মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক, এম পি।
জাতির জনক বঙ্গবন্ধু কে জানার অনন্য প্রয়াস "আমার বঙ্গবন্ধু" গেইমিং অ্যাপস নিয়ে মতামত ব্যাক্ত করছেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক, এম পি।
উল্লেখ্য যে, “আমার বঙ্গবন্ধু গেমিং অ্যাপস” টি ব্যবহার করার মাধ্যমে প্রতিযোগিতাটি বয়সের ক্রমানুসারে সাজানো (১ম গ্রুপ অনুর্ধ ১০ বছর, ২য় গ্রুপ ১০-১৮ বছর এবং ৩য় গ্রুপ ১৮ তধুর্ধ)। অংশগ্রহণকরীদের মধ্য হতে বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে থাকবে বই, স্মার্ট ফোন, ট্যাব ও ল্যাপটপ। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতটিতে ২৬ মার্চ রাত ১২ টা পর্যন্ত অংশগ্রহণ করা যাবে। একজন প্রতিযোগী একাধিকবার অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিবার অংশ নেয়ার পর সার্ভারে তা আপডেট করা হবে। প্রতি ক্যাটাগরি/বয়সের প্রতিযোগীদের মধ্য হতে ১০ জন করে সর্বোমোট ৩০ জন বিজয়ী নির্বাচন করা হবে।
https://play.google.co
বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম পি।
জাতির জনক বঙ্গবন্ধু কে জানার অনন্য প্রয়াস "আমার বঙ্গবন্ধু" গেইমিং অ্যাপস নিয়ে মতামত ব্যাক্ত করছেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম পি।
উল্লেখ্য যে, “আমার বঙ্গবন্ধু গেমিং অ্যাপস” টি ব্যবহার করার মাধ্যমে প্রতিযোগিতাটি বয়সের ক্রমানুসারে সাজানো (১ম গ্রুপ অনুর্ধ ১০ বছর, ২য় গ্রুপ ১০-১৮ বছর এবং ৩য় গ্রুপ ১৮ তধুর্ধ)। অংশগ্রহণকরীদের মধ্য হতে বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে থাকবে বই, স্মার্ট ফোন, ট্যাব ও ল্যাপটপ। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতটিতে ২৬ মার্চ রাত ১২ টা পর্যন্ত অংশগ্রহণ করা যাবে। একজন প্রতিযোগী একাধিকবার অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিবার অংশ নেয়ার পর সার্ভারে তা আপডেট করা হবে। প্রতি ক্যাটাগরি/বয়সের প্রতিযোগীদের মধ্য হতে ১০ জন করে সর্বোমোট ৩০ জন বিজয়ী নির্বাচন করা হবে।
সংবাদ সম্মেলন আমার বঙ্গবন্ধু অ্যাপ...
News coverage of inaguaration programm of AMAR BANGABANDHU.
উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ প্রচারনা। #amarbangabandhu
#mobilegames
১৬ জানুয়ারী ২০২২, ২:৩০ ঘটিকায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে আমার বঙ্গবন্ধু মোবাইল গেমিং অ্যাপ এর শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক। ২৬ শে মার্চ, ২০২২ দিবাগত রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত প্রতিযোগিতা চলবে। বিস্তারিতঃ www.amarbangabandhu.app
"আমার বঙ্গবন্ধু" মোবাইল অ্যাপ-এর শুভ উদ্বোধন।
"আমার বঙ্গবন্ধু" মোবাইল অ্যাপ-এর শুভ উদ্বোধন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলার স্থপতি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরাধীনতার শিকলে বন্দি, নির্যাতিত-নিপীড়িত এবং আত্মপরিচয়হীন এক জাতিকে তিনি স্বপ্ন দেখান নিজস্ব জাতিস্বত্তা পরিচয়ে এক স্বাধীন ভূখণ্ডের। তাঁর প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে সুদীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙ্গালি জাতি তাই খুজে পায় তার আত্মপরিচয়ের ঠিকানা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই মুজিব মানেই বাংলাদেশের প্রতিধ্বনি। এ কারনে এই মহামানবের প্রতি শ্রদ্ধা নিবেদন এর পাশাপাশি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নের জন্য ও তার দেশপ্রেম, আদর্শ ও নেতৃত্বের গুলাবলী বক্ষে ধারন একান্তই আবশ্যক। সে জন্য প্রতিটি বাঙ্গালির বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী জানা আবশ্যক। অন্যথায় বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত তাঁর সুযোগ্য কন্যা মান