বাগেরহাট টাইমস Bagerhat Times

বাগেরহাট টাইমস Bagerhat Times Newspaper, Media / News Company.

খান জাহান আলী রোড (আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.(সংক্ষিপ্ত সংবাদ:২৬.২.২৪)সংক্ষিপ্ত সংবাদ ৩...
26/02/2024

খান জাহান আলী রোড (আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
(সংক্ষিপ্ত সংবাদ:২৬.২.২৪)
সংক্ষিপ্ত সংবাদ ৩/৪ দিন পর পর প্রকাশিত হয়.

খান জাহান আলী রোড, আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে, শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.বিশেষ প্রতিবেদন: বাগেরহাটে যথাযোগ্য মর্যাদ...
22/02/2024

খান জাহান আলী রোড, আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে, শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
বিশেষ প্রতিবেদন: বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো " শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪.
গতকাল বুধবার ২১ শে ফ্রেরুয়ারী রাত ১২-০১ মিনিটে অর্থ্যাৎ শহীদ দিবসের প্রারম্ভে বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ খালিদ হোসেন মহোদয়ের বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তাবক অর্পণের মাধ্যমে বাগেরহাটে শুরু হয়
এবারের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ এর অনুষ্ঠান. বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষে যেখানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব হাফিজ আল আসাদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব ঝুমুর বালা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপ-পরিচালক জনাব ডা: জাকির হোসেন প্রমুখ. এরপরই একে একে ওখানে পুষ্প স্তাবক অর্পণ করেন বাগেরহাটের মাননীয় পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খানের নেতৃত্বে বাগেরহাট জেলা পুলিশের কর্মকর্তা ও পুলিশের সদশ্যবৃন্দ.পরে শহীদ মিনারে ফুল দিতে আসেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ভুঁইয়া হেমায়েত উদ্দিন এর নেতৃত্বে বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ.
যেখানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট থেকে নব নির্বাচিত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা
আসনের সংসদ সদস্য জনাব ফরিদা আখতার বানু লুসি,এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা ডা: মোশাররফ হোসেন, ফখরুল আলম সাহেব, জনাব আক্তারুজ্জামান বাচ্চু,এ্যাডভোকেট শরীফা হেমায়েত, কাউন্সিলর তানিয়া আহমেদ,
এ্যাডভোকেট লুনা সিদ্দিকী
প্রমুখ.এর পর আলহাজ্ব বাকি তালুকদার এর নেতৃত্বে বাগেরহাট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ওখানে ফুল দিতে আসেন.পরে এক এক করে বাগেরহাট জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বাগেরহাটের বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাগন, বাগেরহাট পৌরসভা, বাগেরহাটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ও বাগেরহাটের
স্থানীয় জনগন শহীদ মিনারে ফুল দিতে আসেন. অপরদিকে রাত ১ টায় বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তাবক
অর্পণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোজাফফর হোসেন আলম
এর নেতৃত্বে বাগেরহাট জেলা বিএনপির নেতা কর্মীরা.যেখানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক লুনা আপা.দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২০.২.২৪ তারিখ দুপুর থেকেই বাগেরহাট জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ,ও বাগেরহাট জেলা আওয়ামী গের অঙ্গসংগঠন সহ বাগেরহাটের বিভিন্ন স্কুল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে রাস্তায়
আলপনা আঁকা হয়.এ ছাড়া ও মঙ্গলবার রাত ৮ টায় "অঙ্কুর" সাংস্কৃতিক সংগঠন এসি লাহা মিলনায়তনের সামনে বাউল মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে. গতকাল বুধবার ২১.২.২৪ তারিখ সকাল ৭ টায় বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাটের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের অংশ গ্ৰহনে প্রভাত ফেরী ও সন্ধ্যায় বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাট শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, বাগেরহাট থিয়েটারের নাটক ও বাগেরহাট শিশু একাডেমি, শিল্পকলা একাডেমী ও স্থানীয় সংগীত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান , কবিতা আবৃত্তির মাধ্যমে শেষ হয় বাগেরহাটের এ বছরের শহীদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ এর অনুষ্ঠান মালা. সন্ধ্যার স্বাধীনতা উদ্যানের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ খালিদ হোসেন.ওখানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ভাবী,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব মোঃ হাফিজ আল আসাদ, মুখার্জি রবীন্দ্রনাথ,
এ্যাডভোকেট আজাদ ফিরোজ রশীদ টিপু. উক্ত অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা আজমল হোসেন.
( ছবি ও লেখা:চান্নুভাই, সম্পাদক ,বাগেরহাট টাইমস Bagerhat times ও রস হাট ,Singer Channu of Starmaker app,ex, Culture Secretary Dortmund University students parliament , students adviser's Committee. ( Kultur Referent des AStA der Universität Dortmund), ২ বারের ডটমুন্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদের সদস্য , পরিসংখ্যান বিভাগের ছাত্র উপদেষ্টা ও পরামর্শক কমিটির ২ সেমিস্টারের নির্বাচিত সদশ্য, ডটমুন্ড ইউনিভার্সিটি,জার্মানি.
গায়ক, গীতিকার,মালিক মিউজিক ব্যান্ড "Bideshi"
Dortmund, Germany.

খান জাহান আলী রোড আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে, শালতলা বাগেরহাট.(সংক্ষিপ্ত সংবাদ:২০.২.২৪)
20/02/2024

খান জাহান আলী রোড আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে, শালতলা বাগেরহাট.
(সংক্ষিপ্ত সংবাদ:২০.২.২৪)

বিশেষ প্রতিবেদন: বাগেরহাটে ঋতুরাজ বসন্তের আগমন." বসন্ত বাতাসে সই গোবসন্ত বাতাসে, বন্ধুর বাড়ি"....হ্যা দেখতে দেখতে হাঁটি...
14/02/2024

বিশেষ প্রতিবেদন: বাগেরহাটে ঋতুরাজ বসন্তের আগমন.
" বসন্ত বাতাসে সই গো
বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ি"....
হ্যা দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে মাঘ পেরিয়ে বাগেরহাটে ও আজ বুধবার ১৪ ই ফ্রেরুয়ারী প্রবেশ করলো ঋতু রাজ বসন্ত. বেলা গড়িয়ে বিকাল হতেই লাল পেড়ে হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবী পরিহিতা দের আনাগোনা রাস্তায় বেশ চোখে পড়তে লাগলো.বিশেষ করে বাগেরহাটের নাগের বাজারে অবস্থিত রুপা চৌধুরী পৌর পার্ক হয়ে উঠেছিল যেন কপত কপতি তথা প্রেমিক , প্রেমিকাদের এক মিলনমেলা.কেউ বা পড়েছিল লাল পাড়ে হলুদ শাড়ির সাথে খোঁপায় গাঁদা, গোলাপ ফুলের মালা, কেউ কেউ বা পড়েছিল আবার লাল পাড়ে হলুদ শাড়ি, কারো হাতে শোভা পাচ্ছিল
গোলাপ ফুল, কেউ কেউ ব্যাস্ত ছিল সেলফি তুলতে,
যা পরিনত হয়েছিল যেন বাগেরহাটের যুবক যুবতীদের বসন্তের মিলন মেলা.ওখানে বসেছিল আবার শীতের পুলি পিঠার দোকান, কেউ সাজিয়েছিল আবার কাপড় চোপড় আর কসমেটিক এর দোকান. আবার বিনোদন এর খোরাক মিটাতে পৌর পার্কে কবিতা পাঠের আসর ও বসিয়েছিল বাগেরহাটের স্বর বিন্যাস. অপরদিকে সন্ধ্যায় বাগেরহাট এ সি লাহা মিলনায়তনে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল " বসন্ত উৎসব". যেখানে বাগেরহাটের জনপ্রিয় কণ্ঠশিল্পী, নৃত্য শিল্পী, আবৃত্তি কাররা সংগীত, নৃত্য পরিবেশন ও কবিতাআবৃত্তিকরে.পরে
আজকের বসন্ত উৎসবের প্রধান অতিথি বাগেরহাটের মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ হাফিজ আল আসাদ মহোদয়ের ব্যাক্তিগত অভিব্যাক্তি প্রকাশের‌ মাধ্যমে শেষ হয়
জেলা শিল্পকলা একাডেমী
কর্তৃক আয়োজিত আজকের বসন্ত উৎসব.উল্লেখ্য সন্ধ্যার এই বসন্তের উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোজাফফর হোসেন, প্রফেসর চৌধুরী আব্দুর রব,জ্ঞান রঞ্জন চক্রবর্তী, জোৎস্না বিশ্বাস সহ আরো অনেকে.
( ছবি ও লেখা: চান্নু ভাই, সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat times ও রস হাট. ( Singer Channu of Starmaker এ পর্যন্ত্য ৬ ভাষায় ২১০০ গান গতকাল পর্যন্ত্য ওখানে করেছি যার মধ্যে নির্বাচিত ১১৬৯ টি গানের মধ্যে ৩৮০ বার Daily Ranking এ ১ হয়েছি),সাবেক সাংস্কৃতিক সম্পাদক ( Kultur Referent des AStA) ও ২ বারের নির্বাচিত সদশ্য ডটমুন্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদ.২ সেমিস্টার নির্বাচিত ডটমুন্ড ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুষদের ( বিভাগের) ছাত্র উপদেষ্টা , পরামর্শক কমিটির সদস্য.

খান জাহান আলী রোড( আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে)শালতলা.বাগেরহাট , বাংলাদেশ.(সংক্ষিপ্ত সংবাদ১৩.২.২৪)
13/02/2024

খান জাহান আলী রোড
( আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে)শালতলা.
বাগেরহাট , বাংলাদেশ.(সংক্ষিপ্ত সংবাদ১৩.২.২৪)

বিশেষ প্রতিবেদন:পর্দা নামলো ৩ দিন ব্যাপী বাগেরহাটেরনাগেরবাজারের  রুপা চৌধুরী পৌর পার্কে অনুষ্ঠিত জাতীয় পিঠা উৎসব ১৪৩০ এ...
02/02/2024

বিশেষ প্রতিবেদন:
পর্দা নামলো ৩ দিন
ব্যাপী বাগেরহাটের
নাগেরবাজারের রুপা চৌধুরী পৌর পার্কে অনুষ্ঠিত জাতীয় পিঠা উৎসব ১৪৩০ এর .
শুরু টা হয়েছিল সেই বুধবার ৩১.১.২৪ তারিখ বিকালে . সেই থেকে দিন পেরিয়ে রাত আবারো দিন পেরিয়ে রাত হয়ে হাঁটি হাঁটি পা পা করে আজ শুক্রবার ২.২.২৪ তারিখ রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ খালিদ হোসেন মহোদয়ের "পিঠা উৎসব ১৪৩০" এর উপর ব্যাক্তিগত অনুভূতি প্রকাশের মাধ্যমে পর্দা নামলো বাগেরহাট জেলা প্রশাসনও বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে বাগেরহাট নাগেরবাজারের পৌর পার্কের ৩ দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪৩০ এর‌.
(ছবি ও লেখা: চান্নু ভাই
( Singer Channu of Starmaker app) সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat times
ও রস হাট (ফেসবুকে দেখুন) সাবেক ৫ বছরের সদশ্য SPD ও জার্মান সোসাল ড্রামোক্রাটিক পার্টির ( SPD) ডটমুন্ডের নির্বাচিতডটমুন্ডসিটিকরপোরেশনের বিদেশিকাউন্সিলর পদের সাবেক প্রার্থীওসাবেকসাংস্কৃতিকসম্পাদক,ডটমুন্ড ইউনিভার্সিটি ছাত্র সংসদ, জার্মানি.
* আগামী ১৪ ই ফ্রেরুয়ারি ভ্যালেনটাইন্স ডে উপলক্ষে
আসছে আমার লেখা
"রস হাটে"র বিশেষ প্রতিবেদন.ফেসবুকে চোখ রাখুন.অপরদিকে চলছে
আমার ২ টি টিভি নাটক
লেখার কাজ .

খান জাহান আলী রোড  আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে, শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.বিশেষ প্রতিবেদন: বাগেরহাটে শুরু হলো"পিঠা উ...
31/01/2024

খান জাহান আলী রোড আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে, শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
বিশেষ প্রতিবেদন: বাগেরহাটে শুরু হলো"পিঠা উৎসব ২০২৪" .
গতকাল বুধবার ৩১.১.২৪
তারিখ বাগেরহাট নাগের বাজারে অবস্থিত রুপা চৌধুরী পৌর পার্কে সারা বাংলা দেশের মত শুরু হলো ৩ দিন ব্যাপী "পিঠা উৎসব ২০২৪". যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ খালিদ হোসেন মহোদয়. বিকাল ঠিক ৪ টায় মাননীয় জেলা প্রশাসক মহোদয় ফিতা কেটে বেলুন উড়িয়ে,বক্তব্য প্রদানের পর যার শুভ উদ্বোধন ঘোষণা করেন.উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আরিফুল ইসলাম, অরবিন্দু বিশ্বাস,মহিলা অধিদপ্তর এর উপ-পরিচালক, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব শরিফা হেমায়েত , বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার( বাগেরহাট সদর) জনাব মোঃ মাসুদ রানা,বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব ঝুমুর বালা, বাগেরহাট জেলা তথ্য অফিসের সহকারী কর্মকর্তা জনাব
বিশ্বজিৎ শিকদার, জেলা কালচারাল অফিসার রফিকুল ইসলাম, মীর ফজলে সাইদ ডাবলু, আওয়ামী লীগ নেতা আজমল হোসেন,সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, বাগেরহাট রাম কৃষ্ণ আশ্রম এর
ডা: জ্ঞানেন্দ্র বিশ্বাস, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী,শিক্ষক মন্ডলি , অভিভাবক বৃন্দ,সাংবাদিক বৃন্দ.উল্লেখ্য উক্ত পিঠা উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য পিঠার দোকান ছাড়াও উক্ত মেলায় বাচ্চাদের জন্য এসেছে বিভিন্ন রাইড. যেমন : ইলেকট্রিক নৌকা দোলা, নাগরদোলা, মহিলা দের গৃহস্থালি সামগ্ৰি, কসমেটিকস এর দোকান. মেলা প্রতিদিন সকালে শুরু হয়ে রাত ৯ টা অব্দি খোলা থাকবে. যা আগামী ২.২.২৪ তারিখ পর্যন্ত্য চলবে.
( ছবি ও লেখা: চান্নু ভাই,
Singer Channu of Starmaker, ex, Culture Secretary Dortmund University students parliament, Germany, সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat times ও রস হাট.ex,Founder
President Rotaract Club of Bagerhat.

খান জাহান আলী রোড, আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে ,শালতলা,বাগেরহাট, বাংলাদেশ.(বাগেরহাটের সংক্ষিপ্ত সংবাদ) ২৮.১.২৪.
28/01/2024

খান জাহান আলী রোড, আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে ,শালতলা,
বাগেরহাট, বাংলাদেশ.
(বাগেরহাটের সংক্ষিপ্ত সংবাদ) ২৮.১.২৪.

খান জাহান আলী রোডআমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে, শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.(সংক্ষিপ্ত সংবাদ ২২.১.২৪)
22/01/2024

খান জাহান আলী রোড
আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে, শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
(সংক্ষিপ্ত সংবাদ ২২.১.২৪)

খানজাহান আলী রোড,আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে,শালতলা , বাগেরহাট, বাংলাদেশ.
20/01/2024

খানজাহান আলী রোড,
আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে,শালতলা , বাগেরহাট, বাংলাদেশ.

খান জাহান আলী রোড (আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট, বাংলাদেশ .(সংক্ষিপ্ত সংবাদ ১৫.১.২৪)
15/01/2024

খান জাহান আলী রোড (আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট, বাংলাদেশ .
(সংক্ষিপ্ত সংবাদ ১৫.১.২৪)

11/01/2024

একটি শোক সংবাদ.
বাগেরহাট আমলা পাড়া স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব দেলোয়ার হোসেন(১০০) গতকাল বৃহস্পতিবার ১১.১.২৪ তারিখ দুপুর ৩-৩০ মিনিটেবার্ধক্যজনিত কারণে বাগেরহাট সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন .(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন).
মরহুমের প্রথম জানাজার
নামাজ আজ শুক্রবার সকাল ১০ -৩০ মিনিটে বাগেরহাট আমলা পাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিতহইবে.মরহুমের ২য়জানাজার নামাজ জুম্মার নামাজের পর উনার গ্ৰামের বাড়ি ফতেপুর এ অনুষ্ঠিত হইবে. উক্ত জানাজার নামাজে সকলকে অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হইল.

বিশেষ প্রতিবেদন:দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ বাগেরহাট সদর.আজ রবিবার ৭.১.২৪ তারিখ সারা বাংলা দেশে অনুষ্ঠিত হলো দ্বাদশ সংসদ ন...
07/01/2024

বিশেষ প্রতিবেদন:দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ বাগেরহাট সদর.
আজ রবিবার ৭.১.২৪ তারিখ সারা বাংলা দেশে অনুষ্ঠিত হলো দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ.যার ই ধারাবাহিকতায় বাগেরহাটে
ও অনুষ্ঠিত হলো দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ এর ভোট গ্ৰহন.বাগেরহাট শহরে ভোট গ্ৰহন সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়. শহরের ভিতর ভোট গ্ৰহন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়.সকাল থেকে আমলা পাড়া স্কুলের ভোট কেন্দ্রে ভোটাররা হাজির হন.দুপুরের পর ওখানে ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের ২ আসনের নৌকার মনোনীত প্রার্থী শেখ তন্ময়.পরে উনি ভোট দান শেষে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে গমন করেন .অপরদিকে ভোট চলাকালীন বাগেরহাট আমলা পাড়া স্কুলের ভোট কেন্দ্রে বেশ কয়েক জন গন্যমান্য ব্যাক্তি উপস্থিত হয়েছিলেন যার মধ্যে ছিলেন বাগেরহাটের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবমোঃরাশেদুজ্জামান,বাগেরহাট পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট পৌর সভার সংরক্ষিত আসন ৪,৫,৬ এর মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, বাগেরহাট মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিতারানি দেবনাথ, সাধারণ সম্পাদক এডভোকেট শরিফা হেমায়েত . এ ছাড়া ও ওখানে উপস্থিত ছিলেন বাগেরহাটের আমলা পাড়া স্কুলের ভোট কেন্দ্রের ভোটার গন ও সাংবাদিক বৃন্দ.অপরদিকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় উপস্থিত ছিলেন বাগেরহাটের সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কন্ঠশিল্পী হিমি.
এ ছাড়াও ওখানে উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটার গন.তবে আমলা পাড়া স্কুলের ভোট কেন্দ্রে
ভোটার উপস্থিতি বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও
সরকারিবালিকাউচ্চবিদ্যালয়ের চেয়ে তুলনামূলক বেশি ছিল.রাত ৮-৩০ মিনিটে শেখ তন্ময় আওয়ামী লীগ অফিসে উপস্থিত হয়ে নির্বাচনের ফলাফল পরিদর্শন করেন.
( লেখা ও ছবি: চান্নু ভাই
Singer Channu of Starmaker, সম্পাদক বাগেরহাট টাইমস Bagerhat times ও রস হাট,ex Culture secretary Dortmund University Student Union,
Dortmund, Germany ও ex, GermanSocial Democratic party ( SPD) foreign Councillor Candidate
Of Dortmund City Corporation Mayor Election. Dortmund, Germany

বিশেষ প্রতিবেদন: "বাগেরহাটে সংসদ নির্বাচন ২০২৪"খান জাহান আলী রোড (আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে)শালতলাবাগেরহাট , বাংলাদ...
07/01/2024

বিশেষ প্রতিবেদন: "বাগেরহাটে সংসদ নির্বাচন ২০২৪"
খান জাহান আলী রোড
(আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে)শালতলা
বাগেরহাট , বাংলাদেশ.

বিশেষ প্রতিবেদন: বাগেরহাটে "বই উৎসব ২০২৪"  পালিত.আজ সোমবার ছিল ইংরেজি নববর্ষের ১ম দিন.বাংলা দেশে এই দিন সারা দেশে বই উৎস...
01/01/2024

বিশেষ প্রতিবেদন: বাগেরহাটে "বই উৎসব ২০২৪" পালিত.
আজ সোমবার ছিল ইংরেজি নববর্ষের ১ম দিন.
বাংলা দেশে এই দিন সারা দেশে বই উৎসব পালিত হয়. যার ই ধারাবাহীকতায় সারা দেশের মত বাগেরহাটের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে ও নতুন বই বিতরনের মাধ্যমে " বই উৎসব ২০২৪" পালিত হয়. এই উৎসব উপলক্ষে বাগেরহাটের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সেজেছিল এক বর্ণিল সাজে.সকাল ১১ টায় বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক তথা ঐ স্কুলের সভাপতি ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ খালিদ হোসেন মহোদয়ের আগমনের মধ্য দিয়ে শুরু হয় ঐ স্কুলের "বই উৎসব ২০২৪".যেখানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আবুল হাসনাত খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
জনাব এস ,এম ,ছায়েদুর রহমান.একে একে অতিথিদের ব্যাজ পরিধান,ফুলেল শুভেচ্ছা ও উত্যরিও পরিধান , বেলুন উড়ানোর পর কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে শুরু হয় বই উৎসব এর উপর প্রধান আলোচনা সভা.যেখানে একে একে বক্তব্য রাখেন বাগেরহাটের মাননীয় শিক্ষা অফিসার জনাব এস এম ছায়েদুর রহমান,
মাননীয় পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব রতন কৃষ্ন হাওলাদার.সবশেষে
সমাপনী বক্তব্য ও আজকের বই উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ খালিদ হোসেন মহোদয়. পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি
বিভিন্ন ক্লাসের ছাত্রীদের মাঝে বই বিতরন করেন.আর এভাবেই শেষ
হয় বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের
" বই উৎসব ২০২৪". উল্লেখ্য আজকে বাগেরহাটে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ছাড়াও বাগেরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়,আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,আমলা পাড়া মাধ্যমিক
বিদ্যালয়, সরকারি বালক বিদ্যালয় সহ বাগেরহাটের বিভিন্ন স্কুল তাদের নিজ নিজ স্কুলে "বই উৎসব ২০২৪" পালন করে.
( লেখা ও ছবি: চান্নু ভাই,
সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat times ও রস হাট, খান জাহান আলী রোড, (আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা ,বাগেরহাট, বাংলা দেশ .ex, Culture secretary, Dortmund University Student Union, Dortmund Germany.

খান জাহান আলী রোড,( আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে)শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.( সংক্ষিপ্ত সংবাদ ২৯.১২.২৩)
29/12/2023

খান জাহান আলী রোড,
( আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে)
শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
( সংক্ষিপ্ত সংবাদ ২৯.১২.২৩)

গত সনিবার ১৬.১২.২৩ তারিখ বাগেরহাটের জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো " বিজয় দিবস ২০২৩"যার মধ...
19/12/2023

গত সনিবার ১৬.১২.২৩ তারিখ বাগেরহাটের জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো " বিজয় দিবস ২০২৩"যার মধ্যে ছিল সকাল এ দশানির ট্রাফিক মোড়ে অবস্থিত শহিদ মুক্তি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বাগেরহাটের শেখ
হেলাল স্টেডিয়ামে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ,ডিস প্লে .মুক্তি যোদ্ধাদের সম্মামনা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা , মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা, সন্ধ্যায় আলোক সজ্জা ও বাগেরহাটের জনপ্রিয় সংগীত শিল্পী ও আবৃত্তি কার দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান.উক্ত অনুষ্ঠান গুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ খালিদ হোসেন .ওখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান .ওখানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব হাফিজ আল আসাদ , বাগেরহাটের বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ , মুক্তি যোদ্ধাগন.

খান জাহান আলী রোড শালতলা, বাগেরহাট বাংলাদেশ.(সংক্ষিপ্তসংবাদ১৫.১২.২৩)
15/12/2023

খান জাহান আলী রোড শালতলা, বাগেরহাট বাংলাদেশ.
(সংক্ষিপ্তসংবাদ১৫.১২.২৩)

খান জাহান আলী রোড, শালতলা, বাগেরহাট , বাংলাদেশ.(সংক্ষিপ্তসংবাদ১৩.১২.২৩)
13/12/2023

খান জাহান আলী রোড, শালতলা, বাগেরহাট , বাংলাদেশ.
(সংক্ষিপ্তসংবাদ১৩.১২.২৩)

খান জাহান আলী রোডশালতলা, বাগেরহাট, বাংলাদেশ.সংক্ষিপ্ত সংবাদ (১২.১২.২৩) .
12/12/2023

খান জাহান আলী রোড
শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
সংক্ষিপ্ত সংবাদ (১২.১২.২৩) .

খান জাহান আলী রোড শালতলা,বাগেরহাট, বাংলাদেশ.সংক্ষিপ্ত সংবাদ (৯.১২.২৩))দেশ ,বিদেশের ,খেলার সংবাদ পরে আসছে)
09/12/2023

খান জাহান আলী রোড শালতলা,বাগেরহাট, বাংলাদেশ.
সংক্ষিপ্ত সংবাদ (৯.১২.২৩)
)দেশ ,বিদেশের ,খেলার সংবাদ পরে আসছে)

খাঁন জাহান আলী রোড,শালতলা বাগেরহাট, বাংলাদেশ.
05/12/2023

খাঁন জাহান আলী রোড,শালতলা
বাগেরহাট, বাংলাদেশ.

বিশেষ প্রতিবেদন: দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীর তালিকা প্রকাশ করলো জাতীয় পার্টি( এরশাদ).আজ  সোমবার ২৭.১১.২৩ তারিখ বিকা...
27/11/2023

বিশেষ প্রতিবেদন: দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীর তালিকা প্রকাশ করলো জাতীয় পার্টি( এরশাদ).
আজ সোমবার ২৭.১১.২৩ তারিখ বিকাল ৫-৩০ মিনিটে জাতীয় পার্টির ( এরশাদ) মহাসচিব মুজিবুল হক চুন্নু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর নাম ঘোষনা করেন.তবে আসন সংখ্যা ৩০০ হলেও ঘোষণা করা হয়েছে ২৮৯ টি আসনের মনোনয়ন প্রাপ্তদের নাম . বাকি ১১ টি পরে ঘোষণা করা হবে বলে মহাসচিব জানিয়েছেন.এ ছাড়া রওশন এরশাদের ময়মনসিংহ ৪ আসনটি ফাঁকা রাখা হয়েছে কারণ উনি মনোনয়ন পত্র তোলেননি বলে.অপরদিকে এরশাদের জাতীয় পার্টির দূর্গ বলে খ্যাত রংপুর ৩ আসন থেকে রওশন পুত্র বর্তমান এম পি সাদ এরশাদের পরিবর্তে জি এম কাদের নিজেই ঐ
আসনে প্রার্থী হয়েছেন.
ওখানে ও সাদ এরশাদ মনোনয়ন পত্র তোলেননি. ঢাকার ১৭ ও ১৮ নং সংসদিয় আসনে ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের ও উনার স্ত্রী মনোনয়ন পেয়েছেন. এ ছাড়াও রওশন পন্থি অনেক নেতা জাতীয় পার্টির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন যারা মনোনয়ন ঘোষণা কালে ক্ষোভ প্রকাশ করেছেন. এখন অপেক্ষার পালা আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত কে কে জাতীয় পার্টির প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন.
( লেখা: চান্নু ভাই, সম্পাদক
বাগেরহাট টাইমস Bagerhat times, খানজাহান আলী রোড
শালতলা, বাগেরহাট, বাংলাদেশ)

বিশেষ প্রতিবেদন: জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ এ জাতীয় পার্টি ( এরশাদ) এর অংশগ্রহণ.(২৭.১১.২৩)
27/11/2023

বিশেষ প্রতিবেদন: জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ এ জাতীয় পার্টি ( এরশাদ) এর অংশগ্রহণ.(২৭.১১.২৩)

বিশেষ প্রতিবেদন: কারা হচ্ছেন খুলনা, বাগেরহাটের নৌকার মাঝি ও জাসদ (ইনু)র বাগেরহাটের সংসদ নির্বাচনের প্রার্থী.( চান্নু ভাই...
26/11/2023

বিশেষ প্রতিবেদন: কারা হচ্ছেন খুলনা, বাগেরহাটের নৌকার মাঝি ও জাসদ (ইনু)র বাগেরহাটের সংসদ নির্বাচনের প্রার্থী.
( চান্নু ভাই , সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat times.

বিশেষ প্রতিবেদন: কারা পাচ্ছেন আওয়ামী লীগেরদ্বাদশ সংসদ নির্বাচনের (২০২৪) মনোনয়ন.গত কয়েকদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী শ...
25/11/2023

বিশেষ প্রতিবেদন: কারা পাচ্ছেন আওয়ামী লীগের
দ্বাদশ সংসদ নির্বাচনের (২০২৪) মনোনয়ন.
গত কয়েকদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলছে আওয়ামী লীগের আগামী সংসদ নির্বাচনের(২০২৪) প্রার্থী তা বাছাই.তবে ৩০০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামী কাল রোববার২৬.১১.২৩ তারিখ.এখানেখুলনা,
বরিশাল,ময়মনসিংহ বিভাগের এর কয়েকজনের সম্ভাব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা দেওয়া হচ্ছে তবে এর ভিতরে অনেক আসনের প্রার্থীর নাম নেই যেমন বাগেরহাটের ৪ আসন.যে গুলি পরে জানা যাবে.যে কারণে এই তালিকা কে পূর্ণাঙ্গ বলা যাবে না.তালিকাটি আমি বিভিন্ন পত্রিকা থেকে নিয়েছি.পূর্ণাঙ্গ তালিকা আগামী কাল রোববার ২৬.১১.২৩ তারিখ পাওয়া যাবে বা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ঘোষণা করা হবে.
(চান্নু ভাই, সম্পাদক বাগেরহাট টাইমস Bagerhat times).

খান জাহান‌ আলি‌‌ রোড শালতলা, বাগেরহাট, বাংলাদেশ .( সংক্ষিপ্ত সংবাদ ২৪.১১.২৩)
25/11/2023

খান জাহান‌ আলি‌‌ রোড শালতলা, বাগেরহাট, বাংলাদেশ .
( সংক্ষিপ্ত সংবাদ ২৪.১১.২৩)

খান জাহান‌ আলি‌‌ রোড শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.সংক্ষিপ্ত সংবাদ (২০.১১.২৩)
21/11/2023

খান জাহান‌ আলি‌‌ রোড শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
সংক্ষিপ্ত সংবাদ (২০.১১.২৩)

খান জাহান‌ আলি‌‌ রোড শালতলা বাগেরহাট বাংলাদেশ.(সংক্ষিপ্তসংবাদ১৭.১১.২৩)
17/11/2023

খান জাহান‌ আলি‌‌ রোড শালতলা বাগেরহাট বাংলাদেশ.
(সংক্ষিপ্তসংবাদ১৭.১১.২৩)

05/11/2023

Address

Khan Jahan Ali Road(west Side Of Amlapara High School) Saltala, Bagerhat
Bagerhat Town
9300

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাগেরহাট টাইমস Bagerhat Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share