Islamick Video

Islamick Video আল্লাহই আমার জন্য যথেষ্ট �

25/07/2023

আসসালামুয়ালাইকুম

10/07/2023

ইদানীং বাবার বয়সের লোকেরাই বেশিরভাগ লোক্যাল বাসে নারীদের হয়রানি করে। ইচ্ছা করেই গায়ে লাগতে চাই, ইচ্ছা করেই স্পর্শ করতে চাই। অথচ ঘরে আমাদের বয়সের মেয়ে আছে। দেখতে ভদ্রলোক মনে হয়।

আমাদের সমাজটা কবে এসব কুলাঙ্গার থেকে মুক্তি পাবে। কবে তাদের মনমানসিকতার পরিবর্তন হবে। মেয়ের বয়সের অন্য একটা নারীকে এই রকম খারাপ ভাবে স্পর্শ করতে চাই। তাহলে ঘরে তার মেয়ে নিরাপদ আছে কিনা সন্দেহ জাগে।

09/07/2023

প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
(সুরা আল আনকাবুত-৫৭)
ইয়া আল্লাহ্ আপনি আমার মৃত্যুকে সহজ করে দিন। আমিন

09/07/2023

জঠিল প্রশ্নঃ হস্তমৈথুনের পর শরীর ক্লান্ত হয় কেন..?

জবাব নেন হে প্রিয়...................!
বিজ্ঞান বলছে এক ফোটা বীর্যে ৪ থেকে ৬০কোটি শুক্রাণু বা (প্রাণ) থাকে।
কোনো মানুষ যখন হস্তমৈথুন করে বীর্য বের করে তখন তার সাথে কমপক্ষে ৪কোটি প্রাণ ঝড়ে পড়ল।
আরো ভয়ংকর তথ্য হল এইঃ
একবার হস্তমৈথুন করলে যে বীর্য ও শক্তি ব্যায় হয়, তা দিয়ে বৈধ ভাবে স্ত্রীর সাথে ৭বার সহবাস করা যাবে।
তারমানে আপনি হস্তমৈথুন করে নিজেকে খুব দ্রুত গতিতে মৃত্যুর দুয়ারে দাড় করাচ্ছেন!
হে হস্তমৈথুন কারী তুমি এক মুহুর্তেই হাত মেরে কমপক্ষে ৪কোটি প্রাণকে হত্যা করলে তো তুমি ক্লান্ত কেন হবেনা..??
একটা মানুষকে মারাওতো এত সহজ নয়,সেখানে ৪কোটিকে একমুহুু হত্যা করে ক্লান্ত হবেনা কেনো..?
আমি তোমার ঘুমন্ত হৃদয় জাগাতে এই পোস্টি করেছি মাইন্ড করবেনা।
হস্তমৈথুনের ক্ষতিকর বিষয়ে হয়ত এর আগে অনেকবার পড়েছো। কিন্তু আমি হস্তমৈথুনের মুল ক্ষতিকর বিষয়টি তোমার চোখের সামনে রাখলাম।

___ফিরে এসো হে যুবক যুবতি___
তোমার রব তোমাদের বলছেঃ
তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। আমিই তোমাদেরকে এবং তাদেরকে রিজিক প্রদান করি। এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য নোংরামির কাছেও যেও না। আল্লাহ যার জীবনকে নিরাপদ করেছেন, তাকে ন্যায়সঙ্গত কারণ ব্যতীত হত্যা করো না। আল্লাহতায়ালা তোমাদেরকে এ ব্যাপারে ওসিয়ত করছেন, যেনো তোমরা অনুধাবন করতে পার। ’
-সূরা আনআম : ১৫২

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন।

09/07/2023

হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন।

সূরা আল আ'রাফ-১২৬।

09/07/2023

❝রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ কোন বস্তুকে কুলক্ষণ মনে করা ‘শিরক’, কোন বস্তুকে কুলক্ষন ভাবা শিরক।❞
🍁~সুনানে আবু দাউদ:৩৯১০»»📚

09/07/2023

প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
(সুরা আল আনকাবুত-৫৭)

09/07/2023

❝যে কপাল দিয়ে আল্লাহকে সিজদাহ্ দেয়,
সে কপাল জা'হা'ন্না'মে'র আ'গু'নে পুড়বেনা ❞

[বুখারী-৫০৬]

08/07/2023
08/07/2023

ইসলাম ধর্ম পেয়ে যারা খুশি একমাত্র
তারাই বলি...!
আলহামদুলিল্লাহ 🥰

07/07/2023

প্রসঙ্গ যখন সুন্দর চরিত্রের, তখন আমাদের রাসূল হযরত মোহাম্মদ (সাঃ) সবার চেয়ে সেরা।🌸❤️

07/07/2023

আমার রব,

হয়তো আমার বাক্যগুলো এলোমেলো। হয়তো নিজের চাওয়াটুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ। হতে পারে আমার চিন্তাগুলোও বিচ্ছিন্ন।

কিন্তু মালিক, আপনি তো অন্তরের ভাষাও বুঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায়— এসবের কোনোকিছুই আপনার অজানা নেই।

আমি শব্দের অভাবে, বাক্য-বিন্যাসের অপটুতায়, চিন্তার অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না তা আপনি ইতোমধ্যেই জানেন। সুতরাং— আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে, আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন।

07/07/2023

দৈনিক ১০০ বার সুবহানাল্লাহ পাঠ করা। এতে একহাজার সাওয়াব লেখা হয়, একহাজার গুনাহ মাফ করা হয়।
সহীহ্ মুসলিম।
শেয়ার করে দিন।

07/07/2023

আমল নং ৩
প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার (লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাই'ইন কাদীর) পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে।
সহীহ্ মুসলিম।
সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন। কেননা দিনে ৩৬০ বার এ তাসবীহ গুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ ওয়াক্তে পাঁচশতবার পড়া হচ্ছে।
সহীহ্ মুসলিম, মিশকাত–১৮০৩

07/07/2023

আমল নং ২
প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করুন, এতে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে যেতে পারবেন।
[নাসাঈ শরীফ]

07/07/2023

প্রিয় মানুষের কথা স্মরণ করে যদি
কোন ব্যক্তি ২১ বার সূরা তোহা এর
৩৯ নং আয়াত পাঠ করে।

৭ দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ।

অনেক স্বামী এমন আছেন যাদের স্ত্রী তাদেরকে দেখতে পারেনা, আবার এমন স্ত্রী এমন আছেন যাদের স্বামী তাদেরকে দেখতে পারে না।
উনারা এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন।

যদি কেউ কোন মেয়ে কে পছন্দ করেন, বা কোন মেয়ে ছেলে কে পছন্দ করেন। কিন্তু কোন হারাম সম্পর্ক নেই।
উনারা ও এই আমলটি করতে পারেন।

শর্ত হলো কোন হারাম সম্পর্ক থাকতে পারবে না।

07/07/2023

যে ব্যক্তি বেশি বেশি দরজায় করাঘাত করে, তার জন্য দরজা খোলার সম্ভাবনা বেশি থাকে। তেমনি যে ব্যক্তি বেশি বেশি দোয়া করে, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা ও বেশি থাকে।

07/07/2023

বিবাহের উপযুক্ত কারো ঘরে যদি কোন মেয়ে থাকে, হোক না সে আপনার মেয়ে, বা বোন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোন কথা বলবেন না। যথাসাধ্য তার সাথে ভালো ব্যবহার দেখাবেন তাকে বিভিন্ন কাজে উৎসাহ দিবেন। এবং দ্রুত তার বিবাহ হওয়ার জন্য প্রতিদিন দোয়া করবেন।

তোর বিবাহ হয় না কেন, তুই আমাদের সংসারে বোঝা হয়ে আছিস ইত্যাদি বলে কখনও তাকে লজ্জা দিবেন না।

মনে রাখবেন তার বয়স বেড়ে যাওয়ায় সে আপনার চেয়েও হাজার গুন বেশি চিন্তায় থাকে পেরেশানিতে থাকে, সুতরাং এর মধ্যে যদি আপনি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে অপমানিত করেন তখন তার দুঃখ আরো বেড়ে যায়।

আপনাকে বুঝতে হবে বিবাহ কিন্তু তার হাতের মধ্যে নয় আল্লাহতালা যখন ফয়সালা করবেন হুকুম করবেন তখনই হবে। সুতরাং তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে তাদের মনে আর কষ্ট দিবেন না।

06/07/2023

-ভেবেছিলাম সব শেষ🙂
-রাসূল (ﷺ) বলেছেন,,
❝যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি!❞💟
-আলহামদুলিল্লাহ্🌺

20/05/2023

একটি নিউজ দেখলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বইটি বিক্রি হয়েছে তার নাম পবিত্র আল কোরআন আলহামদুলিল্লাহ।❤️🥰

20/05/2023

🌺💜_____আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ্💜🌺

❤দ্বীনি ভাই ও বোনেরা সূরা মুলক তিলাওয়াত করেছেন তো!!??📖🌿

👉এখনো তিলাওয়াত না করে থাকলে ঘুমানোর আগে সূরা মুলক অবশ্যই তেলাওয়াত করে ঘুমাবেন।💜

🌺যে ব্যক্তি নিয়মিত সুরা মূলকের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে।💜

🌿তিরমিজি-২৮৯০📖❤

🌺এ সূরা তেলাওয়াতকারীর আমলনামায় অন্য সূরার তুলনায় ৭০ টি নেকী বেশি লিখা হবে এবং ৭০টি
গুনাহ্ মুছে ফেলা হবে।

🌿তিরমিজি-২৮৯২📖❤

🌺রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাতে সুরা মূলক না পড়ে ঘুমাতেন না।

🌿তিরমিজি-২৮৯২📖❤

🌺রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
"আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেনো
সূরা মূলক মুখস্ত থাকে।"

🌿বায়হাকীর শুআবুল ইমান-২৫০৭📖❤

20/05/2023

জান্নাতে বিচ্ছেদ নেই। মৃত্যু নেই। ঘুম নেই। হিংসা-বিদ্বেষ নেই। ক্লান্তি নেই। কান্না নেই। রোগবালাই নেই। জান্নাতে নবীজি সা.-কে দেখা যাবে। রব্বে কারীমকে দেখা যাবে।🖤🖤

Address

Bagerhat Town

Alerts

Be the first to know and let us send you an email when Islamick Video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share