সময় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। এই সময় সম্পর্কে সচেতন পাঠকদের জন্য বিভিন্ন চমকপ্রদ যুগপযোগী খবর নিয়ে এই প্রথম বাংলাদেশে Times of Bangladesh এর যাত্রা শুরু। Times of Bangladesh এর মূল লক্ষ পাঠকদের কাছে সাম্প্রতিক দেশ/বিদেশের বিশেষ ঘটনা, গোপন সত্য তথ্য, ছবি, বিভিন্ন শিক্ষনীয় বিষয় তুলে ধরা।
আপনারা (পাঠকগন) আপনাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, খবর, তথ্য, গোপন তথ্য, ছবি, উপদেশ, মন্তব্য দিয়ে আমাদের
সহযোগিতা করুন। আমরা অপনার যে কোন ঘটনা, তথ্য/ছবি ইত্যাদি সবার সাথে শেয়ার করব। শিক্ষা/জ্ঞান নিজের ভেতর আবধ্য করে রাখবেননা, এটাকে সবার ভেতর বিলিয়ে দিন।
বি:দ্র: - পাঠকের উগ্র আচরন, মন্তব্য গ্রহন যোগ্য নয়। এর কারনে তাকে page থেকে বাদ দেয়া হতে পারে। Times of Bangladesh এর প্রদত্য তথ্য, ছবি, খবর দেশ বিদেশের বিভিন্ন সনামধন্য পত্রিকা, পাঠকদের প্রদত্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়। সুতরাং, যে কোন প্রকার জটিলতার কারনে Times of Bangladesh এর কতৃপক্ষ দায়ী থাকবেনা।
পাঠকদের একান্ত সহযোগিতা আমাদেরর কাম্য..............................
Page এর সকল সদস্যদেরকে "Times of Bangladesh" এর প্রদত্ত পোস্ট গুলো Like, Comment করে আমাদের(Admin) নতুন নতুন পোস্ট দিতে আগ্রহান্বিত করুন। বেশ কয়াকজন Admin এর সম্মিলিত প্রয়াসে "Times of Bangladesh" পেইজটি চলছে, আগামীতেও চলবে। আপনি নিজে যদি "Times of Bangladesh" এর একজন সাংবাদিক(admin) হতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা আপনার ভাললাগা যে কোন খবর আমাদের কাছে পোস্ট করুন, আমরা সবার সামনে তুলে ধরবো।