Izhar Explorer

Izhar Explorer Let's Explore...

14/09/2023

প্রতিদিন সকালে আপনি কতোটা তাড়াতাড়ি উঠবেন তা সম্পূর্ণ নির্ভর করে রাতে আপনি কতোটা তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছেন।

না বলতে শিখুন,না হলে বিপদ! এই লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল,,,  এবং তার সমস্ত পরিচিতজন বন্ধু_প্রতিবেশী এ...
14/09/2023

না বলতে শিখুন,না হলে বিপদ!

এই লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল,,, এবং তার সমস্ত পরিচিতজন বন্ধু_প্রতিবেশী এবং পরিবার সেখানে কেনকাটা করতো এবং মাঝে মাঝে বাকী ও চাইতো
কয়েক বছর পরে, এই সব বাকী মিলে বড় আকার ধারন করে
কখনও কখনও আমরা হ্যাঁ বলি যখন আমাদের না বলা উচিত ছিল।
আপনি হ্যাঁ বলবেন ভাবছেন আপনি মানুষকে সাহায্য করছেন..
কিন্তু আসলে আপনি হেরে যাচ্ছেন
এবং আপনার কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করছেন,
আপনার সময় খারাপ যাবে এবং বাকী টাকা চাইবেন তখন সবাই আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়।

সবসময় হ্যাঁ বলবেন না...

আপনার ব্যবসায় বিনিয়োগ করুন এবং সঞ্চয় করুন, স্মার্ট হন, সবকিছু হারিয়ে যেতে দেবেন না।

সংগৃহীত

Improving ,not proving !
13/09/2023

Improving ,not proving !

চায়ের দেশ থেকে ফিরছি একা, ফিরতে পথেও পাইনি স্বার্থহীন কোনো প্রেয়সীর দেখা।তখনও চারিদিকে শুধু টাকারই কিচিরমিচির। সামনের বগ...
12/09/2023

চায়ের দেশ থেকে ফিরছি একা, ফিরতে পথেও পাইনি স্বার্থহীন কোনো প্রেয়সীর দেখা।তখনও চারিদিকে শুধু টাকারই কিচিরমিচির। সামনের বগিটা এসিবগি তাই সেখান থেকেও টাকার গন্ধ ভেসে এসে নাক ঘেঁষছিলো।নাক ছিটকে তরল কিছু একটা জানালার বাহিরে ফেললাম। নাহ্, আর নাহ্,এবার শুধুই টাকার পেছনে ছুটার পালা,শুরু হোক টাকা দিয়ে টাকা বানানোর মস্তখেলা।

দিনশেষে সূর্যও আর আলো দেয়না,টাকা দিয়ে আলো কিনতে হয়।
12/09/2023

দিনশেষে সূর্যও আর আলো দেয়না,টাকা দিয়ে আলো কিনতে হয়।

12/09/2023

টাকা দিয়ে সব কিনা যায় ,কিন্তু টাকা কিনতে কিসের প্রয়োজন হয়?

11/09/2023

২০-২৫ বছর বয়সে বিয়ের খাহেশ জাগে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেনো ৩০-৪০ বছর লাগে?

11/09/2023

টাকা আগে নাকি বিয়ে আগে?

11/09/2023

Money is the father of the world 🌍

11/09/2023

লেখাপড়া ছেড়ে টাকার পেছনে ঘুরে যে ,গাড়িঘোড়ায় চড়ে সে।

11/09/2023

টাকা দুনিয়ার এক কঠিন বাস্তবতার নাম।

বাংলাদেশী মেয়ের বাবারা ২৫ বছর বয়সে আমাদের থেকে এমন কিছু চায়,যেটা তার নিজের বানাতে ৫০ বছর লেগেছে।
10/09/2023

বাংলাদেশী মেয়ের বাবারা ২৫ বছর বয়সে আমাদের থেকে এমন কিছু চায়,যেটা তার নিজের বানাতে ৫০ বছর লেগেছে।

এই শহর টাকার চাটুকা।
09/09/2023

এই শহর টাকার চাটুকা।

মাইন্ড রিফ্রেশের জন্য সবচেয়ে উত্তম কাজ হলো নিজেকে একান্তই সময় দেয়া। অন্যের সময়ে ভাগ বসিয়ে আত্মশান্তি খোঁজা বোকামি।নিজ পর...
09/09/2023

মাইন্ড রিফ্রেশের জন্য সবচেয়ে উত্তম কাজ হলো নিজেকে একান্তই সময় দেয়া। অন্যের সময়ে ভাগ বসিয়ে আত্মশান্তি খোঁজা বোকামি।নিজ পরিবার ছাড়া পৃথিবীর কেউ কারো নয়।নিজেকে একান্তভাবে সময় দিতে চায়ের শহর যাচ্ছি। একটু সোজা হয়ে নেই। কন্টেন্ট ক্রিয়েট আবার শুরু করবো। সামান্য সময়ের ব্যপার।

এই শহরে টাকার সাথে টাকার বিয়ে হয়।
09/09/2023

এই শহরে টাকার সাথে টাকার বিয়ে হয়।

Make Lemonade 🥂
09/09/2023

Make Lemonade 🥂

পেরাশানিতে ছেয়ে আছে চারিদিক। আমার মতো নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটারও আপনাদেরকে নিয়মিত এক্সপ্লোর টাইপের কন্টেন্ট উপহার দিতে প...
01/08/2023

পেরাশানিতে ছেয়ে আছে চারিদিক। আমার মতো নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটারও আপনাদেরকে নিয়মিত এক্সপ্লোর টাইপের কন্টেন্ট উপহার দিতে পারছি না। এটা আমার অস্থায়ী ব্যর্থতা এবং পরিবেশ পরিস্থিতির প্রভাব। সবকিছু কাটিয়ে উঠতে আরো কিছুদিন সময় লাগবে।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ মাসের মধ্যেই আবার পুরো দমে কাজ শুরু করবো ইনশাআল্লাহ।যারা এখনো ,এইপর্যন্ত আমার সাথেই আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং দোয়াপ্রার্থী।আমিও সবার কল্যাণ কামনা করছি, আসসালামু আলাইকুম।

01/06/2023

৩০০ থেকে ৫০০ লোক নিয়ে বিয়ে করতে যান। বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না।কাদের খাওয়ান?

26/05/2023

কন্টেন্ট | কন্টেন্ট | কন্টেন্ট

অনেকটা অন্যরকমভাবে ক্যামেরার সামনে আসার প্ল্যান করছি। শুধুই সময়ের অপেক্ষা...

এই শহরে মানুষকে ভালো না বেসে কু*ত্তাকে বাসা ঢের ভালো।❤️
23/05/2023

এই শহরে মানুষকে ভালো না বেসে কু*ত্তাকে বাসা ঢের ভালো।❤️

আম কা*টলাম না মেয়েদের মন বুঝতেছি না। 😑
21/05/2023

আম কা*টলাম না মেয়েদের মন বুঝতেছি না। 😑

কিছুটা ব্যস্ত থাকায় নিয়মিত ভিডিও উপহার দিতে পারছি না আপনাদেরকে।তবে খুব শীঘ্রই পুরোদমে কন্টেন্ট ক্রিয়েট করা স্টার্ট করবো।...
19/05/2023

কিছুটা ব্যস্ত থাকায় নিয়মিত ভিডিও উপহার দিতে পারছি না আপনাদেরকে।তবে খুব শীঘ্রই পুরোদমে কন্টেন্ট ক্রিয়েট করা স্টার্ট করবো। অপেক্ষা শুধু ক্ষাণিকটা সময়ের।পাশে থাকার জন্য অগ্রীম কৃতজ্ঞতা। ❤️

18/05/2023

জীবনমুখী লাগামহীন অনর্থক চাহিদাগুলোই আপনার পৃথিবীকে নরকে পরিণত করবে।

২০২৩ সালে এসে রেস্টুরেন্ট ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা কতো পার্সেন্ট ? আমি যদি বলি ০% তাহলে কি অবাক হবেন। এখন আসুন আসল কথা...
17/05/2023

২০২৩ সালে এসে রেস্টুরেন্ট ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা কতো পার্সেন্ট ?

আমি যদি বলি ০% তাহলে কি অবাক হবেন। এখন আসুন আসল কথায় যাই- বেশকিছুদিন আগে শহরের লোকাল কয়েকটা রেস্টুরেন্টে জরিপ চালিয়ে দেখলাম প্রতিটা রেস্টুরেন্টে সব খরচ দিয়ে গড়ে ১ লক্ষ টাকা লাভ থাকে। বড় রেস্টুরেন্টগুলোর লাভের কথা নাই বা বললাম।তবুও কেনো ০% পার্সেন্ট বললাম? এবার আসেন আসল পয়েন্টে- লাগামহীনভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকায় রেস্টুরেন্ট মালিকরা লাভ তুলতে কিছুটা হিমশিম খাচ্ছেন। রানিং ব্যবসাগুলোর এই অবস্থা।তাহলে আপনি উড়ে এসে জুড়ে বসে ব্যবসা শুরু করলেই আপনার ব্যবসা দাড়িয়ে যাবে না। বীনা খরচে গতানুগতিক মার্কেটিং আর ছোট পরিসরে উদ্যোগ নিলেই কেবল ব্যবসা রান করতে পারবেন। তবে ২৩ এ শুরু করে ২০২৩ সালেই লাভ করতে পারবেন না।লেগে থাকলেই কেবল সফলতা অনিবার্য। যদি রেস্টুরেন্ট ব্যবসা করার খেয়াল থাকে তাহলে শুরু করে দিন। ব্যপার নাহ্।😊

17/05/2023

মানুষ সান্ত্বনা দিতে পারলেও শান্তি কেনো দিতে পারে নাহ্?

রাজশাহী নগরীতে ৭ বছর ধরে অক্সিজেন নিয়ে রিক্সা চালান তিনি। ভিক্ষার চেয়ে কর্ম উত্তম। আর আমাদের জীবন নিয়ে কত হাজারো অভিযো...
16/05/2023

রাজশাহী নগরীতে ৭ বছর ধরে অক্সিজেন নিয়ে রিক্সা চালান তিনি। ভিক্ষার চেয়ে কর্ম উত্তম। আর আমাদের জীবন নিয়ে কত হাজারো অভিযোগ। পাওয়া না পাওয়ার হিসাব‌ই মিলাতে পারি না আরো কত কি 🙂
(ছবি সংগৃহীত)

16/05/2023

এই বৃষ্টিভেজা রাতে কাকে খুব বেশী মিস করছেন?

প্রতিটা পুরুষেরই এক নারীতে আসক্তি থাকা উচিৎ এবং প্রতিটা নারীরই এক পুরুষে আসক্তি থাকা উচিৎ। মানুষ মাত্রই সুন্দর,সুশ্রী প্...
16/05/2023

প্রতিটা পুরুষেরই এক নারীতে আসক্তি থাকা উচিৎ এবং প্রতিটা নারীরই এক পুরুষে আসক্তি থাকা উচিৎ। মানুষ মাত্রই সুন্দর,সুশ্রী প্রাণী।আশরাফুল মাখলুকাত।স্বভাবগতভাবেই মহান আল্লাহ তায়ালা প্রতিটা মানুষকে বিপরীত লি*ঙ্গের মানুষের প্রতি একটা অদৃশ্য টান দিয়ে সৃষ্টি করেছেন,ভালোলাগা দিয়ে সৃষ্টি করেছেন। এক্ষেত্রে যদি আপনি এক নারী বা এক পুরুষে আসক্ত না হোন তাহলে ঘটবে বিপত্তি। একটা হালাল সম্পর্কে চলে আসবে তিক্ততা।আর এক নারী বা এক পুরুষে আসক্ত থাকার সবচেয়ে বড় উপায় হলো পরনারী বা পরপুরুষের থেকে নিজের চোখকে হেফাজতে রাখা।যাদের এক নারী বা এক পুরুষে আসক্ত থাকতে খুবই কষ্টকর হয় তারা উপরের এই টিপস্ টা ফলো করুন।জীবন সুন্দর,সুশ্রী।

কাঁচের কাপ আর প্লাস্টিকের (ওয়ান টাইম)কাপে চা বিক্রির মধ্যে একটা গোপন বিজনেস ট্রিকস  আছে। বলুন তো আপনারা সেটা কি?
15/05/2023

কাঁচের কাপ আর প্লাস্টিকের (ওয়ান টাইম)কাপে চা বিক্রির মধ্যে একটা গোপন বিজনেস ট্রিকস আছে। বলুন তো আপনারা সেটা কি?

14/05/2023

I Visited The Old TAKA Market In Bangladesh! 🇧🇩

কাঁক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। সে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যা...
13/05/2023

কাঁক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। সে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যাপার হচ্ছে, ঈগল কিন্তু, কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যেয়ে, তার সময় ও শক্তি অপচয় করে না।ঈগল যেটা করে, সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচন্ড গতির কারণে কাঁক দুর্বল হয়ে পরে এবং টিকতে না পেরে, ঈগলের ঘাড় থেকে, দ্রুত খসে পরে যায়।
ঠিক তেমনি ভাবে, আপনার জীবন চলার পথে অনেক মানুষ রুপি অনেক কাঁক আপনার পিছনে ঠোকর মেরে, আপনার জীবনকে ব্যাহত করবে। এদের সাথে লড়াইয়ে যেয়ে, সময় ও শ্রম অপচয় করার কোন দরকার নেই। আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য, কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন।
আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে, এই সব কাঁকেরা, দুর্বল হয়ে এমনিতেই ঝরে পড়ে যাবে।

12/05/2023

Avoid This Shoemaker In Local Station,Bangladesh!🇧🇩

তখন রাত দশটা।ব্যাগ নিয়ে মার্কেটিং শেষে বন্ধুদের সাথে একটা ছোটখাটো বিজনেস মিটিংয়ে অংশগ্রহণ করতে টঙের দোকানে বসেছিলাম।মিটি...
12/05/2023

তখন রাত দশটা।ব্যাগ নিয়ে মার্কেটিং শেষে বন্ধুদের সাথে একটা ছোটখাটো বিজনেস মিটিংয়ে অংশগ্রহণ করতে টঙের দোকানে বসেছিলাম।মিটিং শেষে মাহফুজ ভাই বললো-"একটু দাড়ান,ঘামা ঘামা শরীরের একটা ছুবি তুলে দেই,কোনো একদিন যখন কোম্পানিতে এসির নিচে এমডি হয়ে বসে থাকবেন তখন এই ছবিটা দেইখেন।মনে শান্তি লাগবো।যে,একটা সময় দিন নাই রাইত নাই পরিশ্রম করে করে তিলে তিলে এতো বড় কোম্পানি দাড় করাইছেন"।আমি আগে একা স্বপ্ন দেখতাম।এখন আমাকে নিয়ে আমার আশেপাশের মানুষগুলোও স্বপ্ন দেখে। তারা কিছু একটা করার অনুপ্রেরণা পায়।তাই স্বপ্ন দেখুন,সাহস করুন,শুরু করুন,লেগে থাকুন। সফলতা আপনার পদচুম্বন করবেই।

~তানিম ইযহার
স্বত্বাধিকারী- ইযার

একটু আগেও খিকখিক করে হাসছিলাম।গুরুস্থানে যেতেই চেহারা চুপসে গেলো।হৃদয় অশ্রুসিক্ত হলো।জবান সূরা ফাতেহা ও ইখলাস পড়তে লাগলো...
10/05/2023

একটু আগেও খিকখিক করে হাসছিলাম।গুরুস্থানে যেতেই চেহারা চুপসে গেলো।হৃদয় অশ্রুসিক্ত হলো।জবান সূরা ফাতেহা ও ইখলাস পড়তে লাগলো।আমার চেহারা বরাবর নানাভাইয়ের মাকবারা মোবারক।শুনেছি- বড় আল্লাহওয়ালা ছিলেন উনি।কখনো সামনা সামনি দেখিনি।দেখার তীব্র ইচ্ছে আছে আখেরাতে।জান্নাতে নানাভাইয়ের হাতে চুমু খেয়ে কৃতজ্ঞ হওয়া যে বাকি।দোয়া চাই! নানাভাইয়ের জন্য। দোয়া চাই! তাঁর উত্তরসূরীদের জন্য। ❤️

08/05/2023

Meet My Village In Bangladesh! 🇧🇩

"MEET MY VILLAGE" vlog is uploaded on YouTube. You can watch it.❤️Video link in comment box 👇
07/05/2023

"MEET MY VILLAGE" vlog is uploaded on YouTube. You can watch it.❤️

Video link in comment box 👇

Address

Banani Model Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Izhar Explorer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Izhar Explorer:

Share

Category



You may also like