S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান

  • Home
  • Bangladesh
  • Badda
  • S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান

S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান সততাই মূল লক্ষ।

পাসপোর্টের ভুল সংশোধন করবেন যেভাবেযারা পাসপোর্ট করেছেন কিন্তু তাতে কোনো ভুল তথ্য সন্নিবেশিত হলে কীভাবে সংশোধন করতে হবে, ...
20/11/2024

পাসপোর্টের ভুল সংশোধন করবেন যেভাবে
যারা পাসপোর্ট করেছেন কিন্তু তাতে কোনো ভুল তথ্য সন্নিবেশিত হলে কীভাবে সংশোধন করতে হবে, তা হয়তো জানেন না। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। খুব সহজেই আপনি আপনার ই-পাসপোর্টের ভুল সংশোধন করতে পারবেন।

পাসপোর্টের ভুল তথ্য সংশোধন করতে প্রথমেই আপনার যে বিষয়টি জানতে হবে তা হলো পাসপোর্ট সংশোধন করতে হলে আপনার ইস্যু করা পাসপোর্টে নতুন করে তথ্য সংশোধনের সুযোগ নেই। বরং ভুল তথ্য সংশোধনের জন্য আপনাকে পুনরায় নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে।

আপনার যদি প্রথম করা পাসপোর্টেই ভুল তথ্য আসে তবে সে ভুল তথ্য দেয়া পাসপোর্ট দেখিয়ে নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে। ভুল সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট রিনিউ অপশনে ক্লিক করতে হবে।

অনলাইনে বাংলাদেশ ই-পাসপোর্ট https://www.epassport.gov.bd ঠিকানায় পাসপোর্ট রিনিউ করার সুযোগ রয়েছে। ভুল তথ্যের পাসপোর্টটি তৈরি করতে আপনাকে যতটি ধাপ পেরোতে হয়েছে পাসপোর্ট সংশোধনীর জন্য ঠিক ততটি ধাপই আপনাকে পেরোতে হবে।

তবে অপ্রাপ্তবয়স্কদের (অনূর্ধ্ব ১৮ বছর) ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে জেএসসি বা জেডিসি বা এসএসসি বা দাখিল বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা কারিগরি ও সমমানের যেকোনো একটি সনদপত্র ব্যবহার করা যেতে পারে। এছাড়া তথ্য সংশোধনের জন্য লিখিত আবেদন ও অঙ্গীকারনামা লাগবে।

আবেদন ও অঙ্গীকারনামার ফরম এই ওয়েবসাইটের ফরম ও ফি অপশনে পাওয়া যাবে। এছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসেও এই ফরমগুলো পাওয়া যাবে। তথ্য সংশোধনের জন্য আবেদনকারীকে নিজ হাতে ফরমগুলো পূরণ করতে হবে। এরপর সেগুলো পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে
এনআইডি।

অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমাদানকারীদের ক্ষেত্রে বাবা-মায়ের এনআইডির ফটোকপিও জমা দিতে হবে।

অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমাদানকারীদের ক্ষেত্রে বাবা-মায়ের এনআইডির ফটোকপিও জমা দিতে হবে।

জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কারিগরি ও সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদগুলো থেকে যেকোনো একটি সনদপত্র।

অভিবাসীদের ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্ট বা জব আইডি বা স্টুডেন্ট আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স লাগবে।

পুরোনো ই-পাসপোর্টের মূল কপি এবং যে পৃষ্ঠাগুলোতে পাসপোর্টধারীর ব্যক্তিগত ও ইমিগ্রেশনের তথ্য দেওয়া আছে সেগুলোর ফটোকপি।

ই-পাসপোর্ট নবায়নের জন্য অনলাইন আবেদনের রঙিন মুদ্রিত কপি|

অ্যাপয়েন্টমেন্টসহ ই-পাসপোর্ট নবায়নের জন্য আবেদনের সারাংশের মুদ্রিত কপি।

ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করলে ফি জমার রশিদ।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট অথবা পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা ফর্মে লিখিত আবেদন ও অঙ্গীকারনামা।

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সরকারি অনাপত্তি বা অধ্যাদেশ সনদপত্র।

বৈবাহিক অবস্থা সংযোজন, পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে কাবিননামা।

স্থায়ী ঠিকানা পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে আপনি যে বাসায় থাকেন তার বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি।

যাদের কোনো শিক্ষাগত যোগ্যতার সনদ নেই, তাদের নাম, বয়স, বাবা-মায়ের নাম আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন করতে হলে আদালতের হলফনামা লাগবে।


অনলাইনে আবেদন করবেন যেভাবে 🌻

পুরোনো ই-পাসপোর্ট নবায়ন বা সংশোধনের জন্য অনলাইনে ই-পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করতে হবে। দুই ক্ষেত্রেই একইভাবে অনলাইন ফরম পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনাকে আইডি ডকুমেন্টস সেকশনে- Yes, I have an Electronic Passport (ePP) অপশন সিলেক্ট করতে হবে। এরপর পুরোনো ই-পাসপোর্টের তথ্য দিতে হবে। আবেদনের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন এনআইডিতে দেওয়া তথ্যের সাথে মিল থাকে।
যেহেতু আপনি ই-পাসপোর্ট নিয়েছেন, সেহেতু ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের ওয়েবসাইটে আপনার নিজস্ব একটি অ্যাকাউন্ট আছে। তাই আগের ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন।
এরপর নতুন ই-পাসপোর্ট করার মতো একে একে পাসপোর্ট টাইপ থেকে শুরু করে ঠিকানা পর্যন্ত সব সেকশনগুলো পূরণ করতে হবে। আইডি ডকুমেন্টসে বর্তমান ই-পাসপোর্টের সব তথ্য দেওয়ার পর প্যারেন্টাল ইনফরমেশন থেকে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত নতুন ই-পাসপোর্ট আবেদনের মতো করে পূরণ করতে হবে। এরপর পুরো আবেদনপত্র পূরণের পর সাবমিট করুন। এরপর আবেদনের কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

সংশোধন ফি 💸

নতুন ই-পাসপোর্টের আবেদনের জন্য যে ফি দিতে হয়েছিল, নবায়ন বা ভুল তথ্য সংশোধনের জন্যও সেই একই ফি। এর বাইরে নাম অথবা বয়স সংশোধনের ক্ষেত্রে কোর্ট হলফনামা বাবদ দুই থেকে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে। অবশ্যই জমা রশিদটি নিয়ে আসতে হবে।
৪৮ পাতা ৫ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৪ হাজার ২৫ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ৬ হাজার ৩২৫ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ৮ হাজার ৬২৫ টাকা।

৪৮ পাতা ১০ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৫ হাজার ৭৫০ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ৮ হাজার ৫০ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ১০ হাজার ৩৫০ টাকা।

৬৪ পাতা ৫ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৬ হাজার ৩২৫ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ৮ হাজার ৬২৫ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ১২ হাজার ৭৫ টাকা।

৬৪ পাতা ১০ বছর মেয়াদ:
১৫-২১ কার্যদিবসের মধ্যে সাধারণ ডেলিভারিতে ফি ৮ হাজার ৫০ টাকা।
৭-১০ কার্যদিবসের মধ্যে জরুরি ডেলিভারিতে ফি ১০ হাজার ৩৫০ টাকা।
২ কার্যদিবসের মধ্যে অতি জরুরি ডেলিভারিতে ফি ১৩ হাজার ৮০০ টাকা।
আবেদন যেখানে জমা দেবেন 👥

বর্তমান ই-পাসপোর্টটি আপনি যেই অফিস থেকে নিয়েছিলেন, সেই অফিসে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়ে অনলাইনে পাওয়া নির্ধারিত তারিখে উপস্থিত থাকবেন। এরপর দায়িত্বরত কর্মকর্তা আপনার কাগজপত্র পরীক্ষা করে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেবেন। স্লিপে সংশোধিত পাসপোর্ট সরবরাহের সম্ভাব্য তারিখ উল্লেখ থাকবে। তাই সেটি যত্নসহকারে সংরক্ষণ করুন।

এছাড়া সংশোধিত হয়ে ই-পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে এলে ওয়েবসাইট থেকেই জানা যাবে। ‘চেক স্ট্যাটাস’ অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন নিবন্ধন আইডি নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে চেক-এ ক্লিক করলেই ই-পাসপোর্ট স্ট্যাটাস দেখাবে। ই-পাসপোর্ট তৈরি হলেই লেখা থাকবে Your passport ready for issuance। এরপর আপনি পাসপোর্ট অফিসে গিয়ে ই-পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

সংশোধিত ই-পাসপোর্ট সংগ্রহ 🧾

সংশোধিত ই-পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদনকারীকে সশরীরে পাসপোর্ট অফিসে যেতে হবে। পাসপোর্ট সংগ্রহের সময় ডেলিভারি স্লিপ, এনআইডি এবং পুরোনো ই-পাসপোর্ট লাগবে। আবেদনকারীকে সংশোধিত ই-পাসপোর্ট দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর আঙ্গুলের ছাপ যাচাই করে নেবেন।

08/11/2024

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যারা ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক কিন্তু এখনো রেজিস্ট্রেশন করেননি দ্রুত করে ফেলুন। S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্...
30/10/2024

যারা ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক কিন্তু এখনো রেজিস্ট্রেশন করেননি দ্রুত করে ফেলুন।
S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান
পরিচালনায়
মুফতি আব্দুল কাদের কাসেমী
01730878487

28/10/2024

ভিত্তিহীন বর্ণনা
দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ কর

١٠ - أَطْلُبُوا الْعِلْمَ مِنَ الْمَهْدِ إِلَى اللَّحْدِ. لَا أَصْلَ لَهُ)

[ভিত্তিহীন বর্ণনা-১০] দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ কর।

ইসলামে ইলমে দ্বীন অন্বেষণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই বিভিন্নভাবে ইলম অন্বেষণের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে।

ইলমের যেমন কোন শেষ নেই, তেমনি তা শিক্ষা করার জন্য কোন সময়ও নির্দিষ্ট নেই। শৈশব থেকে আমরণ ইলম অর্জন করে যেতে হবে। এটিই ইসলামের দাবি। তবে 'দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ কর' কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নয়; যদিও অনেকের কাছে তা হাদীস হিসেবেই প্রসিদ্ধ।

শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ.) এ সম্পর্কে বলেন-

لَيْسَ بِحَدِيثِ نَبَوِيِّ ، وَإِنَّمَا هُوَ مِنْ كَلَامِ النَّاسِ، فَلَا تَجُوْزُ إِضَافَتُهُ إِلَى رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا يَتَنَاقَلُهُ بَعْضُهُمْ ، إِذْ لَا يُنْسَبُ إِلَى رَسُوْلِ اللَّهِ صَلَّى

اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مَا قَالَهُ أَوْ فَعَلَهُ أَوْ أَقَرَّهُ.

وَكَوْنُ هُذَا الْكَلَامِ صَحِيحَ الْمَعْنَى فِي ذَاتِهِ وَحَقًّا فِي دَعْوَتِهِ: لَا يُسَوِّعُ نِسْبَتَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْحَافِظُ أَبُو الْحَجَّاجِ الْحَلَبِيُّ الْمِزْيُّ: وَلَيْسَ لأَحَدٍ أَنْ يَنْسُبَ حَرْفًا يَسْتَحْسِنُهُ مِنَ الْكَلَامِ إِلَى رَسُوْلِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنْ كَانَ ذَلِكَ الْكَلَامُ فِي نَفْسِهِ حَقًّا، فَإِنَّ كُلَّ مَا قَالَهُ الرَّسُوْلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقٌّ، وَلَيْسَ كُلُّ مَا هُوَ حَقٌّ قَالَهُ الرَّسُوْلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. انتَهَى مِنْ كِتَابِ ذَيْلِ الْمَوْضُوعَاتِ لِلْحَافِظِ السُّيُوطِيَّ ص ٢٠٢ .
وَهُذَا الْحَدِيثُ الْمَوْضُوعُ : أَطْلُبُوا الْعِلْمَ مِنَ الْمَهْدِ إِلَى اللَّحْدِ) مَشْهُورٌ عَلَى الْأَلْسِنَةِ كَثِيرًا، وَمِنَ الْعَجَبِ أَنَّ الْكُتُبَ الْمُؤَلَّفَةَ فِي الْأَحَادِيثِ الْمُشْتَهِرَةِ) لَمْ تَذْكُرْهُ.

অর্থাৎ এটা হাদীসে নববী নয়, বরং কারও উক্তি মাত্র। একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্বন্ধ করা মোটেও বৈধ হবে না। (যেমন কেউ কেউ করে থাকে।) কেননা, তাঁর প্রতি শুধু তা-ই সম্বন্ধ করা যায়, যা তিনি বলেছেন, করেছেন বা সমর্থন জানিয়েছেন।

ইমাম আবুল হাজ্জাজ মিযযী (রহ.) বলেন, যেকোন কথা ভালো মনে হলেই তাকে হাদীসে রাসূল বলা জায়েয হবে না, যদিও কথাটি সঠিক হোক না কেন। কেননা এতে কোন সন্দেহ নেই যে, সকল হাদীসে নববীই হক তথা সত্য; কিন্তু দুনিয়ার সকল সঠিক কথাই হাদীসে নববী নয়। বিষয়টি ভালোভাবে বুঝা উচিত
-কীমাতুয যামান ইনদাল উলামা

27/10/2024

হযরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, এক ব্যক্তি গুনাহয় লিপ্ত হয়েছে অথবা বড় কোনও পাপ কাজ করেছে। অনুতপ্ত হয়ে পাপী ব্যক্তি বলল, হে আল্লাহ! আমি গুনাহর কাজ করেছি বা গুনাহয় লিপ্ত হয়েছি, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা তার ফরিয়াদ শুনে বলেন, 'আমার বান্দা কি জানে তার রব আছেন, যিনি পাপ ক্ষমা করেন এবং পাপের কারণে গ্রেফতার করেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম'।

এরপর লোকটি আল্লাহর ইচ্ছায় বেশ কিছু দিন কাটাল। আবার পাপে জড়িয়ে পড়ল। লোকটি প্রার্থনা করে বলল, হে আমার রব, আমি আরেকটি পাপ কাজ করেছি। এবারের মতো আমাকে ক্ষমা কর! আল্লাহ তাআলা তার ফরিয়াদ শুনে বলেন, 'আমার বান্দা কি জানে তার রব আছেন যিনি পাপ ক্ষমা করেন এবং পাপের কারণে গ্রেফতার করেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম'। আমি আমার বান্দাকে তিনবার ক্ষমা করলাম। এখন সে যা ইচ্ছা আমল করতে পারে।

24/10/2024

"আল্লাহর কসম, নবিজির গাধার গায়ের দুর্গন্ধও তোর গায়ের দুর্গন্ধ থেকে হাজারগুণ উত্তম!"

—শাতিমে রসূল মুনাফিক সরদার আবদুল্লাহ ইবনু উবাইয়ের প্রতি এক সাহাবির অগ্নিঝরা বাক্য

23/10/2024

শুধু জীবিত নয়, মৃতকেও হাদিয়া দেয়া যায়। মৃতের জন্য হাদিয়া হলো- দোয়া ও সাদাকা।

রাব্বাহ! কবরবাসী প্রিয়জনদের জান্নাত নসীব করুন। (আমীন)

🖊️ উস্তায আতীক উল্লাহ হাফি.

23/10/2024

.মৃত্যুর পর মানুষের নয়টি আফসোসঃ—

১."হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"
-(সূরা নাবা:৪০)

২."হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"
-(সূরা ফজর:২৪)

৩."হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।"-(সূরা আল-হাক্কাহ:২৫)

৪."হায়!আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"-(সূরা ফুরকান;২৮)

৫."হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।"-(সূরা আহযাব:৬৬)

৬."হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।"-(সূরা ফুরকান:২৭)

৭."হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"-(সূরা আন-নিসা:৭৩)

৮."হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"-(সূরা কাহফ:৪২)

৯."হায়! এমন যদি কোনো সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।"-(সূরা আনআম:২৭)

22/10/2024

নভেম্বর মাসের ওমরাহর ভিআইপি পেকেজে মাত্র কয়েকটা সিট খালি আছে।
যারা যেতে চান দ্রুত যোগাযোগ করুন।
আসা-যাওয়া:ডিরেক্ট ফ্লাইট (Saudi airlines)
মক্কায়:জমজম হোটেল (clock Tower)
মদিনায়: তাকওয়া হোটেল (মসজিদে গামামার সাথে)
যাওয়ার সময়: ১৬ই নভেম্বর২৪ইং
মোট দশ দিন থাকা হবে
খাবার সহ খরচ পর্বে ২ লক্ষ ২০ হাজার।
S B QASMI AIR TRAVELS
01730878487

22/10/2024

গুনাহ করার পরই শুধু তাওবা করতে হবে এমন নয়, তাওবা একটি স্বতন্ত্র ইবাদত। তাওবা গোসলের মতো যত বেশি গোসল- তাওবা, ততবেশি শুদ্ধতা।

_আতিক উল্লাহ

22/10/2024

মানুষ মাত্রই ভুল।কিন্তু ভুল হলে স্বীকার করে নেওয়া,সেগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করাই মুমিনদের সিফাত।আর ভুলের উপর অবিচল থাকা হলো পথভ্রষ্ট অভিশপ্ত শয়তানের পন্থা।আল্লাহ হেফাজত করুন।

সফল তো সে—ই,যে নিজেকে শুধরে নিয়েছে।
সুরা শামস-০৯

21/10/2024

কারো যদি অনেক বেশি গুনাহ হয়ে যায়, আর সে গুনাহগুলো থেকে মুক্ত হতে চায়, তাহলে সে যেন নামাজের পর নিজের জায়গায় বসে থাকার বিষয়ে গুরুত্ব দেয়; যাতে ফিরিশতারা তার জন্য বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করে।

• আবুল হাসান ইবনু বাত্তাল
• শারহু সাহিহিল বুখারি: ০২/৯৫

20/10/2024

"গুনাহের একটি শাস্তি হলো, ব্যক্তি হেদায়াত হারিয়ে ফেলবে এবং দ্বীনি জ্ঞান থেকে বঞ্চিত থাকবে।"

— ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহ.)
[সূত্র: মাজমুউল ফাতাওয়া, ১৪/১৫২]

20/10/2024

গুনাহের পরিমাণ কমিয়ে ফেলো। কারণ, আল্লাহর সাথে কম গুনাহ নিয়ে সাক্ষাতের চেয়ে উত্তম সাক্ষাৎ নেই।

— উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা
[আয-যুহদ লি ওয়াকী, ২/৫৩৫]

20/10/2024

আসল তাওবাহ হয় কাজে-কর্মে বাস্তবায়নের মাধ্যমে এবং কৃত গুনাহ থেকে ফিরে আসার মাধ্যমে। শুধু মুখে মুখে তাওবার নাম তাওবা না।

— তাবেয়ি আলি ইবনু হুসাইন রাহিমাহুল্লাহ
[ আত-তাওবাহ, ইবনু আবিদ দুনইয়া, ৫৭ ]

19/10/2024

"আমাদের পাপরাশি যে দুর্গন্ধ ছড়ায় না, সেটাই আল্লাহর অশেষ দয়া।"

— আবুল আতাহিয়্যা (রহ.)

18/10/2024

আপনি কোথাও, সুখ পাবেন না। কোথাও সন্তুষ্টি পাবেন না, কোথাও অন্তরের প্রশান্তি খুঁজে পাবেন না। সুখ পাবেন কেবল একজনের কাছেই যিনি এর মালিক। তিনি আপনার রব..

আমরা বন্য পশুর মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি নিজেদের সুখ-সাফল্যের আশায়! অথচ! ভুলে বসে আছি সবকিছুই আসলে তার কাছে এবং তার কাছে ফিরে গেলেই সব পাওয়া যাবে। ফিরে আসুন আপনার রবের দিকে, তবেই পাবেন প্রকৃত সুখ। তবেই পাবেন শান্তি।
- শায়খ মুহাম্মাদ হোবলোস (হাফি.)

14/10/2024

অন্তরের অন্যতম বড় অপবিত্রতা হলো উত্তম ঈমানদারদের প্রতি বিদ্বেষ পোষণ করা।

— ইমাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ
সূত্র: মিনহাজুস সুন্নাহ, ১/২২

Address

Badda

Telephone

+8801730878487

Website

Alerts

Be the first to know and let us send you an email when S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান:

Share