বাগেরহাট টাইমস Bagerhat Times

বাগেরহাট টাইমস Bagerhat Times Newspaper, Media / News Company.

বিশেষ প্রতিবেদন:বাগেরহাটজেলাপরিষদেরআয়োজনে অনুষ্ঠিত হলো মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান.আজ মঙ্গলবার ১১.২.২...
11/02/2025

বিশেষ প্রতিবেদন:
বাগেরহাটজেলাপরিষদেরআয়োজনে অনুষ্ঠিত হলো মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান.
আজ মঙ্গলবার ১১.২.২৫ তারিখ সকাল ১০ - ৩০ মিনিটে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে বাগেরহাট জেলা পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বাগেরহাট জেলার মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ও এই উপলক্ষেএকআলোচনা
সভা.যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব আহমেদ কামরুল হাসান.ওখানে আরো উপস্থিত ছিলেনস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপ পরিচালক জনাব ডাঃ ফখরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মমিনুর রহমান ,জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানভীর ইসলাম ও মোঃ আশরাফুল ইসলাম, বাগেরহাটের মাননীয় Ndc জনাব তারেক রহমান,প্রেস ক্লাবের সভাপতি জনাবকামরুজ্জামান, বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন জনাব ড:
হাবিবুর রহমান, বাগেরহাটের জেলা শিক্ষা অফিসার জনাব ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জনাব রুম্মন,স্থানীয়সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী জনাব ফরিদুর রহমান ও শিক্ষার্থীগন ও তাদের অভিভাবক বৃন্দ. অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও গিতা পাঠ করা হয়.পরে একে একে মঞ্চে উপস্থিত ব্যাক্তিগন বক্তব্য প্রদান করেন. বক্তৃতার শুরুতেই প্রত্যেক বক্তাই গত জুলাই আগস্টের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের শিঘ্রই রোগ মুক্তি ও সুস্বাস্থ্য
কামনা করেন. আজকের অনুষ্ঠানের বক্তৃতায় বক্তা গন মঞ্চের সামনে উপস্থিত শিক্ষার্থীদের বেশ কয়েকটি উপদেশ প্রদান করেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিল.
১) মোবাইল ফোন ব্যাবহার
বন্ধ রাখা বিশেষ করে
Android phone ( Smart
Mobile phone).
২) নেশা জাতীয় দ্রব্য ও ধুমপান থেকে বিরত থাকা.
৩) ছাত্রজীবনে ভালবাসা বা প্রেম ঘটিত ব্যাপার থেকে দূরে থাকা.সবশেষে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়
আলোচনা পর্ব ও শুরু হয় শিক্ষার্থীদের মাঝে চেক ও সম্মামনা ক্রেস্ট প্রদানের অনুষ্ঠান. আর এই অনুষ্ঠানের পরেই শেষ হয়
আজকের জেলা পরিষদ কর্তৃক বাগেরহাট জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান.
( লেখা ও ছবি:চান্নু ভাই সম্পাদক বাগেরহাট টাইমস Bagerhat Times ও রস হাট.সাবেক সাংস্কৃতিক সম্পাদক (সাংস্কৃতিক বিষয়ক মূখপাত্র) ও ২ বারের সাবেক সদস্য,ডটমুন্ড ইউনিভার্সিটি ছাত্র সংসদ জার্মানি ও পরিসংখ্যান বিভাগের ছাত্র পরামর্শদাতা কমিটির ( Fachschaftssrat) ২ সেমিস্টারের সাবেক সদস্য,ডটমুন্ড ইউনিভার্সিটি জার্মানি.

আমি চান্নু ভাই আমার নিজের সম্বন্ধে এখানে একটি পোস্ট দিচ্ছি.পড়ার জন্য সবাইকে ধন্যবাদ.
08/02/2025

আমি চান্নু ভাই আমার নিজের সম্বন্ধে এখানে একটি পোস্ট দিচ্ছি.পড়ার জন্য সবাইকে ধন্যবাদ.

04/02/2025

আমি চান্নু ভাই ,এবার কলকাতার জনপ্রিয় শিল্পী শ্যামল মিত্রের গাওয়া সিনেমার গান আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন সিনেমা" দেয়া নেয়া" উত্তমকুমার" এর গান আমি গেয়ে শোনাচ্ছি.

04/02/2025

আমি চান্নুভাই , বাগেরহাট টাইমস Bagerhat Times
আমার কন্ঠে ১ টি হিন্দি সিনেমা কিয়ামত সে কিয়ামত সিনেমার গান (গায়ক উদিত নারায়ন ও অলকা ইয়াগনিক) আমার কন্ঠে গাওয়া আমি আপনাদেরজন্যদিচ্ছি.বাংলাদেশে এই গান টি হলো" ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা"

03/02/2025

আমি চান্নু ভাই সম্পাদক বাগেরহাট টাইমস Bagerhat Times আমি এখন আপনাদের Leo Sayer এর ১ টি ইংরেজি জনপ্রিয় গান " when I need you" গেয়ে শোনাচ্ছি.শোনার জন্য সবাইকে ধন্যবাদ.

01/02/2025

আবার ও ফিরে এলাম আমি বাথরুম সিঙ্গার চান্নু ভাই.এবারে আপনাদের জন্য নিয়ে এলাম সুড়ঙ্গ সিনেমার ১ টি জনপ্রিয় গান" গা ছুঁয়ে বলো". গান টি সিনেমায় যে ভাবে গাওয়া হয়েছে আমি ও সেই ভাবে গাওয়ার চেষ্টা করেছি.তবে আবার ও এয়ার ফোন দিয়ে গানটি গাওয়া.ধৈয্য ধরে শোনার অনুরোধ রইলো.
বাগেরহাটে আমার চেয়ে আরো অনেকঅনেক ভালো শিল্পী আছে যারা অনেক ভালো গান করেন যে কারণে বাগেরহাটের স্টেজে গান করার সুযোগ নেই.গানটি শোনার জন্য ধন্যবাদ.চান্নুভাই, সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat Times ও রস হাট (ফেসবুক এ দেখুন). শিঘ্রই রস হাটের নতুন প্রতিবেদন আসছে পড়তে ভুলবেন না.

বিশেষ প্রতিবেদন: বাগেরহাটে জেলা পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক) এরআয়োজনঅনুষ্ঠিতহলো "পুনাক ফ্যামিলি ডে ২০২৫"গতকাল শুক্রবা...
01/02/2025

বিশেষ প্রতিবেদন:
বাগেরহাটে জেলা পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক) এরআয়োজনঅনুষ্ঠিতহলো
"পুনাক ফ্যামিলি ডে ২০২৫"
গতকাল শুক্রবার ৩১.১.২৫
তারিখ বাগেরহাট জেলা পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক) এর আয়োজনে বাগেরহাটের সাবেক পুলিশ লাইনস এ অনুষ্ঠিত হলো দিন ব্যাপী " পুনাকফ্যামিলি ডে ২৫".আর সন্ধ্যায় যার পর্দা নামে এক মনোরম মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও লটারি ড্রর মাধ্যমে .
যেখানে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা থেকে আগত
সংগীত শিল্পী , আবৃত্তি কার,কৌতুকঅভিনেতা,যাদুও নৃত্য শিল্পীদের উপস্থাপনায় পরিবেশিত হয় এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা.উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাগেরহাটের মাননীয় পুলিশ সুপার জনাব তৌহিদুল আরিফ মহোদয়, ছিলেন পুনাকের সভানেত্রীজনাব শোভা আরিফ ও পুলিশ সুপার মহোদয়ের পরিবারেরসদশ্যবৃন্দ.
ওখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব শামীম হোসেন ও পরিবারবর্গ.
ওখানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি জনাব কামরুজ্জামান, সাধারণ
সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাংবাদিক এহসানুল করিম ও ভাবী, বাগেরহাট টাইমস Bagerhat Times এর সম্পাদক চান্নু ভাই,গায়ক আলি মোজেস সহ বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত
জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদশ্যবৃন্দ.আর উক্ত সাংস্কৃতিক সন্ধ্যাটির সামগ্ৰিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাগেরহাট
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব সাইদুর রহমান ওজনৈক.
উক্ত অনুষ্ঠানে বাগেরহাটের সংগীত শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেনসসীম মজুমদার, বাপ্পী, হিমি,আর আবৃত্তি তে ছিলেন সাইদ ও নৃত্যে সবুজ সাথী একাডেমী বাগেরহাট.সবশেষে
লটারির ড্রয়ের মাধ্যমে
শেষ হয় এবারের বাগেরহাট জেলা পুলিশের
"পুনাক ফ্যামিলিডে২০২৫".
(লেখা ও ছবি: চান্নু ভাই সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat Times ও রস হাট (ফেসবুক এ দেখুন), সাবেক সাংস্কৃতিক সম্পাদক (মুখপাত্র) ও ২ বারের সদস্য ,ডটমুন্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদ,
জার্মানি. ডটমুন্ড ইউনিভার্সিটির পরিসংখ্যান বিভাগের ছাত্র পরামর্শদাতা কমিটির ২ সেমিস্টারের সাবেক সদশ্য, ডটমুন্ড ইউনিভার্সিটির সিনেটের ছাত্র কমিটির সহযোগি সদশ্য.জার্মানির রাজনৈতিক দল SPD ৫ বৎসরের সাবেক সক্রিয় সদস্য . (বর্তমানে ফেসবুক এ সক্রিয়)ও ডটমুন্ড SPD থেকে নির্বাচিত ডটমুন্ড সিটি কর্পোরেশনের বিদেশি কাউন্সিলর নির্বাচনের সাবেক প্রার্থী.

বিশেষ প্রতিবেদন : গতকাল সনিবার ২৫.১.২৫ তারিখ সকালে বাগেরহাট স্বাধীনতা  উদ্যানে অনুষ্ঠিত হলো বাগেরহাটে অবস্থিত সরকারি কর্...
26/01/2025

বিশেষ প্রতিবেদন : গতকাল সনিবার ২৫.১.২৫ তারিখ সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত হলো বাগেরহাটে অবস্থিত সরকারি কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতিরবার্ষিক সাধারণ সভা ২০২৪. যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব আহম্মেদ কামরুল হাসান.ওখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট পি সি কলেজের সাবেক অধ্যাপক জনাব মোজাফফর হোসেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ( বাগেরহাট সদর) জনাব শামীম হাসান,ড. আবু রেজা অবসারপ্রাপ্ত পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর , বিশিষ্ট ব্যবসায়ী জনাব ওয়াহিদুজ্জামান রাজা.উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব গাজী মতিউর রহমান, চেয়ারম্যান , সরকারি কর্মচারী কল্যান সমিতি বাগেরহাট জেলা শাখা.

বিশেষ প্রতিবেদন: বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে পালিত  হচ্ছে " তারুণ্যের উৎসব ২০২৫".গত রোববার ১৯.১.২৫ তারিখ সকাল ১০ টায...
22/01/2025

বিশেষ প্রতিবেদন: বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে
" তারুণ্যের উৎসব ২০২৫".
গত রোববার ১৯.১.২৫ তারিখ সকাল ১০ টায়বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অফিস চত্বরের সামনে থেকে এক বর্ণাঢ্য র্র্যালী ওবেলুন উড়িয়ে হয় যার শুভ সূচনা .পরে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা.যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব আহমেদ কামরুল হাসান.ওখানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব অরবিন্দু বিশ্বাস, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব ঝুমুর বালা,
বাগেরহাটের মাননীয় শিক্ষা অফিসার জনাব ছায়েদুর
রহমান, জেলা ক্রিড়া অফিসার জনাব হুসাইন আহম্মেদ, বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ পরিচালক জনাবমইনুল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান , বাগেরহাটের সহকারী সিভিল সার্জন জনাব হাবিবুর রহমান, বাগেরহাটের বিভিন্ন সরকারি অফিসের উচ্চ
পদস্থ কর্মকর্তা বৃন্দ, বাগেরহাটের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা গন.এরপর গত সোমবার ২০.১.২৫ তারিখ "তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষে বাগেরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়
সরকারিকর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
ও পাশাপাশি অনুষ্ঠিত হয়
ছোট্র শিশু কিশোর দের
এ্যাথলেটিক ও গ্ৰামীন খেলা ও ফুটবল প্রতিযোগিতা .যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসকজনাব আহমেদ কামরুল হাসান.ওখানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আই সি টি) জনাব সাদিয়া ইসলাম ও জেলা ক্রিড়াঅফিসার জনাব হুসাইন আহম্মেদ. এছাড়া গতকাল সোমবার বিকাল ৫ টায় "তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষে বাগেরহাট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হলো এক ব্যাডমিন্টনপ্রতিযোগিতা.
আজ মঙ্গলবার ২২.১.২৫
সকালে" তারুণ্যের উৎসব ২৫ "উপলক্ষে বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো " তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক জেলা পর্যায়ের এক কর্মশালা. যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব আহমেদ কামরুল হাসান.ওখানে আরো উপস্থিত ছিলেনবাগেরহাটের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক জনাব ড: ফখরুল হাসান, বাগেরহাটের জেলা শিক্ষা অফিসার জনাব ছায়েদুর রহমান,ও বাগেরহাটের
বিভিন্ন এলাকা থেকে আগত কর্মশালায় অংশগ্রহণ কারি শিক্ষার্থী বৃন্দ. আর এভাবেই হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট জেলার" তারুণ্যের উৎসব ২০২৫"এর অনুষ্ঠান মালা.
( ছবি ও লেখা: চান্নু ভাই, সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat Times
ও রস হাট( ফেসবুক এ দেখুন).সাবেক সাংস্কৃতিক সম্পাদক (সাংস্কৃতিক বিষয়ক মূখপাত্র) ডটমুন্ড ইউনিভার্সিটি ছাত্র সংসদ
ও ২ বারের ছাত্র সংসদের সাবেক সদশ্য, ডটমুন্ড ইউনিভার্সিটি ছাত্র সংসদ,জার্মানি.সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রোটার্্যাক্ট ক্লাব অব বাগেরহাট( রোটারি ইনটারল্যাশনাল ক্লাব) .সাবেক আহ্বায়ক ,শালতলা ক্লাব, সাবেক মালিক, শালতলা বয়েজ ক্লাব, বাগেরহাট.
গায়ক, গীতিকার, অংকন শিল্পী( কার্টুন,সেনারি,
অন্যান্যআর্ট) ,Scriptwriter( নাটক) Journalist, Politician.

14/01/2025
11/01/2025

আমার কন্ঠে কিশোর কুমার এর একটি জনপ্রিয় গান
" হয়তো আমাকে কারো মনে নেই" সবার জন্য দিচ্ছি.দেখার জন্য সবাইকে ধন্যবাদ.চান্নু ভাই.

11/01/2025

আমার কন্ঠে এন্ড্রু কিশোর কুমার এর একটি জনপ্রিয় গান "আমার সারা দেহ"সবার জন্য দিচ্ছি.গানটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ.চান্নু ভাই.

বিশেষ প্রতিবেদন: বাগেরহাট জেলা বিএনপি ও নগর বিএনপির আসন্ন  সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে সদস্য সংগ্রহ অভিযান ও ভোটাভুটি কা...
08/01/2025

বিশেষ প্রতিবেদন: বাগেরহাট জেলা বিএনপি ও নগর বিএনপির আসন্ন সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে সদস্য সংগ্রহ অভিযান ও ভোটাভুটি কার্যক্রম চলমান.

বাগেরহাট টাইমস Bagerhat Times এর সকল পাঠক,পাঠিকা, ফলোয়ার,লাইকার, শুভাকাঙ্ক্ষী কে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা.
01/01/2025

বাগেরহাট টাইমস Bagerhat Times এর সকল পাঠক,পাঠিকা, ফলোয়ার,লাইকার, শুভাকাঙ্ক্ষী কে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা.

খান জাহান আলী রোড,( আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে),শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.সংক্ষিপ্তসংবাদ(২৪.১২.২৪)
23/12/2024

খান জাহান আলী রোড,( আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে),শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
সংক্ষিপ্তসংবাদ(২৪.১২.২৪)

একটি শোক সংবাদ:বাংলাদেশ জাতিয়তাবাদী দল বি এন পির বাগেরহাট জেলা শাখার সাবেক সাধারনসম্পাদক,বাগেরহাট পি সি কলেজের সাবেক জি...
21/12/2024

একটি শোক সংবাদ:
বাংলাদেশ জাতিয়তাবাদী দল বি এন পির বাগেরহাট জেলা শাখার সাবেক সাধারনসম্পাদক,
বাগেরহাট পি সি কলেজের সাবেক জি এস অধ্যাপক আলি রেজা বাবু গতকাল রাত ১০ - ৩০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ুন).মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর পি সি কলেজ ময়দানে অনুষ্ঠিত
হবে.সকলকে উক্ত নামাযে জানাযায় শরিক হওয়ার জন্য অনুরোধ করা গেলো.

Address

Khan Jahan Ali Road(west Side Of Amlapara High School) Saltala, Bagerhat
Bagerhat Town
9300

Website

বাগেরহাট টাইমস Bagerhat Times

Alerts

Be the first to know and let us send you an email when বাগেরহাট টাইমস Bagerhat Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share