SKY TV Bangla

SKY TV Bangla We Are Coming Big Tv Station In The world Wide .

27/10/2024
" চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরাবিয়া খেড়িহর মাদ্রাসার ছাত্র বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন...
19/10/2024

" চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরাবিয়া খেড়িহর মাদ্রাসার ছাত্র বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, বাংলাদেশ তথা মুসলিম বিশ্বের তাজ দেশবরেণ্য ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মারকাজুদ দাওয়াহর পরিচালক আল্লামা মুফতি #আবদুল_মালেক হাফিজাহুল্লাহ্ কে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়াও তার আন্ডারে নিয়মিত মাসিক একটি আরবি পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত হয়৷ আজ থেকে বায়তুল মোকাররম মসজিদের নতুন খতিব। ____ আলহামদুলিল্লাহ💞

15/10/2024

HARDY'S Diner Restaurant, আমাদের ভিডিও দেখে যারা রেস্টুরেন্টে খেতে
যাবেন আপনাদের জন্য থাকবে এক মাসের জন্য ১০% ডিসকাউন্ট ৷ House No #02, Mohammadia Housing Main Road Mohammad Dhaka 1207, Bangladesh.
🇴🇲 #প্রবাসেরখবর #প্রবাসি

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করলেন সেনাবাহিনী প্রধানঢাকা, ১৫ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার): আজ (১৫ অক্টোবর ২০২৪) সরকা...
15/10/2024

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করলেন সেনাবাহিনী প্রধান

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার): আজ (১৫ অক্টোবর ২০২৪) সরকারী সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডা এর উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ...
15/10/2024

সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ...

14/10/2024

Hardy's Dine Restaurant
Dhaka, Mohammadpur.

যাত্রীসাধারণের ভ্রমণকে অধিকতর আরামদায়ক করতে ও যাত্রীচাহিদা বিবেচনায় আগামীকাল ১৪ অক্টোবর ২০২৪ তারিখ বিমান বাংলাদেশ এয়া...
14/10/2024

যাত্রীসাধারণের ভ্রমণকে অধিকতর আরামদায়ক করতে ও যাত্রীচাহিদা বিবেচনায় আগামীকাল ১৪ অক্টোবর ২০২৪ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের বিজি-৪৩৭ ও ৪৩৮ ফ্লাইটটি ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ৮ এর পরিবর্তে ১৬২ আসন বিশিষ্ট সুপরিসর বোয়িং-৭৩৭ উড়োজাহাজ দ্বারা পরিচালিত হবে।

মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান১৩ অক্টোবর  ২০২৪, (রবিবার): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের...
13/10/2024

মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান

১৩ অক্টোবর ২০২৪, (রবিবার): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর সাথে আজ (১৩ অক্টোবর ২০২৪) সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এসময় মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার পেছনে যে দোষারোপ প্রচারণা চলছে সেটা
13/10/2024

অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার পেছনে যে দোষারোপ প্রচারণা চলছে সেটা

তোপখানা রোড, ঢাকা। নব্বইয়ের দশক।  Topkhana Road, Dhaka, Bangladesh 🇧🇩 in 1990's.ফটোগ্রাফার কে ছিলেন? ইন্টারনেট থেকে পাওয়...
13/10/2024

তোপখানা রোড, ঢাকা। নব্বইয়ের দশক। Topkhana Road, Dhaka, Bangladesh 🇧🇩 in 1990's.
ফটোগ্রাফার কে ছিলেন?
ইন্টারনেট থেকে পাওয়া।।

দীর্ঘ ৪ ঘণ্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের পর শায়েখ ড. মিজানুর রহমান আজহারী মুক্ত হয়ে কুয়ালালামপুর নিজ বাসায় যাচ্ছে ।
11/10/2024

দীর্ঘ ৪ ঘণ্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের পর শায়েখ ড. মিজানুর রহমান আজহারী মুক্ত হয়ে কুয়ালালামপুর নিজ বাসায় যাচ্ছে ।

11/10/2024

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয় ৪ অক্টোবর।

11/10/2024

দেশের বন্যার্তদের মাঝে মোটা অংকের অনুদান দিয়েছেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুরের কৃতি সন্তান মোহাম্মদ ইয়াছিন মিয়া।
দেখুন বিস্তারিত...

11/10/2024

হ্যালো ফ্রেশ চিকেন এখন
পুরাতন সবজি মার্কেট ৷
সকাল ছয়টা থেকে রাত বারোটা অবধি আপনারা কেনাকাটা করতে পারবেন , তাজা হাস, মুরগি, কবুতর, কোয়েল পাখি সহ আরো অনেক চমক রয়েছে হ্যালো ফ্রেন্ড চিকেন শপে ...

অর্ডার করতে ফোন করুন :
77828595 এই নাম্বারে...

কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন১)  #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থ...
09/10/2024

কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন
১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর মতিঝিল থেকে: ১০০ টাকা।
২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন, এয়ারপোর্ট, উত্তরা আজমপুর। উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৮০ টাকা।
৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১১, মিল্কভিটা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৭০ টাকা।
৬) #মিরপুর_১০ (Mirpur 10): বর্তমানে বন্ধ আছে। তারপরও বলে রাখি, মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২, চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, কল্যাণপুর এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।
৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।
(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।
(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।
প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।
এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।
প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।
**প্রতি ষ্টেশন বেশি সময় থাকলে ১০০ টাকা জরিমানা দিতে হবে।
(সংযোজন চলবে)
বিঃদ্রঃ মেট্রো স্টেশন থেকে নেমে সময় ও খরচ বুঝে রিক্সা, অটো রিক্সা, সিএনজি চালিত অটো, লোকাল বাস, উবার, পাঠাও নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।
আপনার যাত্রা নিরাপদ হউক।



আগামী,১১,১২,১৩ অক্টোবর যারা সিলেটে ঘুরতে আসবেন দয়া করে হুটেলে রুম নিশ্চিত করে আসবেন। ইতোমধ্যে  ঐ তারিখে সিলেটের প্রায় সব...
08/10/2024

আগামী,১১,১২,১৩ অক্টোবর যারা সিলেটে ঘুরতে আসবেন দয়া করে হুটেলে রুম নিশ্চিত করে আসবেন। ইতোমধ্যে ঐ তারিখে সিলেটের প্রায় সব হুটেলের রুম বুকিং হয়ে গেছে। নিম্ন,মধ্যে,উচ্ছ কোন হুটেলে রুম খালি নেই।

রুম নিশ্চিত করে না আসলে ভোগান্তিতে পড়তে হবে।

05/10/2024

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর সাথে বিশেষ অতিথি হিসেবে ৩৭ তম ক্রেডিটদের সালাম গ্রহণ ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন ওমানের ইনভেস্টোর এবং গোল্ডেন ভিসা হোল্ডার ও বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি এন আর বি - এম এম গোলাম কবির ভূঁইয়া ৷ছবিতে আইজিপি জাবেদ পাটোয়ারী র সাথে কিছু মুহূর্ত এম এম গোলাম কবির ভূঁইয়ার৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ৷

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীর প্রিন্সিপাল আইজিপি নাজিবুর রহমান পিএইচডি এনডিসি ৷

আবু সাঈদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে হেফাজত...
15/09/2024

আবু সাঈদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে হেফাজত...

12/09/2024

ই এম আকাশ, কাতার, দোহা।। অদ্য ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কাতারের সেহলিয়া এলাকায় অবস্থিত সার্চ এন্ড ফলোআপ ডিপার্.....

প্রায় ২০০০ বছর পুরনো কাঠের তৈরি যুদ্ধের রথ! রোমান সাম্রাজ্যের এই রথটি ২০০৮ সালের প্রত্নতাত্ত্বিকদের একটি দল উদ্ধার করেন।...
09/09/2024

প্রায় ২০০০ বছর পুরনো কাঠের তৈরি যুদ্ধের রথ! রোমান সাম্রাজ্যের এই রথটি ২০০৮ সালের প্রত্নতাত্ত্বিকদের একটি দল উদ্ধার করেন। ঘোড়ার হাড়সহ, কাঠের চাকা এবং কিছু পেরেকও অক্ষত আছে।

প্রাচীন রোমের সম্ভ্রান্ত কেউ যুদ্ধে মারা গেলে তাকে তাঁর রথসহ সমাধিস্থ করা হতো (মৃত ঘোড়ার সাথে)। জনপ্রিয় এই রেওয়াজ দীর্ঘদিন যাবত প্রচলিত ছিল।

#বিজ্ঞানপ্রিয়ছবিগল্প #প্রত্নতত্ত্ব

05/09/2024

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর 'আত্মগোপনে' থাকা অবস্থাতেই জমি বিক্রি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটক সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশ...
05/09/2024

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটক সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবে না

বন্যার্তদের সাহায্যার্থে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম - ০৪ সেপ্টেম্বর ২০২৪।
04/09/2024

বন্যার্তদের সাহায্যার্থে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম - ০৪ সেপ্টেম্বর ২০২৪।

তিনি পৌর ছাত্রলীগের সাবেক...
04/09/2024

তিনি পৌর ছাত্রলীগের সাবেক...

Address

Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when SKY TV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SKY TV Bangla:

Videos

Share

Category

Nearby media companies