25/12/2024
*"কাতার প্রবাসীর ভাগ্যের শিখর: র্যাফেল ড্র-এ জিতলেন ৬ লক্ষ টাকার ৫ তারকা হোটেল এর আংশিক মালিকানা !"*
গত ১৮ থেকে ২১ এ ডিসেম্বর ২০২৪ এ কাতারস্থ বাংলাদেশ স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল *“বাংলাদেশ ট্রেড, রেমিট্যান্স এন্ড কালচারাল এক্সপো কাতার ২০২৪”* হ্যালো সুপার স্টার এবং বাংলাদেশ দূতাবাস এর আয়োজনে এবং রিল্যায়েন্ট ইভেন্টস ও এক্সিভিশন ম্যানেজমেন্ট এবং এড পয়েন্টস এর সহযোগিতায় – বাংলাদেশ এর মহান বিজয় দিবস ও কাতারের স্বাধীনতা দিবস উৎযাপন এবং বাংলাদেশ কাতার এর মধ্যে ৫০ বছর কূটনৈতিক সম্পর্ককে স্মরণীয় করতে বাংলাদেশ এম এইচ এম স্কুল মাঠে এ আয়োজন করা হয়।
উক্ত মেলায় বাংলাদেশ থেকে আগত ২০ টির ও বেশী সনামধন্য পন্য ও সেবা প্রদান কোম্পানীর উপস্থিতিতে মেলা হয়ে ওঠে প্রানবন্ত, এই প্রানবন্ত পরিবেশ আরো আকর্ষনীয় হয়েছে র্যাফেল ড্র এর আকর্ষনীয় সব পুরস্কারের মাধ্যমে।
এই মেলায় প্রধান আকর্ষন ছিলো *গোল্ড স্যান্ডস গ্রুপ* এর রাফেল ড্র এবং যার উপহার হিসেবে ছিলো – কক্সবাজার অথবা কুয়াকাটায় নির্মানধীন চলমানকৃত - বিশ্ব মানের চেইন ম্যানেজমেন্ট এর ৫ তারকা হোটেল এর একটি সুইট এর আংশিক মালিকানা, যার মূল্য ৬ লক্ষ টাকা এবং যা আগামী কয়েক বছরে হয়ে যাবে ১৫ থেকে ২০ লাখ টাকা মূল্য।
২১ শে ডিসেম্বর উক্ত মেলার সমাপনী দিনে হাজারো দর্শক দের সামনে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, হাজারো র্যাফেল ড্র কুপন এর মধ্যে কাঙ্ক্ষিত সেই ভাগ্যবান ব্যক্তির নাম ঘোষনা করেন।
*গোল্ড স্যান্ডস গ্রুপ* এর নীতিমালা অনুযায়ী ২৪ শে ডিসেম্বর কাতারস্থ বাংলাদেশ দূতাবাস এর সভা কক্ষে মান্যবর রাষ্ট্রদূত সহ দূতালয়ের সকল কর্মকর্তা সহ রিল্যায়েন্ট গ্রুপ এর চেয়ারম্যান জনাব এম এ মুরাদ হোসেইন, এড পয়েন্টস এর সি ই ও জনাম তমিজ বিন আফতাব ছাড়াও কাতারের সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের সামনে রাফেল ড্র এর বিজয়ী কে স্টাম্প এ চুক্তি পত্র স্বাক্ষর করেন এবং তা হস্তান্তর করা হয়।
গোল্ড স্যান্ডস গ্রুপ এর সিনিয়র পরিচালক *জনাব শাহাদত হোসেন বাহার*, উদ্ভাসিত চিত্তে আনন্দ প্রকাশ করেন এবং ৪ লক্ষ কাতার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে অন্তত এক জনকে সন্মানিত করতে পারায় মহান আল্লাহ্র কাছে কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন, পাশা পাশি গোল্ড স্যান্ডস গ্রুপ যে প্রবাসীদের স্ব্বার্থে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তার ও বিষদ বর্ননা প্রদান করেন।
জনাব শাহাদাত হোসেন বাহার আরও বলেন, এবারের "বাংলাদেশ ট্রেড, রেমিট্যান্স এন্ড কালচারাল এক্সপো কাতার ২০২৪" এ *টপ সেলার/পারফর্মেন্স এওয়ার্ড ক্যাটাগরিতে গোল্ড স্যান্ডস গ্রুপ প্রথম স্থান অর্জন* করায় এটাকে "কাতার প্রবাসীদের আস্থা ও বিশ্বস্থতার" প্রতিফলন হিসাবে উল্লেখ করেন এবং তাকে ব্যক্তিগত ভাবে বিভিন্ন প্রগ্রামে ভালোবাসা এবং সন্মান জানানোর জন্য কাতার প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
গোল্ড স্যান্ডস গ্রুপ বর্তমানে কক্সবাজার এবং কুয়াকাটায় আন্তর্জাতিক ফাইভ স্টার নিমার্নের পাশাপাশি ঢাকায় পুবার্চল এবং মাওয়াতে দুটি আধুনিক ল্যান্ড প্রজেক্ট এবং বসুন্ধরাতে ওয়ার্ল্ডক্লাস এপার্টমেন্ট প্রজেক্ট নিমার্ন করছে। বর্তমানে ট্যুরিজম ইনফ্রাটেকচার ডেভেলপমেন্ট এ প্রাইভেট সেক্টর এ সবচেয়ে বেশী বিনিয়োগ রয়েছে গোল্ড স্যান্ডস গ্রুপের।
এই উদ্দ্যেগ নিঃসন্দেহে কাতার প্রবাসীদের গর্বিত করবে এবং দূতাবাসের এমন সকল মেলার আয়োজনে সহযোগিতার প্রশংসা করে রিল্যায়েন্ট গ্রুপ এর চেয়ারম্যান জনাম এম এ মুরাদ হোসেন বলেন; বাংলাদেশ এ প্রবাসী আয় বৃদ্ধিতে এমন মেলা বারংবার আয়োজন খুবই গুরুত্বপূর্ন এবং উক্ত মেলার কাতারস্থ ইভেন্ট পার্টনার হতে পেরে আনন্দ প্রকাশ করেন। এবং ভবিষ্যতে আরো ভিন্ন ধরনের আয়োজন এ রিল্যায়েন্ট সম্পৃক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশের রাস্ট্রদুত জনাব নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ এর সনামধন্য কোম্পানীগুলির বারংবার আগমনে কাতার প্রবাসীদের বাংলাদেশ এ বিনিয়োগে উৎসাহিত হবে এবং কাতার ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে এই ধরনের মেলার আয়োজন খুব ই গুরুত্বপূর্ন বলে অভিমত ব্যক্ত করেন, পাশা পাশি গোল্ড স্যান্ডস গ্রুপ এর এমন ভিন্ন ধর্মী আয়োজন এর প্রশংসা করেন। যেখানে একজন প্রবাসী শ্রমিক কোন অর্থ ব্যয় না করেই ভাগ্য অনুকূলে থাকায় র্যাফেল ড্র এর মাধ্যেমে পেয়ে গেলেন ৫ তারকা হোটেল এর মালিকানা যা সত্যি আনন্দ দায়ক এবং দূতাবাসে বসে তার চুক্তি পত্র হস্তান্তর সত্যিই গোল্ড স্যান্ডস গ্রুপ এর সাহসী পদক্ষেপ প্রশংসার দাবীদার এবং অন্য সকল কোম্পানীর জন্য এটা অনুকরনীয় হয়ে থাকবে। তিনি গোল্ড স্যান্ডস গ্রুপের ম্যানেজমেন্ট, গোল্ড স্যান্ডস পরিবার এর সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন ।
চুক্তি স্বাক্ষর ও চুক্তিপত্র হস্তান্তর এর এক পর্যায়ে, খুশিতে আবেগ আপ্লূত হয়ে পরেন রাফেল ড্র বিজয়ী *ঝিনাইদাহ নিবাসী- কাতার প্রবাসী জনাব জাহেদুল ইসলাম*, তিনি আরো বলেন গত ১০ বছর ধরে তিনি কাতার এ কর্মরত আছেন কিন্তু তিনি কোন সম্পত্তি করতে পারেননি এবং তিনি আশা করেন এই উপহার সয়ং আল্লাহ্ তার ভাগ্যে লিখে রেখেছেন যা হয়ত তার পরিবারে আয়ের এক উৎস হিসেবে সাহায্য করবে এবং সন্মান জনক এক সম্পত্তি ড্র তে বিজয়ী হবার জন্য তিনি মহান রাব্বুল আয়ালিম এর দরবারে কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন।
সমাপনী বক্তব্যে, *জনাব শাহাদাত হোসেন বাহার* কৃতজ্ঞচিত্তে মান্যবর রাস্ট্রদুত, এম্বাসির সকল কমকর্তা, কর্মচারীবৃন্দ এবং সকল সংবাদকর্মীর উপস্থিতির কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন এবং তাদের জন্য ২৫% বিশেষ ছাড় এর ও ঘোষনা প্রদান করেন। এবং আগামী ঈদে উদ্ভোধন হতে যাচ্ছে কক্সবাজারে সবচেয়ে লাক্সারি এবং স্টাইলিস হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল এ আথিতেয়তা নেয়ার আহব্বান জানানো হয়।