02/03/2023
"জীবন" কাঁটাময় এক যাত্রার নাম।
অধ্যবসায় ও সাহস দিয়ে যাকে জয় করতে হয়.....
আর সেই "জীবনটা" খুবই সংকীর্ণ এবং ক্ষণস্থায়ী, আর আমরা সেই সংকীর্ণ জীবনকে কেন্দ্র করে এত ব্যস্ত, এত হামাগুড়ি খায়, শত ব্যস্ততার পরও দিন শেষে সেই জীবনটা অর্থ ছাড়া অর্থহীন। জীবনটা না খুব সুন্দর যদি সবকিছু না থাকার পরও অর্থ জিনিস টা আপনার সাথে থাকে।
জীবনে যতক্ষণ সফলতা আসবে ততক্ষণ আপনার শুভাকাঙ্ক্ষী গুলো হাততালি দিয়ে আপনার পাশে থেকে উৎযাপন করবে। কিন্তু যখন আপনি কোথাও হেরে যাবেন বা হোটচ খাবেন, তখন যে হাতগুলো আপনার সফলতায় তালি দিয়েছিল সে হাতগুলো ধরার জন্য আপনি একটা ও পাবেন না। জীবন যতটা সুন্দর ততটা কঠিন। জীবনটা যদি আমরা সহজ ভাবে নি তাহলে আমাদের কাছে জীবনটা অনেক সহজ। তখনি জীবনটা সহজ ও সুন্দর হবে, যখন আমরা সময়কে ইউটিলাইজ করব। Actually সবকিছু সুন্দর ও সহজ হওয়ার পেছনে সময়ের যথেষ্ঠ গুরুত্ব আছে। আর আমরা সেই সময়কে যে যার যার মত ব্যবহার করি। So, দিন শেষে আমাদের কাছে সবকিছু কঠিন হয়ে পড়ে…
কিন্তু আমার ক্ষেত্রে জীবনটা একটু ভিন্ন থেকে ভিন্নতর°°°°°°
জীবন হচ্ছে একটা ভ্রমণ। যেখানে কোনকিছু সবসময় ঠিক থাকেনা। উত্থান পতন, হাসি কান্না নিয়ে বহমান স্রোতে এগিয়ে চলাই জীবন। জীবন কখনো অপূর্ণতার হাহাকার কখনো পূর্নতার তৃপ্তি। কখনো মনে হয় হাজার বছর বাঁচি, কখনো মনে হয় এই মানব জনমই বৃথা। এই দোলাচলে ধুলতে ধুলতে, না জানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে জীবন কেটে যায়। পৌরাণিকের পচে যায়, নবীনেরা জন্ম নেয়। সে আবার একই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে জীবন পার করে দেয়। তাইতো জীবন একটা ভ্রমন। আমি ছাড়া বাকি সবাই আমার ভ্রমনসঙ্গী।
"জীবনটা" না একটা বইয়ের মতো। বই যেদিন থেকে পড়া শুরু হয় সেদিন থেকে শেষ হওয়ার পথে যাত্রা করে। মানুষ যেদিন জন্ম গ্রহণ করে সেদিন থেকে মৃত্যুর পথে যাত্রা করে। বইয়ের প্রত্যেকটি বিষয় ভালো লাগে না তাই বলে ছিড়ে ফেলে দিতে পারি না। জীবনে সবাই কে ভালো লাগে না তাই বলে তাদেরকে জীবন থেকে বের করতে পারি না। বইয়ের কিছু বিষয় চিরকাল মনে থাকে। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের চিরকাল মনে থাকে। জীবনের প্রতিটি মুহূর্তে তারা আমাদের সুঃখ- দুঃখের অংশীদার হয়। এমন মানুষ সবার জীবনে থাকে না। যারা পায় তারা সত্যি ভাগ্যবান।
আত্মা উপলব্ধি থেকে লিখা (SL)
So Be Positive