The Daily Bagerhat

The Daily Bagerhat 'The Daily Bagerhat' is One Of The Popular Bangla News Portal in Bagerhat District.
(4)

রামপালে অ'স্ত্র ও গু'লিসহ ৩ কিলারকে আটক করেছে পুলিশ।
09/10/2024

রামপালে অ'স্ত্র ও গু'লিসহ ৩ কিলারকে আটক করেছে পুলিশ।

09/10/2024

বাগেরহাটের শরণখোলায় মাছের ঘের থেকে দিনমজুরের মর’দেহ উদ্ধার!

গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলি’বিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। তিনি এখন চিকিৎসাধীন।
09/10/2024

গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলি’বিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। তিনি এখন চিকিৎসাধীন।

খোকন প্রথম আলোকে বলেন, ‘আমার চেহারা দেখে এখন আমি নিজেই ভয় পাই। এর চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। কষ্ট থেকে মুক্তি চাই।’

08/10/2024

আপন ঠিকানা খুজে পেতে সহযোগিতা করুন।

08/10/2024

বাগেরহাটে মোটরসাইকেল চালকদের হেলমেট পড়ায় উৎসাহ দিতে ব্যতিক্রমী ক্যাম্পেইন করেছে নিরাপদ সড়ক চাই সংগঠন। ক্যাম্প....

বাগেরহাটে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন। 👉বাগেরহাটে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠ...
07/10/2024

বাগেরহাটে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন।

👉বাগেরহাটে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ই অক্টোবর) দিনব্যাপি জেলার রামপাল সরকারী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রজেক্টের প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, এ্যাকশন এইড বাংলাদেশের ইন্সপিরেটর সিদরাতুল মুনতাহা, সাইবার বিশেষজ্ঞ মাহফুজ মাঝি আফসানা মিম, প্রতিভা রয়সহ অনেকে উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে সাইবার ক্রাইম এর শিকার হয়েছেন এমন অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। সাইবার সেবা বুথ থেকে সেবা গ্রহন করেন অনেকে।

বিশেষজ্ঞরা বলেন, মানুষ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অভ্যস্থ হয়ে পড়েছেন। ফেসবুক, ই-মেইল, হোয়াটসএ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ ব্যবহার করছেন। তবে এসব মাধ্যমে কিছু জটিলতা রয়েছে, মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হয়’রানির শিকার হয়ে থাকে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও অনলাইনে সেবা গ্রহনের ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলতে হবে। বিশেষ করে নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন সাইবার বিশেষজ্ঞরা।

চিতলমারীতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা। 👉বাগেরহাটের চিতলমারীতে মূল্য তালিকা না থাকা ...
07/10/2024

চিতলমারীতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা।

👉বাগেরহাটের চিতলমারীতে মূল্য তালিকা না থাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাদ্যপন্য বিক্রির অপরাধে ৭ প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (০৭ অক্টোবর) দুপুরে চিতলমারী বাজারে অভিযান চালিয়ে বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হলো - বিমাত্র স্টোর , লতা স্টোর, মায়ের দোয়া স্টোর, আকবার স্টোর, সাতক্ষীরা মিষ্টি ভান্ডার, তরিকুল স্টোর কে ও মাসুম স্টোর । অভিযান শেষে এসব প্রতিষ্ঠানের কিছু মেয়াদউত্তীর্ণ পন্য ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন,মূল্য তালিকা না থাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য বিক্রয়ের অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করে।এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

সুন্দরবন ঘুরে দেখলেন ২১ দেশের ৭৫ সেনা কর্মকর্তা। ডেইলি বাগেরহাট ডেস্ক:বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘুরে দেখলেন বিশ্ব...
03/10/2024

সুন্দরবন ঘুরে দেখলেন ২১ দেশের ৭৫ সেনা কর্মকর্তা।

ডেইলি বাগেরহাট ডেস্ক:

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘুরে দেখলেন বিশ্বের ২১ দেশের ৭৫ জন সেনা কর্মকর্তা। সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ বিভিন্ন এলাকা ঘুরে সন্তোষ প্রকাশ করেছেন সেনা কর্মকর্তাগণ। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির এসব তথ্য জানান।

তিনি বলেন, বিশেষ প্রশিক্ষণ সফরে বুধবার (০২ অক্টোবর) বেলা ১১টার দজকে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ করমজলে প্রবেশ করেন। তারা সুন্দরবন ঘুরে দেখেছেন। এসব কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। পরে দুপুরের দিকে তারা সুন্দরবন ত্যাগ করেন।

হাওলাদার আজাদ কবির আরও বলেন, আমরা বিদেশি সেনা কর্মকর্তাদের সুন্দরবন ঘুরিয়ে দেখিয়েছি। সুন্দরবন সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। তারা করমজল বন্যপ্রাণী কেন্দ্র ঘুরে উচ্ছাস প্রকাশ করেছেন।

কচুয়া উপজেলার নূরজাহানপুর দাখিল মাদ্রাসার ভেতরে গাজা সেবন করার অপরাধে মিজানুর রহমান রিদয়(২০) ও ইয়ামিন শেখ(১৯) নামের দুজন...
03/10/2024

কচুয়া উপজেলার নূরজাহানপুর দাখিল মাদ্রাসার ভেতরে গাজা সেবন করার অপরাধে মিজানুর রহমান রিদয়(২০) ও ইয়ামিন শেখ(১৯) নামের দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ০৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০০/- টাকা করে জরিমানা করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

হাম’লাকারীদের গ্রেপ্তার করে শা’স্তির আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে...
03/10/2024

হাম’লাকারীদের গ্রেপ্তার করে শা’স্তির আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্ত...

বাগেরহাটে পানের বাজারে ধস নেমেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন পানচাষিরা। বৈরী আবহাওয়ায় বরজ নষ্টের পর পানের দামও কমে যাওয়ায় ভব...
02/10/2024

বাগেরহাটে পানের বাজারে ধস নেমেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন পানচাষিরা। বৈরী আবহাওয়ায় বরজ নষ্টের পর পানের দামও কমে যাওয়ায় ভবিষ্যতে পান চাষের বিষয়েও আগ্রহ হারিয়ে ফেলছেন তাঁরা। উপজেলার টাউন নওয়াপাড়া, চুলকাঠি, ফকিরহাট সদর ও মানসা বাজার ঘুরে পানের দরপতনের এ চিত্র দেখা গেছে।

ফকিরহাটের একাধিক পান চাষি জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বরজ নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে তাঁরা আগেভাগে পান তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছেন। কিন্তু দেখা যায় কেউ পান কিনতে চাচ্ছে না। প্রতি পোন (৮০ টি) বড় আকারের পান ৬০ থেকে ৭০ টাকা বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া মাঝারি আকারের পান ৩০ থেকে ৪০ টাকা এবং ছোট আকারের পান ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ অন্য সময় এর অন্তত তিনগুণ দাম পাওয়া যায়।

ক্ষতিগ্রস্ত পানচাষিরা জানান, মাস তিনেক আগে তীব্র দাবদাহে বরজের ব্যাপক ক্ষতি হয়েছিল। এটা কাটিয়ে উঠতে না উঠতে অতিবৃষ্টির কবলে পড়ে পান চাষিরা একরকম সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পানের হাট টাউন নোয়াপাড়া বাজারের পান ব্যাবসায়ীরা জানান, ‘মধ্যপ্রাচ্য ও ইউরোপে পান রপ্তানি বন্ধ রয়েছে। ফলে পাইকারদের পান কেনার চাহিদা কমে গেছে। তা ছাড়া বৈরী আবহাওয়ায় বরজের পান নষ্ট হওয়ায় চাষিরা দ্রুত পান কেটে বাজারে নিয়ে আসছেন। পাইকার কম থাকায় ও জোগান বেশি হওয়ায় পানের দাম একেবারে কমে গিয়েছে।’

বাদোখালী বিল : এক সময়ের আয়ের উৎস এখন স্থানীয়দের গলার কাটা!
01/10/2024

বাদোখালী বিল : এক সময়ের আয়ের উৎস এখন স্থানীয়দের গলার কাটা!

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ, কাড়াপাড়া ও যাত্রাপুর ইউনিয়নের প্রায় ৭ হাজার একর জমি নিয়ে বাদোখালী বিল। ১৩টি গ্রা...

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।  রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সামাজিক ...
29/09/2024

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সামাজিক বন বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

পরে মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়। এবং অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটে ছুটি না নিয়েই দুই মাসেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত সদর উপজেলার শিরোখালী বেতখালী (এস.বি) নাটইখালী মাধ্যম...
28/09/2024

বাগেরহাটে ছুটি না নিয়েই দুই মাসেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত সদর উপজেলার শিরোখালী বেতখালী (এস.বি) নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়ায়েবুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে উপস্থিত না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

এ ছাড়া অনুপস্থিত এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়ে স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

বাগেরহাটে চাঁদা’বাজি মামলায় ৫ পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক...
26/09/2024

বাগেরহাটে চাঁদা’বাজি মামলায় ৫ পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন; বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি ও বাগেরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউর রহমান মন্টু (৫৯), জেলা কৃষক লীগের সভাপতি ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাশেম শিপন (৬০), জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ৪,৫,৬নং ওয়ার্ডের নারী কাউন্সিলর তানিয়া খাতুন (৫৩), ৭,৮,৯ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর কহিনুর বেগম (৬৩) এবং ১,২,৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর আসমা আজাদ (৫২)।

25/09/2024

বাগেরহাট গ্রীডে পিজিসিবি কর্তৃপক্ষ নতুন পাওয়ার ট্রান্সফরমার সংযোগের জন্য ২৬/৯/২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ৬:০০ টা থেকে ৯:০০ টা পর্যন্ত পাওয়ার ট্রান্সফরমার ১ ও ২ সাট ডাউন নেওয়া হবে। উক্ত সময়ে বাগেরহাট গ্রিডের সকল ৩৩ কেভি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাগেরহাটের মোংলায় দুইটি বিদেশি আগ্নে’য়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবা’রুদসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার ভাই ফিরোজ আহম...
25/09/2024

বাগেরহাটের মোংলায় দুইটি বিদেশি আগ্নে’য়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবা’রুদসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার ভাই ফিরোজ আহমেদকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে মোংলা পোর্ট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

দীর্ঘ ১৮ বছর পর নিজের পিতার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী  কলেজের সভাপতি হলেন সাবেক এমপি এম এ এইচ সেলিম।
25/09/2024

দীর্ঘ ১৮ বছর পর নিজের পিতার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের সভাপতি হলেন সাবেক এমপি এম এ এইচ সেলিম।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়।
23/09/2024

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়।

বাগেরহাটের মোংলায় বসত ঘর থেকে আনিকা আক্তার (২৩) নামে এক গৃহবধূর লা'শ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে মো...
23/09/2024

বাগেরহাটের মোংলায় বসত ঘর থেকে আনিকা আক্তার (২৩) নামে এক গৃহবধূর লা'শ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার হালিম সরদারের ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করে মোংলা থানার পুলিশ।

বাগেরহাটে শেখ হাসিনা, শেখ তন্ময়, শেখ হেলালসহ আওয়ামী লীগের দোসরদের বিচার এবং ফাঁ'সির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়ে...
22/09/2024

বাগেরহাটে শেখ হাসিনা, শেখ তন্ময়, শেখ হেলালসহ আওয়ামী লীগের দোসরদের বিচার এবং ফাঁ'সির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা বিএনপির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বাগেরহাটের মোরেলগঞ্জে জেসমিন আক্তার (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুল'ন্ত মর’দেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা। শনিবার ...
21/09/2024

বাগেরহাটের মোরেলগঞ্জে জেসমিন আক্তার (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুল'ন্ত মর’দেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ৭টার দিকে নিজ ঘরে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফা’স লাগানো অবস্থায় তার মর’দেহ পাওয়া যায়।

বিস্তারিত: https://tinyurl.com/4kh3cub9

17/09/2024

বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ও তার অধিনস্থ সকল কমিটি (ওয়ার্ড পর্যন্ত) বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদে...
17/09/2024

সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। আগামী দুই মাস (৬০ দিন) এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দূর্নীতি, চাঁদা'বাজ ও সন্ত্রা'সের বিরুদ্ধে ছাত্র-জনতার ম...
17/09/2024

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দূর্নীতি, চাঁদা'বাজ ও সন্ত্রা'সের বিরুদ্ধে ছাত্র-জনতার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় সহ-সমন্বায়ক মো. ওয়াহিদ উজ্জামান বলেছেন, একটা দেশকে সুবিধা দিতে কোটি ক....

Address

Bagerhat
9300

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Bagerhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Bagerhat:

Videos

Share

Nearby media companies