
09/01/2025
এমনভাবে ভুলে যাওয়া হবে যেন, কোন অস্তিত্বই ছিলো না।
একদিন আসবে, যখন পৃথিবী চলতে থাকবে ঠিক তার নিয়মে , অথচ তুমি, আমি থাকব না। আমাদের নাম, আমাদের কাজ, আমাদের স্মৃতি— সবকিছু ধীরে ধীরে হারিয়ে যাবে।
এমনকি যাদের জন্য আমরা জীবনে ত্যাগ স্বীকার করি, তারাও একসময় আমাদের অস্তিত্ব ভুলে যাবে।
তবে এটি কোনো নির্মম সত্য নয়, বরং একটি অনিবার্য বাস্তবতা।
আল্লাহ তাআলা কুরআনে বলেন:
"প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।" (সূরা আলে ইমরান, ৩:১৮৫)
পৃথিবীর এই জীবন, সময় সব ক্ষণস্থায়ী, আর আমরা এখানে শুধু পথিক।
আমাদের মূল যাত্রাপথ অন্য দিকে, যেখানে মূলত আমাদের প্রকৃত ঠিকানা।
কিন্তু এই দুনিয়ার জন্য আমাদের যে আসক্তি, তা আমাদের ভুলিয়ে দেয় যে আমরা এখানে চিরস্থায়ী নই।
আমাদের কাজ, সম্পদ, সম্পর্ক— সবকিছু একসময় পৃথিবীতেই রয়ে যাবে।
তাহলে কেন আমরা এই দুনিয়ার পেছনে এত দৌড়াই?
কেন আমরা এমন কিছুতে সময় ব্যয় করি, যা একসময় আমাদেরকে এবং আমাদের আমলকেও ভুলিয়ে দেবে?
নবী করিম (সা.) বলেছেন:
"এই দুনিয়ায় এমন জীবন যাপন কর, যেন তুমি একজন পথিক অথবা একজন মুসাফির।"
আমাদের মৃত্যুর পর হয়তো আমাদের কাছের মানুষেরা কিছুদিন কাঁদবে, আমাদের নাম মনে করবে।
কিন্তু সময়ের প্রবাহে তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে যাবে।
নতুন ঘটনা, নতুন স্মৃতি পুরনো সবকিছু মুছে দেবে। এমনকি একদিন আমাদের নামটাও মুছে যাবে।
তবে এই পৃথীবিতে একটাই বিষয় কখনো মুছবে না— আমাদের আমলনামা।
আমাদের প্রতিটি ভালো কাজ, প্রতিটি সৎ প্রচেষ্টা, প্রতিটি ত্যাগ আখিরাতে আমাদের জন্য সাক্ষ্য দিবে।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
"যে ব্যক্তি একটি পরমাণু পরিমাণ সৎকর্ম করবে, সে তা দেখতে পাবে। আর যে ব্যক্তি একটি পরমাণু পরিমাণ অসৎকর্ম করবে, সেও তা দেখতে পাবে।" (সূরা যিলযাল, ৯৯:৭-৮)
আমাদের ভুলে যাবে দুনিয়া, কিন্তু আমাদের রব কখনো নয়।
তাই, এই সাময়িক দুনিয়ার মোহ ছেড়ে সেই জীবনের জন্য কাজ করা প্রযোজন, যা কখনো ভুলে যাবে না।
কারণ আমাদের অস্তিত্বের প্রকৃত উদ্দেশ্য এই দুনিয়ায় নয়, বরং সেই পরকাল।।