22/02/2024
খান জাহান আলী রোড, আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে, শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
বিশেষ প্রতিবেদন: বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো " শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪.
গতকাল বুধবার ২১ শে ফ্রেরুয়ারী রাত ১২-০১ মিনিটে অর্থ্যাৎ শহীদ দিবসের প্রারম্ভে বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ খালিদ হোসেন মহোদয়ের বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তাবক অর্পণের মাধ্যমে বাগেরহাটে শুরু হয়
এবারের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ এর অনুষ্ঠান. বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষে যেখানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব হাফিজ আল আসাদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব ঝুমুর বালা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপ-পরিচালক জনাব ডা: জাকির হোসেন প্রমুখ. এরপরই একে একে ওখানে পুষ্প স্তাবক অর্পণ করেন বাগেরহাটের মাননীয় পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খানের নেতৃত্বে বাগেরহাট জেলা পুলিশের কর্মকর্তা ও পুলিশের সদশ্যবৃন্দ.পরে শহীদ মিনারে ফুল দিতে আসেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ভুঁইয়া হেমায়েত উদ্দিন এর নেতৃত্বে বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ.
যেখানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট থেকে নব নির্বাচিত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা
আসনের সংসদ সদস্য জনাব ফরিদা আখতার বানু লুসি,এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা ডা: মোশাররফ হোসেন, ফখরুল আলম সাহেব, জনাব আক্তারুজ্জামান বাচ্চু,এ্যাডভোকেট শরীফা হেমায়েত, কাউন্সিলর তানিয়া আহমেদ,
এ্যাডভোকেট লুনা সিদ্দিকী
প্রমুখ.এর পর আলহাজ্ব বাকি তালুকদার এর নেতৃত্বে বাগেরহাট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ওখানে ফুল দিতে আসেন.পরে এক এক করে বাগেরহাট জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বাগেরহাটের বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাগন, বাগেরহাট পৌরসভা, বাগেরহাটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ও বাগেরহাটের
স্থানীয় জনগন শহীদ মিনারে ফুল দিতে আসেন. অপরদিকে রাত ১ টায় বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তাবক
অর্পণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোজাফফর হোসেন আলম
এর নেতৃত্বে বাগেরহাট জেলা বিএনপির নেতা কর্মীরা.যেখানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক লুনা আপা.দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২০.২.২৪ তারিখ দুপুর থেকেই বাগেরহাট জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ,ও বাগেরহাট জেলা আওয়ামী গের অঙ্গসংগঠন সহ বাগেরহাটের বিভিন্ন স্কুল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে রাস্তায়
আলপনা আঁকা হয়.এ ছাড়া ও মঙ্গলবার রাত ৮ টায় "অঙ্কুর" সাংস্কৃতিক সংগঠন এসি লাহা মিলনায়তনের সামনে বাউল মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে. গতকাল বুধবার ২১.২.২৪ তারিখ সকাল ৭ টায় বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাটের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের অংশ গ্ৰহনে প্রভাত ফেরী ও সন্ধ্যায় বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাট শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, বাগেরহাট থিয়েটারের নাটক ও বাগেরহাট শিশু একাডেমি, শিল্পকলা একাডেমী ও স্থানীয় সংগীত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান , কবিতা আবৃত্তির মাধ্যমে শেষ হয় বাগেরহাটের এ বছরের শহীদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ এর অনুষ্ঠান মালা. সন্ধ্যার স্বাধীনতা উদ্যানের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ খালিদ হোসেন.ওখানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ভাবী,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব মোঃ হাফিজ আল আসাদ, মুখার্জি রবীন্দ্রনাথ,
এ্যাডভোকেট আজাদ ফিরোজ রশীদ টিপু. উক্ত অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা আজমল হোসেন.
( ছবি ও লেখা:চান্নুভাই, সম্পাদক ,বাগেরহাট টাইমস Bagerhat times ও রস হাট ,Singer Channu of Starmaker app,ex, Culture Secretary Dortmund University students parliament , students adviser's Committee. ( Kultur Referent des AStA der Universität Dortmund), ২ বারের ডটমুন্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদের সদস্য , পরিসংখ্যান বিভাগের ছাত্র উপদেষ্টা ও পরামর্শক কমিটির ২ সেমিস্টারের নির্বাচিত সদশ্য, ডটমুন্ড ইউনিভার্সিটি,জার্মানি.
গায়ক, গীতিকার,মালিক মিউজিক ব্যান্ড "Bideshi"
Dortmund, Germany.