Nakib Abdullah

Nakib Abdullah **** যোগাযোগ- 01862820883 অথবা 01303072965 ****-

ভূমি উন্নয়ন কর (খাজনা) দিন ঘরে বসে হাতে থাকা ফোন দিয়ে।           সার্ভিস সমূহ   #প্রতিনিধি পেমেন্ট থেকে একদিনেই খাজনা পে...
11/08/2024

ভূমি উন্নয়ন কর (খাজনা) দিন ঘরে বসে হাতে থাকা ফোন দিয়ে।
সার্ভিস সমূহ
#প্রতিনিধি পেমেন্ট থেকে একদিনেই খাজনা পেমেন্ট করে দাখিলা বের করে দেয়া যাবে। যদি হোল্ডিং অনলাই‌নে এন্ট্রি দেয়া থাকে।
#খাজনা অতিরিক্ত আসলে আপত্তি দিয়ে সমন্নয় করিয়ে দেয়া
অনেকেই ব্যাস্ততার কারনে ভূমি অফিসে যোগাযোগ করে হোল্ডিং অনুমোদন করতে পারতেছেন না।
#ভূমি উন্নয়ন কর (খাজনা) হোল্ডিং এপ্রুভ/অনুমোদন করায়ে দেওয়া যাবে ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে।
#হোল্ডিং এর মোবাইল নাম্বার চেক করা
#এন আইডি নিবন্ধন করতে গে‌লে ইতিমধ্যে নিবন্ধিত দেখায় সেটার সমধান।

ওয়ারিশ সম্পত্তি নামজারি ছাড়া কি খাজনা দেওয়া যায়? হ্যাঁ। ওয়ারিশ সম্পত্তি নামজারি ছাড়াই খাজনা দেওয়া যায়। এক্ষেত্রে দুইটা ড...
11/08/2024

ওয়ারিশ সম্পত্তি নামজারি ছাড়া কি খাজনা দেওয়া যায়?
হ্যাঁ। ওয়ারিশ সম্পত্তি নামজারি ছাড়াই খাজনা দেওয়া যায়।
এক্ষেত্রে দুইটা ডকুমেন্টস প্রয়োজন হবে৷
✅ চেয়ারম্যান/মেয়র/কমিশনার থেকে ওয়ারিশান সনদ।
✅ সব ওয়ারিশদের জাতীয় পরিচয় পত্র।
এই দুইটা ডকুমেন্টস নিয়ে ইউনিয়ন ভূমি অফিস গিয়ে বা নিজে নিজে 𝗟𝗱𝘁𝗮𝘅.𝗴𝗼𝘃.𝗯𝗱 ওয়েব সাইটে একটি মোবাইল নং দিয়ে রেজিষ্ট্রেশন করে আইডিতে 𝗗𝗶𝘀𝘁𝗿𝗶𝗰𝘁, 𝗧𝗵𝗮𝗻𝗮, 𝗠𝗼𝘂𝘇𝗮, 𝗞𝗵𝗮𝘁𝗶𝗮𝗻 এবং 𝗛𝗼𝗹𝗱𝗶𝗻𝗴 𝗡𝗼, ইনপুট দিতে হবে। ইউনিয়ন ভূমি অফিস হোল্ডিংটি অনুমোদন করলেই আপনি ঘরে বসে নিজের উত্তরাধিকার সম্পত্তি নিজেই খাজনা দিতে পারবেন।
#ওয়ারিশান #সম্পত্তি #খাজনা #পৈত্রিক

Whats App +880 1862-820883বাংলাদেশের যে কোন মৌজার নকশা বের করা হয়।PDF ফাইল – ২০০ টাকা, প্রিন্ট ফাইল – ২৫০ টাকা।ফরম পূরণ ...
04/07/2024

Whats App +880 1862-820883

বাংলাদেশের যে কোন মৌজার নকশা বের করা হয়।
PDF ফাইল – ২০০ টাকা, প্রিন্ট ফাইল – ২৫০ টাকা।

ফরম পূরণ করে পাঠানঃ
বিভাগঃ
জেলাঃ
থানাঃ
মৌজাঃ
জে,এল bst
দাগ নংt
সিট নংt
কি নকশা? CS,RS,SA,BS,BRS?

স্থানঃ চিত্রা ইউনিয়ন ভূমি অফিসের সামনে, বাকপুরা, বাগেরহাট।

◆ অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে?☆☆খাজনা দেয়ার জন‍্য নিম্নলিখিত পেপার এর প্রয়োজন হবেঃ1.  সর্বশেষ ...
07/06/2024

◆ অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে?
☆☆খাজনা দেয়ার জন‍্য নিম্নলিখিত পেপার এর প্রয়োজন হবেঃ
1. সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি
2. পূর্ববর্তী দাখিলার কপি
3. জাতীয় পরিচয়পত্র
4. একটি স্মার্টফোন/কম্পিটার ও ইন্টারনেট কানেকশন।
5. মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড
6. জমির অবস্থান অনুযায়ী-বিভাগ,জেলা, উপজেলা, মৌজার তথ্য, খতিয়ান নং ও হোল্ডিং নং।

◆ অনলাইনে খাজনা দেয়ার ধাপ সমূহঃ
☆ ধাপ ১- ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন
☆ ধাপ ২- নাগরিক নিবন্ধন করুন ( মোবাইল নং, জন্ম তারিখ, আইডি নং দেয়ার পর ওটিপি নং পাবেন)
☆ ধাপ ৩- প্রোফাইল সেটিং করুন ( প্রফাইলের তথ‍্যগুলি পুরন করুন)
☆ ধাপ-৪ জমির খতিয়ান যুক্ত করুন
☆ ধাপ-৫ হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য পূরণ করুন
☆ ধাপ-৬ পেমেন্ট অপশন সিলেক্ট করুন
☆ ধাপ-৭ ই-পেমেন্ট করুন
☆ ধাপ-৮ খাজনা রশিদ ডাউনলোড করুন

◆ খতিয়ানে নাম থাকা যে কোন একজন খাজনা দিতে পারবেন।
◆ ওয়ারিশান হলে ওয়ারিশ সনদ সংযুক্ত করে খাজনা দেয়া যাবে।
◆ যাদের আইডি কার্ড নেই তারা প্রতিনিধির মাধ‍্যমে খাজনা দিতে পারবেন।
◆ খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে। আংশিক খাজনা দেয়ার নিয়ম নেই।

★★★ #বিষ্ণুপুর ইউনিয়ন #বারুইপাড়া ইউনিয়ন #যাত্রাপুর ইউনিয়ন এর হোল্ডিং অনুমোদন এবং প্রতিনিধি অপশন থেকে সাথে সাথে দাখিলা কেটে দেয়া হয়।

15/02/2024
👉ওয়ারিশ সম্পত্তি বা পৈত্রিক সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্ট দেখে নিবেন। তিনটি ডকুমেন্ট না থাকলে ক্রয় বায়নাপত্র লেনদেন...
14/02/2024

👉ওয়ারিশ সম্পত্তি বা পৈত্রিক সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্ট দেখে নিবেন। তিনটি ডকুমেন্ট না থাকলে ক্রয় বায়নাপত্র লেনদেন করবেন না।👈👇👇
✅ওয়ারিশ সনদ পত্র।
✅পারিবারিক ভাগবন্টন রেজিষ্ট্রেশন দলিল
✅নামজারি খতিয়ান। তারপর অন্যান্য কিছু বিষয় দেখতে হবে।

যেমন বিক্রেতা যে সুত্রে মালিক হলো, তার পূর্বের মালিক কোন সুত্রে মালিক তার দলিল খতিয়ান কপি যাচাই বাছাই করে নিবে।

এই তিনিটি ডকুমেন্ট জার কাছে না থাকবে তার দখলে থাকুক বা পারিবারিক মৌখিক বন্টন হউক আপনি ক্রয় করবেন না। অনেকেই মৃত পিতা মাতার নামের সম্পত্তি অন্যান্য ভাইবোন ওয়ারিশদের না জানিয়ে গোপনে বিক্রি করে দেয়,,,কেউ কেউ যতটুকু অংশ পাবে তার বেশি বিক্রি করে ফেলে,,, কেউ কেউ আছেন ভালো পজিশনের জমি বিক্রি করে দেন। কেউ কেউ আছেন ওয়ারিশদের অংশও বিক্রি করে ফেলেন। কেউ কেউ আছেন পারিবারিক মৌখিক ভাবে ভাগের অংশ বিক্রি করেন।

মৌখিক ভাগ কোনো দলিল নয়। মৌলিক বন্টনের কোনো মূল্য নেই। মৌখিক কথার দাম নেই। এক লোক দীর্ঘ বছর ধরে পারিবারিক মৌখিক ভাগ করা জমি ভোগদখল করে আসছে,,, জমিটার মূল্য অন্যান্য জমির ছেয়ে অনেক বেশি,,, বেশি দাম হওয়াতে তারই এক ভাই জমিটির অংশ দাবি করলো,,, সবাই যতই বলে মৌখিক ভাগের কথা, ভাই তা মানতে রাজি নয়,,, ভাই বোলতেছে মৌখিক ভাগ মানিনা, পুনরায় ভাগবন্টন করতে হবে।

তারা মৌখিক ভাগ না করে পারিবারিক বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল করে নিলে ভাই কখোই দাবী করলে তা আইন সম্মত হতো না। তাই বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল খুবই গুরুত্বপূর্ণ।

ওয়ারিশ সনদ, বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল, জার আছে তার সম্পত্তিতে কখনোই কোনো ওয়ারিশ ঝগড়া বিবাদ সৃষ্টি করতে পারবেনা। ওয়ারিশ সনদ পত্রটি প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশ সম্পত্তির মালিক। বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশের সম্মত্তিতে বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল করা হয়। আবার দেখতে হবে ওয়ারিশ সনদ সঠিক কিনা, প্রত্যেক ওয়ারিশের নাম সঠিকভাবে উল্লেখ্য আছে কিনা,,, বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিলে প্রত্যেক ওয়ারিশের স্বাক্ষর নাম ঠিকানা সঠিক ভাবে উল্লেখ্য কিনা।

অনেকেই বোনের অংশ না দিয়ে, বিক্রি করে দেন, জিনি ক্রয় করেন সেই লোক বিপদে পড়ে। কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিলো বিক্রেতা কোন সুত্রে সম্পত্তির মালিক, সেই সব ডোকোমেন্ট দেখা উচিত ছিলো। পৈতৃক সম্পত্তি হলে বা ওয়ারিশ সম্পত্তি হলে ক্রয়ের আগে ওয়ারিশ সনদ, রেজিষ্ট্রেশন করা বন্টন নামা দলিল,নামজারি খতিয়ান। এগুলো দেখা। এগুলো না দেখে ক্রয় করলে অন্যান্য ওয়ারিশরা অভিযোগ সালিস মামলা করলে জমি ছেড়ে দিতে বাধ্য হবেন।

#ভূমিসেবা #ভাগবন্টন #দলিল #জমি_মাপা #জমিদারি #জমি_পরিমান #ওয়ারিশ

ওয়ারিশ সম্পত্তি নামজারী করতে গিয়ে সাধারণ জনগন কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ, এসি ল্যান্ড অফিস বন্টননামা দলিল ছাড়া ও...
22/01/2024

ওয়ারিশ সম্পত্তি নামজারী করতে গিয়ে সাধারণ জনগন কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ, এসি ল্যান্ড অফিস বন্টননামা দলিল ছাড়া ওয়ারিশ সম্পত্তি নামজারী দিচ্ছেন না।
কি কি সমস্যা দেখে নিন এক পলকেঃ
#সমস্যা নং-১ঃ ওয়ারিশদের মধ্যে রেজিষ্ট্রি বন্টননামা দলিল নাই। নামজারী হবে না।
#সমস্যা নং-২ঃ এক বা একাধিক ওয়ারিশ দেশের বাহিরে থাকেন সেকারণে বন্টননামা দলিল করা যাচ্ছে না। অতএব, অন্যদেরও নামজারী হবে না।
#সমস্যা নং-৩
একাধিক ওয়ারিশদের মধ্যে একজন দাগে দাগে হিস্যানুসারে নামজারী চাইলে নামজারী হচ্ছে না। কারণ নির্দিষ্ট কোন দাগে দখল সেটা এসি ল্যান্ড অফিস নির্ধারণ করতে পারছেন না।
#সমস্যা নং-৪
কোন একজন ওয়ারিশ কয়েকটি খতিয়ানের প্রাপ্য জমি কিন্তু সে একটি নির্দিষ্ট খতিয়ান থেকে তার প্রাপ্য অংশ বিক্রি করে ফেলেছেন। এখন তার বন্টননামা দলিল করার সুযোগ নাই। অতএব অন্য ওয়ারিশরা নামজারী করতে পারছেন না।
#সমস্যা নং-৫
দখল সূত্রে কোন ওয়ারিশ দামী জমিতে দখলে আছেন। অতএব সে এখন বন্টননামা করবেন না। একারণে অন্য ওয়ারিশরাও নামজারী করতে পারছেন না।
এসব সমস্যার কারণে আদালতে বন্টন মামলা বেড়েই চলছে। অতএব মামলা মোকদ্দমা এড়িয়ে চলুল। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন।
#ওয়ারিশানসম্পত্তি
#নামজারী
#বন্টননামাদলিল

18/08/2023
https://youtu.be/lAgX5SyQlIU
15/08/2023

https://youtu.be/lAgX5SyQlIU

আল্লামা সাঈদী মারা গেছেন।“আমৃত্যু সংগ্রামী, মহানুভব ও জনদরদী এই ধর্ম প্রচারক, মানুষের আদালতে অবিচারের শিকার হয়....

"মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স" প্রশিক্ষণ কোর্সে ফ্রী ভর্তি বিজ্ঞপ্তি। বাগেরহাট।।
12/08/2023

"মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স" প্রশিক্ষণ কোর্সে ফ্রী ভর্তি বিজ্ঞপ্তি। বাগেরহাট।।

12/08/2023

এই ফেইসবুকে অনেক ছেলে মেয়েই একে অপরকে... বেনসান সিগারেট এর মত মনে করে 😜😜 কিন্তু বাস্তবে গিয়া দেখে আকিজ বিড়ি 😂😂

⛔. যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছব...
09/08/2023

⛔. যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।

যদি কেউ আপনার ছবি এরকম ভাইরাল করে ব্যপারটি তাৎক্ষণিক সাইবার নিরাপত্তা দল কে জানান, তারা কেইস করে দিলে তাৎক্ষণিক ব্যবস্হা নিতে পারবে।

ধন্যবাদ.

09/08/2023

মেয়েরা হাঁত বাড়ালে কিভাবে তাদের হাঁতে প্রজাপতি এসে বসে?? বুঝিনা 😆😂

আমি আজকে হাঁত বাড়িয়ে ছিলাম একটা মশা এসে বসছে আমার হাঁতে 😖😡😜

জমি ক্রয় করার পূর্বে যে ৭ টি জিনিসগুলো যাচাই করা জরুরী
28/07/2023

জমি ক্রয় করার পূর্বে যে ৭ টি জিনিসগুলো যাচাই করা জরুরী

Address

Bagerhat
9302

Alerts

Be the first to know and let us send you an email when Nakib Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nakib Abdullah:

Videos

Share