Webbox

Webbox Webbox is a Printing & Design related Digital Portal.

19/09/2022

বাগেরহাট ফিল্ম সোসাইটির ২০ বছর পূর্তি উৎসবে সবাই আমন্ত্রিত। ১৪ অক্টোবর শুক্রবার সকালে: পুনর্মিলনী ও আড্ডা। বিকালে:চিত্রাংকন প্রতিযোগিতা। সন্ধ্যায়:অতিথিবরণ, সম্মাননা, পুরস্কার বিতরণ, আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। ১৫ অক্টোবর শনিবার সকাল ১১টায় শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী, বিকাল ৪টায় ও সন্ধ্যা ৭টায় চলচ্চিত্র প্রদর্শনী। স্থান : অম্বিকা চরণ লাহা ( এ.সি লাহা) টাউন হল, বাগেরহাট।

এলাকার লোকে গোপালের মা হিসাবে চেনে।। এই বৃদ্ধা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানীয়ারী ইউনিয়নের বাসিন্দা। নিজের ঘর নে...
12/09/2022

এলাকার লোকে গোপালের মা হিসাবে চেনে।। এই বৃদ্ধা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানীয়ারী ইউনিয়নের বাসিন্দা। নিজের ঘর নেই আশ্রয় নেই, সন্ধ্যা হলে লোকের বরান্দায় অথবা গাছ তলায় আশ্রয় নেন। স্বামী, সন্তানহারা এই বৃদ্ধা এলাকার জনপ্রতিনিধিসহ অনেকের দারস্থ হলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি।

10/08/2022

আজকে নিম্নচাপে বাগেরহাট

14/06/2022

বিপদ সীমা ছুঁই ছুঁই করছে
বাগেরহাট শহর সংলগ্ন ভৈরব নদের পানি।
(১৪ জুন ২০২২, মঙ্গলবার, দুপুর ১২:২০ মি.)

30/04/2022
বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়ন পরিষদ ১৯৬০ সালে গঠিত হয়। পরিষদ ভবনটি উদ্বোধন হয় ১৯৬৭ সালে।
27/04/2022

বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়ন পরিষদ ১৯৬০ সালে গঠিত হয়। পরিষদ ভবনটি উদ্বোধন হয় ১৯৬৭ সালে।

Transformation
12/03/2022

Transformation

 #বাগেরহাটে_গুণীজন_সম্মাননা৯ মার্চ ২০২২ বুধবার বিকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাট শিল্প-সং...
09/03/2022

#বাগেরহাটে_গুণীজন_সম্মাননা
৯ মার্চ ২০২২ বুধবার বিকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাট শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে গুণীজনদের অবদানের জন্য বাগেরহাটের গুণীদের ‘জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাট সম্মাননা ২০১৯, ২০২০ ও ২০২১’ অনুষ্ঠান আয়োজন করে। জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাটের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বাগেরহাট ২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময় বাগেরহাটের গুণীজনদের সম্মাননা পদক প্রদান করেন। ২০১৯ সম্মাননা দেওয়া হয় সাংস্কৃতিক সংগঠক ডাঃ মোশাররফ হোসেন, যাত্রায় প্রফুল্ল চন্দ্র রায়, চারুকলায় মোঃ আঃ মালেক, চলচ্চিত্রে প্রাণ রায়, কন্ঠ সংগীতে সরদার রহমতুল্লাহ। ২০২০-এ নাট্যকলায় গোলাম কিবরিয়া, যাত্রায় দুলাল কৃষ্ণ মালী, কন্ঠ সংগীতে মোঃ বাবুল, চারুকলায় শেখ ইসমাইল খোকন, নৃত্যকলায় তিথি দেবনাথ এবং ২০২১-এ যাত্রায় গঙ্গা রানী মন্ডল, লোক সংস্কৃতিতে শশাঙ্ক বাবলা বোস, কন্ঠ সংগীতে পিযুষ কান্তি মন্ডল, নাট্যকলায় শামসুল হাদী ও যন্ত্র সংগীতে শেখ কবির উদ্দিন। সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, প্রবীণ শিক্ষাবিদ ও নাট্যাভিনেতা প্রফেসর চৌধুরী আব্দুর রব সহ বাগেরহাটের সরকারি বেসরকারি গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শারমিন আক্তার।

03/03/2022

"বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি" এই প্রতিপাদ্যকে ধারণ করে ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২২ উপলক্ষে Bangladesh Nature & Wildlife Protection Center - BNWPC ও বন অধিদপ্তর এর সহযোগিতায় বাগেরহাট সুন্দরবন রিসোর্ট বারাকপুরে আয়োজন করেছে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুজ্জামান, রেঞ্জ কর্মকর্তা, সুন্দরবন পূর্ব বন বিভাগ । আলোচনা সভায় মূল প্রতিপাদ্যের উপর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আস সাদিক, বন্যপ্রাণী পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডা. মোশাররফ হোসেন সভাপতি, BNWPC, সহ-সভাপতি, বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন জনাব আবদুল্লাহ বনি সাধারণ সম্পাদক, BNWPC

অনুষ্ঠানে কোমলমতি শিশুকিশোর, তাদের অভিভাবকরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাগেরহাটের বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভারতবর্ষের প্রাচীনতম সংবাদপত্রগুলির মধ্যে অন্যতম হল অমৃতবাজার পত্রিকা। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বাংলা প্রদেশের যশোর জে...
24/02/2022

ভারতবর্ষের প্রাচীনতম সংবাদপত্রগুলির মধ্যে অন্যতম হল অমৃতবাজার পত্রিকা। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বাংলা প্রদেশের যশোর জেলার মাগুরার একজন ধনী বণিক হরি নারায়ণ ঘোষের ছেলে শিশির ঘোষ এবং মতি লাল ঘোষ পত্রিকাটি চালু করেছিলেন ১৮৬৮ সালের ২০ ফেব্রুয়ারি। হরি নারায়ণ ঘোষের স্ত্রী অমৃতময়ীর নামে এর নামকরণ করা হয়েছিল।

শিশির ঘোষ এবং মতি লাল ঘোষ প্রথম সাপ্তাহিক হিসাবে অমৃত বাজার পত্রিকা চালু করেন। এটি প্রথম সম্পাদনা করেছিলেন মতিলাল ঘোষ। ১৯২০ সালে, রাশিয়ান কমিউনিস্ট বিপ্লবী ভ্লাদিমির লেনিন অমৃতবাজার কে ভারতের সেরা জাতীয়তাবাদী কাগজ হিসাবে বর্ণনা করেছিলেন।

ভারতীয় স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য অবদান রেখেছিল এই পত্রিকা । লর্ড লিটন , ভারতের ভাইসরয় ১৮৭৮ সালে প্রধানত অমৃতবাজারের বিরুদ্ধেই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন।

১২৩ বছর প্রকাশের পর ১৯৯১ সালে কাগজটি তার প্রকাশনা বন্ধ করে দেয়।
ভারতভাগের সময় সাম্প্রদায়িক সম্প্রীতির কারণকে সমর্থন করেছিল অমৃতবাজার পত্রিকা। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতে স্বাধীনতার সূচনা হলে, পত্রিকাটি তার সম্পাকদীয় তে লেখে "It is dawn, cloudy though it is. Presently sunshine will break."

৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২২ উপলক্ষেবাগেরহাটে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা
24/02/2022

৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২২ উপলক্ষে
বাগেরহাটে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা
আগামী ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র Bangladesh Nature & Wildlife Protection Center BNWPC বাগেরহাট সুন্দরবন রিসোর্ট বারাকপুরে আয়োজন করেছে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

শিশু চিত্রাংকন প্রতিযোগিতার নিয়মাবলী :-------
ক বিভাগ : ৪ থেকে ৭ বছর বয়সী শিশুরা যে কোন মাধ্যমে আকঁবে ইচ্ছামতো যে কোন ছবি।
খ বিভাগ : ৩য় থেকে ৫ম শ্রেণির শিশুরা রং পেন্সিল/পেষ্টাল রং দিয়ে আকঁবে বন্যপ্রাণীর ছবি।
গ বিভাগ : ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিশুরা জলরং রং দিয়ে আকঁবে বাংলাদেশের বন্যপ্রাণীর ছবি।
--------------------------------------------------------------------------
প্রত্যেক শিশু প্রতিযোগিদের পেন্সিল, রং পেন্সিল/পেষ্টাল রং, রবার, ছবিআঁকার বোর্ড সংগে আনতে হবে। শুধুমাত্র ছবি আঁকার কাগজটি আয়োজক কর্তৃপক্ষ প্রদান করবে।
--------------------------------------------------------------------------
শিশু চিত্রাংকন প্রতিযোগিতাটি আগামী ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৩ টায় মিনিটে সুন্দরবন রিসোর্ট, বারাকপুর, বাগেরহাটে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগ থেকে শ্রেষ্ঠ তিনটি ছবি নির্বাচিত করা হবে ও শ্রেষ্ঠ তিন প্রতিযোগীকে পুরস্কিত করা হবে। চিত্রাংকন অংশগ্রহনকারী প্রতিযোগী শিশুদের সুন্দরবন রিসোর্টে মা বাবা সহ বিনামূল্যে প্রবেশ করতে পারবে। অংশ গ্রহনকারী সকল প্রতিযোগীদের সুন্দরবন রিসোর্টে বিনামূল্যে ২টি রাইড উপভোগ করতে পারবে।
প্রয়োজনে : 01911079687, 01814705262

21/02/2022

মহান ভাষা আন্দোলনের ৭০ বছর উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি ২০২২ বাগেরহাট ফিল্ম সোসাইটি প্রকাশ করেছে "ভাষা আন্দোলনে বাগেরহাট" এবং কিংবদন্তী ভাষা সৈনিক এস এম ইবরাহীম হোসেন লাল, মনসুর আহমেদ ( মরনোত্তর), মীর মোশাররফ আলী (মরনোত্তর) কে সম্মাননা প্রদান অনুষ্ঠান।

FHD দেখতে: https://youtu.be/h6hIZKkzzlE

মহান ভাষা আন্দোলনের ৭০ বছর উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি বাগেরহাট এ.সি লাহা হলে বাগেরহাট ফিল্ম সোসাইটি বাগেরহাটের ভাষা আন্দোলন ও...
19/02/2022

মহান ভাষা আন্দোলনের ৭০ বছর উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি বাগেরহাট এ.সি লাহা হলে বাগেরহাট ফিল্ম সোসাইটি বাগেরহাটের ভাষা আন্দোলন ও ভাষা সৈনিকদের পরিচিতি নিয়ে " ভাষা আন্দোলনে বাগেরহাট" বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও তিনজন কিংবদন্তী ভাষা সৈনিক এস এম ইবরাহীম হোসেন লাল, মনসুর আহমেদ (মরনোত্তর) ও মীর মোশাররফ আলী (মরনোত্তর) কে সম্মাননা প্রদান করে। সোসাইটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এস এম ইবরাহীম হোসেন লাল, বিশেষ অতিথি প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক চৌধুরী আব্দুর রব, মরহুম ভাষা সৈনিক মীর মোশাররফ আলীর কন্যা ফরিদা আক্তার বানু, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক কমল ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, অনুষ্ঠান সঞ্চালনা করে সোসাইটির সহ সভাপতি আবদুল্লাহ বনি। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ভাষা সৈনিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেস্ট ও ভাষা আন্দোলনে বাগেরহাট বই তুলে দেন।

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট WCCU ঢাকার আয়োজনে বাগেরহাটে শুরু হলো বন্যপ্রাণী অপরাধ দমন ও ফরেনসিক ব্যবস্থাপনা বি...
12/02/2022

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট WCCU ঢাকার আয়োজনে বাগেরহাটে শুরু হলো বন্যপ্রাণী অপরাধ দমন ও ফরেনসিক ব্যবস্থাপনা বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সামাজিক বন বিভাগের ডিএফও সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান মালিক, বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র বাগেরহাট BNWPC সাধারণ সম্পাদক আবদুল্লাহ বনি, যুব প্রশিক্ষণ কেন্দ্র বাগেরহাটের কর্মকর্তা মোঃ জলিলুর রহমান, সভাপতিত্ব করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট WCCU পরিচালক জহির উদ্দিন আকন। অনুষ্ঠান সঞ্চলনা করেন WCCU কর্মকর্তা আব্দুল্লাহ আস্ সাদিক ও হাফিজুর রহমান। বাগেরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রে ১০ দিনব্যাপী প্রশিক্ষণে বাগেরহাট জেলার ৩০ জন্য যুবক অংশগ্রহণ করে।

23/01/2022

বাগেরহাট সদর হাসপাতালে করোনা টিকা নিতে বাগেরহাটের স্কুল শিক্ষার্থীরা
২৩ জানুয়ারি ২০২২

02/01/2022

বাগেরহাট সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে ৩০ ডিসেম্বর ২০২১ থেকে ২ জানুয়ারি ২০২২ পর্যন্ত ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের বিভিন্ন সরকারি বেসরকারি বইয়ের স্টল ও প্রতিদিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাটের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে চারদিনের এই বই মেলা চলে। বই মেলা নিয়ে মোবাইল ফোনে নির্মিত তথ্যচিত্র।

30/12/2021

৩০ ডিসেম্বর ২০২১ বাগেরহাট বিএমএ ভবনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার আয়োজনে ও বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র BNWPC বাগেরহাটের সহযোগিতায় বন্যপ্রাণী সংরক্ষণে গণসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এডিসি জেনারেল খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বিশেষ অতিথি বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র বাগেরহাটের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ মোঃ মোশাররফ হোসেন, অধ্যাপক মোজাফফর হোসেন, সভাপতিত্ব করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার ডিএফও নির্মল কুমার পাল। মতবিনিময় সভা সঞ্চালনা করেন BNWPC সাধারণ সম্পাদক আবদুল্লাহ বনি ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরী।

১৪ ডিসেম্বর ২০২১ বাগেরহাট সামাজিক বন বিভাগের অফিসে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে "আমরাই পারি বন্যপ্র...
14/12/2021

১৪ ডিসেম্বর ২০২১ বাগেরহাট সামাজিক বন বিভাগের অফিসে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে "আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে" পরিযায়ী পাখি বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতা মূলক মতবিনিময় সভা সামাজিক বন বিভাগের ডিএফও সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বন্যপ্রাণী সুরক্ষা কর্মকর্তা আব্দুলাহ সাদিকের সঞ্চালনায় প্রধান অতিথি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন, বিশেষ অতিথি বিএনডাব্লুপিসি'র সভাপতি ডাঃ মোঃ মোশাররফ হোসেন। মতবিনিময় সভায় বাংলাদেশ প্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র BNWPC কর্মকর্তা, সাংবাদিক ও বন্যপ্রাণী সুরক্ষা কর্মীরা উপস্থিত ছিলেন।

29/10/2021

বাংলাদেশের লোকসংস্কৃতির অন্যতম শিল্প পুতুল নাচ। প্রাচীনকাল থেকে গ্রামগঞ্জের মেলা বা বিভিন্ন অনুষ্ঠানে পুতুল নাচ ছিল সকল বয়সী মানুষের বিনোদনের প্রধান আকর্ষন। বর্তমান সময়ে স্যাটেলাইট ও সোসাল মিডিয়ার দৌরাত্ম্যে গ্রামবাংলার লোকসংস্কৃতি লুপ্ত হতে চলেছে। কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমি এসব লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বাঁচিয়ে রাখতে পুতুল নাচ পার্টিকে বিভিন্ন সহযোগিতা করছে। সারা বাংলাদেশে মাত্র ২৭টি পুতুল নাচ পার্টি কোন রকমে টিকে আছে। তার মধ্যে বাগেরহাট জেলার আজাদ পুতুল নাচ পার্টি অন্যতম। গত ২৮ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাট আয়োজন করে পুতুল নাট্য প্রদর্শনী। কচুয়ার দি আজাদ পুতুল নাচ পার্টির "ভানুমতির খেল" পুতুল নাট্য বাগেরহাটের দর্শকদের আনন্দ দেয়।

27/10/2021

বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমির স্পেশাল চাইল্ডদের নিয়ে অনুষ্ঠানে গান পরিবেশন করে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বাউল শিল্পী অন্ধ সোহেল। সোহেল জন্মান্ধ। সে বাউল গান গেয়ে জীবিকা নির্বাহ করে। তার পরিবেশিত বাউল গান বাগেরহাটের দর্শকদের আনন্দ দেয়।

পুরো গানের লিংক https://youtu.be/0kVpE4Bfjg0

23/10/2021

ঐতিহ্যবাহী বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) সচিব মোঃ মাহবুব হোসেন স্কুলের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গত ২৩ অক্টোবর ২০২১ বিদ্যালয়ে আগমন করেন। সচিবের প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আগমনকে কেন্দ্র করে তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান, স্মৃতিচারণ ও মতবিনিময় অনুষ্ঠান হয়।

08/09/2021

বাগেরহাট সদরের তরুণ কৃষি উদ্যোক্তার গল্প

03/09/2021

আসছি ....... শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের গল্প নিয়ে

02/09/2021

বাগেরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মী প্রায়ই দিন আবর্জনা বহন ভ্যান থেকে মুনিগঞ্জ, হরিনখানা, সরুই ও দশানীতে বয়ে চলা সচল খালে কলেজ রোডের পোল থেকে আবর্জনা নিক্ষেপ করে।

26/08/2021

বাগেরহাটের মানুষের আবেগ অনুভূতি ও ভালোবাসার মেলবন্ধন শতবর্ষী অম্বিকা চরণ লাহা টাউন হল। বর্তমানে "এ.সি. লাহা হল"। ঐতিহ্যবাহী টাউন হল নিয়ে তথ্যচিত্রটি বাগেরহাট ফিল্ম সোসাইটির উদ্যোগে নির্মিত। তথ্যচিত্রটি সম্পূর্ণ মোবাইল ফোনে ধারণ ও সম্পাদনা করা।
For better view:
https://youtu.be/0f0sDDNLsD4

24/08/2021

বাগেরহাটের অন্যতম নাট্য সংগঠন রুদ্র নাট্য দলের পুরাতন কোর্ট চত্বরের নিজস্ব জায়গায় ২৪ আগস্ট নতুন ভবনের প্রতীক্ষিত ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়।

22/08/2021

বাগেরহাট শহরের প্রাকৃতিক খালের বর্তমান অবস্থা ও সংরক্ষণে করণীয় সম্পর্কে অধ্যুষিত জনগোষ্ঠিদের নিয়ে ২২ আগস্ট রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে বেলা'র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

21/08/2021

বাগেরহাটের সৃজনশীল যুবক অকাল প্রয়াত শাহরিয়ার সুলভের মৃত্যুবার্ষিকী উপলক্ষে "সুলভ স্বপ্ন সংসদের" উদ্যোগে বাগেরহাটের পুরাতন কোর্ট চত্বরের সংসদের অস্থায়ী কার্যালয়ে ২১ আগস্ট সকালে চিকিৎসায় অধ্যয়নরত জেলার তিনজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

Cultural Aggression
19/08/2021

Cultural Aggression

14/08/2021
আজ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮ তম জন্মদিনশেখ মোহাম্মদ সুলতান, যিনি এস. এম. সুলতান নামে সমধিক পরিচিত। এই বি...
10/08/2021

আজ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮ তম জন্মদিন

শেখ মোহাম্মদ সুলতান, যিনি এস. এম. সুলতান নামে সমধিক পরিচিত। এই বিশ্ববরেণ্য তাঁর জীবনের মূল সুর-ছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে। আবহমান বাংলার সেই ইতিহাস-ঐতিহ্য, দ্রোহ-প্রতিবাদ, বিপ্লব-সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস তাঁর শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। তাঁর ছবিতে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা, প্রানপ্রাচুর্যের পাশাপাশি শ্রেণীর দ্বন্দ এবং গ্রামীণ অর্থনীতির হালও অনেকটা ফুটে উঠেছে। তাঁর ছবিগুলোতে বিশ্বসভ্যতার কেন্দ্র হিসেবে গ্রামের মহিমায় ভাস্বর । এখানে কৃষককে এই কেন্দ্রের রূপকার হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে।

কেম্বিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কাজের ¯স্বীকৃতি হিসাবে ১৯৮২ সালে তাঁকে এশিয়ার ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করে।

এস. এম. সুলতান ১৯২৩ খ্রিস্টাব্দের ১০ আগস্টে তৎকালীন পূর্ব বাংলা (বর্তমান বাংলাদেশ) যশোরের নড়াইলের মাছিমদিয়া নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম শেখ মোহাম্মদ মেছের আলী শৈশবে পরিবারের সবাই সুলতান কে লাল মিয়া বলে ডাকতো।
১৯৪৩ সালে তিনি খাকসার আন্দোলনে যোগ দিয়েছিলেন। এর অব্যবহিত পরেই বেরিয়ে পড়েন নিরুদ্দেশের ঠিকানায় এবং উপমাহাদেশের পথে পথে ঘুরে তাঁর অনেকটা সময় কেটে যায়। তখন ছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। অনেক মার্কিন ও ব্রিটিশ সৈন্য ছিলো ভারতে। তিনি ছোট-বড় বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ছবি এঁকে তা সৈন্যদের কাছে বিক্রি করতেন। এভাবেই তিনি সেসময় জীবনধারণ করেছেন। মাঝে মাঝে তাঁর ছবির প্রদর্শনীও হয়েছে। এর মাধ্যমে তিনি শিল্পী হিসেবে কিছুটা পরিচিতি লাভ করেন। ছবির প্রদর্শনী হয়। এরপর লন্ডনেও তিনি প্রদর্শনী করেছিলেন। ১৯৫৩ সালে আবার নড়াইলে ফিরে আসেন। এবার এসে তিনি শিশু শিক্ষার প্রসারে কাজ শুরু করেন যা নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিলো। শেষ বয়সে তিনি নড়াইলে শিশুস্বর্গ এবং চারুপীঠ নামে দুটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এছাড়া সেখানে "নন্দন কানন" নামের একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয় এবং "নন্দন কানন স্কুল অব ফাইন আর্টস" নামে একটি আর্ট স্কুলও প্রতিষ্ঠা করেন।

তাঁর কাছে যেসব মানুষ এবং শিশু আশ্রয় নিয়েছিলো তাদের জন্য তিনি নিজের ঘর ছেড়ে দেন। জীবজন্তুর প্রতি ভালোবাসা থেকে তিনি একটি চিড়িয়াখানা তৈরি করেন এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শিশুদের জন্য সুন্দরী কাঠ দিয়ে একটি বড় আকারের নৌকাও তৈরি করেছিলেন। তাঁর ইচ্ছা ছিলো শিশুরা সেই নৌকায় চড়ে সমুদ্র পরিভ্রমণে বের হবে আর শিল্পচর্চার উপকরণ খুঁজে পাবে। আশির দশকের শেষদিকে তাঁর ¯স্বাস্থ্য খারাপ হতে থাকে। ১৯৯৪ সালে ঢাকার গ্যালারি টোনে তাঁর সর্বশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সে বছরেরই আগস্ট মাসে নড়াইলে ঘটা করে তাঁর জন্মদিন পালন করা হয়। ১৯৯৪ সালেরই ১০ অক্টোবর তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পীর জন্মতিথিতে জানাই শ্রদ্ধার্ঘ্য।

International Day of the World's Indigenous Peoples !! আন্তর্জাতিক আদিবাসী দিবস !!
09/08/2021

International Day of the World's Indigenous Peoples !! আন্তর্জাতিক আদিবাসী দিবস !!

07/08/2021

প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে T20 ম্যাচে বাংলার টাইগারদের সিরিজ জয়।
অভিনন্দন বাংলাদেশ টাইগার্স♥

চাঁপাইনবাবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে পাঁচজন নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতের সঠিক সংখ্য...
05/08/2021

চাঁপাইনবাবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে পাঁচজন নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। বুধবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ২০/২৫জন মানুষ নৌকাযোগে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মো. হোসেন আলীর মেয়ের বৌভাতের অনুষ্ঠানে আসছিলেন। পথে বৃষ্টি শুরু হলে দক্ষিণপাঁকা ঘাট এলাকায় নৌকা থেকে নেমে ঘাটের ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাত ঘটলে ঘাটের ঘরের মধ্যে থাকা দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রফিক উদ্দিন (৪২) ও সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের নাম না জানা ১৬জনসহ ১৭ জন মারা যান।

(তথ্য সূত্র : ইত্তেফাক)

পৃথিবীটা অনেক সুন্দর!সবাই শুধু খোঁজ নেবে, দায়িত্ব পুরাটাই বাবাই নিবে
03/08/2021

পৃথিবীটা অনেক সুন্দর!
সবাই শুধু খোঁজ নেবে, দায়িত্ব পুরাটাই বাবাই নিবে

02/08/2021

মুক্ত প্রতিভা

02/08/2021

Address

PC College Road
Bagerhat
9300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Webbox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share