08/12/2024
'ফ্রেমে বন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থানের পূর্বাপর' শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনীর ২য় দিনের প্রদর্শনী শুরু হচ্ছে সকাল ১১টা থেকে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
স্থান : নলিনীকান্ত ভট্টশালী গ্যালারী, জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
এছাড়া থিয়েটারে 'JULY: WINGS OF FREEDOM' ডকুমেন্টরিটি পুনঃপুন প্রদর্শিত হতে থাকবে।
বি.দ্র: প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। কোনো টিকিট কিংবা ফি নেই।