Muhibbullah

Muhibbullah পাঠ কর তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।



সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ড হতে।

আসসালামু আলাইকুম
11/06/2023

আসসালামু আলাইকুম

14/05/2023

ইয়া রব, তুমি আমার সকল মুসলিম ভাই ও বোনদের কুরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন! হাতে সময় থাকলে সবাই বলুন, আল্লাহুম্মা আমিন!

01/05/2023

সালাম ইয়া মাহ্দি

01/05/2023

আমি গত 30 দিনে আমার পোস্টে 100টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉

23/04/2023

আমি কতবার যে শুনেছি, আহ! কি সুন্দর মায়াবী কন্ঠে সালাতে কুরআন তিলাওয়াত করতেছে, মনোযোগ দিয়ে শুনলে অন্তর ঠান্ডা হয়ে যায়, মাশাআল্লাহ!

21/04/2023

ইসলামি কুইজ

আলহামদুলিল্লাহ! আমার দর্শক সংখ্যা 300 জন ফলোয়ার জন! আপনাদের নিরলস সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পার...
20/04/2023

আলহামদুলিল্লাহ! আমার দর্শক সংখ্যা 300 জন ফলোয়ার জন! আপনাদের নিরলস সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉

07/04/2023

আলহামদুলিল্লাহ!

14/03/2023

কুরআনের কাছে এসো, কেননা কুরআনুল কারীম আলোর পথ দেখায়। মুহিব্বুল্লাহ বিন মুস্তাফা, মোবাইল: 01939260718.

04/03/2023

কালেমা পড়নে ওয়ালা ঈমানদার নয়, কালেমা মানলে ওয়ালা ঈমানদার হয়। কালেমা পড়নে ওয়ালা মুসলমান নয়, কালেমা মানলে ওয়ালা মুসলমান হয়। মোল্লা মুহিব্বুল্লাহ বিন মুস্তাফা, 📱 01939260718

★মৃত্যুর পরেও তিনটি আমল থেকে কবরে সওয়াব পৌঁছায়____________________★মৃত্যুর পরেও তিনটি আমল থেকে কবরে সওয়াব পৌঁছায় - সুবহা...
26/02/2023

★মৃত্যুর পরেও তিনটি আমল থেকে কবরে সওয়াব পৌঁছায়
____________________
★মৃত্যুর পরেও তিনটি আমল থেকে কবরে সওয়াব পৌঁছায় - সুবহানআল্লাহ!
★عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ, رَسُولَ اللَّهِﷺ ، قَالَ : ” إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلا مِنْثَلاثٍ : صَدَقَةٍ جَارِيَةٍ ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ” رَوَاهُ مُسْلِمٌ★

★অনুবাদ: হযরত আবু হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত তিনি বলেন,রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন যে,যখন মানুষ মারা যায় তখন তার আমলের (সওয়াবের) ধারা বন্ধ হয়ে যায়, তিনটি আমল ব্যতিত (এ তিনটি আমলের সওয়াব বন্ধ হয় না)।

★১. সদকায়ে জারিয়াহ।
★২. এমন ইলম যা দ্বারা উপকার লাভ করা যায়।
★৩. এমন সু-সন্তান যে তার জন্য দোয়া করবে।

★তথ্যসূত্রঃ
-----------
★(ক.) সহীহ মুসলিম, ওছিয়ত অধ্যায়, হাঃ ১৬৩১
★(খ.) সুনানে তিরমিজি,আহকাম অধ্যায় ১৩৭৬
★(গ.) সুনানে নাসাঈ,ওছিয়ত অধ্যায় হাঃ ৩৬৫১
★(ঘ.) সুনানে আবু দাউদ ২৮৮০
★(ঙ.) মুসনাদে আহমদ বিন হাম্বল ২/৩৭২

এটাই বাস্তব
25/02/2023

এটাই বাস্তব

দোয়া চাই সকলের কাছে♥️♥️
24/02/2023

দোয়া চাই সকলের কাছে♥️♥️

24/02/2023

আসসালামু আলাইকুম! সকল মুসলমান ভাইদের কে জানানো যাচ্ছে যে, আজ পবিত্র জুম্মার দিন, সকল কে জুম্মার নামাজের দাওয়াত রইলো।

22/02/2023

الحمدالله

سبحان الله
21/02/2023

سبحان الله

18/02/2023

I pray for everyone, may Allah subhanahu wa ta'ala grant us all the grace to do good deeds. Everyone pray for me, may Allah subhanahu wa ta'ala grant me the grace to do good deeds. O Allah, forgive us all.

18/02/2023

আলোচনাটা যতবারই শুনি, রবের প্রেমে পড়ে যাই।

07/02/2023

★Dua for all the dead and injured in Turkey, Syria and Lebanon due to the terrible earthquake. May Allah subhanahu wa ta'ala protect us from the calamities of this world.

★دعاء لجميع القتلى والجرحى في تركيا وسوريا ولبنان جراء الزلزال المروع. حفظنا الله سبحانه وتعالى من مصائب الدنيا.

★ভয়াবহ ভূমিকম্পের ফলে তুরস্ক, সিরিয়া ও লেবাননে নিহত ও আহত সকলের জন্য প্রার্থনা। মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীর দুর্ভাগ্য থেকে রক্ষা করুন।

02/02/2023

আসসালামু আলাইকুম!

01/02/2023

আলহামদুলিল্লাহ! ৩০/ ০১ / ২০২৩ তারিখে আমার মাদ্রাসার ১৮ জন ছাত্র কুরআন মাজিদ নিলো।

ইন্নালিল্লাহ ...ভূয়া ও মিথ্যা মামলায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
13/12/2022

ইন্নালিল্লাহ ...
ভূয়া ও মিথ্যা মামলায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ইন্নালিল্লাহ .. আজ গভীর রাতে রাজধানীর বাসা থেকে মুহতারাম আমীরে জামায়াত হাফিঃ কে গ্রেফতার করে নিয়ে গেছে ফ্যাসিস্ট সরকারের...
13/12/2022

ইন্নালিল্লাহ ..
আজ গভীর রাতে রাজধানীর বাসা থেকে মুহতারাম আমীরে জামায়াত হাফিঃ কে গ্রেফতার করে নিয়ে গেছে ফ্যাসিস্ট সরকারের পুলিশ।

মহান আল্লাহ তায়ালা প্রিয় রাহাবারকে হেফাজত করুন,

04/11/2022

হুজুর লোক ঠিক আছে, মানুষকে ধোঁকা দেয় নাই।

02/11/2022

ভাঙ্গা গলায় একটু চেষ্টা করলাম।

★ বয়ান এক। ★রাসুলুল্লাহ (সাঃ) বংশ পরিচয়। ★আমার আপনার রাসুল (সাঃ)  মক্কার বনু হাসিম গোত্রে ২০ এ এপ্রিল ৫৭১ খ্রিস্টাব্দে স...
11/10/2022

★ বয়ান এক।

★রাসুলুল্লাহ (সাঃ) বংশ পরিচয়।

★আমার আপনার রাসুল (সাঃ) মক্কার বনু হাসিম গোত্রে ২০ এ এপ্রিল ৫৭১ খ্রিস্টাব্দে সহীহ মত অনুযায়ী ৯ এবং মতান্তরে ৮ ও ১২ ই রবিউল আউয়াল মাসের সোমবার দিন জন্ম গ্রহণ করেন। সহীহ হাদিস থেকে জানা যায় যে, তিনি সোমবারে জন্ম গ্রহণ করেন।

★আবু কাতাদা'হ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) কে সোমবার রোজা রাখার বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন,

ذالك يوم والدت فيه ★ وايوم بعثت اوانزل على فيه★

★ এই দিনে আমি জন্ম গ্রহণ করেছি, এবং এই দিনে আমি নবুয়্যত পেয়েছি। ( সহীহ মুসলিম ২/ ৮১৯)

★আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন

ولد النبى (صلى) يوم الاثنين★ واستنبى يوم الاثنين★ وخرج مهاجرا من مكة الى المدينة يوم الاثنين ★ وقدم المدينة يوم الاثنين ★ورفع الحجر الاسود يوم الاثنين ★وتوفي يوم الاثنين★

★অর্থঃ- রাসুলুল্লাহ (সাঃ) সোমবারে জন্ম গ্রহণ করেন। এবং সোমবারে নবুয়্যত লাভ করেন। সোমবারে মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওয়ানা হন। সোমবারে মদিনায় গিয়ে পৌঁছান। সোমবারে হাজরে আসওয়াদ উত্তোলন করেন। এবং সোমবারে তিনি ইন্তেকাল করেন। ( মুসনাদে আহমদ খন্ড ৪ পৃষ্ঠা ১৭২- ১৭৩ হাদিস নং ২৫০৬)

★ আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) আমাদেরকে তার নামগুলি বলতেন। তিনি বলতেনঃ-

انا محمد واحمد والمقفي والحشر وانبي التوبة وانبي الرحمة ★

★অর্থঃ- ""আমি মুহাম্মাদ, আমি আহমাদ, আমি আল- মুকাফ্ফী তথা (সর্বশেষ), আমি আল- হাশির তথা (জমায়েত কারী), আমি নাবিইউত তাওবা তথা (তওবার নবী), এবং আমি নাবিইউর রহমাত তথা (রহমতের নবী)। ""(রেফারেন্স,
মুসলিম, আস সহীহ ৪/১৮২৮)

★ রাসুলুল্লাহ (সাঃ) এর বংশের তালিকা আদম (আঃ) পর্যন্ত।

★মুহাম্মদ (সাঃ) বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাসিম বিন আব্দে মানাফ বিন কুছাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন আননাদর বিন কিনান বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলাস বিন মুদার বিন নিজার বিন মা'দ বিন আদনান বিন আওয়াদ বিন হুমাইসা বিন সালামান বিন আওয বিন বুয বিন কামওয়াল ★ বিন উবাই বিন আউয়ান বিন নাসিদ বিন হিযা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিখ বিন জাহিম বিন নাহিস বিন মাখি বিন আয়ে'ফ বিন আবকার বিন উবাইদ বিন আদ দাহা বিন হামদান বিন সানবার বিন ইয়াসরিবি বিন ইয়াহজিন বিন ইয়ালহান বিন ইরাওয়া বিন আইযি বিন যিশান বিন আইছার বিন আফনাদ বিন আইহাম বিন মুকাসির বিন নাহিস বিন যারিহ বিন সামি বিন মায্যি বিন ইওয়াদ বিন ইরাম বিন হিদার বিন হযরত ইসমাঈল (আঃ) বিন হযরত ইবরাহিম (আঃ)★ বিন তারিক বিন নাহুর বিন সারুয বিন রা'উ বিন ফাহিয বিন আবীর বিন আফরাহশাদ বিন সা'ম বিন হযরত নুহ (আঃ) বিন লামিক বিন মাতু সালিখ বিন হযরত ঈদ্রীস (আঃ) বিন ইয়ারিদ বিন মালহালিল বিন কিনান বিন আনস বিন হযরত শীস (আঃ) বিন হযরত আদম (আঃ)।

মোঃ মুহিব্বুল্লাহ।

23/09/2022

আসসালামু আলাইকুম

23/09/2022

মসজিদে যাওয়ার আগে একটু সূরা ফাতিহা তিলাওয়াত করলাম।
🥰🥰জুম্মা মোবারক 🥰🥰

যাদের মধ্যে ঈমান নেই
21/09/2022

যাদের মধ্যে ঈমান নেই

l Love Ma ❤️❤️❤️❤️
21/09/2022

l Love Ma ❤️❤️❤️❤️

কিয়ামতের আলামত সমূহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত  হবে না, যতক্ষণ না পর্যন্ত এই আলামত অথবা, এই নিদর্শন পাওয়া না যাবে। ১- আলেমদে...
04/09/2022

কিয়ামতের আলামত সমূহ।

কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ না পর্যন্ত এই আলামত অথবা, এই নিদর্শন পাওয়া না যাবে।

১- আলেমদের বিলুপ্তির মাধ্যমে ইলম উঠিয়ে নেয়া না হবে।
২- অধিক পরিমাণ ভুমিকম্প হবে।
৩- সময় সংকীর্ণ হয়ে যাবে।
৪- ফিতনা ফাসাদ দেখা দিবে।
৫- হারজ বৃদ্ধি পাবে, আর "হারজ" হলো হত্যা খুন খারাবী।
৬- ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে, তা উপচে পড়বে।
৭- ত্রিশজন দাজ্জালের আবির্ভাব হবে। এরা সবাই নিজেকে আল্লাহর রাসুল বলে দাবি করবে।
৮- ইমাম মাহাদীর আবির্ভাব।
৯- ইবনে মারিয়াম তথা ( হযরত ঈসা আঃ) দুনিয়াতে আগমন করবেন।
১০- কানা দাজ্জালের আবির্ভাব ঘটবে।
১১- অনারবদের সাথে যুদ্ধ হবে।
১২- ইয়াজুজ-মাজুজের আগমন হবে।
১৩- কিয়ামতের পূর্বে লাত ও উযয়ার পূজা শুরু হবে।
১৪- পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে।
১৫- যমীন থেকে আগুন বের হবে
১৬ - কাহতান গোত্র থেকে এমন এক ব্যাক্তির আবির্ভাব হবে যে, মানুষকে লাঠি দ্বারা তাড়াবে।

রেফারেন্স হলো,
( সহিহ বূখারী হাদিস নং - ৫৭ - ৯৭৯ - ২০৮১ - ২৩১৪ - ৩১০২ - ৩১০২ - ৩৩৩৪ - ৩৩৩৫ - ৩৩৩৬ - ৩৩৪৫ - ৩৩৫১ - ৪২৮০ - ৪৪৫৫ - ৫৬১১ - ৬৬৩৩ - ৬৬৪৬ - ৬৬৪৭ - ৭০৩৫)

🕌┏━━━━ ﷽━━━━┓🕌📿জুম্মা মোবারক📿🕌┗━━━━ ﷽━━━━┛🕌- শুক্রবার মানে😍- গুনাহ মাফের আরেকটা সুযোগ"❤️- হে আল্লাহ তুমি এই জুমার দিনের ...
02/09/2022

🕌┏━━━━ ﷽━━━━┓🕌
📿জুম্মা মোবারক📿
🕌┗━━━━ ﷽━━━━┛🕌

- শুক্রবার মানে😍
- গুনাহ মাফের আরেকটা সুযোগ"❤️

- হে আল্লাহ তুমি এই জুমার দিনের উচিলায় আমাদের সবাইকে -
ক্ষমা করে দিও #আমিন ]! 🤲

সবাইকে জুম্মা মোবারক ❤

(___)
_ ;,,,,,,;,
_║∩║_____ 人
_║∩║____ .-:'''"''":-.
_║∩║___ (*(*(*|*)*)
_║∩║____║∩∩∩║
▊▊▊▊▊▊▊▊▊▊▊▊▊▊

বর্তমানে যে ফেতনাতে পা দিচ্ছে মানুষ 👇ফেইসবুকে ঢুকতেইহঠাৎ ই কিছু বড় বড় টুপি পড়া লোকদের আইডিতে পেপার সাদৃশ্য কিছু পোষ্ট দে...
18/08/2022

বর্তমানে যে ফেতনাতে পা দিচ্ছে মানুষ 👇

ফেইসবুকে ঢুকতেই
হঠাৎ ই কিছু বড় বড় টুপি পড়া লোকদের আইডিতে পেপার সাদৃশ্য কিছু পোষ্ট দেখলাম। সেখানে সবার ভবিষৎবাণী করা হচ্ছে। কারো ভাগ্য সে কোটিপতি হবে সেটা লিখে দেয়া হচ্ছে। কেউ অমুক তারিখে মারা যাবে সেটাও লিখে দেয়া হচ্ছে। আবার অমুক সুন্দরী বউ পাবে সেটাও বলে দেয়া হচ্ছে।

AHA নামক একটি এপস থেকে বরাবর কিছুদিন যাবত এসব ভবিষৎবাণী করে যাচ্ছে এপ্সটি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যা বলতেও লজ্জার বিষয় আমাদের কিছু মাদ্রাসা পড়ুয়া ছাত্র আলেমরা এটিতে সবচেয়ে বেশি জড়িয়েছে। প্রায় দ্বীনদার লোকদের পোষ্টে এসব দেখে খুবই মর্মাহত হয়েছি। আসলে আমাদের গায়রত কোথায় গিয়ে ঠেকেছে বিষয়টি প্রশ্নোবোধক।

কিয়ামতের আলামতের মধ্যে গনক মানুষের ভবিষৎবাণী করবে এটিও একটি আলামতে সুগরা।
আর এই AHa হলো সে গনকের ডিজিটাল ভার্সন।
আপনার নাম ও বয়স জাষ্টিফাই করেই আপনার অনেক কিছু বলে দিবে ঠিক যেমনটা গনকেরা হাতের রেখা দেখে বলে দেয়। অনেক সময় আপনি অবাকও হবেন যে এই এপ্সের অনেক কথায় ঠিক আপনার স্বভাবের সাথে মিলে গিয়েছে।

দা'জ্জা*লীয় টেকনোলজি আপনাকে এমন ভাবে ব্রেইনওয়াশ করবে আপনার ঈমান কোনদিন কেড়ে নেয়া হচ্ছে তা আপনি টেরও পাবেননা।

রাসুল সাঃ বলেন যারা গনকের কাছে যায় এবং হাত দেখিয়ে ভবিষৎবাণী করায় তার ঈমান নেই।
আমরা এই ডিজিটাল গনকের কাছে হাত দেখিয়ে ঈমান থেকে সরে গেলাম নাতো.....?

একটু ভাববেন কি প্রিয় দ্বীনি ভাই!!

আল্লাহ তায়ালা আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান করুন। (আমীন)শুধু ব্যাপারটা এখানেই ক্ষান্ত নয় আমরা বুঝে শুনে গর্তে পা দিচ্ছি এটা একটা হ্যাকারদের তৈরি করা ফাঁদ এখানে যার নিজের আইডি পেস্ট করবে তার আইডি হ্যাক হয়ে গেছে অলরেডি
সো এ বার বসে বসে কলা খাও নিজেদের ভবিষ্যৎবানী করনেওয়ালারা 🤣🤣🤣

এই ধরনের যত গেমস আছে সবগুলো হ্যাকারদের তৈরি করা।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সঠিক বুঝ দান করুক।

যুলহাজ্জের প্রথম দশ দিনের ফযীলত, গুরুত্ব ও আমল--------পবিত্র কুরআন ও সহীহ হাদিসে যুলহাজ্জ মাস এবং এর প্রথম দশ দিনের অনেক...
02/07/2022

যুলহাজ্জের প্রথম দশ দিনের ফযীলত, গুরুত্ব ও আমল
--------
পবিত্র কুরআন ও সহীহ হাদিসে যুলহাজ্জ মাস এবং এর প্রথম দশ দিনের অনেক ফযীলত ও গুরুত্ব বর্ণিত হয়েছে। এ দশ দিনকে বলা হয়েছে বছরের শ্রেষ্ঠ দিন। উক্ত দশ দিনের আমল আল্লাহ তাআলার কছে অধিক পছন্দনীয়।

যুলহাজ্জ মাসের ফযীলত
-------------------
যুলহাজ্জ মর্যাদাপূর্ণ মাস সমূহের একটি। আল্লাহ তাআলা ইরশাদ করেন—

{ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ }
মাসসমূহ হতে চারটি মাস মর্যাদাপূর্ণ। এটাই দ্বীন। সুতরাং তোমরা এ মাসসমূহে নিজেদের প্রতি (গুনাহ করে) জুলুম করো না। (তাওবা, ৩৬ আয়াত)।

আল্লাহ তাআলা সম্মানিত চারটি মাসে কারো উপর জুলুম করতে নিষেধ করেছেন। অন্যান্য মাসে জুলুম করা যদিও নিষিদ্ধ; এই মাসগুলোতে বিশেষভাবে নিষেধ করার মাধ্যমে এর অধিক গুরুত্ব বুঝিয়েছেন। (তাফসীরে ইবনে কাসীর)। হাদীসে এসেছে-

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ فِي حَجَّةِ الْوَدَاعِ: أَلَا إِنَّ أَحْرَمَ الْأَيَّامِ يَوْمُكُمْ هَذَا، وَإِنَّ أَحْرَمَ الشُّهُورِ شَهْرُكُمْ هَذَا.
হযরত আবু সাঈদ খুদরী (রাযি.) বলেন, বিদায় হজ্বে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জেনে রেখো! তোমাদের দিবসসমূহের আজ সর্বশ্রেষ্ঠ দিবস এবং এই মাস তোমাদের মাসসমূহের সর্বশ্রেষ্ঠ মাস। (ইবনে মাজাহ ৩৯৩১ ও মুসনাদে আহমাদ ১১৭৬২, সনদ সহীহ)।

যিলহজ্বের দশ দিনের ফযীলত
---------------------
কুরআনুল কারীমে এসেছে- وَلَیَالٍ عَشۡرٍ ۙ وَّالشَّفۡعِ وَالۡوَتۡرِ ۙ দশ রাতের এবং জোড় ও বেজোড়ের কসম। (আল ফাজর- ২)।

وَلَیَالٍ عَشۡرٍ ۙ وَّالشَّفۡعِ وَالۡوَتۡرِ ۙ অর্থাৎ- দশ রাতের এবং জোড় ও বেজোড়ের কসম। (আল ফাজর- ২)।
নির্ভরযোগ্য সনদে হযরত জাবির রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, এটা সেই দশ দিন; যে দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ফজরে শপথ খেয়েছেন। আর জোড় হল যুলহিজ্জার ১০ তারিখ আর বেজোড় আরাফার দিন, যা যুলহিজ্জার ৯ তারিখ হয়ে থাকে। (মুসনাদে আহমদ- ১৪৫১১ও মুস্তাদরাক হাকেম- ৭৫১৭)।

কাজেই এসব দিনের শপথ করার মাঝে এর বিশেষ গুরুত্ব ও ফযীলতের প্রতি ইঙ্গিত রয়েছে। অন্যত্র আল্লাহ তাআলার ইরশাদ— {وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ} আর যাতে তারা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করে। (সূরা হজ্ব- ২৮)।

ইমাম বুখারী রহ. ইবনে আব্বাস রাযি. ‘র সূত্রে বলেন— উল্লিখিত আয়াতে নির্দিষ্ট দিনসমূহ দ্বারা যিলহজ্বের প্রথম দশ দিন বোঝানো হয়েছে। হাদীসে এসেছে-

عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: أَفْضَلُ أَيَّامِ الدُّنْيَا أَيَّامُ الْعَشْرِ، قِيلَ: وَلَا مِثْلُهُنَّ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: وَلَا مِثْلُهُنَّ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ عَفَّرَ وَجْهَهُ فِي التُّرَابِ. قال الهيثمي: رَوَاهُ الْبَزَّارُ، وَإِسْنَادُهُ حَسَنٌ، وَرِجَالُهُ ثِقَاتٌ.
হযরত জাবির রাযি. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার সবচে মর্যাদাবান দিন হলো যিলহজ্বের প্রথম দশ দিন।

বলা হলো—আল্লাহর রাস্তায় জিহাদ করা ও কি এর সমান হতে পারে না? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি, তবে যে ব্যক্তি জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, (তার মর্যাদা এই দিনগুলোর চেয়ে ও বেশি।) ইমাম হাইছামী রহ. বলেন, এই হাদীস বর্ণনা করেন ইমাম বাযযার রহ.। এর সনদ হাসান এবং বর্ণনাকারী সবাই বিশ্বস্ত।

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ: مَا مِنْ أَيَّامٍ العَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللهِ مِنْ هَذِهِ الأَيَّامِ العَشْرِ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، وَلاَ الجِهَادُ فِي سَبِيلِ اللهِ؟ فَقَالَ رَسُولُ اللهِ : وَلاَ الجِهَادُ فِي سَبِيلِ اللهِ، إِلاَّ رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ. رواه الترمذي وقال: حَسَنٌ صَحِيحٌ. ورواه البخاري مختصرا.
হযরত ইবনে আব্বাস রাযি. হতে বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে (যুলহাজ্জের) এই দশ দিনের নেক আমল ব্যতীত অধিক প্রিয় কোনো আমল নেই।

সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও? তিনি বললেন,(হ্যাঁ) আল্লাহর রাস্তায় জিহাদ করাও; তবে যে ব্যক্তি নিজ সত্তা এবং সম্পত্তি নিয়ে জিহাদ করতে বেরিয়ে কোনোকিছু নিয়ে ফিরে নি (তথা শহীদদের অন্তর্ভুক্ত হয়েছে) সে ব্যতীত। (তিরমিজি, বুখারী)।

দশ দিনের আমল ও করণীয়
----------------------------
وعن ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: “مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ وَلَا أَحَبُّ إِلَيْهِ فِيهِنَّ الْعَمَلُ مِنْ هَذِهِ الْأَيَّامِ: عَشْرِ ذِي الْحِجَّةِ- أَوْ قَالَ: الْعَشْرُ- فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ وَالتَّسْبِيحِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ”. رَوَاهُ ابْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ وَأَبُو يَعْلَى، وَالْبَيْهَقِيُّ فِي الشُّعَبِ بِسَنَدٍ صَحِيحٍ. إتحاف الخيرة المهرة للبوصيري 3/170
হযরত ইবনে উমর রাযি. হতে বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে যুলহাজ্জের ঐ দশ দিন এবং তাতে আমল করার চে’ অধিক মর্যাদাবান কোনো দিন এবং আমল নেই।

সুতরাং তোমরা ঐ দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদু লিল্লাহ পড়ো। (মুসান্নাফু ইবনি আবী শায়বা, সনদ সহীহ)। সহীহ বুখারীতে এসেছে-

وَكَانَ ابْنُ عُمَرَ، وَأَبُو هُرَيْرَةَ: «يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ العَشْرِ يُكَبِّرَانِ، وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا»
হযরত ইবনে উমর এবং আবু হুরায়রা রাযি. এই দশ দিন বাজারে যেতেন এবং তাকবীর পড়তেন। লোকেরাও তাঁদের সঙ্গে তাকবীর পড়ত। (বুখারী)। একটি দুর্বল সূত্রে বর্ণিত হাদীসে এসেছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ : وَإِنَّ صِيَامَ يَوْمٍ فِيهَا لَيَعْدِلُ صِيَامَ سَنَةٍ، وَلَيْلَةٍ فِيهَا بِلَيْلَةِ الْقَدْرِ” رواه ابن ماجة بإسناد ضعيف لضعف مسعود بن واصل وشيخه النهاس بن قهم.
হযরত আবু হুরায়রা রাযি. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনসমূহের একদিন রোজা রাখা এক বছর রোজা রাখার ন্যায় এবং এর এক রাত আমল করা কদরের রাতে আমল করার মতোই ফযীলত। (ইবনে মাজাহ)।

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ : وَإِنَّ صِيَامَ يَوْمٍ مِنْهَا يَعْدِلُ بِصِيَامِ سَنَةٍ، وَالْعَمَلَ فِيهِنَّ يُضَاعَفُ سَبْعمِائَةِ ضِعْفٍ رواه الْبَيْهَقِيُّ فِي الشُّعَبِ بِسَنَدٍ لا بأس به، قاله الغماري في “المداوي”.
হযরত ইবনে আব্বাস (রাযি.) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, এই দিনসমূহের একদিনের রোজা একবছর রোজা রাখার মতো। আর এর আমলের প্রতিদান সাতগুণ বাড়িয়ে দেওয়া হবে। (বায়হাকী)।

وَكَانَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ إِذَا دَخَلَ أَيَّامُ الْعَشْرِ اجْتَهَدَ اجْتِهَاداً شَدِيداً، حَتَّى مَا يَكَادُ يَقْدِرُ عَلَيْهِ. رواه الدارمي بسند صحيح.
যুলহাজ্জের দশ দিন এলে সাঈদ বিন জুবাইর রাযি. (ইবাদাত-বন্দেগিতে) এর উপর অসাধ্য হওয়া পর্যন্ত (তথা সাধ্যের সবটুকু দিয়ে) কঠোর মেহনত করতেন। (দারেমী)।

عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: «إِذَا رَأَيْتُمْ هِلَالَ ذِي الْحِجَّةِ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ». رواه مسلم
উম্মে সালামা রাযি. হতে বর্ণিত—রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন যুলহাজ্জ মাসের চাঁদ দেখবে এবং কুরবানী করার ইচ্ছা করবে, সে যেনো (এই দশদিন) তার চুল ও নখ (কাটা থেকে) বিরত থাকে। (মুসলিম)।

وعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: «أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى عِيدًا جَعَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ الْأُمَّةِ». قَالَ الرَّجُلُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلَّا أُضْحِيَّةً أُنْثَى أَفَأُضَحِّي بِهَا؟ قَالَ: «لَا، وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ وَأَظْفَارِكَ وَتَقُصُّ شَارِبَكَ وَتَحْلِقُ عَانَتَكَ، فَتِلْكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ». رواه أبو داود بسند قوي.
হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আ’স রাযি. হতে বর্ণিত—রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কুরবানীর দিনে ঈদ উদযাপন করতে নির্দেশপ্রাপ্ত হয়েছি।

আল্লাহ তাআলা দিনটিকে এ উম্মতের জন্যে ঈদ হিসাবে নির্দিষ্ট করেছেন।

এক ব্যক্তি বললো, আমাকে একটু বলুন যে, আমি (আমার প্রতিপালিত) দুগ্ধবতী বা মালবাহী পশু ছাড়া অন্য পশু না পেলে কি তা দিয়েই কুরবানী করবো? তিনি বললেন— না, বরং তুমি তোমার চুল ও নখ কাটবে, গোঁফ ছোট করবে এবং নাভীর নীচের লোম কাটবে। এ কাজগুলোই আল্লাহর নিকট তোমার পূর্ণাঙ্গ কুরবানী। (আবু দাউদ)

বলাবাহুল্য, এ হাদীস থেকে বোঝা যায়, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখবে না, সেও চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে।

আরাফার দিনের ফযীলত
---------------------
عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : صِيَامُ يَوْمِ عَرَفَةَ، أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ، وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ. رواه مسلم.
হযরত আবু কাতাদা (রাযি.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবসের রোজা বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহের কাফফারা হবে বলে আল্লাহর প্রতি আমি আশা রাখি। (মুসলিম)।

উল্লেখ্য, এ ফযীলত পেতে আমাদের জন্য ৯ তারিখ তথা আমাদের কুরবানীর আগের দিন উক্ত রোজা উচিত হবে।

أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ. رواه الترمذي، حسن
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের দুআ সর্বশ্রেষ্ঠ দুআ। (তিরমিযী)।

এছাড়া ৯ তারিখের ফজর হতে ১৩ তারিখের আসর পর্যন্ত (মোট 23 ওয়াক্ত) প্রতি ফরয নামাজের পর একবার তাকবিরে তাশরিক বলা প্রত্যেক পুরুষের জন্য উচ্চস্বরে এবং নারীদের নিম্নস্বরে বলা ওয়াজিব। তবে ভুলে গেলে এর কাযা নেই। তাই নামাজের পর বিশেষভাবে স্মরণ রাখা কর্তব্য।

প্রখ্যাত মুফাসসির ইবনে কাসীর রহ. তদীয় তাফসীর গ্রন্থে বলেন, বস্তুত এই দশটি দিবস বছরের সর্বশ্রেষ্ঠ দিবস। যেমনটা হাদীস থেকে বুঝা যায়। এমনকি এই দিনগুলোর মর্যাদা রমজানের শেষ দশক থেকেও অধিক। কারণ এ দিনগুলোয় নামাজ, রোজা, সদকা ইত্যাদি গুরুত্বপূর্ণ ইবাদতসমূহ একত্র হয়, যার উদাহরণ অন্যত্র খুঁজে পাওয়া যায় না। হজ্ব পালন এই দশ দিন অন্যান্য দিনের চে’ বৈশিষ্ট্যময় হবার একটি অনন্য কারণ।

তবে কেউ কেউ বলেন, রমজানের শেষ দশকই অধিক মর্যাদাবান (তথা ফযীলতপূর্ণ)।

আর পরবর্তী উলামায়ে কেরাম এ দুই মতের সামঞ্জস্য বিধানের জন্যে বলেন, যুলহাজ্জের দশ দিন অধিক মর্যাদাবান এবং রমজানের শেষ দশকের রাতগুলো অধিক মর্যাদাবান। তাহলে কার্যত সমস্ত দলীলই অন্তর্ভুক্ত হয়ে পড়ে।

আল্লাহ তাআলা আমাদের আমল করার তাওফীক দান করুন।

আসসালামু আলাইকুম! সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করছি। আশা করছি সবাই পড়বেন এবং শেয়ার করে অন্যকে পড়ার সুযো...
02/07/2022

আসসালামু আলাইকুম! সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করছি। আশা করছি সবাই পড়বেন এবং শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ!

নিশ্চয়ই আপনি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ভালোবাসা পেতে চান। তাহলে আসুন আমরা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ভালোবাসা পেতে হলে আমাদের কি করনীয়।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কুরআনুল কারীমের ৩ নাম্বার সূরা। সূরা আলে - ইমরানের ৩১ নাম্বার আয়াতে বলেছেন।

قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفرلكم ذنوبكم والله غفور رحيم - ٣١

অর্থ - হে রাসুল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমার অনুসরণ কর, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গোনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। - ৩১

এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আমাদের প্রিয় রাসুলকে ভালোবাসতে হবে, আর রাসুলকে ভালোবাসলে, আমরা আল্লাহর ভালোবাসা পেতে পারবো।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলকে, আমাদের প্রিয় রাসুলকে ভালোবাসার তৌফিক দান করুক। আল্লাহুমা আমিন!

মুহিব্বুল্লাহ।

আজ ৩০ তারিখ সন্ধ্যার আগেই চুল ও নখ কেটে ফেলুন। কারন জিলহজ্জ মাসের ১তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত নখ ও চুল না কাটা সুন্নত।
30/06/2022

আজ ৩০ তারিখ সন্ধ্যার আগেই চুল ও নখ কেটে ফেলুন। কারন জিলহজ্জ মাসের ১তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত নখ ও চুল না কাটা সুন্নত।

Address

Bagerhat Town

Opening Hours

Monday 06:00 - 21:00
Tuesday 06:00 - 21:00
Wednesday 06:00 - 21:00
Thursday 06:00 - 21:00
Friday 06:00 - 21:00
Saturday 06:00 - 21:00
Sunday 06:00 - 21:00

Telephone

+8801939260718

Alerts

Be the first to know and let us send you an email when Muhibbullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhibbullah:

Share



You may also like