14/03/2023
প্রিয় বন্ধুরা, আসসালামু-আলাইকুম।
প্রতিবারের মতো আজও আপনাদের জন্য অজানা কিছু তথ্য নিয়ে হাজির হলাম, আশাকরি আপনাদের ভালো লাগবে।
তো চলুন আজকের টপিক শুরু করা যাক।
জাপান কেন অন্যান্য দেশের থেকে আলাদা?
আলাদা তবে এটাও জেনে রাখুন:
পরিশ্রমের কারণে জাপান অন্যান্য যেকোনো দেশের থেকে আলাদা। জাপানিরা এত বেশি পরিশ্রম করতে পারে যা ভাবা যায় না। এরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে যায়৷ কাজ ছাড়া কিচ্ছু বুঝে না। এরা এত বেশি পরিশ্রম করে যে এদের সন্তান জন্মদানের জন্য যে সময় দরকার সে সময় পর্যন্ত হয় না। বর্তমানে জাপানে প্রতি হাজারে মাত্র চারজন শিশু জন্মগ্রহন করে৷ যে কারণে বৃদ্ধ লোকের সংখ্যা জাপানে বেড়ে যাচ্ছে। জাপানে সবচেয়ে বেশি মানুষ আছে একশ বছরের উপরে৷
#জাপানিরা খুব বিশ্বস্ত আর বন্ধুত্বপূর্ণ হয়। এরা মানুষকে খুব সহায়তা করে আর আপ্যায়নের ক্ষেত্রেও খুব দায়িত্বশীল হয়। বিদেশীদের যথেষ্ট সাহায্য করে থাকে।
#জাপানে আপনি কোন কিছু হারালে নিশ্চিত এটা চুরি হয় নি৷ কাছের পুলিশ স্টেশনে খুজলেই পেয়ে যাবেন।
#জাপানিরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও হিসেবি হয়৷
#জাপানে কেও অন্যায় করে সহজে পার পায় না৷
#এরা যে সকল প্রযুক্তি ব্যাবহার করে তার সম্পূর্ণই এদের নিজেদের তৈর৷।
#জাপানে কৃষকদের ন্যায্য মূল্য প্রদানের জন্য কোন বছর যদি অতিরিক্ত ফসল থেকে থাকে তা জাপানের সরকার নষ্ট করে ফেলে৷ নয়তো ফসলের দাম কমে যাবে আর কৃষক ন্যায্য মূল্য পাবে না।
#জাপান ভূমিকম্পপ্রবন এলাকা হলেও ভূমিকম্পের ক্ষতি খুব কমই হয়৷ এরা এদের বসতবাড়ি এভাবেই তৈরি করে মিছে যাতে ভূমিকম্পে তেমন ক্ষতি না হয়৷
#জাপানিরা খুব দেশপ্রেমিক৷ তারা চায় না আর কোন বিশ্বযুদ্ধ লাগুক৷
বন্ধুরা আমরা এতক্ষণ এক পৃষ্ঠা দেখলাম, তবে অপর পৃষ্ঠা অত্যন্ত ভয়ানক, আপনার এতক্ষণের কথাগুলো যতটুকু পজিটিভ ধারনা হয়েছে তা সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে।
তো চলুন অপর পৃষ্ঠা সম্পর্কে জানা যাক।
জাপানি সৈনিকদের জন্য কমফোর্ট উইমেন: কোরিয়ান নারী "কিম" বলেন,
"আমি যখন সতেরো বছর বয়সী, তখন জাপানি সৈন্যরা ট্রাকে করে এসে আমাকে টেনে হিচরে তুলে নিয়ে যায়। আমাকে বলা হল, টেক্সটাইল ফ্যাক্টরিতে তোমাকে চাকরি দেয়া হবে আর প্রচুর অর্থ উপার্জন করতে পারবে।
তবে প্রথম দিনই আমি ধর্ষিত হই যা অনবরত চলছিলো.. তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানী সৈন্যরা তাকে দিনে ত্রিশ থেকে চল্লিশ বার ধর্ষন করত, যা বছরের প্রতিটি দিন।
তিনি আরও বলেন, আমি একজন নারী হয়ে জন্মেছি, কিন্তু, কখনো একজন নারী হিসেবে বেঁচে থাকিনি... আমি এখনও যখন কোন পুরুষের কাছাকাছি আসি, তখন আমি অসুস্থ বোধ করি, শুধু জাপানি পুরুষদের নয়, সমস্ত পুরুষ এমনকি আমার নিজের স্বামীও, যিনি আমাকে কমফোর্ট স্টেশন থেকে বাঁচিয়েছিলেন, তাকে দেখলেও কখনো কখনো আমি আতঙ্কিত হই। আমি যখনই জাপানের পতাকা দেখি তখনই কেঁপে উঠি... তবে, কেন আমি লজ্জিত হব? আমার লজ্জা বোধ করলে হবে না।
কোরিয় মহিলা "কিম" কিছু কাল আগে এমন ভাবে বলে কমফোর্ট উইমেনদের বিষয়টি সামনে নিয়ে আসেন।
দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানিরা জয় করা এলাকা থেকে মেয়েদেরকে অপহরণ করে নিয়ে সেই মেয়েদের যুদ্ধরত সৈন্যদের কমর্ফোট দিতে ব্যবহার করত।
জাপান এই বিষয়টি নিয়ে নিরব থাকলেও ফিলিপাইন, কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া, নিউগিনি ইত্যাদি দেশে বেঁচে থাকা কমফোর্ট উইমেনরা বা তাদের ছেলেমেয়েরা সেই নির্মম অত্যাচারের কথা, লাঞ্ছনার কথা, বেদনার কথা আজও তদের স্মৃতি বিস্মৃত হয়নি। যুদ্ধরত সৈন্যদের আনন্দ দিতে জাপানি মিলিটারি পুলিশ বা ঠিকাদার অথবা তাদের নিয়োজিত দালাল কর্তৃক প্রায় ৫ লক্ষ মেয়ে অপহৃত হয়েছিল। এদের মধ্যে অসংখ্য কিশোরী মেয়েও ছিল।
অপহরণের পর অনেক মেয়েকেই স্টেরিলাইজ করা হতো। দেখতে ভালো তরুণীদেরকে জাপানী সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের জন্য সংরক্ষিত রাখা হতো। বিজিত ইউরোপীয় এশিয়ান কলোনি থেকে কিছু ইউরোপীয় মেয়েও সংগ্রহ করা হয়েছিল। এমনকি জাপানের মূল ভূখন্ড থেকেও উচ্চ বেতনের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে অনেক মেয়েকে আনা হয়েছিল।
এই সমস্ত মেয়েদের কমফোর্ট স্টেশনে রাখা হতো যেখানে সৈন্যরা তাদের ব্যবহার করতো। মেয়েদের পোশাক এবং খাদ্য ছাড়া আর কোন কিছু দেওয়া হতো না। নির্মম অত্যাচারের ফলে, কখনো সৈন্যদের গুলিতে বা অসুখে আক্রান্ত হয়ে কমফোর্ট স্টেশনে থাকা মেয়েদের অনেকেই মারা যেত। যুদ্ধশেষে যে মেয়েরা বেঁচে ছিল তারা শারীরিক এবং মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিল যে তাদের বেশির ভাগই আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেনি।
কোরিয়ার জাপানি এম্বাসির সামনে এই সমস্ত কমফোর্ট মহিলাদের সম্মানে কিছু স্ট্যাচু স্থাপন করা হয়েছে তবে, জাপানি কর্মকর্তারা প্রায়শই সেগুলো সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে থাকেন।
.
#মোটিভেশনভিডিও #বাংলামোটিভেশন #সফলতারগল্প #সফলতারমূলধনি #জীবনবদলানোমোটিভেশন #সফলজীবন #প্রেরণাদায়কভিডিও #বাংলাপ্রেরণাদায়ক #জীবনবদলানোগল্প #জীবনকেউড়িয়েযাওয়া #প্রথমধাপেসফলতারপথ #স্বপ্নবাসতেচলেযাওয়া #সফলহওয়ারউপায় #আত্মবিশ্বাস #পরিশ্রম #দৃষ্টিপাত #সফলতারকাহিনী #ব্যক্তিগতউন্নয়ন #প্রেরণামূলক #বিশ্বাস #জীবনচালানোরটিপস #প্রতিদিনেরমোটিভেশন #জীবনকেউড়িয়েউঠুন #সফলতারকৌশল
bangla news
bangla vlog
Bangla Motivational Video
Bangla nspiring Speech
Bangla Motivational Talk
Success Bangla Video
Bangla Positive Thinking
Bangla Goal Setting
Bangla Self Improvement
Entrepreneurship Bangla
Bangla Mindset
মোটিভেশন ভিডিও
বাংলা মোটিভেশন
সফলতার গল্প
সফলতার মূলধনি
জীবন বদলানো মোটিভেশন
সফল জীবন
প্রেরণাদায়ক ভিডিও
বাংলা প্রেরণাদায়ক
জীবন বদলানো গল্প
প্রথম ধাপে সফলতার পথ
স্বপ্ন বাসতে চলে যাওয়া
সফল হওয়ার উপায়
সফলতার কাহিনী