
11/02/2025
বিশেষ প্রতিবেদন:
বাগেরহাটজেলাপরিষদেরআয়োজনে অনুষ্ঠিত হলো মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান.
আজ মঙ্গলবার ১১.২.২৫ তারিখ সকাল ১০ - ৩০ মিনিটে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে বাগেরহাট জেলা পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বাগেরহাট জেলার মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ও এই উপলক্ষেএকআলোচনা
সভা.যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব আহমেদ কামরুল হাসান.ওখানে আরো উপস্থিত ছিলেনস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপ পরিচালক জনাব ডাঃ ফখরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মমিনুর রহমান ,জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানভীর ইসলাম ও মোঃ আশরাফুল ইসলাম, বাগেরহাটের মাননীয় Ndc জনাব তারেক রহমান,প্রেস ক্লাবের সভাপতি জনাবকামরুজ্জামান, বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন জনাব ড:
হাবিবুর রহমান, বাগেরহাটের জেলা শিক্ষা অফিসার জনাব ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জনাব রুম্মন,স্থানীয়সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী জনাব ফরিদুর রহমান ও শিক্ষার্থীগন ও তাদের অভিভাবক বৃন্দ. অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও গিতা পাঠ করা হয়.পরে একে একে মঞ্চে উপস্থিত ব্যাক্তিগন বক্তব্য প্রদান করেন. বক্তৃতার শুরুতেই প্রত্যেক বক্তাই গত জুলাই আগস্টের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের শিঘ্রই রোগ মুক্তি ও সুস্বাস্থ্য
কামনা করেন. আজকের অনুষ্ঠানের বক্তৃতায় বক্তা গন মঞ্চের সামনে উপস্থিত শিক্ষার্থীদের বেশ কয়েকটি উপদেশ প্রদান করেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিল.
১) মোবাইল ফোন ব্যাবহার
বন্ধ রাখা বিশেষ করে
Android phone ( Smart
Mobile phone).
২) নেশা জাতীয় দ্রব্য ও ধুমপান থেকে বিরত থাকা.
৩) ছাত্রজীবনে ভালবাসা বা প্রেম ঘটিত ব্যাপার থেকে দূরে থাকা.সবশেষে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়
আলোচনা পর্ব ও শুরু হয় শিক্ষার্থীদের মাঝে চেক ও সম্মামনা ক্রেস্ট প্রদানের অনুষ্ঠান. আর এই অনুষ্ঠানের পরেই শেষ হয়
আজকের জেলা পরিষদ কর্তৃক বাগেরহাট জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান.
( লেখা ও ছবি:চান্নু ভাই সম্পাদক বাগেরহাট টাইমস Bagerhat Times ও রস হাট.সাবেক সাংস্কৃতিক সম্পাদক (সাংস্কৃতিক বিষয়ক মূখপাত্র) ও ২ বারের সাবেক সদস্য,ডটমুন্ড ইউনিভার্সিটি ছাত্র সংসদ জার্মানি ও পরিসংখ্যান বিভাগের ছাত্র পরামর্শদাতা কমিটির ( Fachschaftssrat) ২ সেমিস্টারের সাবেক সদস্য,ডটমুন্ড ইউনিভার্সিটি জার্মানি.