Taqwa - তাকওয়া

Taqwa - তাকওয়া আসুন, আমরা সবাই সত্য জানতে চেষ্টা করি। কারন, সত্যই একদিন আমাদেরকে মুক্তি দিবে। ইনশাআল্লাহ। প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। [বুখারী]
(1)

18/10/2024

“দুনিয়ার ধন দৌলত আল্লাহ যাকে খুশী তাকে দেন। প্রিয়-অপ্রিয় যে কেউ হতে পারে। কিন্তু ঈমান শুধু তাকেই দেন, যাকে তিনি ভালোবাসেন।”

— সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বি.)
[আয-যুহদ, ইবনু আবিদ দুনইয়া, ১৪৯]

13/10/2024

কেউ একজন আমাকে একটা কথা বলে অনুরোধ করল কাউকে না বলার জন্য। কাউকে না বলার শর্তে কথাটা জেনে নিয়ে আমি সেটা আরেকজনকে বলে দিলাম।

এটা হল আমানতের খিয়ানত, সুস্পষ্ট মুনাফেকি। জাহান্নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে, কাফের মুশরিক দিয়ে নয়।

- (সূরা নিসাঃ ১৪৫, বুখারীঃ ৩৩)

28/08/2024

বেশি চিন্তা করবেন না, আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়, ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্য দিবেই।

ইনশাআল্লাহ ❤

11/05/2024

বিপদ, অসুখে, বিপদে আমার কাজ দোয়া করে যাওয়া। কঠিন পরিস্থিতি দেখে বিচলিত হয়ে, কীভাবে সমস্যা দূর হবে, সেটা নিয়ে দুশ্চিন্তায় ভোগা আমার কাজ নয়। এটা আল্লাহর কাজ। তিনি কোন পদ্ধতিতে করবেন, সেটা তিনিই ভালো জানেন। আসহাবে কাহফ কি ঘুনাক্ষরেও ভেবেছিল, তাদের সমস্যার সমাধান ‘ঘুমের’ মাধ্যমে হবে?
তারা দোয়া করেছিলেন। সাধ্যমতো বিপদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিলেন। বাকি কাজ আল্লাহ তাআলাই করে দিয়েছেন। তাদের দোয়া ছিল,
رَبَّنَاۤ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحۡمَةࣰ وَهَیِّئۡ لَنَا مِنۡ أَمۡرِنَا رَشَدࣰا
হে আমাদের প্রতিপালক! আমাদের প্রতি আপনার কাছ থেকে বিশেষ রহমত নাযিল করুন এবং আমাদের এ পরিস্থিতিতে আমাদের জন্য কল্যাণকর পথের ব্যবস্থা করে দিন (কাহফ: ১০)।
✍️শাইখ আতিক উল্লাহ

10/05/2024

একজন মানুষের লাইফে যত দুঃখ কষ্ট আসে, তার একটি বড় কারন সে হয়তো অতিত লাইফে কাউকে অন্যায় ভাবে কষ্ট দিয়েছিল, কিন্তু তার থেকে ক্ষমা চেয়ে নেয় নি।

একটা মেয়ের বিয়ে হচ্ছে না, কোন ছেলের চাকরী হচ্ছে না, কোন দম্পত্তির সন্তান হচ্ছে না, সে হয়তো শত চেষ্টা করছে, দুআ করছে, কিন্তু আল্লাহ তাআলার তাকদীরে বাইরে কিছু করা তো তার হাতে নেই। কিন্তু আশেপাশের কিছু মানুষ তাকে কথা শোনাতে ছাড়ে না। এমন না যে, তাদেরকে গালি দেয়া হয়। কটু কথা বলা হয়। বরং মিষ্টি হাসি দিয়েই নরম ভাষাতেই এমন সব কথা বলা হয়, যে অন্তর ছিন্ন ভিন্ন হয়ে যায়।

আমার এক রিলেটিভ দেশের বাইরে (কথিত) সবচেয়ে সভ্য দেশে থাকে। বিয়ের পর তার বেবী হচ্ছিল না দেখে সেই এলাকার প্রবাসীদের যেই পরিমান কথা তারা সহ্য করেছে, সন্তান হওয়ার পর সেই কষ্টের কথা গুলো বলতে গিয়ে ৩৫ বছরের সেই ছেলে মানুষটিও চোখের পানি ধরে রাখতে পারে নি।

নিজ চোখে এরকম খোঁচা দানকারী মানুষগুলোর পরিণতি দেখেছি। জীবনের কোন একসময় এসে এমন মারাত্মক বিপদে পড়ে, এমন ভাবে আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো আল্লাহ ছিনিয়ে নিয়ে যান, দিকবিদিকশুন্য হয়ে যায়। আল্লাহ! কোন পাপের শাস্তি দিলা বলে পাপ তালাশ করতে থাকে, অথচ দুই ঠোটের মাঝের জিহবার কামাইয়ের কথা ভুলে যায়।

কুরআনের আয়াতটি কী অদ্ভুত, তাই না!

তোমরা এটাকে খুবই সাধারন ভাবতে, অথচ তা আল্লাহর কাছে ছিল বিশাল গোনাহ। - সুরা নূর।
✍️ Rizwanul Kabir

09/05/2024

খুবই গুরুত্বপূর্ণ কথা

09/05/2024

“হালাল সম্পদ উপার্জন করা” সাওয়াবের দিক থেকে জিহাদের সমতুল্য। কেননা, বান্দা তার রবের ভয়ে হারামের অবারিত পথ ছেড়ে শতকষ্ট স্বীকার করে হলেও হালাল উপার্জন করছে; এটাইতো বড় জিহাদ।

— ইমাম যাইনুদ্দিন আল-ইরাক্বী (রাহিমাহুল্লাহ)
– [ফাইযুল ক্বাদীর বি শারহিল-জামিইস সাগীর: ৪/২৭০]

15/01/2024

"বান্দা যখন তাকদিরে বিশ্বাস রাখে এবং এতেই সন্তুষ্ট থাকে, তখন তার অন্তর থেকে দুঃখ, দুঃশ্চিন্তা, আর দূর্দশা দূর হয়ে যায়।"

- ইমাম ইবনুল কাইয়্যুম (রহ.)
[মাদারিজুস সালিকীন, ২/১৬৪]

07/01/2024

আল্লাহর শাস্তি মানে শুধু ভূমিকম্প, মৃত্যু আর শারীরিক কষ্ট বা যন্ত্রণাই না;
গুনাহে লিপ্ত থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাওয়া, গুনাহের ব্যাপারে বেপরোয়া হয়ে যাওয়াও আল্লাহর এক শাস্তি।
গুনাহকে গুনাহ না ভাবাও আল্লাহর এক শাস্তি।
নিজের গুনাহ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেকে দায়মুক্ত ভাবাও চাওয়াও এক শাস্তি।
শরীয়তের ব্যাপারে কেউ সতর্ক করা সত্ত্বেও সতর্ক হতে না চাওয়াও এক শাস্তি।
এইসব স্পর্ধা আর লুকোচুরি আমাদেরকে ইস্তেগফার আর অপরাধবোধ থেকে দূরে সরিয়ে দেয়। ফলতঃ আমরা গুনাহের সাগরে ডুবতেই থাকি, ডুবতেই থাকি। উদ্ধারকারী তরীর (ইস্তেগফার) খোঁজ আর পাওয়া হয় না...।
আল্লাহ আমাদের স্পর্ধাকারী না বানান!
লেখা: ফারহীন আল-মুনাদী

21/12/2023

এ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে, যে বিশ্বাস করে এক আল্লাহ ছাড়া তার আর কোন বন্ধু নেই। মানুষের কাছ থেকে তার আশা করা তখন কমে যায়। কারো ভাল ব্যবহারে সে খুব বেশি উৎফুল্লও হয় না, খারাপ ব্যবহারেও পায় না তেমন কষ্ট। কেননা সে জানে, মানুষ পরিবর্তনশীল, তার রব তো নন। মানুষ ধোঁকা দিতে পারে, তার ইলাহ তো নন।
-
যে জানবে, কবরে তাকে একাই থাকতে হবে। জবাবদিহিতার মুখে সে একাই পড়বে। কেউ এসে তাকে সাহস দিয়ে যাবে না। অভয় দেয়ার মত থাকবে না কেউ - দুনিয়ার জীবনে কে দূরে সরে গেল, কেই বা কাছে এলো, এসব নিয়ে তার খুব একটা মাথা ব্যাথা হবে না। আপন পর হবে, পর আপন হবে, পৃথিবীর এ স্বাভাবিক নীতিতে সে অভ্যস্ত হয়ে যাবে সহজেই।
-
আলহামদুলিল্লাহ! আমার একজন রব আছেন, যিনি সব শুনেন সব জানেন। যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। সবচেয়ে দয়ালু। একজন দুর্বল বান্দার জন্য এর চেয়ে বড় সান্ত্বনা তো আর কিছু হতে পারে না।
-
ওয়ালিল্লাহিল হামদ…
-
লিখেছেন: রিজ‌ওয়ানুল‌ কবির হাফিজাহুল্লাহ

19/12/2023

'কেয়ামতের দিন কারও আমল যদি ৭০ জন নবীর সমানও হয়, তারপরও সে ধারণা করবে, সে মুক্তি পাবে না। অথচ তুমি (তার ধারের কাছে না থেকেও) ধরে নিয়েছ, তুমি মুক্তি পাবে!'

— আবূ ইমরান আল-জাওনী (রহ.)
[আল-মুজালাসাতু ওয়াল জাওয়াহিরুল ইলম, ৫৫৮]

18/12/2023

“তোমরা নিজেদের অপেক্ষা নিম্ন অবস্থার লোকের প্রতি তাকাও। এমন ব্যক্তির দিকে তাকিয়ো না যে তোমাদের চাইতে উচ্চ পর্যায়ের। তাহলে এ পন্থা অবলম্বনই হবে আল্লাহর নি'আমাতকে অবজ্ঞা না। করার এক উপযোগী মাধ্যম।” (সহীহ বুখারী, ৬৪৯০)

03/08/2023

কেন আমরা প্রত্যেকবার সালাতে যখন সিজদায় যাই, উঠে দাঁড়ানোর জন্য ছটফট করি? যেমন, খুবই তড়িৎ গতিতে বলি— "সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা।" এতোই তাড়াতাড়ি বলি আমি। কারণ আমার সেখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে হয় না। মনের মধ্যে জুরুরি কাজের চিন্তা এসে পড়ে— "আমার তো অনেক কাজ আছে। আমার জরুরি কাজ শেষ করতে হবে।" এরকমই তো হয় তাই না?

আল্লাহ্‌র সামনে নিজের মাথা নিচু করার চাইতে জরুরি আর কি হতে পারে? আমি বুঝি না। আমরা কীভাবে নিজেদের বুঝ দিতে পারি এটা নিয়ে? সেই একটি জিনিস যা আল্লাহ ইবলিছকে করতে বলেছিলেন। সেই একটি জিনিস যা সে করতে অস্বীকার করেছিল। এই একটি জিনিস আমাদের তিনি প্রতিদিন করতে বলেছেন। আর আমরা যদি করিও সেটা যেন একটা কৌতুক। কোনরকম করে দৌড়। যেন এটা তো কিছুই না… কি এটা? এর নাম কি সেজদা?

—নোমান আলী খান

(ধীরে ধীরে উচ্চারণ করে বলুন। বলার সময় অর্থটা মাথায় রাখুন। সুবহানা রাব্বিয়াল আলা অর্থ: আমার সর্বোচ্চ রবের পবিত্রতা বর্ণনা করছি।)

24/02/2023

রাসূল (সাঃ) বলেন, “দাজ্জাল এমন সময়ে বের হবে যখন মানুষ ধর্মকে কিছুই মনে করবে না এবং ইলম থেকে পৃষ্ঠপ্রদর্শন করবে।”

-আহমাদ (৩/৩৬৭-৩৬৮) [সহীহ: আলবানী]

07/02/2023

"যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে সে চিরকাল বিপদে নিপতিত হবে।"

- ইবনুল কাইয়্যিম (রহ.)
[আল-ফাওয়াইদ, ৩৬]

31/12/2022

‘এখনো যদি তিরস্কার শুনলে আপনার মন ভেঙে পড়ে, ধমক শুনলে আপনার চোখ ভিজে যায়; তাহলে বুঝবেন আপনার অন্তর জীবিত আছে, হৃদয়ে প্রাণ আছে।’

- ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)
[ আল-মুদহিশ: ১/৩৫৭ ]

23/12/2022

"সচ্ছলতা হারানোকে দরিদ্রতা ভেবো না বরং
দ্বীন হারানোই হল সবচেয়ে বড় দারিদ্রতা।"

- ইবনু রজব হাম্বলী (রহ.)

Address

Islamic State
Banani Model Town
5400

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa - তাকওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taqwa - তাকওয়া:

Videos

Share

Category