ইসলাম নিয়ে একটা লেখা আমার জন্য কাল হয়ে দাঁড়ালো!
প্রত্যেকদিনের মতো গতকাল কাস্টমারের কাছে আতর সেল করছিলাম,সন্ধা হয়ে গেলো, মাগরিব এর নামাজের জন্য যেতে হবে মসজিদে! ঢুকলাম, সালাত শুরু হলো।
অত:পর শুরু হলো এক প্রেমময় সুভাস! আসছে কোত্থেকে?
আমার ডান পাশের জন মুরুব্বি মানুষ ও দেখি নাক টানছে সালাতে! আমি ভাবছিলাম তার পাশের জন মেবি মেখেছে কোনো দামী আতর! আমার কাছেতো এমন সুগন্ধী নেইই! যাইহোক সালাত শেষ করলাম এবং দোকান ওপেন করলাম!
কিন্তু সেই ঘ্রান তো এখনো আমার সাথে ঘুরছে!?
আমি খুজলাম আমার দোকান এমন কি আতর আছে যেটা আমি চিনি ই না! এমনতো বড় কালেকশন আমার না জানা নেই যে খুজতে হবে!
এরপর চিন্তা করলাম আজকে বোধহয় যেগুলো সেল করছি সেগুলা থেকেই একটা ফ্লেভার আসছে!
অথচ এখন ও আমার স্মরণে আসে নাই!
আজকে তো অনেক আতর ই সেল করছি! কোনটা তাহলে!!???
এখন ভাবলাম যেই ২,৩টা আজকে বেশি সেল হয়েছে সেইগুলোই দেখা যাক! বিসমিল্লাহ, মেখে দিলাম কিন্তু আশানরুপ একদ
জুমার দিন সুগন্ধি
ব্যবহার করা সুন্নাত🥰🥰
. জুম্মা মোবারক♥️💜💚
#মিষ্টি_সুগন্ধি_প্রিয়_মানুষদের_জন্য_Halal_perfume_নিয়ে_এল_মিষ্টি_সুগন্ধি_সুইট_উদ_আতর
উদ মানেই একটু ডিপ স্মেল হবে এটাই স্বাভাবিক।
অসংখ্য উদি সুগন্ধির মধ্যে সুইট উদ' বিশেষ একটি সুগন্ধি। উন্নত মানের উদি সুগন্ধি গুলোর মধ্যে সুইট ভিন্ন এক প্রকৃতির সুগন্ধি হালকা মিষ্টি মিষ্টি ধাঁচের মধ্যে একদম স্মুথ একটি উদ , মাঝে মাঝে কিছুটা
চন্দনী সৌরভ। কিছুটা টক আবরনে এক ভিন্নধর্মী সুমিষ্ট সুরভি। সুবাশ সবারই মনে নাড়া দিয়ে যায়।
যারা মিষ্টি ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি আতর। খুব সুন্দর স্মেল। অসম্ভব মিষ্টি একটি আতর, প্রায় পুরোটা সময় ই মিঠা সুবাস
পাবেন
সুইট অউদ দেখতে মনে হবে দুর্গম বনের মৌচাক কেটে টাটকা মধু ভরেছি বোতলে,
কাপড়ে অনেকটা সময়জুড়ে থাকবে
এর লাস্টিং ও প্রজেকশনও মাশাআল্লাহ প্রশংসনীয়
গ্রীষ্ম কিংবা বর্ষা সবসময় আশপাশ হয়ে উঠুক এলকোহলমুক্
#সুগন্ধী ব্যবহার করা নবী করীম (সা:) এর প্রিয় ছিল,তাই এটা ব্যবহার করা আমাদের জন্য #সুন্নাত!
পৃথিবীতে এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে,#সুগন্ধি ব্যবহার করা পছন্দ করে না,
আর সেই সুভাষ যদি #আতর হয় তাহলে তো কথা ই নাই, এটাই সবচেয়ে সেরা সুগন্ধি হবে,,,
#লেখাটা_পড়তে_গিয়ে_খুশিতে_কান্না_চলে_আসলো!
জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন । এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে । তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।
তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত । বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।
জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে । এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো । তারপর আরো আলো ।
জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহকে দেখেছি ?’
না, আমরা সে পথেই ছুটছি । ফেরেস্তা বলবেন ।
হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -
* আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *
আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।
খুবই