বিষাক্ত তুমি ↑

বিষাক্ত তুমি ↑ তোমার প্রেমে আসক্ত আজও��

আপনারা তো একটা কিছু পাইলে নকল কইরা পচাইয়া ফেলেন, এখন এইটা নকল করবেন না??? ভারতের এই ট্রেনড ফলো করবেন না 🫣🤭
01/12/2024

আপনারা তো একটা কিছু পাইলে নকল কইরা পচাইয়া ফেলেন, এখন এইটা নকল করবেন না???
ভারতের এই ট্রেনড ফলো করবেন না 🫣🤭

প্রকৃত স্বামী তো সেইযে বউয়ের কষ্ট দেখে আরেকটা বউ ঘরে আনে।
25/11/2024

প্রকৃত স্বামী তো সেই
যে বউয়ের কষ্ট দেখে আরেকটা বউ ঘরে আনে।

ইংরেজিতে Chubby Girl বললে খুশিতে উল্টে পড়ে যায়, আর বাংলায় ভুটকি বললেই যতো দোষ!🥲😒
23/11/2024

ইংরেজিতে Chubby Girl বললে খুশিতে উল্টে পড়ে যায়, আর বাংলায় ভুটকি বললেই যতো দোষ!🥲😒

21/11/2024
21/11/2024

ছেলেটা নামাজ পড়তেছিল।🥹😭
আবু জাহেল ও নবী সাঃ কে নামাজে আঘাত করে 🥹🥹

বুঝলে প্রিয় ' শখের বিদেশ।✈️বিমানে ওঠার আগ পর্যন্ত সুন্দর ।
20/11/2024

বুঝলে প্রিয় ' শখের বিদেশ।

✈️বিমানে ওঠার আগ পর্যন্ত সুন্দর ।

নজর ঠিক করেন মিয়া।ভালো করে তাকান।
20/11/2024

নজর ঠিক করেন মিয়া।
ভালো করে তাকান।

পোলাপান লেখাপড়ায় মনোযোগ দেও🙃
19/11/2024

পোলাপান লেখাপড়ায় মনোযোগ দেও🙃

18/11/2024

কমেন্ট করুন। কে হতে পারে??

#মুরুব্বি

Asif Mahmud-ই ভালো কাজ করছে। সব ঝামেলা বাদ দিয়ে নিজের ছবিই পিছনে বাধাইকরে টানাইছে। সব সমস্যার সমাধান🥴😁 যাইহোক জয় বাংলা ✌...
14/11/2024

Asif Mahmud-ই ভালো কাজ করছে। সব ঝামেলা বাদ দিয়ে নিজের ছবিই পিছনে বাধাইকরে টানাইছে। সব সমস্যার সমাধান🥴😁

যাইহোক জয় বাংলা ✌️

11/11/2024

৯৮ ই সেঞ্চুরি।
ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ
❤️🇧🇩

11/11/2024

Mahmudullah Riyad 🥲💔. ( 2) টা রান হলে ভালো হত🥲

ম্যাডাম: বলতো কে প্রথম চাঁদে গিয়েছিলো??ছাত্র: সোনা মিয়া।ম্যাডাম: ফাজিল কথাকার।ম্যাডাম এবার বললো,"কে প্রথম এভারেস্ট জয়...
10/11/2024

ম্যাডাম: বলতো কে প্রথম চাঁদে গিয়েছিলো??
ছাত্র: সোনা মিয়া।

ম্যাডাম: ফাজিল কথাকার।
ম্যাডাম এবার বললো,"কে প্রথম এভারেস্ট জয় করেছিলো??
ছাত্র: দানা মিয়া।

এবার ম্যাডাম রেগে ছেলেটার হাত ধরে টেনে হেডস্যারের কাছে নিয়ে গেলো।
ম্যাডাম: কি ফালতু ছাত্র রাখেন, এরা স্কুলের নাম খারাপ
করবে।

হেডস্যার: কেনো কি হয়েছে??
ম্যাডাম: কিছুই পারে না। সব উল্টা পালটা বলে।

হেডস্যার: ছাত্রকে, এই বলতো ২এ ২এ কতো হয়??
ছাত্র: স্যার, ৪ হয়।

হেডস্যার: ৪এ ৪এ কতো হয়??
ছাত্র: ৮ হয়।
হেডস্যার: এইতো পারে তো আস্তে আস্তে শিখে যাবে।
এবার ম্যাডাম আরও রেগে গেলেন। তিনি হেডস্যারকে বললেন, রাখেন আপনার প্রশ্ন। ওকে প্রশ্ন আমি করবো।
যদি ১টাও ভুল হয় তাহলে স্কুল থেকে বের করে দিবো।

ম্যাডাম: বল তোর পেন্টের ভিতর কি আছে। যা আমার শারীরের ভিতর নাই??
ছাত্র: পকেট।

ম্যাডাম: বল, গাভীর আছে ৪টা আমার আছে ২টা, বল এটা কি হবে??
ছাত্র: পা।

ম্যাডাম: কোন কাজটা খাটেই করতে মজা ও আরাম??
ছাত্র: ঘুম।

ম্যাডাম: বল কোন জিনিস মুখের ভিতর ঢুকে শক্ত হয় আর বের হয় নরম হয়ে??
ছাত্র: চুইংগাম।

ম্যাডাম: ছেলেরা উত্তেজিত হলে তাদের শরীরের কোন অঙ্গ ছোট থেকে বড় হয়ে যায়??
ছাত্র: হৃদপিন্ড।
!
!
!
!
!
!
হেডস্যার: ম্যাডাম, থামেন থামেন। স্কুল বাদ দেন, এই ছাত্রকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেন। আপনি যে ভাবে
প্রশ্ন করলেন আর 'ও' যে ভাবে উত্তর দিলো, আমি তো অন্য

উত্তর মনে করেছিলাম।

মন ছুয়ে যাওয়া গল্প পেতে নীল লেখায় চাপ দিয়ে নতুন গল্পের পেজটা ফলো করুন 👉
ববিষাক্ত তুমি ↑

06/11/2024

কার্যালয় ছেড়েছেন সব উপদেষ্টা। সকল কার্যালয়ের চারপাশে সেনাবাহিনী ঘিরে রেখেছেন।

Details in comment section 👇

04/11/2024

My Frist Love Is My Mother" 💝🥰

02/11/2024

মেয়েটা বসেছিল ড্রাইভারের বা'পাশের সিটে। অতীব সুন্দরী। যেনো এক অপ্সরী।

আমি বসেছিলাম ড্রাইভারের পেছনে দু'সিট বাদে।

মেয়েটা কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছিল। আমিও ছেড়ে দেবার পাত্র নয়। মনে মনে ঠিক করে ফেললাম ও যতবার তাকাবে আমিও ততবার তাকাবো। তাকাতাকি থেকে যদি কিছু একটা হয়, হয়ে যাক।

তাকাতাকি খেলাটা এর আগেও আমি একবার টেম্পোতে এক চাচার সাথে খেলেছিলাম। উনি সস্ত্রীক যাচ্ছিলেন। চাচা কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছিলেন। উনি যতবার আমার দিকে তাকাচ্ছিলেন আমিও ততবার উনার দিকে তাকাচ্ছিলাম। হটাৎ চাচা ইশারায় ডাকলেন। উনার দিকে ঝুঁকতেই কানে কানে বললেন, আপনার পায়জামার চেন খোলা।
...কিন্তু আজ সেরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। অপেক্ষায় আছি কখন মেয়েটা আবার তাকাবে!

বাস শাহাবাগ পিজির সামনে আসতেই আমার পেছনের সিটে বসা লোকটা উঁচু গলায় বলল, হাসপাতাল চইল্লা আসছি..নামেন নামেন

মেয়েটা সন্তর্পণে লোকটার হাত ধরে নেমে গেল।

আমি পুরাই থ। হায় আল্লাহ আমার পেছনের লোকটা মেয়েটার স্বামী! আর আমি মনে মনে এগ্লা কী ভাবছিলাম!

জীবনটা কি শুধু ভুলে ভুলেই যাবে !

গত ১৬ বছরে এই প্রথম সেরা ১০ থেকে বাংলাদেশের লাল সবুজ পতাকাটি উধাও🥲🥲কারন ১০ এ রাখার ছেলেটা T20 থেকে অবসর নিয়ে নিছে!!!!
02/11/2024

গত ১৬ বছরে এই প্রথম সেরা ১০ থেকে বাংলাদেশের লাল সবুজ পতাকাটি উধাও🥲🥲

কারন ১০ এ রাখার ছেলেটা T20 থেকে অবসর নিয়ে নিছে!!!!

Address

Bajitpur

Website

http://www.Facebook.com/, http://www.Facebook.com/, http://www.Facebook.com/, http://www.Faceb

Alerts

Be the first to know and let us send you an email when বিষাক্ত তুমি ↑ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share