17/05/2023
"Shutter Island" দেখে যাদের মাথা ঘোরের মধ্যে ছিল তাদের জন্য এই মুভিটা মাস্ট ওয়াচ । আর তার থেকেও বড় কথা এই মুভিতে অভিনয় করেছেন "মানি হেইস্ট" এর বিখ্যাত প্রফেসার। আর মুভির পরিচালক মানেই থ্রিল " Orio Paoulo" ❤️
প্লট ⏩
1989 সালের বার্লিন প্রাচীরের পতনের ফলে ৭২ ঘন্টার ইলেকট্রনিক স্টরম শুরু হয় এবং নিকো নামের একটি ছেলে তার বাড়িতে ভিডিও রেকর্ড করার সময় তার পাশের বাড়ি থেকে মারামারি আওয়াজ শুনতে পায় এবং জানালা দিয়ে দেখে যে তারা সত্যি মারামারি করতেছে । পরবর্তীতে তাদের বাড়িতে যাওয়ার পর দেখে যে মার্ডার হয়ে গেছে এবং তাকে ছুড়ি হাতে দেখার কারনে নিকো সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং দুর্ঘটনাক্রমে রাস্তায় গাড়ির নিচে চাপা পড়ে নিকো মারা যায় । নিকো গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ায় প্রিয়েটোকে গ্ৰেপ্তার করা হয় । সেখান থেকে এক লাফে ২০১৪ সালে চলে আসে এবং এখান আসল কাহিনী শুরু হয়। 🙂
এই মুভিতে টুইস্ট এর ভিতরে টুইস্ট আছে তাই থ্রিলার লাভারদের জন্য অবশ্যই মাস্ট ওয়াচ