Mohammad Shafiq

Mohammad Shafiq বিভেদহীন বসুন্ধরার স্বাপ্নিক ও এক অনুসন্ধিৎসু পরিব্রাজক।

01/09/2024

নেট বন্ধের ফলাফল 🥲

21/06/2023

১০০টি গুরুত্বপূর্ণ Phrasal verbs
✪ Go on – চালিয়ে যাওয়া।
✪ Look at – তাকানো।
✪ Look for – খোঁজা।
✪ Look down – ঘৃণা করা।
✪ Look on – মনে করা।
✪ Cheer up – উৎসাহিত করা।
✪ Carry on – চালিয়ে যাওয়া।
✪ Carry out – পালন করা।
✪ Call off – বাতিল করা/প্রত্যাহার করা।
✪ Get into – ঢোকা/মিশে যাওয়া।
✪ Get on – চলা।
✪ Get up – উঠা/তৈরী করা।
✪ Give in – মেনে নেওয়া।
✪ Go off – বিচ্ছিন্ন হওয়া।
✪ Turn on – চালু করা।
✪ Turn off – বন্ধ করা।
✪ Turn over – উল্টানো।
✪ Turn up – হাজির হওয়া।
✪ Stand by – পাশে দাঁড়ানো
✪ Stand for – বোঝানো।
✪ Stand Off – দূরে থাকা।
✪ Act for – পক্ষে কাজ করা।
✪ Break down – ভেঙ্গে পড়া।
✪ Break in – শিক্ষা পাওয়া।
✪ Look over – পরীক্ষা করা।
✪ Break out – প্রার্দুভাব ঘটা।
✪ Break up – শেষ হওয়া।
✪ Call in – ডেকে আনা।
✪ Call out – ডেকে পাঠানো।
✪ Call up – স্বরণ করা।
✪ Drop out – বাদ পড়া।
✪ Get away – পালানো।
✪ Get down – নামা/মনোযোগ দেয়া।
✪ Go after – অনুসরণ করা।
✪ Live by – জীবন ধারণ করা।
✪ Live on – খেয়ে বেঁচে থাকা।
✪ Make up of – গঠিত হওয়া।
✪ Take off – উড্ডয়ন করা/খুলে ফেলা।
✪ See off – বিদায় জানানো।
✪ Put on – পরিধান করা।
✪ Show off – লোক দেখানো।
✪ Dress up – পোশাক পরিধান করা।
✪ Come of – জন্মগ্রহণ করা।
✪ Break away – এক স্থান হতে অন্য স্থানে সড়িয়ে নেওয়া।
✪ Fall down – পড়ে যাওয়া।
✪ Bear with – সহ্য করা।
✪ Set up – স্থাপন করা।
✪ Run after – ধাওয়া করা।
✪ Bank on – বিশ্বাস করা।
✪ Cut off – বিচ্ছিন্ন করা।
✪ Come away – খুলে ফেলা।
✪ Come on – শুরু করা।
✪ Come at – আক্রমন করা।
✪ Call for – চাওয়া।
✪ Carry away – মুগ্ধ করা।
✪ Carry off – জয় করা।
✪ Come off – সম্পন্ন হওয়া।
✪ Come over – মনে আসা/পক্ষ পরিবর্তন করা।
✪ Cut out – বাদ দেওয়া।
✪ Get out – বাহিরে যাওয়া।
✪ Get in – ভিতরে পড়া।
✪ Get over – অতিক্রম করা।
✪ Get on – চড়া।
✪ Pick up – সংগ্রহ করা।
✪ Bear on – প্রভাবিত করা।
✪ Bear up – সহ্য করা।
✪ Break off – থামা।
✪ Bring off – উদ্ধার করা।
✪ Act from – কোন উদ্দেশ্য নিয়ে কাজ করা।
✪ Act against – বিরুদ্ধে কাজ করা।
✪ Act upon – নির্ভর করা।
✪ Bear away – জয়লাভ করা।
✪ Bear down – দমন করা।
✪ Bear out – সমর্থন করা।
✪ Blow away – উড়াইয়া নেওয়া।
✪ Blow over – বয়ে যাওয়া।
✪ Blow out- নিভিয়ে ফেলা

Nobody is Perfect ❤️
03/03/2023

Nobody is Perfect ❤️

02/03/2023

"জীবন" কাঁটাময় এক যাত্রার নাম।
অধ্যবসায় ও সাহস দিয়ে যাকে জয় করতে হয়.....

আর সেই "জীবনটা" খুবই সংকীর্ণ এবং ক্ষণস্থায়ী, আর আমরা সেই সংকীর্ণ জীবনকে কেন্দ্র করে এত ব্যস্ত, এত হামাগুড়ি খায়, শত ব্যস্ততার পরও দিন শেষে সেই জীবনটা অর্থ ছাড়া অর্থহীন। জীবনটা না খুব সুন্দর যদি সবকিছু না থাকার পরও অর্থ জিনিস টা আপনার সাথে থাকে।
জীবনে যতক্ষণ সফলতা আসবে ততক্ষণ আপনার শুভাকাঙ্ক্ষী গুলো হাততালি দিয়ে আপনার পাশে থেকে উৎযাপন করবে। কিন্তু যখন আপনি কোথাও হেরে যাবেন বা হোটচ খাবেন, তখন যে হাতগুলো আপনার সফলতায় তালি দিয়েছিল সে হাতগুলো ধরার জন্য আপনি একটা ও পাবেন না। জীবন যতটা সুন্দর ততটা কঠিন। জীবনটা যদি আমরা সহজ ভাবে নি তাহলে আমাদের কাছে জীবনটা অনেক সহজ। তখনি জীবনটা সহজ ও সুন্দর হবে, যখন আমরা সময়কে ইউটিলাইজ করব। Actually সবকিছু সুন্দর ও সহজ হওয়ার পেছনে সময়ের যথেষ্ঠ গুরুত্ব আছে। আর আমরা সেই সময়কে যে যার যার মত ব্যবহার করি। So, দিন শেষে আমাদের কাছে সবকিছু কঠিন হয়ে পড়ে…

কিন্তু আমার ক্ষেত্রে জীবনটা একটু ভিন্ন থেকে ভিন্নতর°°°°°°
জীবন হচ্ছে একটা ভ্রমণ। যেখানে কোনকিছু সবসময় ঠিক থাকেনা। উত্থান পতন, হাসি কান্না নিয়ে বহমান স্রোতে এগিয়ে চলাই জীবন। জীবন কখনো অপূর্ণতার হাহাকার কখনো পূর্নতার তৃপ্তি। কখনো মনে হয় হাজার বছর বাঁচি, কখনো মনে হয় এই মানব জনমই বৃথা। এই দোলাচলে ধুলতে ধুলতে, না জানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে জীবন কেটে যায়। পৌরাণিকের পচে যায়, নবীনেরা জন্ম নেয়। সে আবার একই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে জীবন পার করে দেয়। তাইতো জীবন একটা ভ্রমন। আমি ছাড়া বাকি সবাই আমার ভ্রমনসঙ্গী।

"জীবনটা" না একটা বইয়ের মতো। বই যেদিন থেকে পড়া শুরু হয় সেদিন থেকে শেষ হওয়ার পথে যাত্রা করে। মানুষ যেদিন জন্ম গ্রহণ করে সেদিন থেকে মৃত্যুর পথে যাত্রা করে। বইয়ের প্রত‍্যেকটি বিষয় ভালো লাগে না তাই বলে ছিড়ে ফেলে দিতে পারি না। জীবনে সবাই কে ভালো লাগে না তাই বলে তাদেরকে জীবন থেকে বের করতে পারি না। বইয়ের কিছু বিষয় চিরকাল মনে থাকে। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের চিরকাল মনে থাকে। জীবনের প্রতিটি মুহূর্তে তারা আমাদের সুঃখ- দুঃখের অংশীদার হয়। এমন মানুষ সবার জীবনে থাকে না। যারা পায় তারা সত‍্যি ভাগ্যবান।

আত্মা উপলব্ধি থেকে লিখা (SL)
So Be Positive

Don’t do it.. never give 🆙
19/02/2023

Don’t do it.. never give 🆙

Never Stop Learning, Because Life never Stops Teaching.
17/02/2023

Never Stop Learning, Because Life never Stops Teaching.

Address

Bandarban

Telephone

+8801581731343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Shafiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Bandarban

Show All