Halal Ator - হালাল আতর

Halal Ator - হালাল আতর perfume
(1)

26/05/2023

জুমার দিন সুগন্ধি
ব্যবহার করা সুন্নাত🥰🥰 জুম্মা মোবারক♥️💜💚

24/05/2023

#আসুন_আজ_আপনাদের_এক_রত্নের_রিভিউ_দেই।
নামটা খুব অপরিচিত নয় - মুখাল্লাত দুবাই থেকে আমদানি করা একটি পারফিউম অয়েল।
আসুন এর ঘ্রাণ সম্পর্কে খুব অথেন্টিক একটা রিভিউ দেয়া যাক।

এইতো সেদিনই খুব কাছের একজন দীনি ভাই এর সাথে একটি
নিরিবিলি পরিবেশে বেড়াতে গিয়েছিলাম। মাগরিব এর সালাহ শেষ করলাম, স্নিগ্ধ নির্মল বাতাস বইছিল। হাটছিলাম আমরা রেললাইন দিয়ে।
এর মধ্যে ভাইকে জিজ্ঞেস করলাম!
আচ্ছা ভাই আপনি তো মুখাল্লাত ব্যবহার করেছেন,
আচ্ছা আপনাকে যদি এর ঘ্রাণের বর্ণনা দিতে বলা হয় তাহলে আপনি কেমন বলবেন? ভাই খানিকক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেলেন -

এর পর হঠাৎ বলে উঠলেন আব্দুল খালেক কখনও এমন কোন জায়গায় গিয়েছো? গ্রামীণ পরিবেশ,
ইলেক্ট্রিসিটি নেই,
এমন এক জায়গায় একটি মসজিদ, সালাহ তে দাঁড়িয়েছো! একটা ভেপসা গরম অনুভব করছো!
এমন মুহূর্তে দক্ষিণ এর জানালা দিয়ে একটি বাতাস এসে সব জুড়িয়ে দিল। ঠিক তখন যেমন টা অনুভব করবে, ঠিক তেমন একটি অনুভূতি এর ঘ্রাণের।

আমি থমকে গিয়েছিলাম কিছুক্ষনের জন্য। ঘ্রাণ সম্পর্কে রিভিউ আমিও লিখি কিন্তু এটা এমন কিছু ছিল যেটা আমি এর পূর্বে কখন ও শুনিনি।

শুকরিয়া এবং প্রশংসা ওই আল্লাহর যিনি মানুষকে এতো উত্তম গঠনে সৃষ্টি করেছেন।

ঠিকানা:মহাখালী রেলগেট বাইতুল মাহফুজ মসজিদ!!

24/05/2023
যে পদ্ধতিতে আতর ব্যবহার করা উত্তম!
24/05/2023

যে পদ্ধতিতে আতর ব্যবহার করা উত্তম!

রাজকীয় যে সুঘ্রাণ আপনাকে মাতোয়ারা করে তুলবে তার নাম "এহসাস আল আরাবিয়া"। যার ছিপি খুলতে না খুলতেই চারদিকে চড়িয়ে দেয় এক অন...
16/05/2023

রাজকীয় যে সুঘ্রাণ আপনাকে মাতোয়ারা করে তুলবে তার নাম "এহসাস আল আরাবিয়া"। যার ছিপি খুলতে না খুলতেই চারদিকে চড়িয়ে দেয় এক অন্যরকম মনোমুগ্ধতা। ভালোবাসার পরশে " বিস্কিটি,ভ্যানিলা আর চকলেটের সাথে জেসমিন ফুলের এক মহা কম্বিনেশন। আন্দোলিত করে বিষন্ন মনকে।।

প্রায় ২০ ঘন্টার বেশি লং লাস্টিং করা এই "এহসাস( মুগ্ধতা) আল আরাবিয়াহ.....

★পাচ্ছেন ৩মিলি - ২১০৳
৬মিলি-৩৬০৳
১০মিলি-৫০০৳
২৮মিলিতে বিশেষ ছাড়ে- ১০০০৳

ঠিকানা:মহাখালী রেলগেইট বায়তুল মাহফুজ মসজিদ

06/05/2023

#লেখাটা_পড়তে_গিয়ে_খুশিতে_কান্না_চলে_আসলো!

জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন । এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে । তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।

তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত । বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।

জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে । এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো । তারপর আরো আলো ।

জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহকে দেখেছি ?’

না, আমরা সে পথেই ছুটছি । ফেরেস্তা বলবেন ।

হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -

* আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।

খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!

আল্লাহু আকবার ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন,

আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।

হে আল্লাহ! আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী ।

তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জিজ্ঞেস করবেন,

তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ?

ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে !

জান্নাতীরা জবাব দিবেন ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,

তোমাদের আর কি চাই ?

তখন জান্নাতীরা (আলহামদুলিল্লাহ ) বলবেন- আর কিছু চাই না ।

না না । আজ তো দেয়ার দিন । আমি আরও দিব । বলো কি চাই ।

তখন জান্নাতীরা (আলহামদুলিল্লাহ ) সমস্বরে বলে উঠবেন-

ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই ।

আপনাকে দেখি নি কখনও । আপনাকে আমরা ভালবাসি ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন ।

সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি । চোখ বন্ধ করে একটু চিন্তা করুন । সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন । যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছেন । কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন । খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।

পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন । কত চাওয়া, মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন ।

কত অপরাধ করেছি, কেউ দেখে নি । একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন । বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন। মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী । সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি ...

সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজী বলেছেন , পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি , আমরা আল্লাহ সুবহানুওতায়ালাকে তেমনি দেখব । ইনশাআল্লাহ ।

এ যে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাহ্ !

ইয়া আল্লাহ - স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন ।

আমিন 🤲

ভালো লাগলে টাইম লাইনে রেখে দেন, 💜💖💚
05/05/2023

ভালো লাগলে টাইম লাইনে রেখে দেন, 💜💖💚

Address

Banani Model Town

Telephone

+8801635168235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halal Ator - হালাল আতর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Halal Ator - হালাল আতর:

Videos

Share