Niamot Ali Nayan

Niamot Ali Nayan ওয়া কুল জাআল হাক্কুওয়া ঝাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা ঝাহূকা [বনী-ইসরাঈল-৮১]

🔲 শেষবার কবে আপনি মসজিদে খিলাফাহ, শরীয়াহ ও জিহাদ সম্পর্কে খুতবা শুনেছে? হয়তো কোনদিনও না!🔲 সর্বশেষ কবে আপনি ইউটিউবে সেলিব...
05/10/2024

🔲 শেষবার কবে আপনি মসজিদে খিলাফাহ, শরীয়াহ ও জিহাদ সম্পর্কে খুতবা শুনেছে? হয়তো কোনদিনও না!

🔲 সর্বশেষ কবে আপনি ইউটিউবে সেলিব্রেটি বক্তা/হুজুরদের খিলাফাহ, শরীয়াহ ও জিহাদ নিয়ে কথা বলতে শুনেছেন? হয়তো কখনও না।

🔲 শেষবার কবে আপনি খিলাফাহ, শরীয়াহ ও জিহাদ সম্পর্কে বয়ান শুনেছে? হয়তো কোনদিনও না!

💔 এটা কি আশ্চার্য বিষয় না??😨

🔲 এই উম্মাহ'র খিলাফাহ, শরীয়াহ ও জিহাদ সম্পর্কে কোন ধারনাই নেই। কারন যুগ যুগ ধরে তাদের কেবল নামাজ রোজা, দান খয়রাত শেখানো হয়েছে। তাই তারা মনে করে ইসলাম হল নামাজ, আমল আর দান খয়রাতের মধ্য সীমাবদ্ধ।। আফসোস! 🥹🥹

🔲 যুগের পর যুগ ধরে আমরা পাঠ্য-পুস্তকে, লেখাজোখায়, আলোচনায়, ভিডিও, নাটক, মুভি, এমনকি পাড়ার টং দোকানের আড্ডাতেও ইসলামফে...
04/10/2024

🔲 যুগের পর যুগ ধরে আমরা পাঠ্য-পুস্তকে, লেখাজোখায়, আলোচনায়, ভিডিও, নাটক, মুভি, এমনকি পাড়ার টং দোকানের আড্ডাতেও ইসলামফোব ও জি* হাদফোবিয়ায় এতটাই আক্রান্ত হয়েছি যে, এখন মুসলিমও বলে, আলেমও বলে, ‘গণ তন্ত্রের বিকল্প কী?’

অথচ এই প্রশ্নটা করার কথা ছিল বিধর্মীদের, সেক্যু দের। কিন্তু মনস্তাত্ত্বিক ভাবেই আমরা ছোট থেকে এমন চিন্তা-চেতনা নিয়ে বড় হয়েছি যে, এখন গণতন্ত্রের বিকল্প ভাবতেই পারি না। এবং জি* হাদকে ভাবি সন্ত্রা সমূলক কোনো কাজ। উপরন্তু আমরা কিন্তু এখনো গণতন্ত্রের কোনো সুফল কোথাও দেখতে পারিনি। গণতন্ত্রের প্রতিষ্ঠার প্রায় ১০০ বছরেও পৃথিবীর কোনো দেশ সফল হয়েছে, এমন দৃষ্টান্তও আমাদের সামনে নেই। তবুও আমরা মনস্তাত্ত্বিক এক যুদ্ধে হেরে যাচ্ছি প্রতিনিয়তই।

কারন, তারা গণতান্ত্রিক রাষ্ট্র চাইতে পারবে, তারা সেকুলার রাষ্ট্র গড়তে চাইবে, তাদের চাওয়া নিয়ে কেউ কিছু বলতে পারবে নাহ। কিন্তু আমরা শরিয়াহ (খেলাফত) শাসন চাইতে পারবো না। শরিয়াহ শাসন চাইলে আমাদের জঙ্গি ট্যাগ দেওয়া হবে। যুগ যুগ ধরে এভাবেই আমাদের হিপনোটাইজ করে রাখা হয়েছে!!

30/09/2024

🔲 শেষবার কবে আপনি মসজিদে খিলাফাহ, শরীয়াহ ও জিহাদ সম্পর্কে খুতবা শুনেছে?
💔______________ হয়তো কোনদিনও না!

🔲 সর্বশেষ কবে আপনি ইউটিউবে সেলিব্রেটি বক্তা/হুজুরদের খিলাফাহ, শরীয়াহ ও জিহাদ নিয়ে কথা বলতে শুনেছেন?
💔_____________হয়তো কখনও না।

🔲 শেষবার কবে আপনি খিলাফাহ, শরীয়াহ ও জিহাদ সম্পর্কে বয়ান শুনেছে?
💔_________________হয়তো কোনদিনও না!

💔 এটা কি আশ্চার্য বিষয় না??😨

🔲 এই উম্মাহ'র খিলাফাহ, শরীয়াহ ও জিহাদ সম্পর্কে কোন ধারনাই নেই। কারন যুগ যুগ ধরে তাদের কেবল নামাজ রোজা, দান খয়রাত শেখানো হয়েছে। তাই তারা মনে করে ইসলাম হল নামাজ, আমল আর দান খয়রাতের মধ্য সীমাবদ্ধ।। আফসোস! 🥹🥹

1⃣ ইবনে খাতাল রাসূলের প্রতি কটূক্তি করেছিল, সেজন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার নির্দেশ দিলেন। এ...
27/09/2024

1⃣ ইবনে খাতাল রাসূলের প্রতি কটূক্তি করেছিল, সেজন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার নির্দেশ দিলেন। এ বিষয়ে হাদীসে এসেছে, হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করে মাত্র মাথায় যে হেলমেট পরা ছিল তা খুললেন, এমতাবস্থায় এক ব্যক্তি এসে বললো, ইবনে খাতাল (বাঁচার জন্য) কাবার গিলাফ ধরে ঝুলে আছে। রাসুল (সা.) বললেন, (ঐ অবস্থায়ই) তাকে হত্যা করো। [বুখারী ১৮৪৬, মুসলিম ৩৩৭৪]

2⃣ হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘একজন অন্ধ ব্যক্তির একটি উম্মে ওয়ালাদ (যে দাসীর গর্ভে মালিকের সন্তান জন্মগ্রহণ করেছে) দাসী ছিল। ঐ দাসী রাসুল (সা.)কে অযথা কটূক্তি করতো। অন্ধ ব্যক্তি তাকে বিরত থাকার নির্দেশ দিতেন ও নিবৃত করার চেষ্টা করতেন। কিন্তু দাসী কিছুতেই বিরত হতো না। এক রাতে দাসী রাসুল (সা.)কে নিয়ে কটূক্তি ও গালি-গালাজ করতে লাগলো। তখন লোকটি একটি কোদাল দিয়ে তার পেটে আঘাত করলো এবং তাকে হত্যা করলো। এ অবস্থায় তার একটি সন্তান তার দু’পায়ের মাঝখানে পড়ে গেল এবং রক্তে ভিজে গেল। সকাল বেলা রাসুল (সা.) এর কাছে বিষয়টি জানানো হলে রাসুল (সা.) লোকদের জড়ো করলেন এবং ঘোষণা দিলেন, আল্লাহর কসম! যে ব্যক্তি আমার জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ করেছে সে যেন অবশ্যই দাঁড়ায়। তার প্রতি আমারও একটি হক রয়েছে। তখন অন্ধ লোকটি কাঁপতে কাঁপতে মানুষের কাঁতার ভেদ করে রাসুল (সা.) এর কাছে গিয়ে বসে পড়লো। অতঃপর লোকটি বললো, ইয়া রাসুলাল্লাহ! ঐ ঘটনার ব্যক্তিটি আমি। আমার দাসীটি আপনাকে গালি-গালাজ করতো এবং অযথা তর্কে লিপ্ত হতো। আমি তাকে বারণ করলেও সে বারণ হতো না। তার থেকে আমার মুক্তোর মতো দু’টি ছেলে রয়েছে। তার সঙ্গে আমার দীর্ঘ দিনের সুসম্পর্ক রয়েছে। কিন্তু গতরাতে সে যখন আপনাকে গালমন্দ করতে লাগলো আমি তখন তাকে একটি কোদাল নিয়ে তার পেটে আঘাত করি এবং তাকে হত্যা করি। রাসুল (সা.) উপস্থিত লোকদের বললেন, তোমরা সাক্ষি থাক! তার রক্ত মূল্যহীন ঘোষণা করা হলো (তাকে হত্যা করার জন্য হত্যাকারী অন্যায়কারী হিসেবে বিবেচিত হবে না)। [আবু দাউদ ৪৩৬৩, ত্বাবারানী ১১৯৮৪, বুলুগুল মারাম ১২০৪, দারাকুতনী ৮৯]

🔲 খাবার কেমন হয়েছে?🔲 আল্লাহর রহমতে ভাল🥹ক্বিয়ামতের একটি আলামত হ’ল হত্যাকান্ড বৃদ্ধি পাওয়া। হত্যাযজ্ঞ এত বেড়ে যাবে যে, পিত...
20/09/2024

🔲 খাবার কেমন হয়েছে?
🔲 আল্লাহর রহমতে ভাল🥹

ক্বিয়ামতের একটি আলামত হ’ল হত্যাকান্ড বৃদ্ধি পাওয়া। হত্যাযজ্ঞ এত বেড়ে যাবে যে, পিতা ছেলেকে, ছেলে তার পিতাকে, চাচাকে ও প্রতিবেশীকে হত্যা করবে। এমনকি হত্যাকারী ও নিহত ব্যক্তি জানবে না হত্যাকান্ডের কারণ কি?

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ঐ সত্তার কসম! যার হাতে আমার প্রাণ, মানুষের নিকট এমন এক সময় আসবে, যখন হত্যাকারী জানবে না যে, কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে, কি অপরাধে সে নিহত হয়েছে। [সহীহ মুসলিমঃ ৭০৩৯, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসের মানঃ সহিহ]

তিনি আরো বলেনঃ ‘ক্বিয়ামত কায়েম হবে না, যে পর্যন্ত না ইল্ম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হারজ বা হত্যাকান্ড ব্যাপক হারে বৃদ্ধি পাবে। হারজ অর্থ খুনখারাবী। তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে’।[বুখারী হা/১০৩৬; মুসলিম হা/১৫৭; মিশকাত হা/৫৪১০]

অন্যত্র তিনি বলেনঃ ‘ক্বিয়ামতের নিকটবর্তী সময়ে হারজ হবে। রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! ‘হারজ’ কী? তিনি বলেন, ব্যাপক গণহত্যা। কতক মুসলমান বললেন, হে আল্লাহর রাসূল! আমরা এখন এই এক বছরে এত মুশরিককে হত্যা করেছি। রাসূল (ছাঃ) বলেন, তা মুশরিকদের হত্যা করা নয়, বরং তোমরা পরস্পরকে হত্যা করবে। এমনকি কোন ব্যক্তি তার প্রতিবেশীকে, চাচাকে, চাচাতো ভাইকে এবং নিকটাত্মীয়কে পর্যন্ত হত্যা করবে। তারা বলল, সুবহানাল্লাহ! হে আল্লাহর রাসূল (ছাঃ)! তখন কি আমাদের বিবেক-বুদ্ধি লোপ পাবে? রাসূল (ছাঃ) বললেন, না। তবে সে সময়ের অধিকাংশ লোকের জ্ঞান লোপ পাবে। তাদের কেউ কেউ মনে করবে সে একটি বিষয়ের উপর আছে অথচ সে থাকবে অন্য বিষয়ের উপর। এরপর তিনি বললেন, যাঁর হাতে মুহাম্মাদের জীবন তাঁর শপথ! আমি আশঙ্কা করছি যে, সে অবস্থা আমাকে পেয়ে বসবে। আর তোমরা অবশ্যই উক্ত বিষয়গুলো থেকে নিজেদের রক্ষা করবে। (আবু মূসা আশ‘আরী বলেন,) হয়তো এ যুগ তোমাদেরকে ও আমাকে পেত, তাহ’লে তা থেকে আমার ও তোমাদের বের হয়ে আসা মুশকিল হয়ে যেত, যেমন নবী করীম (ছাঃ) আমাদের জোর দিয়ে বলেছিলেন যে, আমরা ঐ অনাচারে যত সহজে জড়িয়ে পড়ব তা থেকে বের হয়ে আসা ততোধিক দুষ্কর হবে’।[হাকেম হা/৮৫৮৭; আহমাদ হা/১৯৬৫৩; বাযযার হা/২৬২৪; ছহীহাহ হা/১৬৮২]

তিনি আরো বলেনঃ কোন ব্যক্তি তার প্রতিবেশী, তার ভাই এবং তার পিতাকে হত্যা না করা পর্যন্ত ক্বিয়ামত সংঘটিত হবে না’।[আল-আদাবুল মুফরাদ হা/১১৮; ছহীহাহ হা/৩১৮৫]।

বর্তমানে দুনিয়াবী স্বার্থে নিরপরাধ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, তেমনি গুম করে হত্যা করা হচ্ছে। অনেক নিহত ব্যক্তির পরিবার জানতেই পারে না যে, কি কারণে তার পিতা, স্বামী বা ভাইকে হত্যা করা হয়েছে। এ ধরনের কাজ ক্বিয়ামতের অন্যতম আলামত। যে ব্যাপারে রাসূল (ছাঃ) বহু পূর্বেই সতর্ক করে গেছেন।

চুরি করলেও যেখানে হত্যা করা যায় না, সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হল মানসিক ভারসাম্যহীন রোগীকে। আমরা দেশের নানা জায়গার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরদ্ধে কথা বলি। সেই জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা ঘটাল। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

পরিবারের সবাইকে হারিয়ে একাই বেঁচেছিলেন তোফাজ্জল হোসেন, কিন্তু এই বাঁচাকে কি জীবন বলে? কতটা নির্মম ছিলো ওর জীবনটা। বাবা-মা-ভাই কেউ বেঁচে নেই, ভিষণ ভালোবাসার একটা মানুষ ছিলো, তারও অন্যকারো সাথে বিয়ে গেছে। এতোটুকু জীবনে এতো অপূর্ণতা, বাবা-মা-ভাই এবং ভালোবাসার মানুষকে হারানোর বেদনায় ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলো, হওয়ারই কথা। ও যেনো একটা জিন্দালা*শ হয়ে মৃত্যুর অপেক্ষায় বেঁচে ছিলো এতোদিন। ওর সেই অপেক্ষা শেষ হয়েছে, চোর সন্দেহে কয়েকটা অমানুষ ও'কে পিটিয়ে মে*রে ফেলেছে। সব হারানো একটা ছেলে ঢাবির হল থেকে কি'বা চুরি করতো ভাই? একমুঠো ভাত? একটা রুটি?

এই অরাজকতার সাথে জড়িতদের পরিচয় যেটাই হোক, তাদের অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।

🔲 ঋণের বোঝা নিয়ে মারা গেলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি ও জাহান্নাম যদি সে শহীদও হয়ে থাকে। এই কারনেই কেউ মারা গেলে জানাজার...
20/09/2024

🔲 ঋণের বোঝা নিয়ে মারা গেলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি ও জাহান্নাম যদি সে শহীদও হয়ে থাকে। এই কারনেই কেউ মারা গেলে জানাজার আগে দেনা/ঋন পরিশোধের কথা বলা হয়। প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর সাহাবিদের জানাজা নামাজ পড়াতেন না, যদি তাঁর ঋণ অপরিশোধিত থাকত। [বুখারিঃ ২১৪৮]

🔲 রাসুল (সঃ) বলেনঃ মুমিনের আত্মা তার ঋণের সঙ্গে ঝুলন্ত থাকে, যতক্ষণ না তা পরিশোধ করা হয়। [তিরমিজিঃ ১০৭৮]। তিনি আরও বলেনঃ শহীদ ব্যক্তির সব গুনাহ ক্ষমা করা হবে। কিন্তু ঋণ ছাড়া। [মুসলিমঃ ১৮৮৬]

মুলত, বাংলাদেশকে সুকৌশলে আবহমান কাল ধরে চাপে রেখে লুটেপুটে খাওয়ার সুদুরপ্রসারি পরিকল্পনাঃঅনেকে বলছে, যে বাঁধ না খুললে ভা...
24/08/2024

মুলত, বাংলাদেশকে সুকৌশলে আবহমান কাল ধরে চাপে রেখে লুটেপুটে খাওয়ার সুদুরপ্রসারি পরিকল্পনাঃ

অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেতো, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেতো। তখন আরো বেশী ক্ষতি হত। তাই এখানে আসলে ভারতের দোষ নেই। চলুন এই কথাটার ফাঁকটা বুঝার চেষ্টা করি একটু।

নদী চলবে নদীর মত। এতে তারা বাঁধ দিল কেনো? এই বাধ দিয়ে তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মত চলতে দিলে, নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ বেশী পানি আসলেও নদী তা সহ্য করতে পারতো। পানি সহজে সমুদ্রে পৌছতো।

কিন্তু বাঁধ দেয়ার কারণে, বাংলাদেশের নদীগুলো শুঁকিয়ে খালের মত হয়ে গিয়েছে। পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সব ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন আসল কাহিনী? আসোলে বাধ দেয়াটা ছিলো বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ফাইনাল হাতিয়ার! যখন তাদের এজেন্ডা ব্যার্থ হয়, তখন বাধ খুলে দিয়ে আমাদের চাপ দেয়। মানে "খুত্তায় খাইতে না পেরে কামড় দেয়"।

কোন লোক এখন ভারতের সাফই গাইতে আসলে, বা কোন ধানাই পানই করলে, যেমন ভারতের তো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে চটকনা মেরে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেনো? আসোলে সেটা ছিল বাংলাদেশকে সুকৌশলে আবহমান কাল ধরে ভারতের অধীনে, ভারতের মুখাপেক্ষি বানিয়ে, চাপে রেখে লুটেপুটে খাওয়ার সুদুরপ্রসারি পরিকল্পনা।

Address

Alukdia
Bagerhat
9300

Alerts

Be the first to know and let us send you an email when Niamot Ali Nayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niamot Ali Nayan:

Videos

Share