin Mohsin

Address

Barguna

Telephone

+8801721029286

Website

Alerts

Be the first to know and let us send you an email when AhnaF Mohsin ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AhnaF Mohsin ツ:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share