Amar Bangabandhu

Amar Bangabandhu গেম খেলুন পুরস্কার জিতুন🏆
Visit -
https://www.amarbang
(1)

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে বিএনসিসি কর্তৃক নির্মিত “আমার বঙ্গবন্ধু” মোবাইল গেইমিং অ্যাপসটি গত ১৬...
08/06/2022

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে বিএনসিসি কর্তৃক নির্মিত “আমার বঙ্গবন্ধু” মোবাইল গেইমিং অ্যাপসটি গত ১৬ জানুয়ারি ২০২২ তারিখ হতে ২৬ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত সমগ্র বাংলাদেশে অনলাইনে খেলা/প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের নামীয় তালিকা নি¤েœ প্রদান করা হলো

উক্ত মোবাইল গেইমিং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আগামী ১২ জুন ২০২২ তারিখ ১৪০০ ঘটিকায় বিএনসিসি অধিদপ্তরে পুরস্কার প্রদান করা হবে। নামীয় তালিকায় বর্ণিত বিজয়ীদের আগামী ১২ জুন ২০২২ তারিখ ১২০০ ঘটিকার মধ্যে বিএনসিসি অধিদপ্তর, ৩২ ঈশ খা এভিনিউ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন- ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো । বিস্তারিত তথ্য জানার জন্য নি¤œবর্ণিত টেলিফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলোঃ

টেলিফোন নং- ৪৮৯৬৪৮১০।

Amar Bangabandhu - গেমটির নতুন আপডেট Google Play Store এ রিলিজ হয়েছে। প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্যাঙ্ক নিশ্চিত করতে,অনুগ...
12/03/2022

Amar Bangabandhu - গেমটির নতুন আপডেট Google Play Store এ রিলিজ হয়েছে। প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্যাঙ্ক নিশ্চিত করতে,অনুগ্রহ করে সকলেই আপডেট করে নিন।
নতুন আপডেট সমূহঃ
১. কুইজ প্রশ্ন সমূহ
২. প্রোফাইল তথ্য আপডেট
৩.প্লেয়ার ছবি আপলোড
৪.ফাস্ট পারফরম্যান্স
৫.সর্বশেষ নোটিশ

https://play.google.com/store/apps/details?id=com.abb.amarbangabandhu.app

27/02/2022

জাতির জনক বঙ্গবন্ধু কে জানার অনন্য প্রয়াস "আমার বঙ্গবন্ধু" গেইমিং অ্যাপস নিয়ে মতামত ব্যাক্ত করছেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক, এম পি।

উল্লেখ্য যে, “আমার বঙ্গবন্ধু গেমিং অ্যাপস” টি ব্যবহার করার মাধ্যমে প্রতিযোগিতাটি বয়সের ক্রমানুসারে সাজানো (১ম গ্রুপ অনুর্ধ ১০ বছর, ২য় গ্রুপ ১০-১৮ বছর এবং ৩য় গ্রুপ ১৮ তধুর্ধ)। অংশগ্রহণকরীদের মধ্য হতে বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে থাকবে বই, স্মার্ট ফোন, ট্যাব ও ল্যাপটপ। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতটিতে ২৬ মার্চ রাত ১২ টা পর্যন্ত অংশগ্রহণ করা যাবে। একজন প্রতিযোগী একাধিকবার অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিবার অংশ নেয়ার পর সার্ভারে তা আপডেট করা হবে। প্রতি ক্যাটাগরি/বয়সের প্রতিযোগীদের মধ্য হতে ১০ জন করে সর্বোমোট ৩০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

https://play.google.com/store/apps/details?id=com.abb.amarbangabandhu.app
গেইমসটি খেলুন, জাতির জনক বঙ্গবন্ধু কে জানুন আর জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার।

24/02/2022

জাতির জনক বঙ্গবন্ধু কে জানার অনন্য প্রয়াস "আমার বঙ্গবন্ধু" গেইমিং অ্যাপস নিয়ে মতামত ব্যাক্ত করছেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম পি।

উল্লেখ্য যে, “আমার বঙ্গবন্ধু গেমিং অ্যাপস” টি ব্যবহার করার মাধ্যমে প্রতিযোগিতাটি বয়সের ক্রমানুসারে সাজানো (১ম গ্রুপ অনুর্ধ ১০ বছর, ২য় গ্রুপ ১০-১৮ বছর এবং ৩য় গ্রুপ ১৮ তধুর্ধ)। অংশগ্রহণকরীদের মধ্য হতে বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে থাকবে বই, স্মার্ট ফোন, ট্যাব ও ল্যাপটপ। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতটিতে ২৬ মার্চ রাত ১২ টা পর্যন্ত অংশগ্রহণ করা যাবে। একজন প্রতিযোগী একাধিকবার অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিবার অংশ নেয়ার পর সার্ভারে তা আপডেট করা হবে। প্রতি ক্যাটাগরি/বয়সের প্রতিযোগীদের মধ্য হতে ১০ জন করে সর্বোমোট ৩০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

23/02/2022

সংবাদ সম্মেলন আমার বঙ্গবন্ধু অ্যাপ...

আমার বঙ্গবন্ধুর পক্ষ থেকে সবাইকে ২১শে ফেব্রুয়ারি শুভেচ্ছা💐💐
20/02/2022

আমার বঙ্গবন্ধুর পক্ষ থেকে সবাইকে ২১শে ফেব্রুয়ারি শুভেচ্ছা💐💐

গেম খেলুন পুরস্কার জিতুন🏆শেয়ার করে জানিয়ে দিন সবাইকে https://play.google.com/store/apps/details?id=com.abb.amarbangaband...
11/02/2022

গেম খেলুন পুরস্কার জিতুন🏆
শেয়ার করে জানিয়ে দিন সবাইকে
https://play.google.com/store/apps/details?id=com.abb.amarbangabandhu.app&fbclid=IwAR0whL5rQysx7i-HB4kmZ2nyiOdeuN5PZ8_Chllkzm9iEbkbhDVAG2bkkR8

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জাতির পিতার অবিনাশী চেতনা ও আদর্শ ছড়িয়ে দেয়ার জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে বর্তমান প্রজন্মসহ দেশে বিদেশে প্রতিটি মানুষকে জাতির পিতার সম্পর্কে জানানোর লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক বাংলা এবং ইংরেজিতে তৈরী করা হয়েছে অ্যাপ ভিত্তিক গেম “আমার বঙ্গবন্ধু” । গেমটি সবার নিকট ছড়িয়ে দেবার জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।

সেরাদের তালিকায়,আপনি আছেন তো?সারাদেশ/জেলা ভিত্তিক  #সেরা_প্রতিযোগী_তালিকা দেখতে ভিজিট করুনঃ www.amarbangabandhu.app
04/02/2022

সেরাদের তালিকায়,আপনি আছেন তো?
সারাদেশ/জেলা ভিত্তিক #সেরা_প্রতিযোগী_তালিকা দেখতে ভিজিট করুনঃ
www.amarbangabandhu.app

03/02/2022

আলহামদুলিল্লাহ "আমার বঙ্গবন্ধু" অ্যাপ হালনাগাদ হয়ে প্লে স্টোর এ চলে এসেছে। লিংক কমেন্টে।

https://youtu.be/pHXJL9cwxcU
17/01/2022

https://youtu.be/pHXJL9cwxcU

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে গেমিং অ্যাপ ‘আমার বঙ্গবন্ধু...

17/01/2022

উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ প্রচারনা।

16/01/2022

১৬ জানুয়ারী ২০২২, ২:৩০ ঘটিকায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে আমার বঙ্গবন্ধু মোবাইল গেমিং অ্যাপ এর শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক। ২৬ শে মার্চ, ২০২২ দিবাগত রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত প্রতিযোগিতা চলবে। বিস্তারিতঃ www.amarbangabandhu.app

16/01/2022

"আমার বঙ্গবন্ধু" মোবাইল অ্যাপ-এর শুভ উদ্বোধন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জাতির পিতার অবিনাশী চেতনা ও আদর্শ ছড়িয়ে...
15/01/2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জাতির পিতার অবিনাশী চেতনা ও আদর্শ ছড়িয়ে দেয়ার জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে বর্তমান প্রজন্মসহ দেশে বিদেশে প্রতিটি মানুষকে জাতির পিতার সম্পর্কে জানানোর লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক বাংলা এবং ইংরেজিতে তৈরী করা হয়েছে অ্যাপ ভিত্তিক গেম “আমার বঙ্গবন্ধু” । গেমটি সবার নিকট ছড়িয়ে দেবার জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর মধ্য চুক্তিপত্র অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র।

15/01/2022

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলার স্থপতি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরাধীনতার শিকলে বন্দি, নির্যাতিত-নিপীড়িত এবং আত্মপরিচয়হীন এক জাতিকে তিনি স্বপ্ন দেখান নিজস্ব জাতিস্বত্তা পরিচয়ে এক স্বাধীন ভূখণ্ডের। তাঁর প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে সুদীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙ্গালি জাতি তাই খুজে পায় তার আত্মপরিচয়ের ঠিকানা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই মুজিব মানেই বাংলাদেশের প্রতিধ্বনি। এ কারনে এই মহামানবের প্রতি শ্রদ্ধা নিবেদন এর পাশাপাশি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নের জন্য ও তার দেশপ্রেম, আদর্শ ও নেতৃত্বের গুলাবলী বক্ষে ধারন একান্তই আবশ্যক। সে জন্য প্রতিটি বাঙ্গালির বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী জানা আবশ্যক। অন্যথায় বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ যে মহিসোপানে তা থেকে ভবিষ্যতে পথ হারাতে পারে বাংলাদেশ। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জাতির পিতার অবিনাশী চেতনা ও আদর্শ ছড়িয়ে দেয়ার জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে বর্তমান প্রজন্মসহ দেশে বিদেশে প্রতিটি মানুষকে জাতির পিতার সম্পর্কে জানানোর লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক বাংলা এবং ইংরেজিতে তৈরী করা হয়েছে অ্যাপ ভিত্তিক গেম “আমার বঙ্গবন্ধু” । গেমটি সবার নিকট ছড়িয়ে দেবার জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।

13/01/2022
07/01/2022

Address

Dhaka
Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when Amar Bangabandhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Bangabandhu:

Videos

Share

Category

Nearby media companies


Other Game Publishers in Banani Model Town

Show All