SEFA Islamic TV

SEFA Islamic TV আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।

15/07/2024

চলছে মুহাররাম মাস,
আরবী পঞ্জিকার প্রথম মাস মুহাররাম। সহীহ হাদীসের আলোকে আমরা এ মাসের ফযীলত সম্পর্কে নিম্নের বিষয়গুলো জানতে পারি:

(১) বৎসরের চারটি ‘হারাম’ মাস: মুহার্রাম, রজব, যিলকাদ ও যুলহাজ্জ মাস। এ মাসগুলো ইসলামী শরীয়তে বিশেষভাবে সম্মানিত। এগুলোতে ঝগড়াঝাটি বা যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ। আল্লাহ বলেছেন: ‘‘আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় মাস বারটি, তন্মধ্যে চারটি নিষিদ্ধ মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এ নিষিদ্ধ মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না...।’’[1]

(২) এ মাসকে সহীহ হাদীসে ‘আল্লাহর মাস’ বলে আখ্যায়িত করা হয়েছে এবং এ মাসের নফল সিয়াম সর্বোত্তম নফল সিয়াম বলে উল্লেখ করা হয়েছে। সহীহ মুসলিমে সংকলিত হাদীসে রাসুলুল্লাহ (ﷺ) বলেন:

أفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللهِ المُحَرَّمُ

‘‘রামাদানের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহার্রাম মাস।’’[2]

(৩) এ মাসের ১০ তারিখ ‘আশূরা’র দিনে সিয়াম পালনের বিশেষ ফযীলত রয়েছে। আশূরার সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) বলেন:

يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ

‘‘এ দিনের সিয়াম গত এক বছরের পাপ মার্জনা করে।’’[3]

এ দিনে রাসূলুল্লাহ (ﷺ) নিজে সিয়াম পালন করতেন, তাঁর উম্মাতকে সিয়াম পালনে উৎসাহ দিয়েছেন এবং ১০ তারিখের সাথে সাথে ৯ বা ১১ তারিখেও সিয়াম পালন করতে উৎসাহ দিয়েছেন।[4]

(৪) সহীহ হাদীস দ্বারা প্রমাণিত হয়েছে যে, এ দিনে মহান আল্লাহ তাঁর রাসূল মূসা (আঃ) ও তাঁর সঙ্গী বনী ইসরাঈলকে ফির্আউনের হাত থেকে উদ্ধার করেন এবং ফির‘আউন ও তার সঙ্গীদেরকে ডুবিয়ে মারেন।[5]

[1] সূরা (৯) তাওবা, আয়াত, ৩৬।

[2] মুসলিম, আস-সহীহ ২/৮২১।

[3] মুসলিম, আস-সহীহ ২/৮১৯।

[4] ইবনু রাজাব, লাতাইফ ১/৬৮-৭৬; আব্দুল হাই লাখনবী, আল-আসার, পৃ. ৯১-৯৪।

[5] বুখারী, আস-সহীহ ২/৭০৪, ৩/১২৪৪; মুসলিম, আস-সহীহ ২/৭৯৬।

©️ Hadith BD

10/07/2024

প্রিয় নবী ও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের আবেগের জায়গা, যারা আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কুটুক্তি করে তাদের কোনো কিছুতেই ক্ষমা হয় না, তাদের রক্তই তো হালাল।
তারা ভুল করে নয় বরং ইচ্ছা করে মুসলিমদের অন্তরে আগুন জ্বালানোর জন্যই করে।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটু মন্তব্য করে আমাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলবেন না, এতে নিজেরাই ধ্বংস হয়ে যাবেন।

10/07/2024

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন। নবীজী (সা.) সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্য করা একজন লোক কীভাবে পুলিশ অফিসার হয়, সেটা বোধগম্য নয়।

তার ব্লগের লেখা ও মন্তব্যগুলো প্রতিটি নবীপ্রেমীর হৃদয়কে চৌচির করেছে। চিহ্নিত ধর্মবিদ্বেষী ও নবী অবমাননাকারী এই লোক পুলিশ বাহিনীর জন্য কলঙ্কের। তার বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

যদিও অতি-সম্প্রতি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজেকে মুসলমান দাবি করেছেন। কিন্তু ব্লগে তার যে নবীবিদ্বেষী লেখা এদেশের হাজার হাজার মানুষ দেখেছে, তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। তিনি যদি পূর্বের অবস্থান থেকে ফিরে আসেন, আমরা অবশ্যই তার এই প্রত্যাবর্তনকে সাধুবাদ জানাব। কিন্তু পূর্বের কৃত ভুলের ব্যাপারে বোধোদয় হলে সে বিষয়ে চুপ থাকা কেন?

নবী-অবমাননা ইস্যুতে ছলচাতুরি গ্রহণযোগ্য নয়। পূর্বের ভুলকে এড়িয়ে না গিয়ে তাওবা করতে হবে। নতুবা তার প্রতি এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদ ও শাস্তি-দাবি অব্যাহত থাকবে।

ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাওয়া কোনো কর্মকর্তা এমন জঘন্য নবীবিদ্বেষ লালন করবে, এই অনাচার চলতে পারে না।

✍️ শায়খ আহমাদুল্লাহ হাফিজহুল্লী

04/07/2024
সুবহানাল্লাহ, আমরা আমল করি আসুন....
04/07/2024

সুবহানাল্লাহ, আমরা আমল করি আসুন....

আমরা সালাত আদায় করি তো.....
04/07/2024

আমরা সালাত আদায় করি তো.....

16/06/2024

যে কারণে ভাগে কোরবানি নষ্ট হয়ে যেতে পারে।
যার নামাজ নাই তার কোরবানিও নাই।

🎤মাওলানা মোঃ রমজান আলি

12/06/2024

যারা সালাত আদায় করেন না কিন্তু কুরবানী করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা।

মাওলানা মোঃ বেলাল বিন অসির উদ্দিন
মোবাইল : ০১৭৩৮৫২৬৬২৪

09/06/2024

যে আমল করলে আগের ও পরের এক বছরের গুনাহ ক্ষমা করা হয়।

মাওলানা বেলাল বিন অসির উদ্দিন
মোবাইল : ০১৭৩৮৫২৬৬২৪

08/06/2024

কুরবানী করুন হালাল উপার্জন করা টাকা দিয়ে।
হারাম উপার্জন খেয়ে , হারাম উপার্জন করা টাকা দিয়ে আমাদের কুরবানী থেকে শুরু আমাদের সালাত আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবার নয়।

জুমার খুদবা অংশ বিশেষ : 🎤ডাঃ কারী মোঃ রমজান আলী
মোবাইল : ০১৭২৬১৬১৩০৫

04/06/2024

বাপ দাদা কি করে গেছেন সে অনুযায়ী নয়,
ইসলাম চলে আল্লাহ ও তার রাসূলের হুকুমে ।

জুমার খুদবা।

🎤মাওলানা মো বেলাল বিন অসির উদ্দিন।

03/06/2024

গত জুমার খুদবা : দাওয়াতী কাজের গুরুত্ব।
🎤ডাঃ কারী রমজান আলী

নিজে আমল করবেন অন্যকে ভালো কাজের উপদেশ দিবেন না , তাহলে হবে না।
নিজে আমল করুন ও অন্যকে আমল করার দাওয়াত দিন।

31/05/2024

আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম পদ্ধতি হলো সালাত। আর যারা সালাত আদায় করে না তারা কখনও ঈমানদার হতে পারে না।

🎤মাওলানা মোঃ বেলাল বিন ওসির উদ্দিন।

29/05/2024

জমিনে কাজ করার সময় গান বাজনা না বাজিয়ে আল্লাহর জিকির করুন , এতে আল্লাহ উত্তম বারাকা দেন করবেন।
🎤মাওলানা বেলাল বিন ওসির উদ্দিন।
মোবাইল: 01738526624

24/05/2024

জুমার খুৎবা : প্রকৃত সফলতা কি ও প্রকৃত সফলতা অর্জনের উপায়।
খোৎবা পেস করছেন :
মাওলানা বেলাল বিন অসির উদ্দিন
মোবাইল : ০১৭৩৮৫২৬৬২৪

19/05/2024

জুমার খুতবা।
বিষয় পরনিন্দা।

🎤মাওলানা মোঃ বেলাল বিন অসির উদ্দিন

18/05/2024

কাউকে মন্দ নামে ডাকা সবচাইতে গর্হিত কাজ।
🎤 বেলাল বিন অসির উদ্দিন

17/05/2024

মসজিদে বসেও, যে গুনাহ থেকে মানুষ বাঁচার কথা চিন্তা করে না । জুম্মার খুৎবা এর অংশ বিশেষ।
🎤বেলাল বিন অসির উদ্দিন।

17/05/2024

কৃষক ভাইদের জন্য কিছু উপদেশ।
🎤 মাওলানা বেলাল বিন অসির উদ্দিন

04/05/2024

যে তিনটি জিনিস আল্লাহ প্রত্যেক নবীকে দান করেছেন।
🎤 মাওলানা বেলাল বিন অসির উদ্দিন

29/04/2024

রমজানের কাজা রোজা আগে রাখবেন, নাকি সাওয়াল এর ৬ রোজা আগে রাখবেন?

🎤 মাওলানা বেলাল বিন অসির উদ্দিন

23/03/2024

নামাজের সুন্দর্য নষ্ট করে খতম তারাবি আদায় করা নিয়ে আক্ষেপ করে কথা বললেন,
দোষ সাধারণ মানুষের নয়, এই দায়ভার আলেমদের।
আলেমদেরকে জবাবদিহির ভয় থাকতে হবে।
🎤মাওলানা বেলাল বিন অসির উদ্দিন
YouTube Channel: SIFA Islamic TV
https://youtu.be/bXFSNjlCrGo?feature=shared

23/03/2024

Address

Bagmara, Rajshahi
Bagmara

Telephone

+8801738526624

Website

Alerts

Be the first to know and let us send you an email when SEFA Islamic TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies