10/08/2024
GenZ, Specially ২০০৬ এর পর যারা হইসো, তোমাদেরকে কি কিছু আইডিয়া দেওয়া যাবে? তোমরা তো ভাই দেখি ইগো তে নিয়ে ফেলতেসো সবকিছু।
যখনই কেউ তোমাদের সাজেশন দিচ্ছে, তখনই তোমরা এটাকিং মোড এ গিয়ে বলতেসো, "তাইলে আপনি নামেন, জানেন কত কষ্ট হয়? কাজ করার জন্যে কোনো টাকা পাচ্ছি? এত অভিযোগ কিসের?"
তার মানে কি তোমরা ইন্ডিরেক্টলি বুঝাচ্ছো তোমরা যা বলাও, তা চুপ করে সহ্য করতে হবে, আওয়ামীলীগের মতন?
দেখো, কিছু সমস্যা বলি, সাথে সম্ভাব্য সমাধানও বলি।
সমস্যা যা আমি দেখেছিঃ
১) শুক্রবারে আগে কখনোই রাস্তার মধ্যে জ্যাম ছিল না। আগ্রাবাদ থেকে ফ্রিপোর্ট যেতে লাগতো সর্বোচ্চ ৩০ মিনিট, শুক্রবারে। আমার আজকে লেগেছে ১ ঘন্টা ৪০ মিনিট। Not kidding.
সমাধানঃ
নিচে
২) প্রতি পয়েন্টে অতিরিক্ত ট্রাফিক স্টুডেন্ট। ১০ ২০ জন যদি একসাথে ডিরেকশন দাও, তাইলে গাড়ি চালান যাবে? তোমাকে যদি পরিক্ষার হলে একসাথে ১০ টা টিচার গার্ড দেয়, ২ মিনিট পর পর কানের কাছে বাঁশি বাজায়, প্রতি ৩ মিনিটে সীট চেইঞ্জ করায়, ভালো লাগবে? You're smart enough to understand what I'm saying.
সমাধানঃ
যতটুকু মানুষ দরকার শুধু ততটুকুই থাকো। একটা মোড়ে ২ জন এনাফ। ২ জন ব্যাকআপ।
৩) আগে যখন ট্রাফিক পুলিশ ছিল, তুমি তাদেরকে কি প্রতিটি ছোট খাটো পয়েন্টে ট্রাফিক কন্ট্রোল করতে দেখেছো? তাহলে তোমাদের কে এই আইডিয়াটা দিসে যে প্রতি ১০০ মিটার অন্তর অন্তর এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে?
সমাধানঃ
পোস্টার উঠানো, গ্রাফিতি, অন্যান্য কাজে সহায়তা করো। তোমাদের ওখানে ট্রাফিক দায়িত্ব পালন করার কোনো দরকারই নাই। আবেগে দায়িত্ব পালন করিওনা প্লিজ, লজিক্যালি দায়িত্ব পালন করো। লজিক্যালি কিভাবে দায়িত্ব পালন করবা সেটা আমি নিচে বলছি।
৪) তোমরা স্টুডেন্ট, গুন্ডা না।
তোমরা যেহেতু আগে কখনো করো নাই, এতক্ষন রোডে দাঁড়িয়ে কাজ করলে স্বাভাবিক মেজাজ খারাপ হবেই। কিন্তু তার মানে এই নয় যে তুমি সবার সাথে খারাপ ব্যবহার করবা।
Your anger & frustration does not justify your continuous চামার behaviour.
তোমার কি মনে হয় না যে বাস ওয়ালাদের, সিএনজি ওয়ালাদের তোমাদের ব্যবহার গুলো গায়ে লাগতেসে? রাগ কি তাদের লাগেনা? এরপরেও কি তারা তোমার সাথে কোন খারাপ ব্যবহার করেছে? করে নাই। কারণ ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগকে সবাই প্রশংসা করতেসে। কিন্তু এই প্রশংসাটাকে Power হিসেবে নিয়ে সেই Power এর misuse করিও না। তোমাদের এসব খারাপ ব্যবহার highest আর ৫ দিন মানবে।
তোমরা খারাপ ব্যবহার করলে তারাও তোমাদের খারাপ ব্যবহার ট্রিট করবে। আর তোমরা স্টুডেন্টের মতন ব্যবহার করলে তারা তোমাদের স্টুডেন্টের মতনই ট্রিট করবে।
৫) যারা ক্লাস 7 to SSC, তোমরা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বের জন্য যোগ্য নও। Not because you don't have the proper skill, but because you don't have the patience.
সমাধানঃ
বাসায় যাও আল্লাহর ওয়াস্তে। তোমরা অতিরিক্ত রাস্তায় থাকার কারণে অতিরিক্ত জ্যাম লাগছে। যদি আসলেই দেশের উন্নতিতে কন্ট্রবিউট করতে ইচ্ছা করে, তাহলে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বটা বাদ দিয়ে অন্যান্য কাজগুলো তার সহায়তা করো। তোমরা এখানে ট্রাফিক কন্ট্রোল করে দেশের উন্নতি না, দেশের শ্রমঘন্টা, দেশের মানুষের মানসিক অবস্থা নষ্ট করতেসো।
যাদের অফিসে যেতে আগে লাগতো ৩০ মিনিট, তাদের এখন লাগে ১ ঘন্টা ৩০ মিনিট। যে কারণে তাদের ঘুম থেকে আরও ১ ঘন্টা আগে উঠতে হয়, যে কারণে আবার তাদের দ্রুত ঘুমাতে যেতে হয়, যে কারণে তারা তাদের পরিবারকে দেওয়ার সময় টা আগের মতন দিতে পারেনা।
This is on you. You are wasting their time.
এবার আমি বলছি লজিক্যালি কিভাবে দায়িত্ব পালন করবাঃ
তুমি যে কাজের জন্য পারফেক্ট, তুমি সেটা কর। আমি একজন গ্রাফিক ডিজাইনার। সারা বছর আমি থাকি ঘরের ভেতরে, রোডে গিয়ে ধাম করে ট্রাফিক কন্ট্রোলের সাহস আমার নাই। কিন্তু আমার সাহস আছে দেওয়ালে গ্রাফিতি করার। যেহেতু সেখানে সবাই মিলে করতেছি, তাই কোনো panic attack আমার হবে না। এখন আমি আবেগের ঠেলায় খালি ট্রাফিক পুলিশ হইলেই তো হবে না। আমি যে কাজের জন্য পারফেক্ট আমার সেটা করা উচিত। আবার মনে কর আমি আমার ডিজাইন দিয়ে অনেক awareness বাড়াতে পারবো যে অমুক জায়গাতে এই কাজ হচ্ছে, সবাই চলে আসেন। আবার আমি স্বাধীনতা পরবর্তী বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট এর ক্লাস নিতে বললে একসাথে ১০০০ পোলাপানকেও সেশন নিতে পারবো, কারণ এটায় আমি পার্ফেক্ট।
আমি কি পয়েন্টটা তোমাকে বোঝাতে পারসি?
তুমি যেই কাজটার জন্য পারফেক্ট, ওই দায়িত্বটা তুমি নাও।
"পারলে নিজে করে দেখান" এসব আউল ফাউল কথা বলিও না। তোমাদেরকে যেমন প্রশংসা করেছি, তোমাদের ভুলটাও সেভাবে ধরিয়ে দিচ্ছি যাতে তোমরা শুধরে আরো ভালো কিছু আমাদের উপহার দিতে পারো।
Criticism মাথায় নিতে শিখো,
Ego তে না।
(Kindly share this post. The traffic situation is getting frustrating at this point. Again, love you genz but you guys are clearly directionless.)