01/06/2020
আজ ১লা জুন
১৯৭৪ সালের এই দিনে 'বাংলাদেশ স্কাউট সমিতি'কে 'বিশ্ব স্কাউট সংস্থা' (WOSM) এর ১০৫ তম সদস্য দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৪৮ সালের ২২মে প্রবীণ স্কাউটার সলিমুল্লাহ্ ফাহমীর নেতৃত্বে ঢাকায় গঠিত হয়েছিলো 'ইস্ট বেঙ্গল স্কাউট এসোসিয়েশন'। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল বাংলাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন 'বাংলাদেশ স্কাউট সমিতি'। ঐ বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির ১১১নং অধ্যাদেশ বলে (১১ সেপ্টেম্বর ১৯৭২) উক্ত সমিতিকে সরকারি স্বীকৃতি প্রদান করা হয়।
পরবর্তীতে ১৯৭৮ সালের ১৮ জুন, পঞ্চম জাতীয় কাউন্সিল সভায় 'বাংলাদেশ স্কাউট সমিতি'র নাম পরিবর্তন করে রাখা হয় 'বাংলাদেশ স্কাউটস্'
তথ্য সূত্র: বাংলাদেশ স্কাউটস
লিংক: www.scouts.gov.bd
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে দে...