বাজিতপুর জেলা চাই

বাজিতপুর জেলা চাই দল মতের ভেদাভেদ নাই, আমরা সবাই ভাই ভাই, দাবী মোদের একটাই বাজিতপুর জেলা চাই। স্বপ্ন ও ভালোবাসার আকুতি

প্রতিটি সূর্যোদয় সাথে করে একটা নতুন সুযোগ নিয়ে আসে। তাই অতীতকে ভুলে যান এবং সব কিছু নতুন করে শুরু করুন। সুপ্রভাত ।    ...
20/08/2024

প্রতিটি সূর্যোদয় সাথে করে একটা নতুন সুযোগ নিয়ে আসে। তাই অতীতকে ভুলে যান এবং সব কিছু নতুন করে শুরু করুন। সুপ্রভাত ।
Salah Uddin

Shout out to my newest followers! Excited to have you onboard!Mahadii Shwapniil, Ätāuř Råhmãñ, Md Monir Hossain, Eleaus ...
18/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Mahadii Shwapniil, Ätāuř Råhmãñ, Md Monir Hossain, Eleaus Mia, Md Shahid, Shohidul Islam, Akram Hossain, Md Masum Md Masum, Faruq Mia, Md Ariful, Jakir Hoosen

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉রাছেল মিয়া, বৃষ্টি বিলাস, S.H. Sajid
17/06/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

রাছেল মিয়া, বৃষ্টি বিলাস, S.H. Sajid

প্রিয় বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদের সম্মানিত গুরুজন এবং সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম,আদাব।আশা করছি সুখ-দুঃখ আনন্দ ব...
04/06/2024

প্রিয় বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদের সম্মানিত গুরুজন এবং সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম,আদাব।
আশা করছি সুখ-দুঃখ আনন্দ বেদনার ভেতর দিয়ে আপনাদের জীবন এক রকম এগিয়ে যাচ্ছে শান্তি ও সমৃদ্ধির পথে।

আপনাদের এই বলে সান্ত্বনা দিচ্ছি যে,সাময়িকভাবে আমরা কিছুটা মন্হর গতিতে এগোচ্ছি-কারণ, চলছে উপজেলা পরিষদ নির্বাচন,পাশাপাশি এসে গেছে পবিত্র ঈদুল আযহা।
সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

আমরা আশা করব যিনি কৃতকার্য হবেন তিনি যেমন বাজিতপুরের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন তেমনি যারা অকৃতকার্য হবেন তারাও বাজিতপুরকে ভালোবাসেন এবং বাজিতপুরের আপামর জনসাধারণের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবেন। তবে যতটুকুই হচ্ছে তা যেন স্বচ্ছ এবং সুন্দর প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয় সেটাই আমাদের চাওয়া। বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদ সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সুতরাং আমরা শান্তির পক্ষে, সুস্থতা এবং সমৃদ্ধির পক্ষে। আমাদের কোথাও কারো প্রতি বিশেষ কোন পক্ষপাতিত্ব নেই,
বাজিতপুরের জনসাধারণের চাওয়া-ই আমাদের চাওয়া। আমরা ভোটের পক্ষে, গণতন্ত্র এবং সহনশীল সহাবস্থান যুক্ত সাম্যের সমাজ ব্যবস্থার পক্ষে ,তথা আপামর জনসাধারণের স্বপ্নের পক্ষে। বাজিতপুর জেলা বাস্তবায়ন আন্দোলনের পক্ষে।
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে ইতি টানছি, মঙ্গলময় হোক আপনাদের যাপিত জীবন।

মুর্শিদ উদ্দিন আহমেদ,
সমন্বয়ক; বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদ।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Mostakim, ভালোবাসা মিথ্যা মিথ্যা ভালো...
14/05/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Mostakim, ভালোবাসা মিথ্যা মিথ্যা ভালোবাসা, Ubaidullah AL Hadi, Alomgir Morol, Md Shihab, Md Alauddin Al Akash, Shaharia Hossain Shúvò, Tauhid Hasan Durjoy

বাজিতপুরের জেলা বাস্তবায়ন পরিষদের প্রথম কর্মশালাটি সফলতার সহিত সম্পন্ন হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি--------...
05/05/2024

বাজিতপুরের জেলা বাস্তবায়ন পরিষদের প্রথম কর্মশালাটি সফলতার সহিত সম্পন্ন হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি
------------------------------
মুর্শিদ উদ্দিন আহমদ।(সমন্বয়ক বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদ)

গতকাল ৪ মে শনিবারের মতবিনিময় ও কর্মশালায় অংশগ্রহণকারী সকল সম্মানিত ব্যক্তিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে অনুষ্ঠানটি সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করছি অদূর ভবিষ্যতে আমাদের শিক্ষামূলক সচেতনতামূলক এবং পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে এবং আপনাদের অংশগ্রহণে তা সফল ও প্রাণবন্ত হবে।
পাশাপাশি চলবে আমাদের আন্দোলন।
বাজিতপুরকে জেলায় রূপান্তরিত করার জন্য আমরা বাজিতপুরবাসী অঙ্গীকারাবদ্ধ । সফলতা ব্যর্থতার কথা ভবিষ্যৎ বলে দিবে,তবে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এ লড়াই চালিয়ে যাব এটাই আমাদের অঙ্গীকার।
আমাদের কাফেলায় কেউ আসবে কেউ যাবে সেদিকে ভ্রুক্ষেপ না করে সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই , ইনশাআল্লাহ আমরা সফল হব।
অন্যান্য জেলা কিংবা উপজেলার তুলনায় বাজিতপুরে এমন কোন অবকাঠামোর অভাব নেই যার জন্য বাজিতপুর জেলা হতে পারে না! সুতরাং এ দাবি বাজিতপুরবাসীর অধিকারের দাবি, এ দাবি বাজিতপুরবাসীর ন্যায্যতার দাবি, এই দাবি বাজিতপুরবাসীর স্বপ্নের দাবি।
আসুন এ দাবির পক্ষে এক হই লড়াই করি ,সমস্বরে উচ্চস্বরে উচ্চারণ করি-

বাজিতপুর জেলা চাই করতে হবে, দিতে হবে।

04/05/2024

সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাজিতপুর জেলা চাই আন্দোলনের কর্মশালা ও মত বিনিময় সভা সফল করার জন্য। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা আরো কর্মসূচি নিয়ে আপনাদের সহযোগিতায় বাজিতপুর জেলা চাই আন্দোলন আরো গতিশীল ও সফলমন্ডল করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ

04/05/2024
প্রিয় বাজিতপুরবাসী সহ অষ্টগ্রাম ভৈরব কুলিয়ারচর কটিয়ার নিকলীর আপামর জনসাধারণকে 'বাজিতপুর জেলা বাস্তবায়ন' কমিটির পক্ষ ...
03/05/2024

প্রিয় বাজিতপুরবাসী সহ অষ্টগ্রাম ভৈরব কুলিয়ারচর কটিয়ার নিকলীর আপামর জনসাধারণকে 'বাজিতপুর জেলা বাস্তবায়ন' কমিটির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।

আমরা আগামীকাল ৪ মে শনিবার বিকেল চারটায় বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ যে প্রযুক্তিগত কর্মশালা ও মতবিনিময় সভা করতে যাচ্ছি উক্ত সভায় আপনাদেরকে উপস্থিত থাকার জন্য স্ববিনযয়ে আমন্ত্রণ জানাচ্ছি।
বিশেষ করে যারা বাজিতপুরে আছেন তাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
এই কর্মশালাটি বিশেষ কোন ব্যক্তি, গোষ্ঠী ধর্ম বর্ণের জন্য নয়, আপনাদের সকলের জন্য।
বর্তমান স্মার্ট বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জন্য এবং নিজেদের জন্য কাজ করতে হলে প্রযুক্তির সহায়তা অপরিহার্য। এই অপরিহার্যতা মাথায় রেখেই আমাদের আজকের প্রযুক্তিগত কর্মশালার আয়োজন করা। আমাদের আরো একটি মহৎ উদ্দেশ্য হলো এই যে, আপনারা একে অপরের সাথে মিলিত হবেন, মতবিনিময় করবেন এবং ভবিষ্যতে বাজিতপুরবাসীর স্বপ্ন কিভাবে পূরণ করা যায় সেই বিষয়ে আলোকপাত করবেন। আপনাদের অভিজ্ঞতা অন্যদের সাথে বিনিময় করবেন, অন্যদের অভিজ্ঞতা আমলে নিবেন এবং এভাবেই আমরা বাজিতপুরের বৃহত্তর স্বার্থ নিয়ে এগিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। ভৌগোলিক অবস্থানগত কারণেই বাজিতপুরে জেলা হলে অন্যান্য উপজেলা বাসি তার সুফল ভোগ করবেন।
শতভাগে বিভক্ত হওয়া সমাজ ব্যবস্থায় সাম্যের সমাজ নির্মাণ করা খুব সহজ কথা নয়, অসম্ভব কঠিন কাজ, আমরা এই কঠিন দায়িত্বটিই কাঁধে তুলে নিয়েছি, এবং আপনাদেরকে একত্রিত করার মধ্য দিয়ে সাম্য মানবিক মর্যাদা ঐক্য এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার মহৎ প্রয়াস চালিয়ে যাচ্ছি। প্রসারিত মন নিয়ে সকলেই এগিয়ে আসবেন এটাই আমাদের চাওয়া। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আমি-

Ahamad Murshiduddin

(প্রধান সমন্বয়ক বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদ।)

30/04/2024

বাজিতপুর কেন জেলা হওয়ার অধিকার রাখে - ভিডিওতে Muhammad Rajaur Rahman Rajib

আসসালামু আলাইকুম,শুভেচ্ছা নিবেন,বাজিতপুরে যারা আছেন আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। এই কর্মশালা বিশেষ কোন ...
29/04/2024

আসসালামু আলাইকুম,

শুভেচ্ছা নিবেন,

বাজিতপুরে যারা আছেন আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। এই কর্মশালা বিশেষ কোন ব্যক্তি বা গোষ্ঠী জন্যে নয়, আপনাদের সকলের জন্য। যারা জানেন তারা তো জানেন, আপনাদের অভিজ্ঞতা অন্যদের সাথে বিনিময় করবেন। একসাথে একসাথে পরস্পরের সাথে মিলিত হলে একটি মেলবন্ধন স্থাপন হবে, এটাই বা কম কিসে?
শতভাগে বিভক্ত হওয়া সমাজ ব্যবস্থায় সাম্যের সমাজ নির্মাণ করা খুব সহজ কথা নয়, প্রসারিত মন নিয়ে সকলে একত্রিত হবেন এটাই চাওয়া। মঙ্গলময় হোক আপনাদের প্রতিদিনের যাপিত জীবন।
ধন্যবাদান্তে,
Ahamad Murshiduddin
(প্রবাস থেকে)

সম্মানিত বাজিতপুর, কটিয়ারদীর, ভৈরব, অষ্টগ্রাম, নীকলি ও কুলিয়ারচর বাসী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।সকলকে বিনীত অনু...
27/04/2024

সম্মানিত বাজিতপুর, কটিয়ারদীর, ভৈরব, অষ্টগ্রাম, নীকলি ও কুলিয়ারচর বাসী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

সকলকে বিনীত অনুরোধ করছি এই চিঠিটি যে যার মত করে সুন্দরভাবে প্রকাশ করুন ও নিজেদের ফেইসবুকে শেয়ার তথা পরিচিত জনদের সাথে শেয়ার করুন । ফরমাল ভাবে যেখানে যেখানে দেওয়ার সেটা আমরা যথা সময়ে পৌঁছে দিবো।

ধন্যবাদ

27/04/2024

বাজিতপুর জেলা দাবি নয়, অধিকার।
যে সকল কারনে বাজিতপুরকে জেলা হিসাবে দেখতে চাই .. ... ....

26/04/2024

সম্মানিত বাজিতপুর, কটিয়ারদীর, ভৈরব, অষ্টগ্রাম, নীকলি ও কুলিয়ারচর বাসী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইটা আমাদের বাজিতপুর জেলা চাই আন্দোলনের প্রধান অফিসিয়াল পেইজ। আমাদের এক এবং অভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য বাজিতপুর জেলা চাই আন্দোলনটি জোরদার করা এবং সরকারের সর্বোচ্চ মহলে এই দাবিটি পৌঁছে দেওয়া। আমাদের এক দাবি এক শ্লোগান একই আন্দোলন পন্থা বাজিতপুর জেলা চাই। দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ এখানে সমান ভাবে গ্রহণযোগ্য হবে।
অতএব সকলের নিকট আকুল আবেদন আসুন যুক্ত হোন, আপনার মতামত ও অভিজ্ঞতার আলোকে দিক-নির্দেশনা দিন এবং আমাদের পেইজটি ফলো ও লাইক করে আমাদের পাশে থাকুন 🙏🙏

ধন্যবাদ

দল মতের ভেদাভেদ নাই, আমরা সবাই ভাই ভাই, দাবী মোদের একটাই বাজিতপুর জেলা চাই। স্বপ্ন ও ভালোবাসার আক

তীব্র গরমে আমাদের শরীরে পানিশূণ্যতার সম্ভাবনা থাকে। অনেক সময় মানুষ বিশেষ করে শিশুরা মূর্ছা যেতে পারে। গরমে সবচেয়ে মারাত্...
24/04/2024

তীব্র গরমে আমাদের শরীরে পানিশূণ্যতার সম্ভাবনা থাকে। অনেক সময় মানুষ বিশেষ করে শিশুরা মূর্ছা যেতে পারে। গরমে সবচেয়ে মারাত্মক সমস্যা হলো হিটস্ট্রোক। শুরুতে হিটস্ট্রোকের আগে হিটক্র্যাম্প দেখা দেয়, যাতে শরীর ব্যাথা করে, দুর্বল লাগে এবং প্রচন্ড পিপাসা লাগে। পরবর্তী সময়ে হিট ইগজোসশন দেখা দেয়, শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়, মাথাব্যাথা করে এবং রোগী অসংলগ্ন আচরণ করতে থাকে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শরীরের তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফা. ছাড়িয়ে যায়। এটাই হিটস্ট্রোক ।

🔻লক্ষণগুলো:-
• শরীরের তাপমাত্রা দ্রুত ১০৫ ডিগ্রি ফা. ছাড়িয়ে যায়।
• ঘাম বন্ধ হয়ে যায় এবং তক্ব শুষ্ক ও লাল হয়ে যায়।
• নিঃশ্বাস দ্রুত হয়।
• নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়।
• রক্তচাপ কমে যায়।
• খিঁচুনি হয়, মাথা ঝিমঝিম করে।
• রোগী অসংলগ্ন ব্যবহার করতে থাকে ।
• রোগীর প্রস্রাবের পরিমাণ কমে যায়।
• অজ্ঞান হয়ে যায়, এমনকি শকেও চলে যেতে পারে।

🔻করণীয়:-
• যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকতে হবে।
• বাইরে বের হলে সরাসরি রোদ এড়িয়ে চলতে হবে। তবে সম্ভব হলে সকাল ১২ থেকে দুপুর ৩টা পর্যন্ত জরুরি প্রয়োজন না থাকলে বের না হওয়ায় ভালো।
• বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বের হবেন (যেমন; ছাতা, পানি, রুমাল ইত্যাদি সাথে নেয়া এবং সুতি ও হালকা কাপড় পরিধান করা)।
• নিজে এবং পরিবারের সবাইকে পরিমান মতো পানি পান করান।
• যেহেতু রোজার সময়, ইফতারের পর বেশি বেশি পানি পান করবেন এবং অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে।
• প্রত্যেকে দৈনিক কমপক্ষে ৩ লিটার পানি পান করুন
• ব্লাড প্রেসার নিয়মিত চেক করুন।
• ঠিকমতো গোসল করুন এবং শরীর ঘাম ও ময়লামুক্ত রাখতে হবে।
• ফল ও শাক্ সবজি বেশি করে খান। চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত।
• ঘরের ভিতর বালতিভর্তি পানি রাখা ভাল।
• নিজের এবং পরিবারের শিশু বা বয়স্ক ব্যাক্তিদের ঠোঁট ও চোখের মণি স্বাভাবিক আছে কিনা দেখুন।
• শ্রমসাধ্য কাজ যথাসম্ভব কম করতে হবে। এ ক্ষেত্রে কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হবে।
• প্রচুর পানি ও স্যালাইন পান করতে হবে।
• বয়স্ক ব্যক্তিরা অনেকক্ষণ যেন রোদে চলাফেরা বা কাজকর্ম না করে, সেদিকে লক্ষ রাখতে হবে।

22/04/2024

প্রিয় বাজিতপুরবাসীর আসসালামু আলাইকুম।
গতকালকের ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিতি এবং এবং আলোচ্য বিষয় সমূহ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-আমেরিকা থেকে অধ্যাপক ডক্টর খালেকুজ্জামান মতিন, যুক্তরাজ্য থেকে ডাক্তার মোঃ মতিন, অস্ট্রেলিয়া থেকে অধ্যাপক ডক্টর জাকিয়া সুমি সেতু, বাজিতপুর থেকে অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, ইটালি থেকে বদরুল আলম শিপু, দুবাই থেকে মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা থেকে মাহফুজ কায়সার, বাজিতপুর থেকে সৃজন আহমেদ, সাংবাদিক মোঃ খলিলুর রহমান,লন্ডন থেকে আমি মুর্শিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ থেকে এস কে রফিকুন নবীর সাথী, একই সময়ে মেসেঞ্জার কলে যুক্ত হয়েছিলেন বাজিতপুর থেকে অ্যাডভোকেট বাবুর শৈলেশ্বর দাস, অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, অধ্যাপক ওয়াহেদুজ্জামান, অধ্যাপক মোঃ হায়দার আলী সহ আরো বেশ কয়েকজন। অনেকেই চেষ্টা করেছেন google মিটে সংযুক্ত হতে কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে কেউ কেউ পারেননি, কেউ কেউ কারিগরি জটিলতার কারণে।
আলোচনার উঠে এসেছে বাজিতপুরের দাবিটি যৌক্তিক ন্যায় সংগত এবং সেটা বাজিতপুরের মানুষের অধিকার। বাজিতপুরের বিশিষ্টজনদের সম্পৃক্ত করতে হবে, জোরালোভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং সফলতা অর্জন করতে হবে, অদূর ভবিষ্যতে একটি আহবায়ক কমিটি করার প্রস্তাব এসেছে, একটি স্মারক গ্রন্থ আকাশের প্রস্তাব এসেছে, বাজিতপুরে একটি মহাসমাবেশ এবং একই সাথে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধনের প্রস্তাব এসেছে, সর্বোপরি বাজিতপুর জেলা চাই আন্দোলনটিকে সার্বজনীন ভাবে এগিয়ে নেওয়ার জোর তাগিদ বোধ করেছেন আলোচনায় অংশ নেওয়া সকলেই।
আলোচনায় এসেছে বাজিতপুর কে মাদক মুক্ত করার বিষয়সমূহ, বাজিতপুরে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা, বাজিতপুরের অতীত ইতিহাস সম্বলিত সকল তথ্য ও উপাত্ত দলিল সংগ্রহ করা, একই সাথে কখন কিভাবে কাগজপত্র নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া যায় সেই বিষয়ে সকলেই গুরুত্ব আরোপ করেছেন।
একই সময়ে গুগল মিটিং এবং মেসেঞ্জার মিটিং শুরু হওয়াতে মেসেঞ্জারে বিশেষ আলোচনা করা যায়নি এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত। ভবিষ্যতে একই মাধ্যমে সকলের সংযুক্ত হয়ে আলোচনায় অংশ নেবেন এটাই আমার আশা করছি।

মুর্শিদ উদ্দিন আহমদ- প্রধান সমন্বয়ক, লন্ডন থেকে।

21/04/2024

বাজিতপুর জেলা চাই নীতিনির্ধারণী সভা
মিটিংয়ের সময়ঃ সন্ধ্যা ৭ টা (বাংলাদেশ সময়)
২১ এপ্রিল ২০২৪

To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/mgf-ywks-kii

ধন্যবাদান্তে :-
Ahamad Murshiduddin

বাজিতপুর জেলা চাই আন্দোলনের অন্যতম জৈষ্ঠ্য উপদেষ্টা, আমাদের সকলের প্রিয় শিক্ষক, বাজিতপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও পরাগ মেল...
20/04/2024

বাজিতপুর জেলা চাই আন্দোলনের অন্যতম জৈষ্ঠ্য উপদেষ্টা, আমাদের সকলের প্রিয় শিক্ষক, বাজিতপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও পরাগ মেলা কল্লোল কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল। হাজারো আলোকিত মানুষ গড়ার কারিগর ফজলে এলাহী গোলাম কাদের স্যার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমাদের সকলের প্রিয় শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

17/04/2024

সকলের জানার সুবিধার্থে আমরা আবারো
সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর (প্রাথমিক পর্যায়ে) নাম প্রকাশ করলাম।

১.মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন(প্রধান উপদেষ্টা)
২.মুস্তাফিজুর রহমান মস্তু মিয়া।
৩.মোহাম্মদ আলাউল হক, (সাবেক উপজেলা চেয়ারম্যান, ও সাবেক এডিসি)
৪. ফজলে এলাহী গোলাম কাদের (সাবেক অধ্যক্ষ বাজিতপুর কলেজ)
**কমরেড সাইফুল ইসলাম মাস্টার (সাবেক প্রধান শিক্ষক নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল,বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষাবিদ)
৫. ডক্টর অধ্যাপক খালেকুজ্জামান মতিন।(পরিবেশ বিজ্ঞানী)
৬.অধ্যাপক বাবু ইন্দ্রজিৎ দাস।
৭.এড. শেখ নুরুন্নবী বাদল (সাবেক উপজেলা চেয়ারম্যান)
৮.অধ্যাপক কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ।(সম্পাদক দাবানল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষক)
৯. এ্যাড.বাবু শৈলেশ্বর দাস ( কমিউনিটি নেতা)
১০. অধ্যাপক আ ক ম গোলাম মোস্তফা
১১. মোহাম্মদ ওয়াহাব মিয়া (মাননীয় সাবেক সচিব) ১২. ডক্টর ফজলে এলাহী ভুঁইয়া (জেলা ও দায়রা জজ নোয়াখালী)
১৩.ড. গোলাম শফিক (সাবেক অতিরিক্ত সচিব)
১৪. অধ্যাপক মনজুরুল হক।
১৫. আবদুল মান্নান স্বপন।( অধ্যক্ষ, সম্পাদক ও বিশিষ্ট প্রতিবাদী লেখক, সমাজ সংস্কারক)
১৬. মোহাম্মদ রফিকুল ইসলাম।(সিনিয়র সাংবাদিক, সভাপতি, বাজিতপুর প্রেস ক্লাব, সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাজিতপুর)
১৭. শ্রীমতি শিল্পী বণিক (সিনিয়র সাংবাদিক ও সম্পাদক ইচ্ছামতী পত্রিকা, কমিউনিটি নেতা)
১৮. অধ্যাপক জনাব তোফাজ্জল হোসেন বাদল।(বাজিতপুর কলেজ)
১৯. অধ্যাপক কন্টিরাম দাস(সাবেক অধ্যাপক বাজিতপুর কলেজ)
২০. অধ্যাপক মো. হায়দার আলী খান(অধ্যাপক কুলিয়ারচর কলেজ)
২১. অধ্যাপক ডক্টর জাকিয়া সুমি সেতু (সাবেক অধ্যাপক বাজিতপুর কলেজ, শিক্ষাবিদ, কবি, লেখক ও গবেষক, অস্ট্রেলিয়া প্রবাসী)
২২. ডাক্তার মুহাম্মদ হাবিবুর রহমান
২৩. ড. মনিরুজ্জামান (অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়)
২৪. মোহাম্মদ মতিউর রহমান (সাবে কান্ট্রি ডিরেক্টর Save the children, বাংলাদেশ)
২৫. মোস্তফা কামাল (সভাপতি আওয়ামী লীগ বাজিতপুর পৌরসভা শাখা)
২৬. মোহাম্মদ এমাদ মিয়া (সাবেক কমিশনার, বাজিতপুর পৌরসভা)
২৭. মোহাম্মদ রাজু মিয়া (সাবেক কমিশনার, বাজিতপুর পৌরসভা)
২৮. মোহাম্মদ তাজমিয়া (সাবেক কমিশনার বাজিতপুর পৌরসভা)
২৯. মোহাম্মদ গোলাপ মিয়া (সাবেক কমিশনার বাজিতপুর পৌরসভা)
৩০. মোহাম্মদ মজিবুর রহমান (সাবেক অধ্যক্ষ বাজিতপুর কলেজ)
৩১. মো. মাহবুবুর রহমান (সাবেক কাউন্সিলর বাজিতপুর পৌরসভা)
৩২. মো. মজনু মিয়া (সাবেক সভাপতি, আওয়ামী লীগ পিরিজপুর ইউনিয়ন শাখা)
৩৩. ডাক্তার আবদুল মতিন (যুক্তরাজ্য প্রবাসী)
৩৪. হাবিবুর রহমান হারুন। (আমেরিকা প্রবাসী)

(প্রাথমিকভাবে আমাদের উপদেষ্টা মন্ডলীর নাম প্রকাশ করলাম, দ্বিতীয় ধাপে আরও অনেক নাম সংযুক্ত করা হবে,
অনেকের নাম এখানে আসেনি কারণ কার্যকরী পরিষদের তাদের নাম আসবে।
আপনাদের কাছ থেকে সম্মানিত জনদের নাম আহবান করছি)

বাজিতপুরের সকলকে অনুরোধ করবো আমাকে বিশিষ্টজনদের নাম, টেলিফোন নাম্বার এবং পদবী দিয়ে সহযোগিতা করার জন্য, যদিও ইতিমধ্যেই আমি বেশ কিছু নাম পেয়েছি, আশা করব আরো কিছু নাম আপনাদের মাধ্যমে পাব।)

ধন্যবাদ
Ahamad Murshiduddin

14/04/2024

একটি সুসংবাদ
---------------------
মুর্শিদ উদ্দিন আহমদ।(লন্ডন প্রবাসী)

প্রথমেই সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ ।

অত্যন্ত আনন্দের সাথে প্রিয় বাজিতপুরবাসী সবাইকে জানাচ্ছি যে, আমাদের নিকলী বাজিতপুরের মাননীয় সংসদ সদস্য জনাব আফজাল হোসেন ভাই আমাদের আন্দোলনের সাথে সর্বতোভাবে থাকবেন, সহযোগিতা করবেন, লোকবল দিবেন সকল কিছু করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। তবে কৌশলগত কারণে আপাতত তিনি হয়তো বা বক্তৃতা দেওয়ার মতো কাজে সামনে আসবেন না, তবে আমাদেরকে কাজ চালিয়ে নেওয়ার জন্য তিনি সম্মতি হয়েছেন, সম্মতি দিয়েছেন। কাজেই আমরা আশা করছি উনাকে প্রধান উপদেষ্টা রেখে সামনের দিনগুলোতে বাজিতপুর জেলা চাই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। আপনারা সকলেই স্বোচ্ছর হবেন, যার যার জায়গা থেকে সকলকে সম্পৃক্ত করবেন আমাদের পেইজের সাথে।এটাই আশা করছি। আমরা বাজিতপুর কে জেলা বানাবার আন্দোলনে একসাথে সকলে ঝাঁপিয়ে পড়বো সেটি আমাদের অঙ্গীকার। এখানে দলের প্রশ্ন নেই , গোত্রের প্রশ্ন নেই ,ধর্মের প্রশ্ন নেই, বর্ণের প্রশ্ন নেই, আমরা সবাই বাজিতপুরবাসী এই প্লাটফর্মে এটাই আমাদের প্রধান পরিচয়।

নিচে আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর (প্রাথমিক পর্যায়ে) নাম প্রকাশ করলাম।

১.মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন(প্রধান উপদেষ্টা)
২.মুস্তাফিজুর রহমান মস্তু মিয়া।
৩.মোহাম্মদ আলাউল হক, (সাবেক উপজেলা চেয়ারম্যান, ও সাবেক এডিসি)
৪. ফজলে এলাহী গোলাম কাদের (সাবেক অধ্যক্ষ বাজিতপুর কলেজ)
৫. ডক্টর অধ্যাপক খালেকুজ্জামান মতিন।(পরিবেশ বিজ্ঞানী)
৬.অধ্যাপক বাবু ইন্দ্রজিৎ স্যার।
৭.এড. শেখ নুরুন্নবী বাদল (সাবেক উপজেলা চেয়ারম্যান
৮.অধ্যাপক ওয়াহেদুজ্জামান স্যার।
এড.বাবু শৈলেশ্বর দাস।
৯.অধ্যাপক আ ক ম গোলাম মোস্তফা
১০.মোহাম্মদ ওয়াহাবমিয়া (মাননীয় সাবেক সচিব।
১১.ডক্টর ফজলে এলাহী ভুঁইয়া(বর্তমান জেলা ও দায়রা জজ নোয়াখালী)
১২.ডক্টর গোলাম শফিক(সাবেক মাননীয় সচিব)
১৩.অধ্যাপক মনজুরুল হক।
আব্দুল মান্নান স্বপন।(প্রধান শিক্ষক,সম্পাদক ও বিশিষ্ট প্রতিবাদী লেখক, সমাজ সংস্কারক)
১৪. মোহাম্মদ রফিকুল ইসলাম।(সিনিয়র সাংবাদিক, প্রেস ক্লাব সভাপতি, দুর্নীতি দমন কমিশন সভাপতি, বাজিতপুর)
১৫.শ্রীমতি শিল্পী বণিক (সিনিয়র সাংবাদিক ও সম্পাদক ইচ্ছামতী পত্রিকা, কমিউনিটি নেতৃত্ব)
১৬.অধ্যাপক জনাব তোফাজ্জল হোসেন বাদল।(বাজিতপুর কলেজ)
১৭.অধ্যাপক কন্টিরাম দাস(সাবেক অধ্যাপক বাজেতপুর কলেজ)
১৮.অধ্যাপক মোঃ হায়দার আলী খান(অধ্যাপক কুলিয়ারচর কলেজ)
১৯. অধ্যাপক ডক্টর জাকিয়া সুমি সেতু (সাবেক অধ্যাপক বাজিতপুর কলেজ)
২০.ডাক্তার মুহাম্মদ হাবিবুর রহমান
২১. ডঃ মনিরুজ্জামান (অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়)
২২. মোহাম্মদ মতিউর রহমান (সাবে কান্ট্রি ডিরেক্টর সেফ the children বাংলাদেশ)
২৩. মোস্তফা কামাল (সভাপতি আওয়ামী লীগ বাজিতপুর পৌরসভা)
২৪. মোহাম্মদ আমাদ মিয়া (সাবেক কমিশনার বাজিতপুর পৌরসভা)
২৫. মোহাম্মদ রাজু মিয়া (সাবেক কমিশনার বাজিতপুর পৌরসভা)
২৬. মোহাম্মদ তাজমিয়া (সাবেক কমিশনার বাজিতপুর পৌরসভা)
২৭. মোহাম্মদ গোলাপ কমিশনার (সাবেক কমিশনার বাজিতপুর পৌরসভা)
২৮. মোহাম্মদ মজিবর রহমান (সাবেক অধ্যক্ষ বাজিতপুর কলেজ)
২৯. মোঃ মাহবুবুর রহমান (সাবেক কাউন্সিলর বাজিতপুর পৌরসভা)
৩০. মোঃ মজনু মিয়া (সাবেক আওয়ামীলীগ সভাপতি, পিরিজপুর)
(প্রাথমিকভাবে আমাদের উপদেষ্টা মন্ডলীর নাম প্রকাশ করলাম, দ্বিতীয় ধাপে আরও অনেক নাম সংযুক্ত করা হবে, আপনাদের কাছ থেকে সম্মানিত জনদের নাম আহবান করছি)

আমরা অল্প কিছুদিনের মধ্যেই কার্যনির্বাহী কমিটি গঠন করব সেখানে সমসাময়িক সকলের নাম আসবে বলে বিশ্বাস করছি।

বাজিতপুরের সকলকে অনুরোধ করবো আমাকে বিশিষ্টজনের নাম এবং পদবী দিয়ে সহযোগিতা করার জন্য)

Address

Bajitpur
00000

Alerts

Be the first to know and let us send you an email when বাজিতপুর জেলা চাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share