SKY TV Bangla

SKY TV Bangla We Are Coming Big Tv Station In The world Wide .

আজ সকালে মার্বেল ফ্যাক্টরি পরিদর্শনে কিছু সময় ছিলাম বাংলাদেশের তরুণ উদ্যোক্তা সাইদুল হোসেন সাঈদের মার্বেল ফ্যাক্টরিতে ৷...
07/01/2025

আজ সকালে মার্বেল ফ্যাক্টরি পরিদর্শনে কিছু সময় ছিলাম বাংলাদেশের তরুণ উদ্যোক্তা সাইদুল হোসেন সাঈদের মার্বেল ফ্যাক্টরিতে ৷ স্থান : ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দোহা কাতার৷ প্রবাসে বাংলাদেশীরা ব্যবসা-বাণিজ্যে আরো এগিয়ে যাবে সেই প্রত্যাশা কামনা করছি৷

আজ, ৬ জানুয়ারি ২০২৫ তারিখে  ১২২৫ ঘটিকায়  সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মেজর জেনারেল আব্দুল্লা...
07/01/2025

আজ, ৬ জানুয়ারি ২০২৫ তারিখে ১২২৫ ঘটিকায় সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মেজর জেনারেল আব্দুল্লাহ বিন হাসান আল- সুলাইতি, কমান্ডার কাতার এমেরি নেভাল ফোর্সেস।

Major General (Navy) Abdullah Bin Hassan Al-Sulaiti, Comd of the Qatari Emiri Naval Forces paid a courtesy call on with the Chief of Army Staff at Army Headquarters today on January 6, 2025.

নতুন বছর উপলক্ষে কাতারের রাজধানী দোহার নাজমায় শুক্রবার জুম্মার নামাজের পর শুভ উদ্বোধন করা হয়েছে মামুর হোটেল ( রেস্টুরে...
03/01/2025

নতুন বছর উপলক্ষে কাতারের রাজধানী দোহার নাজমায় শুক্রবার জুম্মার নামাজের পর শুভ উদ্বোধন করা হয়েছে মামুর হোটেল ( রেস্টুরেন্ট) ৷

01/01/2025

টাইমস স্কয়ারে নতুন বছর বরণে অসংখ্য বিদেশি পর্যটক | Skytv NEWS | Foreign Tourists in Times Square

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে জমকালো আয়োজনে ২০২৫ সালকে বরণ করতে জমায়েত হন, অনেক বিদেশি পর্যটক। দেশের বিভিন্ন স্টেইট থেকেও নিউ ইয়র্কে এসেছেন, অনেকে।

#আমেরিকা #নিউ #ইয়ার #নিরাপত্তা #পুলিশ #বৃষ্টি #বর্ষবরণ #বিদেশি #পর্যটক #নিউইয়র্ক #টাইম্‌স #স্কোয়ার #টাইমস #স্কয়ার

দেশ-প্রবাসের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
31/12/2024

দেশ-প্রবাসের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

এই লোকটিকে নরিংপুর বাজার,শাহারাস্তি,  চাঁদপুরে  পাওয়া গেছে যদি কেউ চেনেন তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে 01703204999
31/12/2024

এই লোকটিকে নরিংপুর বাজার,শাহারাস্তি, চাঁদপুরে পাওয়া গেছে যদি কেউ চেনেন তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে 01703204999

27/12/2024

এক বৃদ্ধ বাবার কান্না, আপনার সাহায্যই হয়ত বাঁচাতে পারে একটা জীবন!

যদি কেউ সাহায্যে এগিয়ে আসে, তাহলে হয়তো তিনি ফিরে পাবেন বাঁচার আশা। কে জানে, হয়ত আপনার ছোট্ট সহায়তায় জোগাড় হবে একরামুল হকের চিকিৎসার অর্থ, আর সুন্দর এই পৃথিবীর আলো দেখবেন আরো কিছু সময়।

সহায়তা পাঠাতে বিকাশ নাম্বার ০১৮১২১৬৫৩০৫, এছাড়া ব্যাংকে টাকা পাঠাতে একাউন্ট নাম : মো: একরামুল হক, একাউন্ট নাম্বার : ০০৩০৩১০০৮০৮৭১, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: , পান্থপথ শাখা

*"কাতার প্রবাসীর ভাগ্যের শিখর: র‍্যাফেল ড্র-এ জিতলেন ৬ লক্ষ টাকার ৫ তারকা হোটেল এর আংশিক  মালিকানা !"*গত ১৮ থেকে ২১ এ ডি...
25/12/2024

*"কাতার প্রবাসীর ভাগ্যের শিখর: র‍্যাফেল ড্র-এ জিতলেন ৬ লক্ষ টাকার ৫ তারকা হোটেল এর আংশিক মালিকানা !"*

গত ১৮ থেকে ২১ এ ডিসেম্বর ২০২৪ এ কাতারস্থ বাংলাদেশ স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল *“বাংলাদেশ ট্রেড, রেমিট্যান্স এন্ড কালচারাল এক্সপো কাতার ২০২৪”* হ্যালো সুপার স্টার এবং বাংলাদেশ দূতাবাস এর আয়োজনে এবং রিল্যায়েন্ট ইভেন্টস ও এক্সিভিশন ম্যানেজমেন্ট এবং এড পয়েন্টস এর সহযোগিতায় – বাংলাদেশ এর মহান বিজয় দিবস ও কাতারের স্বাধীনতা দিবস উৎযাপন এবং বাংলাদেশ কাতার এর মধ্যে ৫০ বছর কূটনৈতিক সম্পর্ককে স্মরণীয় করতে বাংলাদেশ এম এইচ এম স্কুল মাঠে এ আয়োজন করা হয়।

উক্ত মেলায় বাংলাদেশ থেকে আগত ২০ টির ও বেশী সনামধন্য পন্য ও সেবা প্রদান কোম্পানীর উপস্থিতিতে মেলা হয়ে ওঠে প্রানবন্ত, এই প্রানবন্ত পরিবেশ আরো আকর্ষনীয় হয়েছে র‍্যাফেল ড্র এর আকর্ষনীয় সব পুরস্কারের মাধ্যমে।

এই মেলায় প্রধান আকর্ষন ছিলো *গোল্ড স্যান্ডস গ্রুপ* এর রাফেল ড্র এবং যার উপহার হিসেবে ছিলো – কক্সবাজার অথবা কুয়াকাটায় নির্মানধীন চলমানকৃত - বিশ্ব মানের চেইন ম্যানেজমেন্ট এর ৫ তারকা হোটেল এর একটি সুইট এর আংশিক মালিকানা, যার মূল্য ৬ লক্ষ টাকা এবং যা আগামী কয়েক বছরে হয়ে যাবে ১৫ থেকে ২০ লাখ টাকা মূল্য।

২১ শে ডিসেম্বর উক্ত মেলার সমাপনী দিনে হাজারো দর্শক দের সামনে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, হাজারো র‍্যাফেল ড্র কুপন এর মধ্যে কাঙ্ক্ষিত সেই ভাগ্যবান ব্যক্তির নাম ঘোষনা করেন।

*গোল্ড স্যান্ডস গ্রুপ* এর নীতিমালা অনুযায়ী ২৪ শে ডিসেম্বর কাতারস্থ বাংলাদেশ দূতাবাস এর সভা কক্ষে মান্যবর রাষ্ট্রদূত সহ দূতালয়ের সকল কর্মকর্তা সহ রিল্যায়েন্ট গ্রুপ এর চেয়ারম্যান জনাব এম এ মুরাদ হোসেইন, এড পয়েন্টস এর সি ই ও জনাম তমিজ বিন আফতাব ছাড়াও কাতারের সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের সামনে রাফেল ড্র এর বিজয়ী কে স্টাম্প এ চুক্তি পত্র স্বাক্ষর করেন এবং তা হস্তান্তর করা হয়।

গোল্ড স্যান্ডস গ্রুপ এর সিনিয়র পরিচালক *জনাব শাহাদত হোসেন বাহার*, উদ্ভাসিত চিত্তে আনন্দ প্রকাশ করেন এবং ৪ লক্ষ কাতার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে অন্তত এক জনকে সন্মানিত করতে পারায় মহান আল্লাহ্‌র কাছে কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন, পাশা পাশি গোল্ড স্যান্ডস গ্রুপ যে প্রবাসীদের স্ব্বার্থে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তার ও বিষদ বর্ননা প্রদান করেন।

জনাব শাহাদাত হোসেন বাহার আরও বলেন, এবারের "বাংলাদেশ ট্রেড, রেমিট্যান্স এন্ড কালচারাল এক্সপো কাতার ২০২৪" এ *টপ সেলার/পারফর্মেন্স এওয়ার্ড ক্যাটাগরিতে গোল্ড স্যান্ডস গ্রুপ প্রথম স্থান অর্জন* করায় এটাকে "কাতার প্রবাসীদের আস্থা ও বিশ্বস্থতার" প্রতিফলন হিসাবে উল্লেখ করেন এবং তাকে ব্যক্তিগত ভাবে বিভিন্ন প্রগ্রামে ভালোবাসা এবং সন্মান জানানোর জন্য কাতার প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
গোল্ড স্যান্ডস গ্রুপ বর্তমানে কক্সবাজার এবং কুয়াকাটায় আন্তর্জাতিক ফাইভ স্টার নিমার্নের পাশাপাশি ঢাকায় পুবার্চল এবং মাওয়াতে দুটি আধুনিক ল্যান্ড প্রজেক্ট এবং বসুন্ধরাতে ওয়ার্ল্ডক্লাস এপার্টমেন্ট প্রজেক্ট নিমার্ন করছে। বর্তমানে ট্যুরিজম ইনফ্রাটেকচার ডেভেলপমেন্ট এ প্রাইভেট সেক্টর এ সবচেয়ে বেশী বিনিয়োগ রয়েছে গোল্ড স্যান্ডস গ্রুপের।

এই উদ্দ্যেগ নিঃসন্দেহে কাতার প্রবাসীদের গর্বিত করবে এবং দূতাবাসের এমন সকল মেলার আয়োজনে সহযোগিতার প্রশংসা করে রিল্যায়েন্ট গ্রুপ এর চেয়ারম্যান জনাম এম এ মুরাদ হোসেন বলেন; বাংলাদেশ এ প্রবাসী আয় বৃদ্ধিতে এমন মেলা বারংবার আয়োজন খুবই গুরুত্বপূর্ন এবং উক্ত মেলার কাতারস্থ ইভেন্ট পার্টনার হতে পেরে আনন্দ প্রকাশ করেন। এবং ভবিষ্যতে আরো ভিন্ন ধরনের আয়োজন এ রিল্যায়েন্ট সম্পৃক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশের রাস্ট্রদুত জনাব নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ এর সনামধন্য কোম্পানীগুলির বারংবার আগমনে কাতার প্রবাসীদের বাংলাদেশ এ বিনিয়োগে উৎসাহিত হবে এবং কাতার ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে এই ধরনের মেলার আয়োজন খুব ই গুরুত্বপূর্ন বলে অভিমত ব্যক্ত করেন, পাশা পাশি গোল্ড স্যান্ডস গ্রুপ এর এমন ভিন্ন ধর্মী আয়োজন এর প্রশংসা করেন। যেখানে একজন প্রবাসী শ্রমিক কোন অর্থ ব্যয় না করেই ভাগ্য অনুকূলে থাকায় র‍্যাফেল ড্র এর মাধ্যেমে পেয়ে গেলেন ৫ তারকা হোটেল এর মালিকানা যা সত্যি আনন্দ দায়ক এবং দূতাবাসে বসে তার চুক্তি পত্র হস্তান্তর সত্যিই গোল্ড স্যান্ডস গ্রুপ এর সাহসী পদক্ষেপ প্রশংসার দাবীদার এবং অন্য সকল কোম্পানীর জন্য এটা অনুকরনীয় হয়ে থাকবে। তিনি গোল্ড স্যান্ডস গ্রুপের ম্যানেজমেন্ট, গোল্ড স্যান্ডস পরিবার এর সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন ।

চুক্তি স্বাক্ষর ও চুক্তিপত্র হস্তান্তর এর এক পর্যায়ে, খুশিতে আবেগ আপ্লূত হয়ে পরেন রাফেল ড্র বিজয়ী *ঝিনাইদাহ নিবাসী- কাতার প্রবাসী জনাব জাহেদুল ইসলাম*, তিনি আরো বলেন গত ১০ বছর ধরে তিনি কাতার এ কর্মরত আছেন কিন্তু তিনি কোন সম্পত্তি করতে পারেননি এবং তিনি আশা করেন এই উপহার সয়ং আল্লাহ্‌ তার ভাগ্যে লিখে রেখেছেন যা হয়ত তার পরিবারে আয়ের এক উৎস হিসেবে সাহায্য করবে এবং সন্মান জনক এক সম্পত্তি ড্র তে বিজয়ী হবার জন্য তিনি মহান রাব্বুল আয়ালিম এর দরবারে কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন।

সমাপনী বক্তব্যে, *জনাব শাহাদাত হোসেন বাহার* কৃতজ্ঞচিত্তে মান্যবর রাস্ট্রদুত, এম্বাসির সকল কমকর্তা, কর্মচারীবৃন্দ এবং সকল সংবাদকর্মীর উপস্থিতির কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন এবং তাদের জন্য ২৫% বিশেষ ছাড় এর ও ঘোষনা প্রদান করেন। এবং আগামী ঈদে উদ্ভোধন হতে যাচ্ছে কক্সবাজারে সবচেয়ে লাক্সারি এবং স্টাইলিস হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল এ আথিতেয়তা নেয়ার আহব্বান জানানো হয়।

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ভাই কাতারে অনুষ্ঠিত হ্যালো সুপারস্টার ২০২৪ এর অনুষ্ঠানে মঞ্চ উঠার আগ মুহূর্তে ভাইয়ের কাতারে...
22/12/2024

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ভাই কাতারে অনুষ্ঠিত হ্যালো সুপারস্টার ২০২৪ এর অনুষ্ঠানে মঞ্চ উঠার আগ মুহূর্তে ভাইয়ের কাতারের সব ভাই বেরাদাররা একসাথে ছিলেন৷

19/12/2024
20/11/2024

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্.....

কাতারের রাজধানী দোহার মানচুরাতের শুভ উদ্বোধন করা হয়েছে বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট, বন্ধু ফয়সাল ও শরিফের যৌথ উদ্...
18/11/2024

কাতারের রাজধানী দোহার মানচুরাতের শুভ উদ্বোধন করা হয়েছে বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট, বন্ধু ফয়সাল ও শরিফের যৌথ উদ্যোগে - সামিয়া রেস্টুরেন্ট এর দ্বিতীয় ব্রাঞ্চ৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা মুন্না খান সহ কাতারে অবস্থানরত বিভিন্ন তরুণ ব্যবসায়ীরা৷ ছবি: আকাশ মিডিয়া ভুবন ৷

করতোয়া নার্সিং ইন্সটিটিউট এর ডিপ্লোমা ইন নার্সিং ব্যাচ-৫ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ব্যাচ-১ এর বিদায় অনুষ্ঠান -২০২৪।
18/11/2024

করতোয়া নার্সিং ইন্সটিটিউট এর ডিপ্লোমা ইন নার্সিং ব্যাচ-৫ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ব্যাচ-১ এর বিদায় অনুষ্ঠান -২০২৪।

14/11/2024
মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ যুবক...!----------++-------------ডেস্ক নিউজ:৯ নভেম্বর চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্র...
09/11/2024

মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ যুবক...!
----------++-------------
ডেস্ক নিউজ:৯ নভেম্বর

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস রোডে ইপিজেড পয়েন্টে গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোটরসাইকেল দু'র্ঘটনায় ২ যুবক নিহত হবার খবর পাওয়া গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলেই ফায়ার সার্ভিস উদ্ধার টিম ও পুলিশ টিম নিহতের লাশ উদ্ধার করে মোটরসাইকেল জব্দ করেছে।
নিহত দুজন হলেন নগরীর সদরঘাট এলাকার মুক্তার (২৮) এবং রুবেল (৩৬)।
ইপিজেড থানার ওসি আখতারউজ্জামান বলেন, তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে পতেঙ্গা প্রান্ত থেকে মোটরসাইকেল যোগে আগ্রাবাদের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে ফ্রী পোর্টের ওপরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বাতিতে ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

Address

Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when SKY TV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SKY TV Bangla:

Videos

Share

Category