MHM Habibullah

MHM Habibullah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MHM Habibullah, Video Creator, Bagerhat Town.

হিট স্ট্রোক 🥺
24/04/2024

হিট স্ট্রোক 🥺

20/04/2024

🩶🖤

20/04/2024

অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য অনেক বেশী ক্ষতি কর,,,,,
তাই বোকা না হয়ে একটু ব্যাকা হয়ে চলতে থাকুন,,,,,,

#মূর্খ_বলদ

18/04/2024

মা পাতে তুলে দেয় বাবার ক'ঙ্কা'লের ঝোল, আমি বেকারত্বের ক্ষুদা নিয়ে পেট ভরে খায়!
💔😅

Reality 😅
13/04/2024

Reality 😅

তারা সামান্য হেসে নিক।শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।(সূরা তাওবাহ-৮২)          MHM Habibullah 🥺
10/04/2024

তারা সামান্য হেসে নিক।

শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।

(সূরা তাওবাহ-৮২)





MHM Habibullah 🥺

04/04/2024

আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কন্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই তাহলে আপনি একটা আবর্জনা।
MHM Habibullah 👈

03/04/2024

পৃথিবীতে সবথেকে ভয়*ঙ্কর কম্বিনেশন...🥴
অশিক্ষিত মানুষ ➕ টাকা💴
🧠🐖

সুনানে আবু দাউদআন্তর্জাতিক হাদিস নং- ২৩৫৩"দ্রুত (সূর্যাস্তের পরপরই) ইফ্তার করা মুস্তাহাব।" ওয়াহব ইবনে বাকিয়্যা ..... আবু...
03/04/2024

সুনানে আবু দাউদ
আন্তর্জাতিক হাদিস নং- ২৩৫৩
"দ্রুত (সূর্যাস্তের পরপরই) ইফ্তার করা মুস্তাহাব।" ওয়াহব ইবনে বাকিয়্যা ..... আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ দীন ততদিন বিজয়ী থাকবে, যতদিন লোকেরা জলদি ইফতার করবে। কেননা, ইয়াহুদী ও নাসারারা ইফতার অধিক বিলম্বে করে।
তাহকীক: বিশুদ্ধ (পারিভাষিক হাসান)

08/03/2024
08/03/2024

🥲🇵🇸

07/03/2024

এটা যদি আমাদের বাংলাদেশের কোন মসজিদ হত,
শুধু বাচ্চা না বাচ্চার বাপকেও মসজিদ থেকে বের করে দেয়া হতো।

#বাংলাদেশ
MHM Habibullah 👈

 #বাগেরহাট _২৪_০৪_২০২৪বিকেএসপিতে যাঁরা ভর্তি হতে চান বা যাঁদের সন্তানকে বিকেএসপিতে ভর্তি করাতে চান তাঁদের জন্য গুরুত্বপূ...
03/03/2024

#বাগেরহাট _২৪_০৪_২০২৪

বিকেএসপিতে যাঁরা ভর্তি হতে চান বা যাঁদের সন্তানকে বিকেএসপিতে ভর্তি করাতে চান তাঁদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য।
যে কোন জেলার প্রার্থী যে কোন বাছাই কেন্দ্রে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবে।

খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতিঃ

ক) এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়া বিভাগ, যথা: আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উণ্ড, কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধা ৮-১২ বৎসর বয়সী খেলোয়াড় নির্বাচন করা হবে। আর্চারি, এ্যাথলেটিক্স, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, শ্যুটিং, টেবিল টেনিস, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিসে ছেলে ও মেয়ে উভয়ই এবং বাস্কেটবল, বক্সিং, কারাতে, তায়কোয়ানডো, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন ক্রীড়া বিভাগে শুধুমাত্র ছেলেদের বাছাই ও প্রশিক্ষণ প্রদান করা হবে।

খ) দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত ছক অনুযায়ী খেলোয়াড়দের বয়স যাচাই, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা

সম্পন্ন করবেন।

গ) প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত ১০০০ জন খেলোয়াড়কে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে ১ মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

ঘ) প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী ১০০০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করে পুনরায় ২য় পর্যায়ে বিকেএসপিতে (ঢাকা) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্নভাবে ২ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

৩) প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা-খাওয়া, যাতায়াত ভাড়াসহ প্রয়োজনীয় ক্রীড়া সাজ-সরঞ্জাম প্রদান করা হবে। প্রশিক্ষণে সফল খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হবে। একজন আবেদনকারী একাধিক খেলার বাছাইয়ে অংশগ্রহণ করতে পারবে।

অন্যান্য জেলার বাছাই পর্বে অংশ নিতে না পারা ছেলে-মেয়েরাও ঢাকা কেন্দ্রের পরীক্ষায় অংশ নিতে পারবে।

অনলাইনে

আবেদন ফরম পূরণ করতে হবে।

বিঃ দ্রঃ ১। সকল জেলার বাছাই পরীক্ষা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শুধু মাত্র ঢাকা জেলার বাছাই পরীক্ষা ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।

২। বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সাথে আনতে হবে। ৩। সকাল ৯:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪। প্রতি ক্রীড়া বিভাগের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা হারে আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

জোন 2 (খুলনা )

১- বাগেরহাট ২৪.০৪.২০২৪

২ - খুলনা ২৫.০৪.২০২৪

৩- সাতক্ষীরা ২৭.০৪.২০২৪

৪ - যশোর ২৮.০৪.২০২৪

৫ - নড়াইল ১৯.০৪.২০২৪

৬- মাগুড়া ৩০.০৪.২০২৪

৭ - ঝিনাইদহ ০২.০৫.২০২৪

৮ - চুয়াডাসা ০৩.০৫.২০১৪

৯ - মেহেরপুর ০৪.০৫.২০২৪

১০- কুষ্টিয়া ০৫.০৫.২০১৪

তৃণমল পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম -২০২৪
রেজিস্ট্রেশন লিংক
https://bkspds.gov.bd/application/event/%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A1-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%AD-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%B7%E0%A6%A8-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA

যেদিন আপনি এটা বুঝে যাবেন অথবা এক্সপেরিয়েন্স করবেন যে, মৃত্যুর পর সেই মৃত মানুষটাকে জীবিত মানুষগুলা কতো জলদি ভুলে যায়, স...
17/02/2024

যেদিন আপনি এটা বুঝে যাবেন অথবা এক্সপেরিয়েন্স করবেন যে, মৃত্যুর পর সেই মৃত মানুষটাকে জীবিত মানুষগুলা কতো জলদি ভুলে যায়, সেদিন থেকে এই যে মানুষকে ইমপ্রেস করার এতো প্রচেস্টা যা করে বেরান, এগুলা আর কোনটাই করবেন না বা করতে ইচ্ছা করবে না।

আমি নিজে বহুবার দেখেছি বাড়ির ভেতরে লাশ রেখে বাড়ির বাইরে হাসাহাসি করতে।
জানাজা শেষ করে বিরিয়ানী নিয়ে ঝগড়া করতে দেখেছি!! আর আমি, আপনি নিজের মনের শান্তি, ঘরের শান্তি, ঈমান সব নস্ট করে দিচ্ছি এই চিন্তা করে “মানুষ কি বলবে?”
মানুষের কথায় কিছু আসে যায় না 😎

#বাংলাদেশ
MHM Habibullah 👈

“ সুখের পেছনে ছুটো না। দীর্ঘশ্বাসের মতো জীবনও ছােট”- ওমর খৈয়ম
13/02/2024

“ সুখের পেছনে ছুটো না। দীর্ঘশ্বাসের মতো জীবনও ছােট”

- ওমর খৈয়ম

তুমি যখন ভালো করতে থাকবে,মানুষ তোমাকে হিং'সা করতে শুরু করবে। না চাইলেও তোমার শ'ত্রু জন্মাবে।    #বাংলাদেশ MHM Habibullah...
09/02/2024

তুমি যখন ভালো করতে থাকবে,
মানুষ তোমাকে হিং'সা করতে শুরু করবে। না চাইলেও তোমার শ'ত্রু জন্মাবে।


#বাংলাদেশ
MHM Habibullah 👈

আহারে শরীফ 🥴
26/01/2024

আহারে শরীফ 🥴

 # এরাও কিন্তু সংসদে দাড়িয়ে দাম্ভিক গলায় বলতে পারতো, এতোবছর তোমরা খেয়েছো, এখন  আমরা খাবো, বেশী কথা বললে লাল ঘোড়া দাবড়ায়ে...
15/01/2024

# এরাও কিন্তু সংসদে দাড়িয়ে দাম্ভিক গলায় বলতে পারতো, এতোবছর তোমরা খেয়েছো, এখন আমরা খাবো, বেশী কথা বললে লাল ঘোড়া দাবড়ায়ে দিবো।
# এরাও কিন্তু বলতে পারতো ২০ বছর যুদ্ধ করে পৃথিবীর সুপারপাওয়ার কে পরাজিত করেছি, আমাকে আজীবন ভাতা দিতে হবে, আমার বউকে দিতে, বাচ্চাকে দিতে হবে, নাতিপুতিদেরও দিতে হবে।
# এরাও কিন্তু বলতে পারতো আমার উত্তরসূরি প্রত্যেককে বিশেষ কোটায় চাকুরী দিতে হবে।

>> কিন্তু না! এরা তা বলেনি, কারন এরা যুদ্ধ করেছে জাতির জন্যে, ধর্মের জন্যে, আত্মমর্যাদা রক্ষার জন্যে।তাই বছর না ঘুরতেই এদের মুদ্রার মান দক্ষিন এশিয়ার শীর্ষে। বৃদ্ধির হারে সারা বিশ্বে শীর্ষে।।

ছবি:
আমেরিকা ও ন্যাটোর বিরুদ্ধে দীর্ঘ ২০ বছর যুদ্ধ করে বিজয়ী হওয়া ইমারতে ইসলামীয়ার বীর মুক্তিযোদ্ধা ছাত্র ভাইয়ের কলা বিক্রি করে সাদামাটা জীবন-যাপন করা!।


#বাংলাদেশ

06/01/2024

আমি হেরে গেছি এই বাস্তবতার মঞ্চে..............💔🇧🇩
স্বাধীনতার ৫৩ বছর পর 💔


#বাগেরহাট
#বাংলাদেশ

I f*** dalal media 🖕🏿🇧🇩
03/01/2024

I f*** dalal media 🖕🏿🇧🇩

Champion 1 year 🇦🇷👑Leo Messi 👑
18/12/2023

Champion 1 year 🇦🇷👑
Leo Messi 👑

🥹🇵🇸
04/12/2023

🥹🇵🇸

There is nowhere safe for children to go in Gaza — by Jason Lee. 🔗: aje.io/l9e1fh

02/12/2023

🖤🇧🇩

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”“বেশ...
02/12/2023

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।

“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছ ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”

“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”

“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

(সংগৃহীত ও অনূদিত)

Address

Bagerhat Town
9300

Telephone

+8801911329013

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHM Habibullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like